| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোতির্ময় বিশ্বাস
জন্ম, বেড়ে ওঠা, পড়াশুনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে।বর্তমানে ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্র। মূলত পড়াশুনা, গান শোনা, ছবি দেখা আর কিছুটা কবিতায় বসবাস।
যুবকের বিরহরচনা
জ্যোতির্ময় বিশ্বাস
১|
বিরহ, কেন ঘুরেফিরে আমার প্রেমের কাছেই আসো
কীসের তালাশ? ভিতরে কতটা অসাড়
ঝিম মেরে গেছে কিনা কলিজা, তাই দেখো?
আমি তো বলেছি সেই কবে কোনকালে
আক্ষেপ রাখবোনা কোনো
জানি
পৃথিবীর সব প্রান্তরে
এরকম খেলাধুলো চলে।
জানিনা
আদতে ব্যর্থ কিনা, কতটা অংশীদার, কতটা শিকার...
বিরহ, ঘুরেফিরে সেখানেই কেন
যেখানে
আমার
ঈশ্বরীর
অমোঘ বিস্তার...
২|
অন্ধকারের পর বনাঞ্চলে যেওনা ও মেয়ে
তোমার একাধিক ছায়া শুকনো পাতার ওপর ওঁত পেতে আছে
গুল্মবৃক্ষলতায় একাধিক ডাকনাম ঝুলে আছে তোমার
বাকল খুলে দাঁড়িয়ে আছে উদ্ভিদসঙ্গগুলো।
তুমি চলে এসেছিলে
নাজুক পায়ে শব্দ তুলে
তোমার হরিণস্বভাব দৌড়।
অবিন্যস্তা রে, কিশোরী
মনে রাখিস অন্ধকারে
পৃথিবী কেবলই ধারণা
কাছাকাছি যথারীতি আছে-
এরকম একটা অভিনয় করে।
২|
১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৫
সুমন কর বলেছেন: বুঝলাম কম কিন্তু পড়তে ভালো লাগল।
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫
জ্যোতির্ময় বিশ্বাস বলেছেন: Thank you
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে