| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খায়রুল আহসান
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এলোমেলো ভাবনাগুলো মাথায় খাবি খায়,
যখন যেথায় ইচ্ছেমত কাঁপন দিয়ে যায়।
গান গেতে চাই, সুর আসেনা,
ঘুম গেলো কই, ঘুম আসেনা,
এমনি করে চুপিচাপি ঘুম গেলো কার বাড়ী?
ঘুমকাতুরে আমার সাথে ঘুম দিয়েছে আড়ি!
বৃষ্টি পড়ে টাপুর টুপুর খালে এলো বান,
বৃষ্টি পড়া শুরু হলেই মন করে আনচান।
বন্ধুরা সব অফিস করে সকাল সন্ধ্যা ধরে,
আমার আয়েশ দেখে তারা ঈর্ষা জ্বরে পোড়ে।
ভাবে তারা কত সুখী এই ঘুমকাতুরের জীবন,
ঘুমকাতুরের ঘুম আসেনা, কেমন কথা এমন?
ঘুম চাইলেই ঘুম আসেনা, ঘুমের দেশের পরী
নানা রকম ছল করে যায়, ঘুম যে মন্বন্তরী।
রাত জেগে তাই পদ্য লিখি,
ঠায় দাঁঁড়িয়ে আঁধার দেখি,
চিরকালের চেনা ঘুম আজ হলো দেশান্তরী,
ঘুম আসেনা, ঘুম আসেনা, ঘুম কেমনে ধরি?
ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
২|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১
ভ্রমরের ডানা বলেছেন: আলবৎ গান করা যাবে! ভাল লিখেছেন।
স্নিগ্ধকর লেখা!
১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা---
৩|
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সোহানী বলেছেন: আস্তাগফিরুল্লাহ, ঘুম আসে না !!!!!!!! আমার মাথার নীচে একটা ইট থাকলে ও আমি দিব্বি ঘুমিয়ে পড়ি।....হাহাহাহাহাহাহা
মেডিটেশান, ঘুমের আগে খটমটে বই, হালকা কোন মিউজিক, সব টেনশান কে ছুটি দিয়ে সোজা বিছানায় যাবেন। দেখবেন ঘুম না এসে যাবে কই!!!!
তবে কানাডায় এসে দেখলাম এটা বিরাট সমস্যা। এবং এর জন্য আলাদা ডক্টর, আলাদা হসপিটাল আছে। ঘুম আসে না... নো প্রবলেম, ডক্টরকে জানাও সেই ব্যবস্থা করে দিবে। আমাদের ডক্টরদের মতো ঘুমের পিল ধরায়ে দেয় না।
চুপি চুপি বলি, আমার বাবারো এ সমস্যা ছিল। কারন, জীবনভর ম্যানেজমেন্ট এর জব করেছেন তাই সারাক্ষনই টেনশান নিয়ে চলতেন। তবে বাবা যেটা করতেন তা হলো ভোরের দিকে নামাজ পড়ে হালকা কিছু খেয়ে ঘুমিয়ে পড়তেন। সে ঘুম ২/৩ ঘন্টার হলেও ভালো ঘুম হতো। তবে আমার বয়ফ্রেন্ড তার ঘুম না আসলে সোজা মুভি দেখতে বসে যায়........হাহাহাহাহাহাহাহা ঘুম আরো তাড়াতাড়ি পালায়।
১৩ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
খায়রুল আহসান বলেছেন: ব্যক্তিগতভাবে আমারও ঘুমের কোন সমস্যা নেই। একদিন এফ এম ব্যান্ডে দু'জন আলোচকের আলাপচারিতা শুনে কবিতাটির খসড়া মাথায় এসেছিল।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
৪|
০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০
জাহিদ অনিক বলেছেন:
কবিদের হয়ত না ঘুমিয়ে থাকার বৈধতা আছে।
খসড়া কবিতা পড়তে ভালো লাগলো, একজন কবির প্রথমদিকের কবিতাগুলো অন্যরকম।
০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
খায়রুল আহসান বলেছেন: একজন কবির প্রথমদিকের কবিতাগুলো অন্যরকম - সেরকম প্রথম দিকের একটা কবিতা খুঁজে বের করে পড়ে গেলেন, এজন্য অশেষ ধন্যবাদ।
ভাল থাকুন, শুভেচ্ছা---
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: এ কবিতাটায় একটু সুর বসিয়ে এটাকে একটা গান বানানো যায় কি?