নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

টাইটানিক এর মত মর্মান্তিক কাহিনী ঘটলো আজ বাংলাদেশে

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬

টাইটানিকের মতই মর্মান্তিক এক ঘটনা শুনতে হলো আজ বুধবার সাতসকালে । সকাল ৮টা বেজে ৩০ মিনিটে ছোট বড় মিলিয়ে নয়টি ট্রাক ও প্রাইভেট গাড়ি সহ ১৭টি যানবাহন নিয়ে পাটুরিয়ার অদুরে হিম শীতল পানিতে ডুব দিল রজনীগন্ধা ফেরী। সেই সাথে হিম শীতল পানিতে শয্যা পাতলো ৫০ জন যাত্রী। সরকারি হিসেবে ৫০ কিন্ত বেসরকারী মতে ১০০র উপর মানুষ ছিল হতভাগ্য ফেরীটিতে। একটি বাল্কহেডের ধাক্কায় ফেরীর তলদেশ ফুটো হয়ে যাওয়াই নাকি কারন। মাত্র ৬ জন যাত্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা উপস্থিত হয়েছে , রুস্তম রওনা দিয়েছে মাওয়া ঘাট থেকে । আল্লাহ তাদের হেফাজত করুক আর কিছু বলার নেই ।

সুত্রঃ বিভিন্ন পত্রিকা ও টিভি

মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৯

শাহ আজিজ বলেছেন: বাল্ক হেডে লাইট ছিল না শিওর । ফেরিরও একই অবস্থা হতে পারে । দুর্ভাগ্য আমাদের যে ঘটনা ঘটবার কথা নয় তাই ই ঘটছে । অদক্ষ চালক আরেকটি বড় কারন । কুয়াশা বেশী হলে ফেরি বন্ধ থাকে ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৬

জুন বলেছেন: সেখানকার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে রাতে কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধই ছিল , ভোরে রওনা দিয়ে পাটুরিয়া ঘাটে পৌছাতে কিছুটা পথ বাকি থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে ।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৫৮

শায়মা বলেছেন: হায় হায় ! কি কষ্টকর! এতগুলো মানুষের প্রাণ! এই কুয়াশা, শীত সবই আমার খুব ভয় লাগছে। বিশেষ করে এই সব এক্সিডেন্টের জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: অত্যন্ত কষ্টকর শায়মা

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: এইসব মৃত্যুর কেউ দায় ভার নেবে না।

১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

জুন বলেছেন: না কেউ না রাজীব নুর

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি জানি মটরসাইকেলওয়ালারা এই ফেরি বেশি ব্যাবহার করতো।
সাতার জানলেও অন্ধকার হিমশীতল পানিতে বেশিক্ষন বাঁচার কথা না।
খুবই মর্মান্তিক।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০১

জুন বলেছেন: নয়টা ছোট বড় ট্রাক কাভার্ড ভ্যান আর প্রাইভেট কার মিলিয়ে ১৭টা যানবাহন আর সরকারি মতে ৫০জন আর বেসরকারি মতে ১০০ জন কালবৈশাখী। কিন্ত যাই হোক এই প্রানহানী মেনে নেয়া ভীষণ কষ্টের।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভেরি শকিং নিউজ। প্রস্তুত ছিলাম না এমন মর্মান্তিক খবর শোনার জন্য।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩

জুন বলেছেন: আমি প্রথম ইউটিউবে দেখি ছাই ভাই, পরে তাড়াতাড়ি টিভি খুলে দেখি ব্রেকিং নিউজ সময় তখন প্রায় ১২টার কাছাকাছি । অত্যন্ত দু:খজনক।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: খুবই মর্মান্তিক!! :( কুয়াশার কারণেই এমনটি হয়েছে বলে মনে হচ্ছে।
আমাদের রাত এবং প্রতিকুল আবাহাওয়ায় ভ্রমন করা থেকে বিরত থাকা উচিৎ।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭

জুন বলেছেন: কুয়াশার কারনে দেরি করেই ছেড়েছিল বলে নিউজে দেখলাম। পাটুরিয়া ৫ নম্বর ঘাটে পৌছানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এই প্রচন্ড শীতে সাতরে আসাটাও হয়তো প্রানান্তকর।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বিষয়টি মর্মান্তিক, আপা। পরিবারগুলোর কথা ভাবুন। আশা ও প্রার্থনা করছি যেন অল্প ক্ষতিতে উদ্ধারকাজ শেষ হয়। আমরা একটি জবাবদিহিতা-বিহীন সমাজে বাস করছি। এসবের দ্রুত তদন্ত হওয়া উচিত।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯

জুন বলেছেন: বিষয়টি সত্যি মর্মান্তিক মাঈনুদ্দিন মইনুল। অনেক অনেক দিন পর আপনাকে দেখে এই দু:সংবাদের মধ্যেও একটা ভালোলাগা কাজ করলো। ভালো আছেন তো?

৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪৭

রানার ব্লগ বলেছেন: আসলে কা কে ছেড়ে কা কে দোষ দেবেন । দুঃখ পাওয়া ছাড়া আমাদের কিছুই করার নাই ।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫০

জুন বলেছেন: আসলেই কাউকে দোষ দেয়ার নেই রানার ব্লগ। আমাদের ড্রাইভার ভাই সহ যাত্রীদেরও অনেক সময় অযথা তাড়াহুড়ো থাকে। চলো চলো কর‍তে থাকি।

৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বড়ই দুঃখজনক :(

আল্লাহ হেফাজত করুন তাদের যারা এখনো বিপদে আছেন
দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করে দিন

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫১

জুন বলেছেন: আল্লাহ হেফাজত করুন তাদের যারা এখনো বিপদে আছেন
দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আল্লাহ ক্ষমা করে দিন
ধন্যবাদ কাজী ফাতেমা।

১০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৭

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: এ দেশে বেঁচে থাকতে কত সমীকরণ মেলাতে হয়৷ অথচ মরে যাওয়া কত সহজ।

ঘন কুয়ায়শায় ফেরি চলাচল বন্ধ রাখাই উচিত৷ জীবনের চেয়ে সময়ের মূল্য কখনই বেশি নয়৷

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২

জুন বলেছেন: জীবনের চেয়ে সময়ের মূল্য কখনই বেশি নয়৷ কিন্তু কাজের সময় আমরা তা মনে রাখিনা রিয়াদ :(

১১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

ধুলো মেঘ বলেছেন: রজনীগন্ধা যেই টাইপ ফেরী - এগুলো সড়ক ও জনপথের অধীনে ছোট খাটো নদী বা খাল পারাপারের জন্য ব্যবহৃত হতে পারে। পদ্মার মত উত্তাল নদী পাড়ি দেবার জন্য এ ধরণের ফ্ল্যাট ফেরী কেন ব্যবহার করা হয় - সেটা আমার মাথায় ঢোকেনি - এই ফেরিটি প্রথম যেদিন দেখেছিলাম। রজনীগন্ধা যেই টাইপ ফেরী - এগুলো সড়ক ও জনপথের অধীনে ছোট খাটো নদী বা খাল পারাপারের জন্য ব্যবহৃত হতে পারে। পদ্মার মত উত্তাল নদী পাড়ি দেবার জন্য এ ধরণের ফ্ল্যাট ফেরী কেন ব্যবহার করা হয় - সেটা আমার মাথায় ঢোকেনি - এই ফেরিটি প্রথম যেদিন দেখেছিলাম।

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৫

জুন বলেছেন: আপনার আর আমাদের মত আম জনতার মাথায় ঢোকে না। কিন্ত কতৃপক্ষ বোধ হয় সাধারণ মানুষের জীবন নিয়ে অত ভাবে না ধুলোমেঘ। এই শীতে ঘরে বসেই আমরা যখন কাবু তখন সেই হিম শীতল পানিতে তারা কি বেচে আছে?

১২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০২

শেরজা তপন বলেছেন: নিস্তরঙ্গ নদীতে শীতের দিনে দাঁড়িয়ে থাকা ফেরিতে এমন দুর্ঘটনা ঘটতে পারে কেউ স্বপ্নেও কল্পনা করেনি। হায়রে কি দুর্ভাগ্য!!!

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৮

জুন বলেছেন: আমিতো সেই ঠান্ডা পানিতে ডুবে যাওয়া লোকজন এর কথা ভাবছি। কালবৈশাখী আমাকে কাভার্ড ভ্যান তোলার খবর দিচ্ছে, কিন্ত মানুষগুলোর কি হলো তার খবর নেই। আমি শুনেছি এমন অবহেলায় কত মানুষ মারা গেছে তার খবর যেন কেউ না জানতে পারে তার জন্য পানিতে ডুবে থাকা মৃতদের পেট কেটে দেয় যেন তারা আর ভেসে উঠতে না পারে। কি দু:খজনক শেরজা।

১৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৬

পদাতিক চৌধুরি বলেছেন: হায় হায়! এতোগুলো প্রাণ বেঘোরে গেল? খুবই মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপু।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২

জুন বলেছেন: সত্যি মর্মান্তিক। এমন ঠান্ডা যদি না হতো প্রাইভেট গাড়ির অনেকেই হয়তো বাইরে থাকতো। তারা হয়তো চেষ্টা করতো সাতরে পার হওয়ার। তবে আমি পারতাম না কারন আমি সাতার জানি না :(

১৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

নীলসাধু বলেছেন: এখন পর্যন্ত একজন নিখোঁজ, গণমাধ্যম তাই বলছে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫০

জুন বলেছেন: নীল সাধু
নিখোঁজটা তো বড় কথা না, কতজন ফেরিতে ছিল আর বেচে ফিরেছে কয়জন তার হিসাব দিক গণমাধ্যম। সেটা তো বলে না।

১৫| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

বিজন রয় বলেছেন: প্রতিবছর আমাদের দেশে একটা না একটা বড় দুর্ঘটনা ঘটবেই।
এটা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

আহা রে! এভাবে আর কতকাল চলবে!!

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫২

জুন বলেছেন: সত্যি মর্মান্তিক

১৬| ১৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪৬

সোনাগাজী বলেছেন:



তীর থেকে কতদুরে ডুবেছে? উল্টে গিয়েছিলো, নাকি পানি ঢুকে ক্রমেই ডুবেছে?

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৪

জুন বলেছেন: এগুলো খবর আপনি নিয়েন। আমি যখন পোস্ট দিয়েছি তখন অতটা নির্ভরশীল খবর প্রকাশিত হয় নি।

১৭| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



আপনি পোষ্ট লিখেছেন; কিন্তু দরকারী কোন তথ্য দেননি! তীর থেকে ২০০ গজ দুরে, রাতে আটকে-পড়া ফেরি সকালে ডুবেছে; ইহা ভয়ংকর কিছু নয়। ওদের হাতে সময় ছিলো, নৌকা ডেকেও মানুষকে কুলে নিতে পারতো। ওখানে ট্রাকের লোকজন ছিলো ( শিশু, নারী বা বয়স্ক কেহ ছিলো না, মনে হয় ); ২০০ গজ সাতরে পার হওয়া কোন সমস্যা নয়, সাধারণ ঘটনা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

জুন বলেছেন: আমি যখন পোস্ট দেই তখন দেশের অনেক মানুষই এই খবর বিস্তারিত ভাবে জানতে পারে নি বলে আমার ধারণা। কারণ তখন টিভিতে স্ক্রল করে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। আর আপনি বিকেল ৬টায় আমাকে চার্জ করছেন আমি কি কি নিউজ দেইনি। আমার পোস্টটা ছিল আমার কো ব্লগারদের জানানো। যারা তখনও খবর পায়নি তারা যেন দেখেন।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

ঢাবিয়ান বলেছেন: এখনো প্রানহানির খবর আসে নাই পেপারে। তবে একেতো প্রচন্ড ঠান্ডা পানি , তার মাঝে কুয়াশা। আবার সবাই সাতার নাও জানতে পারে। তাই এখনি কিছু বলা যাচ্ছে না।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৫

জুন বলেছেন: ঢাবিয়ান আপনার প্রতিটি কথার সাথে সহমত। ঠান্ডা পানি, কুয়াশা সাতার না জানা (যেমন আমি)।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:


@ঢাবিয়ান ,

সাঁতার না জানলেও অসুবিধা নেই, ফেরীতে "লাইফ রিং" থাকে; উহা দিয়ে ভেসেও ২০০ গজ ১টি বাচ্চাও আসতে পারে। ফেরীতে অপু তানভীরের মতো লোকজন ছিলো না, আশাকরি।

২০| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব কষ্টের সংবাদ।

২১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৮

ইলি বলেছেন: খুবই মর্মান্তিক!!

২২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৮

আরোগ্য বলেছেন: মাত্রই জানলাম আপু আপনার পোস্টের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:১৮

করুণাধারা বলেছেন: এতদিন শুধু লঞ্চ স্টিমার ডোবার খবর শুনতাম। এখন এলো ফেরী ডোবার খবর। :(

পদ্মায় তো কোন আইসবার্গ ছিল না। তাহলে ডুবলো কেন?

২৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন:



মানুষের প্রাণের মূল্য নেই। নিজেও নিজের মূল্য দিতে জানেন না। সরকার প্রশাসন আইনও মূল্য দেয় না।

২৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এখনো প্রানহানির খবর আসে নাই।
কিন্তু আসবে। লাশ ফুলে ভেসে উঠতে কমপক্ষে ২ দিন লাগে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৩

জুন বলেছেন: আপনি হয়তো জানেন না কালবৈশাখী আমাদের এই সব জলেডোবা মৃতদের লাশ যেন না ভেসে উঠে, কত মানুষ মারা গেছে তার প্রকৃত সংখ্যা যেন কেউ না জানে, তার জন্য পানিতে নেমে ডুবে থাকা লাশদের পেটে ফেরে দেয়। কতটা নিষ্ঠুর আমরা।

২৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বড়ই মর্মান্তিক দূর্ঘটনা! আল্লাহ হেফাজত করুন। যাদের প্রাণহানী হয়েছে তাদের পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করুন।

২৭| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: জুন,



মর্মান্তিক .................

২৮| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
তবে উদ্ধারকারি জাহাজ হামজা ও প্রত্যয় দ্রুততার সাথে সবগুলো যানবাহনই উদ্ধার করে ডাঙ্গায় নামাতে পেরেছে ২৪ ঘন্টার ভেতর। ফেরিটিও উঠাবে আজকালের ভেতর বা সুবিধাজনক সময়ে।

তবে উদ্ধারকারি জাহাজ হামজা ও প্রত্যয় দ্রুততার সাথে সবগুলো যানবাহনই উদ্ধার করে ডাঙ্গায় নামাতে পেরেছে ২৪ ঘন্টার ভেতর। ফেরিটিও উঠাবে আজকালের ভেতর বা সুবিধাজনক সময়ে।

১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪২

জুন বলেছেন: আপনি এমন ইমম্যাচিউর্ডের মত কথা বলছেন কেন কালবৈশাখী! ট্রাক বাসগুলো ১০ বছর পরে হলেও উঠবে, কিন্ত মানুষগুলো! সরকারি মতে ৫০ আর বেসরকারি মতে ১০০ মানুষ তাদের কয়জন এই হিম শীতল পানি থেকে জীবিত উদ্ধার হয়েছে জানেন কি! প্রাইভেট কারের ভেতরে অবরুদ্ধ হয়ে থাকা মানুষগুলো পানির চাপ ঠেলে দরজা খুলে ভেতর থেকে বের হতে পেরেছে কি! আলমগীর কবিরের ঘটনা ভুলে গেছেন!

২৯| ১৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
জুন আপা - কুল।
এ জাবৎ প্রাপ্ত তথ্যে ফেরিতে মানুষ তেমন ছিল না।
ফেরিতে ছোট-বড় ৯টি ট্রাক ছিল। কার মটরসাইকেল বা কোন যাত্রিবাহি যান ছিল না

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন বোট নিয়ে ঘটনাস্থলে যান। তার আগেই নদীতে ঝাঁপ দেওয়া কয়েকজন সাঁতরে নদীর তীরে ওঠে।
পাটুরিয়া ঘাটের খুব কাছেই নোংগোর করা ছিল, দৃষ্টি সীমানায়। নৌকায় হকাররা রুটি ডিম বিক্রি করছিল।
গভীর রাতে বালুবাহি জাহাজ মৃদু ধাক্কা দেয়, কিন্তু তখনো তলা ফেটেছে কি না যানা যায় নি। ভোর ৪ টায় পানি উঠা শুরু হলে, পানি নিষ্কাসন পাম্প চালু করা হয়, কিন্তু কুলাতে পারেনি, সকাল ৮ টার পর দিনের আলোতে ফেরিটি কাত হয়ে যানবাহন নিয়ে পানিতে তলিয়ে যেতে থাকে।

৮ ঘন্টা দির্ঘ সময় পেয়েছিল ড্রাইভার হেলপার নৌকায় তীরে যাওয়ার। বাকিগুলোকে ফায়ার সার্ভিসের সদস্যরা ছয়জনকে স্পিডবোট করে তীরে নিয়ে আসে। শুধুমাত্র একজন নিখোজ সে ফেরির ইঞ্জিন ড্রাইভার। সে হয়তো ঘুমাচ্ছিল। এই একজনই মারা যাবে।

৩০| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ঘটনাটা দুঃখজনক, কিন্তু সৌভাগ্যবশত বেশি প্রাণহানি ঘটে নি। একজন নিখোঁজ শুধু। তাই এটাকে টাইটানিকের মতো ট্রাজেডি বলা যাচ্ছে না।

৩১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: হায়-হায়, বোন কন কি?
টাইটানিক এহন বাংলাদেশে????????????????

এবার বুঝছি !!!!!!!!!

এটা আমাদের দেশী টাইটানিক। যাতে জ্যাক কিংবা রোজ ছিলনা :P । ছিল কয়েকটা মালবাহী ট্রাক এবং ছিল আমাদের ফাইট্টা যায় আফার বাড়ীর ধারে - মরা পদ্মায় ।

যে কোন সম্পদ কিংবা প্রাণহানী তথা দূর্ঘটনাই বেদনার। তবে এখানে অল্পতেই রক্ষা পেয়েছে বলে মনে হয়।
মহান আল্লাহপাক আমাদের সকলকে সকল প্রকার ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করুন।

৩২| ২২ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৫

জুন বলেছেন: আমি যখন পোস্ট দিয়েছিলাম তখন মাত্র খবরটি ব্রেকিং নিউজে আসা শুরু হয়েছে। সেখানে যে তথ্য দিচ্ছিল তাই লিখেছি। লিখে পোস্ট করতে যেটুকু সময় লেগেছে। তবে আধা ঘণ্টার মধ্যে ফেরির ১০০ যাত্রীর থেকে ৫০ জন তারপর নাই হয়ে যাওয়াটা খুবই অত্যাশ্চর্য!! ভাইয়েরা আমার আপনারা অনেক পরের সংবাদ দেখে মন্তব্য করছেন #:-S

৩৩| ২২ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: জুন, ষড়যন্ত্র তত্ত্ব বাদ দিয়ে ফ্যাক্টে আসেন। ৫০ জন যাত্রী নাই হয়ে গেছে? তাদের আত্মীয়রা কই? তারা দাবী করবে না তাদের নিখোঁজ আত্মীয় সম্পর্কে কিছু? ৫০ জন মানুষের সাথে কানেক্টেড থাকে অন্তত ১০০০ মানুষ। তারা কই? তারাও কি গায়েব হয়ে গেছে? আপনার বয়স হইছে, ব্রেইন খাটান না কেন? আপনার ব্রেইন তো মানুষের, বিড়ালের না।

২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

জুন বলেছেন: @ এল গ্যাস্ট্রিক আপনি কি ভাবে ভাবলেন আমি এই মর্মান্তিক বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করতে যাবো! আপনি মনে হয় অনেক পুরনো ব্লগার আমার ধারণা তবে আমি অবশ্য কনফার্ম না। আমাকে যদি আপনি চিনেন তাহলে এ কথা বলতে দুবার ভাবতেন। আমি টিভিতে প্রথম যখন খবরটা শুনি তখন তাই শুনেছি। কিন্ত সারাক্ষণ বিষয়টি নিয়ে যেহেতু নজরদারি করি নি তার ফলে আমি সময় পেয়ে যখন দেখেছি তখন যেমনটা দেখেছি তেমনটাই উত্তরে লিখেছি। আমার বয়ষ কি আর বিড়াল ব্রেন কি না এই বিষয়টি নিয়ে আর ত্যানা প্যাচাতে চাই না। আপনাকে ধন্যবাদ বাঘের মত ব্রেন নিয়ে বিড়ালের পোস্টে আসার জন্য #:-S

৩৪| ২২ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: "তবে আধা ঘণ্টার মধ্যে ফেরির ১০০ যাত্রীর থেকে ৫০ জন তারপর নাই হয়ে যাওয়াটা খুবই অত্যাশ্চর্য!!" ৩২ নম্বর কমেন্টের সাথে ২৫ নম্বর কমেন্টের উত্তরের লাশ যেন খুঁজে পাওয়া না যায় সেজন্যে পেট ফুঁড়ে দেয়ার তত্ত্বের সাথে একটা সামঞ্জস্য খুঁজেছিলাম আর কী।

এবং আপনি আবারও বুঝতে ভুল করেছেন। আপনাকে বলেছি ষড়যন্ত্র তত্বে বিশ্বাসী না হতে। আপনি ষড়যন্ত্র করেছেন এটা বলি নি। ঠিক আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.