নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমি তাকে আকাশ দিতে চেয়েছিলাম,
সে চাইলো শুধু এক টুকরো মেঘ।
তারপর মেঘেরই আড়ালে লুকিয়ে পড়লো,
চোখেরই সামনে মেঘে মেঘে ভেসে গেলো।
এর পরে আর তার দেখা পাইনি....
মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেলো,
সাঁঝের মায়াও ধীরে নেমে এলো,
পাখীরা সবাই যখন কূজনে ফিরে আসে,
তখনো আমি খুঁজে ফিরি মেঘবালিকাকে,
রাতের আঁধারে তারে কি করে দেখি বলো..
(ইতোপূর্বে প্রকাশিত)
ঢাকা
১৪ মার্চ ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কিরমানী লিটন। প্রীত হ'লাম।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৩
শামছুল ইসলাম বলেছেন: মেঘ বালিকার খোঁজেঃ
//তখনো আমি খুঁজে ফিরি মেঘবালিকাকে,
রাতের আঁধারে তারে কি করে দেখি বলো..//
-- শ্রান্ত কি কবি?
ভাল থাকুন। সবসময়।
০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: শ্রান্ত নই, তবে এ খোঁজা অন্তহীন।
কবিতায় এসে মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, শামছুল ইসলাম।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫২
এফ.কে আশিক বলেছেন:
আমি তাকে আকাশ দিতে চেয়েছিলাম,
সে চাইলো শুধু এক টুকরো মেঘ।
তারপর মেঘেরই আড়ালে লুকিয়ে পড়লো,
চোখেরই সামনে মেঘে মেঘে ভেসে গেলো।
এর পরে আর তার দেখা পাইনি....
অসাধারন লিখেছেন.....
১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬
মিরোরডডল বলেছেন: anek shundor. very romantic but sad as well
sad bolei beshi shundor. you write very well.
photo selection o valo hoyeche
ami ekta likhechi "Bhalobashar Sporsho" pore dekhben if your time permits
new bole front page e jaini
০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
খায়রুল আহসান বলেছেন: আপনার লেখাটা পড়ে এলাম, একটা ছোট্ট ঘটনার সুন্দর উপস্থাপনার মধ্য দিয়ে চমৎকার একটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। ভাল লেগেছে।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
৫| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫১
মলাসইলমুইনা বলেছেন: খুবই ভালো লাগলো আপনার কবিতাটা আর তার দারুন রোমান্টিক শিরোনাম -মেঘবালিকা | বিউটিফুল |
১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা এবং তার শিরোনামটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
কিরমানী লিটন বলেছেন: চমৎকার- বেশ ...