নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার স্বপ্ন-সম্ভাবনা শূন্য থেকে শিখরে পৌঁছার

জুনেদ আহসান

মানবতার পথের পথিক

জুনেদ আহসান › বিস্তারিত পোস্টঃ

মৃতুকে জীবিত করার অনুমতি পেল বিজ্ঞানীরা! মৃত্যু প্রাণীকে জীবিত করা কী সম্ভব্য,

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০২





যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানীদের প্রতিষ্ঠান বায়োটেক দীর্ঘদিন ধরেই মৃত মানুষকে জীবিত করতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে আসছেন। কিন্তু এ বিষয়ে অনুমতি ছিল না দেশটির সরকারের। তবে এবার এ বিষয়ে নৈতিকভাবে অনুমতি মিলেছে। গবেষকরা এখন থেকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় সব গবেষণা কাজ চালিয়ে যেতে পারবেন।
চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান বায়োটেকের বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছে এমন ২০টি দেহের ওপর কিছু থেরাপির সমন্বয় করবে তারা। এর মাধ্যমে তারা পর্যবেক্ষণ করবে আসলে মস্তিষ্ক কোনো ইতিবাচক সাড়া দেয় কিনা। অথবা তার মস্তিষ্ককে পুনরায় সক্রিয় করা যায় কিনা। এ গবেষণার মাধ্যমে তারা বিশেষ অগ্রগামী ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন গবেষকরা।
আরেক গবেষণা প্রতিষ্ঠান বায়োকোয়ার্ক ইনকরপোরেট’র নির্বাহী প্রধান ড. ইরা পাস্তুর জানান, ‘সংশ্লিষ্ট বিষয়ে এটাই প্রথম গবেষণা। আমরা সবেমাত্র এ ধরনের পরীক্ষার অনুমতি পেয়েছি। যে রোগীদের পেয়েছি তাদের ওপর প্রথম থেকেই পরীক্ষা শুরু হবে। রোগীদের পরিবারের কোনো আপত্তি রয়েছে কিনা তা নিয়েও তাদের সঙ্গে কথা বলা হবে। আশা করছি, গবেষণা শুরুর প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে অগ্রগতি সাধিত হবে।’
ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন রোগীদের লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হবে। এরপর কয়েক মাস ধরে তাদের ওপর চলবে গবেষণা। এর মাধমে বিজ্ঞানীরা সাধারণত মস্তিষ্কের বিশেষ করে আপার সিগনাল কর্ডকে সক্রিয় রাখার চেষ্টা করবেন। কেননা এই অংশটি মানুষের শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের বিশ্বাস, মস্তিষ্কের স্টিম সেলগুলো থেকে যাবতীয় ইতিহাস মুছে তাদের আবার নতুনভাবে সাজানো যায়।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫

প্রামানিক বলেছেন: অবাক হওয়ার মত কথা।

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৯

জুনেদ আহসান বলেছেন: খবরটি শুনে সত্যি অবাক হয়েছি।

২| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

আহলান বলেছেন: মানুষ যেনো না মারা যায়, সেই ব্যবস্থা করলেই তো পারে ...মৃতকে জীবিত করার দরকার কি ? সম্পত্তি আবার নতুন করে ভাগ করতে হবে নাকি যদি কারোর মরা বাপ ফিরে আসে? ;)

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৭

জুনেদ আহসান বলেছেন: মৃত্যু ব্যক্তিকে জীবিত না করে, মানুষ যেনো না মারা যায় সেই ব্যবস্থা করতে পারলে মনে হয় ভালো হয়।

৩| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১২

সরদার হারুন বলেছেন: চেষ্টা করতে দোষ কি ? তবে সে মানুষ দিয়ে কি কোন কাজ কবে ?

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৪

জুনেদ আহসান বলেছেন: চেষ্টা করতে কোন দোষ নেই।তবে সেই মানুষ দিয়ে কী হবে তা দেখার জন্য কিছুকাল অপেক্ষা করতে হবে।

৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৩১

এসব চলবে না..... বলেছেন: এইটা গবেষনা না, আল্লাহর লগে মশকরা.....ছাগলের পাল।

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩৭

জুনেদ আহসান বলেছেন: ঠিক তাই

৫| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৩

ঈশান আহম্মেদ বলেছেন: দেখি কি হয়? :o

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮

জুনেদ আহসান বলেছেন: অপেক্ষায় থাকেন।

৬| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৯

সামুরাই_কাতানা বলেছেন: অবাক হওয়ার কিছু নাই। অন্তত আমি নই । কারন ইসলামে অনুসারে শেষ যামানায় দাজ্জাল আবির্ভাব হবে । মৃতকে জিন্দা করার ক্ষমতা তার থাকবে। হয়তো তার শুরুটা এখান থেকেই। গবেষনা করে এক সময় মানুষ হয়তো সফল হবে। হয়তো সেটা কন্ট্রল করবে দাজ্জাল।

১০ ই মে, ২০১৬ দুপুর ১:৩৯

জুনেদ আহসান বলেছেন: ভাই একবারে ঠিক কথা বলেছেন।

৭| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৪০

খোচা বাবা বলেছেন: মানুষ মৃত্যুর পর শরিরের অসংখ্য কোষ খুব দ্রুত মারা যায়, একটা কোষকে কৃতিমভাবে সচল করার চেষ্টা করবে, অন্যদিকে অসংখ্য কোষ মারা যাবে। সুতরাং অসম্ভব চেষ্টা।

১০ ই মে, ২০১৬ দুপুর ২:২৩

জুনেদ আহসান বলেছেন: চেষ্টা করে দেখা যাক। কী হয়

৮| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৫৫

রানার ব্লগ বলেছেন: দেখা যাক, কি হয় ??!!!

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৫

জুনেদ আহসান বলেছেন: অপেক্ষায় থাকুন।

৯| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪১

Afnaj uddin বলেছেন: এটা কী করে সম্ভব

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭

জুনেদ আহসান বলেছেন: চেষ্টা করে দেখা যাক কী হয়।

১০| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৪১

Afnaj uddin বলেছেন: দেখা যাক কী হয়।

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৮

জুনেদ আহসান বলেছেন: অপেক্ষা করুন, কী হয় দেখার জন্য।

১১| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭

Juned Ahmed বলেছেন: এটা কী সত্যি সম্ভব

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯

জুনেদ আহসান বলেছেন: দেখা যাক সত্যি কি হয়।

১২| ১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৮

Juned Ahmed বলেছেন: ুটা কোন ভাবে সম্ভব নয়।

১০ ই মে, ২০১৬ বিকাল ৩:২০

জুনেদ আহসান বলেছেন: হুম, হুম, হুম।

১৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪১

মুসাফির নামা বলেছেন: আমি বুঝলাম ক্লিনিক্যালি ডেড অনেককে কয়েক সপ্তাহ পরে নড়ে উঠেছে এবং এখনও বেঁচে আছে। এটাতো হরহামেশাই হচ্ছে।এর মধ্যে আর নতুন কি আছে?

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৯

জুনেদ আহসান বলেছেন: আমারও তাই মনে হয়।

১৪| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৬

আমিই মিসির আলী বলেছেন: এটা কখনোই পসিবল হবে না।
এমন হলো প্রাচীন ইজিপ্টরা আগেই এসব করতে পারতো।

মমি বানিয়ে রেখে দিতো না।

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫১

জুনেদ আহসান বলেছেন: এটা কখনও সম্ভব নয়, তবে ওরা চেষ্টা করে দেখতে পারে।

১৫| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯

খন্দকার আমিন বলেছেন: গাধাদের মাথায় এমন মোটা বুদ্ধি ছাড়া আর কিছুই আসবেনা .....

১০ ই মে, ২০১৬ বিকাল ৫:৫২

জুনেদ আহসান বলেছেন: একদম ঠিক বলেছেন

১৬| ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:২৩

নতুন বলেছেন: এটা ঠিক মৃতকে জীবিত করার মতন কিছু না। সেটা অনেক দুরের জিনিস...

ক্লিনিক্যালী ডেড আর মৃতের মাঝে কিছু পাথ`ক্য আছে... ( যদিও ক্লিনিক্যালী ডেড থেকে ফিরে আসার সংখ্যা খুবই কম)

Clinical Death:
1. Stoppage of heart beat, pulse and breathing is called clinical death.
2. Most organs (eye, kidney) remain alive after clinical death.
3. These organs are used for transplantation.
Biological Death:
1. The death caused by degeneration of tissues in brain and other part is called biological death.
2. Most organs become dead after biological death.
3. These organs can not be used for organ transplantation.

১৭| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৩৬

কল্লোল পথিক বলেছেন: এখানে তো বলছে ক্লিনিক্যাল ডেথ!

১৮| ১০ ই মে, ২০১৬ রাত ৯:৫৭

মোস্তফা ভাই বলেছেন: দেখা যাক এর সুবিধা গরীব মানুষ পায় কিনা।

১১ ই মে, ২০১৬ রাত ২:২০

জুনেদ আহসান বলেছেন: এর সুবিধা গরীব মানুষ পাবে কিনা, তা দেখার জন্য একটু অপেক্ষা করন।

১৯| ১০ ই মে, ২০১৬ রাত ১০:১৭

তাশমিন নূর বলেছেন: এসবের ফল কী হবে কে জানে!

১১ ই মে, ২০১৬ রাত ২:২১

জুনেদ আহসান বলেছেন: এসবের ফল জানতে অপেক্ষা করতে হবে কিছুকাল।

২০| ১১ ই মে, ২০১৬ সকাল ৭:২২

কলাবাগান১ বলেছেন: আমাদের দেশে.র লোকজনের মন্তব্য দেখলেই বুঝা যায় বিজ্ঞান এর অবস্হা...একজন ছাড়া আর কাউকেই দেখলাম কোন যুক্তিপূর্ন আলোচনা করার চেস্টা করেছেন...সবাই অদৃশ্যবাদীতার মত দেখা যাক কি হয় এই মন্তব্য করেই সাবার...।

আমাদের দেশে জীবনে কোনদিনই বিজ্ঞানে আগাবে না যদি এই ধরনের লোক ই বেশী থাকে...। সারা জীবন পশ্চিমা দের দিকে তাকিয়ে থাকতে হবে ..তারা আবিস্কার করবে আর আমরা চেয়ে চেয়ে থাকব....আর ইহুদী-নাসারা বলে গালি দিব।

২১| ১১ ই মে, ২০১৬ সকাল ৮:৩৪

গোধুলী রঙ বলেছেন: বিজ্ঞানের অবস্থা আসলেই আমাদের দেশে তথৈবচ। ব্যাপারটা পরীক্ষা হচ্ছে ক্লিনিক্যালি ডেথ নিয়ে আর আমাগো পাবলিকরা পড়ছে আসল ডেথ নিয়ে।

২২| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:২২

মোঃ মাকছুদুর রহমান বলেছেন: পুরাই অসম্ভব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.