![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারজানা মাহবুবা। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার সকালে সিম নিবন্ধন করতে গিয়েছিলেন বাড়ির পাসের একটি গ্রাহক সেবা কেন্দ্রে। দীর্ঘ লাইন ধরে সাথে প্রতি সিমে অতিরিক্ত ২০ টাকার বিনিময়ে সিম নিবন্ধন করে ঘরে ফিরে আসেন। কিন্তু দিন শেষে একটি এসএমএস এলো ফারজানার মোবাইলে। সেখানে লেখা হয়েছে তাঁর সিম নিবন্ধনটি ফেইল হয়েছে; রয়েছে পেন্ডিং অবস্থায়।
এ সমস্যা অনেকেরই হচ্ছে। আবার অনেকে বুঝতে পারছেন না তাঁর সিমটি আদৌ সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা। তবে এসব বিষয়ে ঘরে বসেই জানা সম্ভব সিমটি সত্যিই নিবন্ধিত হয়েছে কিনা। নিচে প্রত্যেক অপারেটরের এ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া হলো -
গ্রামীণফোন
Message option গিয়ে reg লিখে 4949 এ send করুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
বাংলালিংক
বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন যাচাই করতে পারেন। আপনার নিবন্ধন যদি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে তবে মেসেজে আসবে : ইউর কানেকশন হ্যাভ অলরেডি বিন বায়োমেট্রিক রি-ভেরিফাইড অন (তারিখ)। থ্যাঙ্ক ইউ ফর ইউজিং বাংলালিংক।
রবি
*1600*1# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
এয়ারটেল
*121*444# লিখে কল বাটন চাপুন। ফিরতি এসএমএস-এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সিমটি সঠিকভাবে নিবন্ধিত হয়েছে কিনা।
তবে টেলিটক ও সিটসেলের সিম নিবন্ধনের পদ্ধতি জানার কোন পদ্ধতি ঘোষণা করেনি।
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৫১
জুনেদ আহসান বলেছেন: ধন্যবাদ, আনোয়ার ভাই।
২| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:০৩
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৫২
জুনেদ আহসান বলেছেন: সুমন কর, মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:২২
নায়লা শফিক বলেছেন: এটা তো আপনার লেখা না। সোর্স উল্লেখ করতে সমস্যা কি?
৪| ০১ লা মে, ২০১৬ দুপুর ২:৩২
মধুমিতা বলেছেন: ++++
০১ লা মে, ২০১৬ বিকাল ৩:৫৩
জুনেদ আহসান বলেছেন: ্-্-্-্-্-্-্*্-+-
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ সকাল ১১:১৫
আনোয়ার ভাই বলেছেন: উপকারী পোস্টের জন্য ধন্যবাদ জুনেদ আহসান