নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সমব্যথী

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

যারা কারো কথা ভেবে নীরবে এখানে ওখানে
দু’এক ফোঁটা অশ্রু ফেলে গোপনে গোপনে,
আবার চকিতে চোখ মুছে মুখে ম্লান হাসি হাসে,
আমি তাদের ব্যথার ভাষাটা বুঝি।

যে নারী রসুইঘরে পঞ্চব্যঞ্জন রাঁধতে রাঁধতে
প্রবাসী সন্তান কিংবা অন্য কারো কথা ভেবে
দীর্ঘশ্বাস ছেড়ে আবার রান্নায় মনোযোগী হয়,
আমি তার দীর্ঘশ্বাসের কারণটার কথা জানি।

যে কিশোরী রাফ খাতায় অঙ্ক কষতে কষতে
হঠাৎ একটি মুখ এঁকে ফেলে, তারপর সেটাকে
একটা বর্ণিল ঘুড়ির মত মনের আকাশে উড়ায়,
আমি সে কিশোরীর রঙিন স্বপ্নের কথাটা জানি।

যে ডানপিটে কিশোরের দস্যিপনায়
পাড়াপড়শিরা সবসময় অতিষ্ঠ থাকে,
হঠাৎ কোন গুরুর মন্ত্রে সে দার্শনিক বনে যায়, আর
কাহলিল জিব্রানের কবিতা আওড়ায়, তা আমি জানি।

যে পুরুষ সাত সকালে উঠে ত্রস্ত ব্যস্ত হয়ে তৈরী হয়,
শার্টের বোতাম লাগাতে লাগাতে হঠাৎ হারিয়ে যায়
কোন একান্ত চিন্তায়, আবার পরক্ষণে সম্বিত ফিরে পায়,
তারও এ খেয়ালি বিরামের কারণটা আমার অজানা নয়।

ঢাকা
১৯ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০১

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: খুব ভাল লেগেছে,শুভেচ্ছা।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ফয়েজ উল্লাহ রবি। প্রীত হ'লাম।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৮

জয়ীর পরাজয় বলেছেন: অনেক ভাল লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, জয়ীর পরাজয়।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: যারা কারো কথা ভেবে নীরবে এখানে ওখানে
দু’এক ফোঁটা অশ্রু ফেলে গোপনে গোপনে,
আবার চকিতে চোখ মুছে ম্লান হাসি হাসে,
আমি তাদের ব্যথার ভাষাটা বুঝি।


কথাটা মন ছুঁয়ে গেল।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মাহবুবুল আজাদ। উদ্ধৃতাংশটুকু মন ছুঁয়ে গেছে জেনে খুশী হ'লাম।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

মানবী বলেছেন: সমব্যাথি হবার এই সুন্দর ক্ষমতা প্রশংসনীয়!

ভালো লেগেছে কবিতা পড়ে, ধন্যবাদ খায়রুল আহসান।

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আপনাকে পেয়ে ভালো লাগছে। মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি।
অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা, মানবী।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৬

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, কল্লোল পথিক। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

সায়ফুল্লাহ হক তানভীর বলেছেন: অসাধারন

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

খায়রুল আহসান বলেছেন: বেশ উদার মন্তব্য। ধন্যবাদ আর শুভেচ্ছা, সায়ফুল্লাহ হক তানভীর।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা দারুণ ভালো লেগেছে
+++

২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম, রুদ্র জাহেদ। +++ এর জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

হাবিব রহমানন বলেছেন: "যারা কারো কথা ভেবে নীরবে এখানে ওখানে
দু’এক ফোঁটা অশ্রু ফেলে গোপনে গোপনে,
আবার চকিতে চোখ মুছে ম্লান হাসি হাসে,
আমি তাদের ব্যথার ভাষাটা বুঝি"

মুগ্ধ হয়ে গেলাম :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। 'লাইক' এর জন্য ধন্যবাদ, হাবিব রহমানন।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার লাগলো। :)

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১১

খায়রুল আহসান বলেছেন: তাই? খুব খুশী হ'লাম, রক্তিম দিগন্ত। 'লাইক' এর জন্য ধন্যবাদ, অনুপ্রাণিত।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৬

দৃষ্টিসীমানা বলেছেন: খুব ভাল লাগল ।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হলাম, প্রামানিক। শুভেচ্ছা জানবেন।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

সুমন কর বলেছেন: শুরুটা বেশী ভালো লেগেছে।

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর। কবিতাটা বোধহয় একটু বেশীই বড় হয়ে গেছে।
মন্তব্যে প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.