![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য প্রকাশে দুরন্ত প্রহরী,মিথ্যার প্রতিবাদে নীরন্ত সৈনিক
"লোকেরা বলেন যে ধর্ম-কর্ম বৃদ্ধ বয়সের কাজ,আমি আপনাদের ধর্ম-কর্ম করতে বলছি না,আমি সপ্তাহে এক ঘন্টা আল্লাহর সাথে কাটাতে বলছি।এই এক ঘন্টা ঘরে কাটাবেন না,কোন মসজিদ,মন্দির,গুরুদ্বার,চার্জ বা ধ্যান কেন্দ্রে অতিবাহিত করুন।পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যেস না থাকলেও অন্তত জুম্মার দিন অর্থ্যাৎ শুক্রবার নামাজ আদায়ের মাধ্যমে অভ্যেস গড়ে তুলুন।এই নামাজের দ্বারা আপনার মনে প্রশান্তি আসবে।দুশ্চিন্তা দূর হবে এবং অল্প সময়ের মধ্যে আপনি মানসিক এবং আত্মিক ব্যাটারি রিচার্জ করতে সক্ষম হবেন।আমি যদি মনে করি যে নিজের গোপন কথা কোন বন্ধুর সাথে ভাগ না করে আল্লাহর সাথে ভাগ করা শ্রেয়,তা ফাঁস হওয়ার কোন ভয় থাকে না।যদি সম্ভব হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন।
আমার কিছু বন্ধু আল্লাহকে তাদের বিজনেস পার্টনারও বানিয়ে নিয়েছেন।কেউ ১%,২% তো কেউ ৫% শ্রদ্ধার সততার সাথে আল্লাহর পথে অর্পণ করে দেয় বা তার সেবকদের সাহায্য করে।তাদের মতে যে ব্যবসার পার্টনার স্বয়ং আল্লাহ,তাতে কোন লোকসান হতে পারে না।উল্লেখ্য যে,যারা যাকাত দেয় (অর্জিত সম্পদের উপর সমস্ত ব্যয় মিটিয়ে উদ্বৃত্ত অংশের চল্লিশ শতাংশ)।গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় স্বয়ং আল্লাহ তাদের সম্পদকে বৃদ্ধি করে দেন।
যাকাত শব্দের অর্থই বৃদ্ধি পাওয়া।পরকালের মুক্তি তো আছেই দুনিয়ায়ও তাদের জন্য আল্লাহ শান্তি বর্ষিত করেন।
সত্যি বলতে কি,আল্লাহর সাথে এই কিছু সময় কথা বলতে পারলে,আপনি নিজের ভেতর শান্তি, প্রেম এবং শক্তির অনুভব করবেন এবং এটিকে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না।আশা করি সপ্তাহের ১৬৮ ঘন্টার মধ্যে আপনি নিশ্চয়ই কিছু সময় যে কোনভাবেই আল্লাহর জন্য বের করতে পারবেন।
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
Juned Ahmed বলেছেন: আমি সকল ধর্মের লোকের প্রতি বলছি।শুধু মুসলমানদের জন্য বলি'নি।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৫
আহা রুবন বলেছেন: আল্লাহর সাথে আছি তা বুঝব কেমন? হিন্দুরা অবশ্য বিশ্বাস করে ঈশ্বর সবখানেই আছে, তাই সব কিছুই তারা পুজা করে। আল্লাহর সাথে না বলে, আল্লাহর নির্দেশিত পথে বললে মনে হয় ভাল হত। যা হোক আত্মার উন্নতির জন্য যে পরামর্শ দিয়েছেন, তার প্রশংসা করি।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৭
Juned Ahmed বলেছেন: আমি আশা করি,যে যে ধর্মের লোক।সে তার ধর্মের রীতি-নীতি অনুসারে মেনে চলবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩
আবু আবদুর রহমান বলেছেন: একদিকে বললেন আল্লাহর সাথে কাটানোর জন্য , অন্য দিকে বললেন মন্দির,গুরুদ্বার,চার্জ বা ধ্যান কেন্দ্রে অতিবাহিত করুন । লা ইলাহা ইল্লাললাহ ! এটা কি করে সম্ভব ! কোন মুসলিম কি একথা বলতে পারে ? বললে কি তার ইসলাম বাকি থাকে ? ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ কখন ও গ্রহণ করবেন না । আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত কখনো গ্রহণীয় নয় । আল্লাহ আপনার কল্যান করুক ।