নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
বাঙালী নারীর শাড়ীসজ্জা একটি নিখুঁত শিল্প।
প্রস্তুতি থেকে পরিধান পর্যন্ত চলে এই শিল্পের
বুননকার্য। তারা মনে মনে নানা ছক কাটেন,
আবার কখনো ছক বদলান, যেমন করে থাকেন
অপসরুমে বসা চৌকষ মিলিটারী স্ট্র্যাটেজিস্টরা,
ম্যাপের উপর মার্কার পেন দিয়ে আঁকাআঁকি করে।
নারীদের শাড়ীসজ্জার প্রতিটি স্তরই সুপরিকল্পিত।
এ ব্যাপারে তাদের স্মৃতিশক্তি ঐশ্বরিক বরধন্য।
কবে তারা কোন অনুষ্ঠানে সেজেছিলেন কেমন,
নিমেষেই করে নেন তার পারমুটেশন কম্বিনেশন।
চুড়ি ঘড়ি অধর রঞ্জনী হাতব্যাগ খোঁপাফুল আর
সেন্ডেল ম্যাচিং হলো কিনা পরখ করেন শতবার!
তাদের সব সন্দেহের নিমেষেই অবসান হয়ে যায়,
যদি তাদের ভালোবাসার মানুষটি সায় দিয়ে দেয়
শুধু একটিবার, আশ্বস্ত হন তারা পরম নির্ভরতায়।
নারীগণ শাড়ীসজ্জা ভালোবাসেন বয়স নির্বিশেষে,
আর কোন উপলক্ষ পেলে তাদের মুখে চাঁদ হাসে,
তাদের সজ্জাস্পৃহা সুশোভিত হয় শৈল্পিক ছোঁয়ায়।
পাদটীকাঃ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে বাঙালী নারীদের শাড়ীসজ্জার এই উপেক্ষিত অন্তর্নিহিত শৈল্পিক সুষমাকে স্বীকৃতি ও শ্রদ্ধা জানিয়ে রচিত এ কবিতাটি।
ঢাকা
০৮ মার্চ ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এখানে মন্তব্য রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, মাহবুবুল আজাদ।
কবিতাটি 'লাইক' করাতেও বেশ অনুপ্রাণিত বোধ করছি।
২| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৬
শামছুল ইসলাম বলেছেন: "নারীদের শাড়ীসজ্জা" ব্যাপারটায় আমি বোধ হয় একটু উদাসীন।
তবে আপনার কবিতা ভাল লেগেছে।
ভাল থাকুন। সবসময়।
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৯:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম ভাই, আমার এ স্বল্পপঠিত কবিতাটি পড়ে এখানে দু'কথা বলার জন্য। কবিতা ভালো লেগেছে এবং সেটাতে 'লাইক' দিয়েছেন, তাতেও ভীষণ খুশী হয়েছি।
৩| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।
০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন! কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। আমার এই স্বল্প পঠিত কবিতাটিতে এসে আপনার ভালো লাগার কথা জানিয়ে যাওয়াতে কৃতার্থ বোধ করছি।
০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২
খায়রুল আহসান বলেছেন: আপনার "তাই তো আজ তুমি চাঁদের কাছে" পড়ে কিছু কথা রেখে এলাম। কবিতাটি ভালো লেগেছে।
৪| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৩
সোহানী বলেছেন: হায় হায় নারীদের সাজসজ্জা নিয়ে লিখা কিন্তু কোন নারীর মন্তব্য নেই!!!!!!!!!!!! এটি ঘোরতর অন্যায়।
অনেক ভালোলাগা.......+++
০৮ ই জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: যাক, আপনার মন্তব্য পেয়ে তবে এ কবিতাটা প্রথম একজন নারী কর্তৃক পঠিত এবং একই সাথে প্রশংসিত হলো!
আমিও তখন খেয়াল করিনি, কিন্তু এখন আপনার মন্তব্য পড়ে দেখলাম যে নারীদের শাড়ীসজ্জা নিয়ে লেখা এ কবিতাটা এতদিন নারী মন্তব্য বিবর্জিত ছিল। অনেক ধন্যবাদ, পুরনো কবিতায় মন্তব্য রেখে যাবার জন্য।
মন্তব্যে এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫
মাহবুবুল আজাদ বলেছেন: প্রথম অংশটুকু বাদে বাকিটা বেশ লেগেছে।