নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

কুঁড়ে ঘরের সেই মিরাজ!

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪



ছবিটিতে যে ঘরটি দেখছেন এটা একটি বাসস্থান । যে ঘরে থেকে বড় হয়েছেন বাংলাদেশ ও ইংল্যান্ড টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক মিরাজ ।
টিনের ছাউনি ঘর, বাঁশের বেড়া। সামান্য বৃষ্টিতেই পানি জমে উঠোন ও ঘরে। খুলনার খালিশপুরের হাউ‌জিং এ্যাষ্টেটের বিআই‌ডি‌সি রোডের নর্থ জোন বি ব্লকের ৭ নং প্লটের ভাড়ার এমনই এক ঘরে বেড়ে উঠেছেন বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে আলোচিত তারকা মেহেদী হাসান মিরাজ।

বাবা একজন রেন্ট এ কার চালক । সামান্য আয়ে সংসার চালাতেই হিমসিম খেয়ে উঠেন, আর এমন এক হতদরিদ্র বাবার ঘরে ও হতদরিদ্র মায়ের গর্ভে জন্ম নেয় ক্রিকেট বিশ্বের আলোচিত এই খেলোয়াড় ও বাংলাদেশের গর্ব ।

পাড়ার গলি, কলেজের মাঠ, ও রাস্তার ধারে খেলে উঠে ছেলেটি আজ বিশ্ব ক্রিকেটে নামকরা এক খেলোয়াড় । ছোট বেলায় খেলার সুযোগ হয়নি বড় কোন ক্লাবেও । বাবা-মা তেমন ক্রিকেট না বুঝলেও ছোটবেলা থেকেই ক্রিকেট পাগল ছিলেন মিরাজ। মাঝে মধ্যেই স্কুল পালিয়ে ক্রিকেট খেলতেন। সরকারি বিএল কলেজ মাঠ থেকে শুরু করে অলিগলিতে, ফুটপাতে ক্রিকেটে মজতে দেখা যেতো মিরাজকে।

বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ইংলিশদের হারালো টাইগাররা। যার হাতে পরাস্ত ইংল্যান্ড সেই ছেলেটি খুলনার কুঁড়ে ঘরের সেই ছেলে মিরাজ । আশা ও বিশ্বাস এই কুড়ে ঘরের ছেলেটিই একদিন বিশ্ব ক্রিকেটে এক নাম্বার অলরাউন্ডার হিসেবে নিজের অবস্থান তৈরি করে নিবে পাশাপাশি বাংলাদেশের সুনাম অর্জন করবে সারা বিশ্বের বুকে ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

জুনেদ আহমদ ৩ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

জুনেদ আহমদ ৩ বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: "জন্ম হোক যথা তথা কর্ম হোক ভাল" -- আলোচিত ক্রিকেট তারকা মেহেদী হাসান মিরাজ এর ক্ষেত্রে তাই হয়েছে। খুলনার কুঁড়ে ঘরে তার বেড়ে ওঠার তথ্যটা এতটা আলোচিত হচ্ছে কেন বুঝিনা। কুঁড়ে ঘরে বড় হয়েই সে এখন দেশ বিদেশের পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করে। এটা তার কষ্টার্জিত সাফল্য। তার প্রাপ্য সম্মান তাকে দিন, খেলায় তার দক্ষতার সুচারু মূল্যায়ন করুন।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

জুনেদ আহমদ ৩ বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৮

রক্তিম দিগন্ত বলেছেন:
কুড়েঘর বা দালানঘর যাই ই হোক - ঘর তো। নিজেকে আত্নপ্রকাশ করার জেদ মনে থাকলে - ঘর যেটাই হোক, উন্নতি হবেই। অবশ্য, আমাদের দেশীয় প্রেক্ষিতে - আমি মিরাজের থেকে মিরাজের বাবাকে বেশি ধন্যবাদ দিব। অভাবের সংসার হয়েও ছেলেকে তার মত করে এগিয়ে যেতে দিয়েছে। যেটা আমাদের দেশের অধিকাংশ মানুষই করতে ভয় পায়।

মিরাজের বাবার সাহস ছিল। সাহসের প্রতিদান তিনি পেয়েছেন।
মিরাজ তার অবস্থান জানতো। তারপরও নিজের উপর ভরসা করে ঝুঁকি নিয়েছে। এবং ঝুঁকিতে সে সফলও।

তবে, সবে তো শুরু - এখনো লম্বা পথটাই বাকি আছে। মিরাজ সেই লম্বা পথটাও এভাবেই এগিয়ে চলুক।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

জুনেদ আহমদ ৩ বলেছেন: রক্তিম দিগন্ত খুব চমৎকার মনমন্তব্য উপস্থাপন করেছেন।আপনাকে ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৫:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । মিরাজ দিন দিন আরো উন্নতি করুক । দেশের জন্য বয়ে আনুক সন্মান ও গৌরব । আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ

৬| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

খায়রুল আহসান বলেছেন: রক্তিম দিগন্ত এর মন্তব্যটা খুব ভাল লাগলো। এ্যাপ্রিশিয়েট করছি তার এ সুন্দর মন্তব্য।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

জুনেদ আহমদ ৩ বলেছেন: আপনাকে স্বাগতম

৭| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

মেহেদী রবিন বলেছেন: এই খালিশপুর হাউজিং এস্টেটে থেকেছি অনেক বছর। মিরাজের সাথে কথাও বলেছি কয়েকবার। আন্ডার ১৯ এর পারফরম্যান্স থেকেই বুঝেছিলাম, বড় কিছু হতে যাচ্ছে ও। কিন্তু সে বড় কিছুটা যে বল হাতে হবে সেটা ভাবিনি। ও তো ব্যাট হাতেও দুর্দান্ত ছিলো।যাই হোক , আমি বলছি, ওর কাছ থেকে আরো অনেক পাবে এই দেশ।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:১১

জুনেদ আহমদ ৩ বলেছেন: সুন্দর সাবলীল মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.