নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen Keller

জুন

ইবনে বতুতার ব্লগ

জুন › বিস্তারিত পোস্টঃ

ফুলের স্টিক ও খালি বিমান

১৫ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০


আজ থাই এর ফ্লাইটে ঢাকা এয়ারপোর্টে নেমে দেখি প্লেনের মতই এয়ারপোর্টের অবস্থা শুনসান। ১৫ তারিখ এর ভয়ে আমরাও ডেট চেঞ্জ কর‍তে চেয়েছিলাম। কিন্ত ওই দিকে হোটেল ভাড়া এডভান্স দেয়া ১৪ তারিখ পর্যন্ত, তার উপর টিকিট বদলাতে ৪৮ হাজার টাকা দেয়া লাগবে শুনে ভাবলাম যা থাকে কপালে। থাই এর বিশাল ট্রিপল সেভেন মাত্র ৪০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা হলো। আশংকা ভরা মন নিয়ে ফিরছি। কেবিন ক্রুরা তাদের দায়িত্বগুলো যন্ত্রের মত অতিদ্রুত সারলো মানে খানাপিনা আবার সব গুটিয়ে ফেলা।

একদম সময় মত ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করলো প্লেনটি। তবে টেক অফ আর ল্যান্ডিংএর আগে দুবারই অনেকটা সময় পর্যন্ত কেমন যেন একটা বিজাতীয় শব্দ হচ্ছিল প্লেনটি থেকে। অনেকক্ষন খেয়াল করার পর বুঝলাম নৌকা বাওয়ার সময় বৈঠায় যেমন একটা শব্দ হয় ঠিক তেমনটি। আমি যারপরনাই বিস্মিত। প্লেনের ভেতরেও নৌকার আওয়াজ !!

এয়ারপোর্টের যাবতীয় কর্মকাণ্ডও অতি দ্রুত সম্পন্ন হলো, যেমন ইমিগ্রেশন আর ৪০ জন মানুষের লাগেজই বা আর কত? বেশি সময় লাগলো না।
কিন্ত গ্রীন চ্যানেল দিয়ে বের হতেই দেখি দরজার কাছে কিছু যুবক ঠেলাঠেলি করছে মানে ইতস্তত। তাদের হাতে ফুলের স্টিক। দ্বিধা দ্বন্দ্বে ভরা মন নিয়ে তারা আমাদের দুজনকে দুটো স্টিক দিল। আরও দু একজনকেও দিচ্ছিলো। ভাবলাম দেশ আমাদের দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে তার জন্য বোধ হয় ফুলেল শুভেচছা ।
পার্কিং থেকে বের হওয়ার মুখে দেখি বেশ একটা জটলা। কি ব্যাপার? জানালা দিয়ে তাকাতেই চোখে পরলো এক ভদ্রলোককে অনেক যুবক ঘিরে ধরে তার কর কমলে ফুলের তোড়া তুলে দিতে চেষ্টা করছে, তার গাড়ি অলরেডি ফুলে ফুলে ফুলময়। সে হাসি মুখে দু হাতে না না করছে।
আমাদের গাড়ি চালক বা দিকে গাড়ি ঘুরাতে ঘুরাতে বল্লো "আফা চিনেন্নাই! আমি না বলতেই সে বিস্মিত "কি কন! হ্যায় তো বিএনপির অমুক নেতা,আপনাগো লগে একই ফ্লাইটে আইছে "।
আমি ভাবতে লাগলাম এত বড় নেতা আমাদের সাথে আসলো একটুও টের পেলাম না আর সবচেয়ে বড় কথা তাকে আমি চিনতেও পারলাম্না। কি অবাক কান্ড! এরা প্রচুর টাকার মালিক, আমাদের মত ইকোনমি ক্লাসে আসে নি, বিজনেস ক্লাসে এসেছে তাই নজরে পরে নি।আর নজরে যখন পরেছে তখন ও তো চিনতে পারি নি। চেনা চেনা লাগছে কিন্ত ---মাথাটা নামাতেই হাতে ধরা ফুলের স্টিকের দিকে চোখ পরলো আর হাসি পেলো, সাথে দু:খও। এত এত ছেলে মেয়ে জীবন দিল তারপর ও কি এদের হাত থেকে আমাদের কি নিস্তার নেই!! এখন কি আবার আরেক দল!

ছবি আমার মোবাইলে তোলা সেই ছেলেদের দেয়া ফুল।

মন্তব্য ৩৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৯

সেলিম আনোয়ার বলেছেন: ফুলের জন্য ধন্যবাদ ।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫

জুন বলেছেন: না পড়ে মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকেও সেলিম আনোয়ার :(

২| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৪

রাােসল বলেছেন: জ্বি দুঃখ পায়, আমরা আবারো এই সব দুষ্ট লোকের পাল্লায় পড়তেছি, সামান্য ব্যক্তিগত কিছু লাভের আশায়।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৭

জুন বলেছেন: এই মাত্র পত্রিকায় পড়লাম স্বরাষ্ট্র মন্ত্রী কামাল সাহেবকে বস্তা ভরে ঘুষ দিতো তার সিন্ডিকেটরা। এই টাকা যেন গলায় আটকে --- এই সব মানুষ নামের অমানুষরা।

৩| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সব রক্ত চোষার দল, এদের হাত থেকে বোধহয় নিস্তার নাই ।

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০

জুন বলেছেন: তাই মনে হয় আমাদের ভাগ্যে লেখা সৈয়দ মোজাদ্দেদ আল হাসনাত। স্বাগত আমার ব্লগে।

৪| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩

ভুয়া মফিজ বলেছেন: থাই এয়ারওয়েজরে বয়কটের সময় হইছে। এরা আওয়ামী প্লেন কমিশন করলো কোন আক্কেলে? তার উপ্রে আবার আকাশেও বৈঠা মারে। কোন কথা হইলো এইটা? X(

বিএনপি'র ভুলের কারনেই ৯৬ সালে হাসিনা ক্ষমতায় আসার সুযোগ পাইছিলো। এখন এতোকিছুর পরেও যদি এদের হুশ না হয়, তাইলে এদের কপালে আবার ঝাটার বাড়ি রেডি আছে। জনগন এখন আম্লীগ-বিম্পি কাউরে পোছে না। উল্টা পাল্টা করলেই আর কোন কথা নাই, স্ট্রেইট ঝাটার বাড়ি!!!!! B-)

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৩

জুন বলেছেন: আসলেই ভুয়া আমি তো নতুন না, কত বছর হলো প্লেনে চড়ি কিন্ত এমন শব্দ আমার কর্তামশাই পর্যন্ত শোনেনি যে কি না আমার চেয়েও অভিজ্ঞ। কেমন একটা কো কো করে শব্দ ঠিক যেন নৌকা। প্লেনও কি!
আমাদের খুব মায়ার শরীর, একটুতেই খালি মায়া লাগে। এই মায়া ত্যাগ না করতে পারলে সব সময় আমরা শোষিত হবো এই রক্ত চোষা জোকদের দ্বারা। স্বরাষ্ট্র মন্ত্রীর সিন্ডিকেট নাকি প্রতিদিন বস্তা ভরে ঘুষ এর টাকা দিয়ে আসতো তার বাসায়। আচ্ছা এত টাকা দিয়ে মানুষ কি করে? ওয়াসার এমডি, আবাহনীর সালাউদ্দিন লজ্জা শরম কিছুই নেই মনে হয় তাদের।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রইলো।

৫| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০১

শেরজা তপন বলেছেন: কি কন আপা প্লেনের নৌকা বাওয়ার শব্দ!! তেলেসমাতি কাণ্ড

১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৫

জুন বলেছেন: সারাদেশে এখন একটাই যানবাহন শেরজা, এমনকি আমাদের দেশে ফ্লাইট চালাইতে হইলে নৌকার সাউন্ড করা লাগবে মাস্ট ;)

৬| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৩

পদ্মপুকুর বলেছেন: হা হা হা! তবে এটাও একটা পরিবর্তন ধরতে পারেন যে ভুল করে হলেও সাধারণদের একজনকে ফুল দিচ্ছে..
আমি কিন্তু আশাবাদী। এই প্রজন্মকে নিরন্তর ফাঁকি দিয়ে যাওয়াটা কঠিন হবে। হ্যাঁ, হয়তো এবারই দেশ জাপানী নিয়মানুবর্তিতা নিয়ে আসবে না, তবে কিছুটাতো এগুবে নিশ্চিত।

যাই হোক, নতুন বাংলাদেশে স্বাগতম।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৪

জুন বলেছেন: অনেক অনেক দিন পর আপনাকে দেখে খুব ভালো লাগলো পদ্মপুকুর। এত দিন কোথায় ছিলেন?
জাপানীদের মন থেকে যুদ্ধের নিষ্ঠুরতা/ হিংস্রতা মুছে দিতে তারা যে আপ্রাণ চেষ্টা করেছে তারই ফলস্বরূপ তারা প্রতিটি কথার শুরুতে আরিগাতো দিয়ে শুরু করে। আমরাও যেন তাদের মত পরিশুদ্ধ হই সেই প্রার্থনা রইলো।

৭| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:



ছেলেকে একা ফেলে কেন এসেছেন, দেশ কি আপনার জন্য বসে আছে? আপনার বিমান ভ্রমণ পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি; রান্নাবান্না করে স্বামীকে খাওয়ান।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৮

জুন বলেছেন: ছেলেকে একা ফেলে আসা মানে! অবশ্যই আমার দেশ আমার জন্য বসে আছে। ব্লগে সারাক্ষণ মানুষের পেছনে ক্রুদ্ধ হায়নাদের মত লেগে আছেন কেন বলুন তো? সাম্প্রতিক পরিবর্তনে আপনার রুটি রুজিতে কি টান পরেছে? আর আমার পোস্ট পড়েন কেন?

৮| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০১

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে আওয়ামিলীগ বিএনপি মূদ্রার এপিট ওপিঠ।

১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২১

জুন বলেছেন: আসলে নীতি নৈতিকতা সব চুলোয় গেছে যেদিন থেকে ভারতের সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। কারণ সে দেশের বর্তমান অধিকাংশ রাজনৈতিক নেতাদের মধ্যে কোন ন্যায় বলতে কিছু নেই মোস্তফা সোহেল।

৯| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

করুণাধারা বলেছেন: প্লেনের ভিতরও নৌকার আওয়াজ!

থাই এয়ারওয়েছে মনে হয় সালমান রহমানের শেয়ার আছে।

বিএনপি অনেক দিন পর চৌকির তলা থেকে বের হতে পেরেছে, তাই হয়তো এমন উচ্ছসিত। কিন্তু আমার মনে হয় এত রক্ত স্রোত দেখে আমরা একটা জিনিস শিখেছি, এই দুই দলের কোনটাই দেশবাসীর স্বার্থ দেখে না তাই এদের বয়কট! আশা করি দুর্নীতি আর দমন পীড়নের চক্র থেকে দেশবাসী রক্ষা পাবে এবার।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪২

জুন বলেছেন: থাই এয়ারওয়েজে মনে হয় সালমান রহমানের শেয়ার আছে হা হা হা করুনাধারা শুধু দরবেশ ক্যানো! যারাই ঐ দলের নেত্রীর পদদুলি পেয়েছে তাদের সবারই শেয়ার আছে। দুই দলই ভালো কোন নেতা গড়ে তোলার দিকে লক্ষ্য রাখে নি। শুধু মাত্র মেরুদণ্ডহীন হোমো এরশাদ ব্যাতীত।
মন্তব্যের উত্তর দিতে দেরি হলো আশাকরি কিছু মনে করবে না বলেই আশা করি।

১০| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

জটিল ভাই বলেছেন:
এই কারণেই বুঝি নৌকার আকাশ ছোঁয়া উন্নয়নের গান শুনছিলাম =p~

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৩

জুন বলেছেন: হু জটিল ভাই পানির মধ্যে থেকে নৌকা আকাশ ছুইতে চায় ;)
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।

১১| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ২:৫৩

শাহিন-৯৯ বলেছেন:
ভুয়া মফিজ বলেছেন-
বিএনপি'র ভুলের কারনেই ৯৬ সালে হাসিনা ক্ষমতায় আসার সুযোগ পাইছিলো। এখন এতোকিছুর পরেও যদি এদের হুশ না হয়, তাইলে এদের কপালে আবার ঝাটার বাড়ি রেডি আছে। জনগন এখন আম্লীগ-বিম্পি কাউরে পোছে না। উল্টা পাল্টা করলেই আর কোন কথা নাই, স্ট্রেইট ঝাটার বাড়ি!!!!! B-) নিচের লাইনের সাথে আমি একমত। ঝাড়ু সব সময় রেডি রাখতে হবে একটু এদিক ওদিক হলেই ধুমাইয়া ঝাড়ু পিটানি।

আমি চাই এই সরকার লীগের বাকি মেয়াদ পূরণ করুক, এই মূহুর্তে বিএনপি ক্ষমতায় গেলে তারা পুরো হায়েনা হবে অন্তত তূণমূল বিএনপি এখনো মানুষ হয়নি।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬

জুন বলেছেন: আমি চাই এই সরকার লীগের বাকি মেয়াদ পূরণ করুক, এই মূহুর্তে বিএনপি ক্ষমতায় গেলে তারা পুরো হায়েনা হবে অন্তত তূণমূল বিএনপি এখনো মানুষ হয়নি। আপনার কথার সাথে সম্পুর্ন সহমত শাহীন ৯৯ সাথে ভুয়ার বক্তব্যের সাথে তো বটেই।

১২| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩০

সোহানী বলেছেন: পাগল নাকি একটা বিদায় করে আরেকটারে ঘরে তোলা............।

এবারের হিসাব হয়তো এতো সহজ নয়।

ইউটিউবে দেখলাম সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করছে। দিন নিশ্চয় বদলাবে..। আমি খুব আশাবাদী।

আমার মনে হয় আপনি নৈাকার ঘোরে আছেন এখনো, তাই শব্দ শুনেই যাচ্ছেন....... :P

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮

জুন বলেছেন: না আপুনি আমি কখনো কোনদিন নৌকায় থাকতে নি তবে নৌকা ভ্রমণ আমার খুব প্রিয় :) মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
উত্তর দিতে দেরী হলো, জ্বর ছিল মাংকি পক্সের অন্যান্য সিম্পটম এর অপেক্ষায় আতংকিত ছিলাম। না আল্লাহ রহমত করেছেন। জ্বরের উপর দিয়েই এই ধাক্কা গেল।

১৩| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: জুন,



স্বাগতম এক আলাদা বাংলাদেশে!
তবে এক মন্তব্যের জবাবে ঠিকই বলেছেন - আমাদের খুব মায়ার শরীর, একটুতেই খালি মায়া লাগে। এই মায়া ত্যাগ না করতে পারলে সব সময় আমরা শোষিত হবো এই রক্ত চোষা জোকদের দ্বারা

ভুয়া মফিজ বলেছেন - জনগন এখন আম্লীগ-বিম্পি কাউরে পোছে না। উল্টা পাল্টা করলেই আর কোন কথা নাই, স্ট্রেইট ঝাটার বাড়ি!!!!! তা্-ই যেন হয়....

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২

জুন বলেছেন: প্রথমেই ক্ষমা চাইছি উত্তর দিতে বড্ড বেশি দেরি করলাম বলে। জ্বর এসেছিল, মাংকি পক্সের আতংকে দিন কাটলো। আল্লাহ রহমত করেছেন তাই এই যাত্রা রক্ষা।
হ্যা মায়াই আমাদের খাইলো জী এস। এইটা দেইখা মায়া লাগে, ঐটা দেইখা মায়া লাগে কি অবস্থা :( তয় এইবার ঝাড়ু রেডি রাকছি দেখি কি হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ আবারও।

১৪| ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:২৪

মিথমেকার বলেছেন: জঘন্য পরিবারতন্ত্র থেকে মুক্তি পেলেই বাংলাদেশ প্রকৃত ভাবে স্বাধীন হবে।
বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে এবং আওয়ামীলীগ এর মতো খুনি স্বৈরাচারী হয়ে ওঠে, তবে বিএনপির পরিণতি হবে আরও ভয়াবহ। জেন-জি এ বিষয়ে আগেই তাদের সতর্ক করেছে।

২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫

জুন বলেছেন: জঘন্য পরিবারতন্ত্র থেকে মুক্তি পেলেই বাংলাদেশ প্রকৃত ভাবে স্বাধীন হবে। আপনি ঠিকই বলেছেন মিথমেকার। এইযে দেখেন এরশাদ চাচ্চু বুড়া বয়সে দুই তিনটা বিয়েও করলো এই কারনে, কিন্ত বয়স বেশী হওয়ায় আর বাচ্চারা ছোট থাকায় পরিবারতন্ত্র টা কাজে লাগাতে পারে নি। আফসুস /:)
মন্তব্যের জবাব দিতে দেরি হলো কারণটা উপরে বলেছি। তারপর ও দু:খ প্রকাশ করছি।

১৫| ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের হাত থেকে নিস্তার নাই ।

২৪ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:০৯

জুন বলেছেন: ঠিকই বলেছেন মশিউর রহমান। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

১৬| ২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১১

করুণাধারা বলেছেন: জুন, বর্তমান পরিস্থিতিতে ইতিহাস এবং রাজনীতি বিশ্লেষণ করে পোস্ট লিখতে পারে যে কয়জন ব্লগ আপনি তাদের একজন।

অতএব প্রার্থনা এই যে, এই সমস্ত ১০ লাইনের পোস্ট না লিখে একটা ভালো পোস্ট লিখুন এখনকার অবস্থা নিয়ে। ঠিক যেমন লিখেছিলেন পলিথিনের বিকল্প হিসেবে ডঃ মোবারক এর পাট পলিথিনের বিকল্প আবিষ্কার করা নিয়ে।

৩১ শে আগস্ট, ২০২৪ রাত ৮:১২

জুন বলেছেন: করুনাধারা লিখতে তো ইচ্ছে করে কিন্ত মন চায় না :(

১৭| ৩১ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিএনপির অনেক নেতা এখনই মাস্তানি শুরু করে দিয়েছে। তারা ধরেই নিয়েছে যে এবার তারা অবশ্যই ক্ষমতায় আসছে। কিন্তু আমার ধারণা তাদের সম্পর্কে অনেকেরই নেতিবাচক মনোভাব আছে। যতটা আশা করছে ততটা হবে না। তারেক জিয়া আর তার চ্যালাদের কর্মকাণ্ড মানুষ এখনও ভোলে নাই। বাংলাদেশের মানুষের শান্তি নাই।
এক মহিলা ফেরাউনকে ধাওয়া দিয়ে বিদায় করার পর এখন আবার কোন ফেরাউন আসে তার ঠিক নাই।

০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩১

জুন বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত সাড়ে চুয়াত্তর। এসব নিয়ে লিখতে ইচ্ছে করে কিন্ত বাক স্বাধীনতার নামে ব্লগে যেসব লেখা প্রকাশিত হচ্ছে তা দেখে আমি বিভ্রান্ত। এটা কি স্বৈরাচারী পতিত দলের প্রোপাগাণ্ডার মেশিন? নাকি আমাদের সামু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.