নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রে যেতে চাই

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬

আমি আবার একদিন সমুদ্রে যেতে চাই,
হোক তা রৌদ্র করোজ্জ্বল চকচকে দিন,
কিংবা কোন দুঃখিনী নারীর মুখের মত
মেঘাচ্ছন্ন মলিন, তবু সমুদ্রে যেতে চাই।

সৈকত যেমনই হোক, সমুদ্রে যেতে চাই,
বালুময় কিংবা প্রস্তরাকীর্ণ, সমস্যা নাই।
সৈকত থেকে যদি দূরের কোন বাতিঘর
আমাকে ইশারায় ডাকে, আমি প্রফুল্ল হই।

হোক সে সৈকত ভীড়াক্রান্ত বা পরিত্যক্ত,
তবু আমি আনমনে সমুদ্রে বেড়াতে চাই।
সহস্র মুখের জনারণ্যে হারিয়ে যেতে চাই,
কিংবা একা একাই বসে ঢেউ গুনতে চাই।

যে শিশু একান্ত মনে বানায় বালির প্রাসাদ,
কিছুক্ষণ তার পাশে গিয়ে বসে থাকতে চাই।
প্রেমের আবেগ নিয়ে লেখা মানুষের নামগুলো
মুছে যাবার আগেই একবার পড়ে দেখতে চাই।

সমুদ্রজলে দাঁড়িয়ে আমি কালান্তর কাটাতে চাই।
সমুদ্রের ভাষা বুঝতে চাই, পূর্ণিমার রাতে চাই,
অমাবস্যার অন্ধকারে চাই। সৌম্যে ও শান্তিতে,
কিংবা বিক্ষুব্ধ ঝঞ্ঝায়ও আমি সমুদ্রে যেতে চাই।

পাদটীকাঃ সমুদ্র ভ্রমণের উপর সুন্দর একটা লেখা পড়ে মনের তাৎক্ষণিক অনুভূতি। কবিতা পড়ার সময় এ গানটা শোনা যেতে পারেঃ তাই স্বপ্ন দেখব বলে আমি দুচোখ মেলেছি


ঢাকা
২৩ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০১

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাল লেগেছে।

সমুদ্রকে নিয়ে চমৎকার ভাবনাঃ

//যে শিশু একান্ত মনে বানায় বালির প্রাসাদ,
কিছুক্ষণ তার পাশে গিয়ে বসে থাকতে চাই।
প্রেমের আবেগ নিয়ে লেখা মানুষের নামগুলো
মুছে যাবার আগেই একবার পড়ে দেখতে চাই।//


ভাল থাকুন। সবসময়।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য ও 'লাইক' পেয়ে অনুপ্রাণিত হ'লাম। সাথে থাকার জন্য অফুরন্ত ধন্যবাদ ও শুভেচ্ছা, শামছুল ইসলাম।

২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর অনুভূতি ভালো লাগলো কবিতা ।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ, ঠ্যঠা মফিজ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

নাবিক সিনবাদ বলেছেন: অনেক ভালো লাগলো, ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৩

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, নাবিক সিনবাদ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

অন্ধবিন্দু বলেছেন:
কবিতায় সমুদ্র আবাহন ! ছন্দের সখ্যতাও বেশ হলো। আবৃত্তি করে মজা পেলুম। বলি- তাৎক্ষণিক অনুভূতি আরও বিশদ করতেন। মহাদেব সাহার কবিতা মনে পড়লো-

কিন্তু আমি তো সমুদ্রই দেখতে চেয়েছিলাম তবুও সমুদ্রের কাছে গিয়ে
আমার কখনো সমুদ্র দেখা হয়নি
যেমন পাহাড়ের কাছে গিয়ে দেখা হয়নি কোনো নিবিড় পাহাড়কে,
আমি সেখানে উচ্চতা ছাড়া পাহাড় বলতে কিছুই দেখিনি!


খায়রুল আহসান,
কবিতার পাঠকেরা কোথায় যেনও হারিয়ে যাচ্ছেন। তবু কাব্যচর্চা চলুক।

০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: এমন প্রেরণাদায়ক মন্তব্যে ভীষণ উৎফুল্ল হ'লাম। 'লাইক' এর জন্যও জানাচ্ছি ধন্যবাদ। মহাদেব সাহা'র কবিতার উদ্ধৃতাংশটুকু বাড়তি পাওনা। আশাকরি কাব্যচর্চা চলবে, যতদিন পর্যন্ত কোন কাজের সন্ধানে নামতে বাধ্য না হই।
কবিতার প্রতি আপনার এ অনুরাগের প্রশংসা করছি, অন্ধবিন্দু।

৫| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

সাবলীল মনির বলেছেন: খায়রুল ভাই, অাপনার এই সুন্দর কবিতাটি পড়ে অালাদা একটা স্বাদ পেলাম, অামার বিশ্বাস কবিতা অাসরের চেয়ে এখানে অাপনি অনেক বেশি জনপ্রিয় হবে । শুভকামনা রইল ।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়ার জন্য এবং এখানে এসে দুটো কথা বলার জন্য তোমায় অনেক ধন্যবাদ জানাচ্ছি সাবলীল মনির। তুমিও এখানে লেখা শুরু করে দাও পুরোদমে।

৬| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০০

দৃষ্টিসীমানা বলেছেন: সমুদ্র আমারও অনেক প্রিয় তাই সেদিন সমুদ্রকে আরও কিচ্ছুক্ষন ধরে রাখতে চেয়েছিলাম দুজনে ।কবিতায় অনেক ভাল লাগা
রইল । ভাল থাকুন সব সময় ।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

খায়রুল আহসান বলেছেন: সূর্যটাকে তো দুজনের প্রায় তালুবন্দী করেই ফেলেছিলেন দেখছি।
আমার কোন লেখায় এই প্রথম আপনার মন্তব্য পেলাম। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
যার সুন্দর লেখাটা পড়ে চট করে এই কবিতাটা আমার মাথায় এসেছিলো, তিনিই এর প্রশংসার মূল হকদার।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, দৃষ্টিসীমানা।

৭| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

মেরিনার বলেছেন: যারা সমুদ্র ভালোবাসেন তাদের জন্য:

view this link

আমি অবশ্য সমুদ্রের চেয়ে পাহাড় বেশী ভালোবাসি - তবে সমুদ্রে জীবনের স্বাদ, সত্যিই অবাক করা ভালো লাগার - আলহামদুলিল্লাহ্!

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আমার এই কবিতাটা পড়ার জন্য মেরিনার, আপনাকে ধন্যবাদ।
আপনার 'সমুদ্রে জীবন-(১৭ ও ১৮)' পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে আসলাম। আশাকরি পড়ে দেখবেন।

৮| ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর।

৯| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:০৫

উল্টা দূরবীন বলেছেন: বেশ বেশ ভালো।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ আপনাকে, উল্টা দূরবীন।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

মানবী বলেছেন: চমৎকার এই কবিতাটি প্রথম পড়েই মনে হয়েছিলো এখানে অনেকেই পছন্দ করবেন।

আবারও ভালো লাগলো সুন্দর কবিতা পড়ে, ধন্যবাদ খায়রুল আহসান।

০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনার একটা লেখা পড়েই এ কবিতাটা লিখে ফেলেছিলাম, মানবী। সুতরাং, এটা যদি ভালো হয়ে থাকে, তবে এর কৃতিত্বটা আপনারও। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি। 'লাইক' করায় প্রীত হয়েছি।

১১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩

মানবী বলেছেন: ভালো আছেন, ভালো ছিলেন আশা করি।

আপনার পোস্টের মন্তব্যের জবাবে আগ্রহ কম মনে হয় ইদানীং তাই আগে জানতে চেয়ে বিরক্ত করিনি।
এখন তাৎক্ষণিক ভাবেই জানবেন তাই করা :-)

সুস্থ সুখি থাকুন।

০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ। অনেক ভাল লাগলো আপনার এ মন্তব্য।
এই ব্লগে যখন থেকে লেখালেখি শুরু করেছি, আমি খুবই উপভোগ করেছি এখানকার বিদগ্ধ লেখক ও পাঠকদের লেখা ও চিন্তার সাথে পরিচিত হতে পেরে। যাদের লেখাই পড়েছি, নিষ্ঠার সাথে পড়েছি এবং মন্তব্য করেছি। আমার লেখায়ও যারা মন্তব্য করেছেন, এতদিন প্রায় নিয়মিতভাবেই তাদের মন্তব্যের জবাব দিয়ে এসেছি। কিন্তু অধুনা আমার মনযোগে বিঘ্ন ঘটে চলেছে নানা কারণে। আশাকরি শীঘ্রই আবার আগের মত লেখায় ও মন্তব্যে ফিরে আসতে পারবো।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.