নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারে নয় আলোতে ভয়!\nদৃশ্যগুলো শব্দময়,শূন্যতার ভীরে হারিয়েছে স্তব্ধ সময়।

জুনেদ আহমদ ৩

মানবতার গান গাইবো! মানবতার প্রতিধ্বনি উচ্চারিত করবো!!!

জুনেদ আহমদ ৩ › বিস্তারিত পোস্টঃ

স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মূল্যায়ন কতটুকু?

০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১



স্থানীয় বা মফস্বল বা উপজেলা পর্যায়ে যারা সাংবাদিকতা করেন তারা দেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।কেননা উপজেলা পর্যায়ের সাংবাদিকরাই খবর সংগ্রহ করেন অার এ ভাবেই একটি পত্রিকায় পুরো দেশের খবর চলে অাসে। কিন্তু দু:খজনক যারা স্থানীয় পর্যায় মহান এ কাজটি করেন তারা পত্রিকা অফিস থেকে কত টাকাই বা সম্মানী পান? নামীদামী দু - তিনটি পত্রিকা ছাড়া অার কোন পত্রিকা সম্মানী প্রদান করেন না বলে চলে। এরা অত্যন্ত কষ্ট করে কেউ শখের বশবর্তী হয়ে, কেউ নেশার বশবর্তী হয়ে,কেউ সম্পূর্ণ নাড়ীর টানে- মাঠির টানে এ পেশায় কাজ করেন। একটা রিপোর্ট পড়তে যত তাড়াতাড়ি পড়া যায় সেই রিপোর্ট সংগ্রহ করতে অনেক সময়, অনেক পরিশ্রম,অনেক ভোগান্তি করতে হয়। একজন নারী যেমন বিভিন্ন মসলা সহ বিভিন্ন অাইটেম দিয়ে একটি মজাদার তরকারী তৈরী করেন অার অামরা খেতে বসে খুব স্বাদে তা খাই। ঠিক তেমনি একজন সংবাদকর্মী একটি ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে একটি মজাদার সংবাদ তৈরি করেন অার অামরা পাঠক তা খুব স্বাদে পড়ি। কিন্তু এই সাংবাদিকরা সমাজের কাছ থেকে কি পায়? এখনো অনেক সাংবাদিক অাছেন যারা দু বেলা দু মোটো ভাত ঠিকমতো খেতে পারেন না। অথচ কারো বিপক্ষে গেলে তাকে কত লাঞ্চিত অপমানিত হতে হয়। এমনকি হুমকির ও সম্মুখিন হতে হয়। সব যে অাবার সাংবাদিক তা কিন্তু নয়, কেহ কেহ অাছেন অপসাংবাদিক। কেউ কেউ কাজের চেয়ে নিজের ঢোল পিটায় বেশি। বর্তমান অনলাইন গণমাধ্যমের সময় ফেইসবুকে একটা স্ট্যাটাস দিতে না পারলেও নিজেকে মহাসাংবাদিক দাবী করে। তবে সবচেয়ে বড় কথা সাংবাদিকদের মানুষ সম্মান দেয়। হয়তো বা ছোট মনের কেউ কেউ না দিতে পারে। অার এই সম্মানের উপর ভিত্তি করেই এরা সাংবাদিকতার পেশা চালিয়ে যায়, যাবে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা লাইক

২| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

আহা রুবন বলেছেন: আপনি সম্মানী, ভাতার কথা বলছেন? অনেক সংবাদপত্র(?) ট্রেনিং, পরিচয়পত্র,ক্যামেরা আরও হাবিজাবির নাম করে বেকারদের কাছ থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে যায়।

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

জুনেদ আহমদ ৩ বলেছেন: আহা রুবন ঠিক বলেছেন, অনেক সংবাদপত্র(?) ট্রেনিং, পরিচয়পত্র,ক্যামেরা আরও হাবিজাবির নাম করে বেকারদের কাছ থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে যায়। এসব প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

জুনেদ আহমদ ৩ বলেছেন: আহা রুবন ঠিক বলেছেন, অনেক সংবাদপত্র(?) ট্রেনিং, পরিচয়পত্র,ক্যামেরা আরও হাবিজাবির নাম করে বেকারদের কাছ থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে যায়। এসব প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.