নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫

মায়াবতী, তুমি নিজেই অকূল পাথারে ভেসে আছো,
তবু তুমি এক পথভোলা নাবিকেরে দূর থেকে আলো দাও,
যেন বাতিঘরের দিশা পেয়ে সে নাবিক পথ খুঁজে পায়,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি নিজেই এত ঘর্মাক্ত, কর্মক্লান্ত হয়ে থাকো,
তবু তুমি এক দিকভ্রান্ত পথিকেরে কাছে ডেকে নাও,
বিটপীর ন্যায় শাখা মেলে তারে ভালোবেসে ছায়া দাও,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি নিজেই আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে আছো,
তবু এক দিশেহারা নীড়ভাঙ্গা পাখিকে কাছে ডেকে নাও,
তোমার নিঃসঙ্গতার মাঝে তাকে সাথী করে নিয়ে গান গাও,
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

মায়াবতী, তুমি যখন কথা বলো, তোমার কথা থেকে মায়া ঝরে।
তুমি যখন ভালোবেসে তাকাও, তোমার চোখ থেকে মায়া ঝরে।
তুমি যখন কিছু লেখো, তোমার কলম থেকে নিরন্তর মায়া ঝরে।
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!

ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫

কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কল্লোল পথিক।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২

মাহবুবুল আজাদ বলেছেন: মায়াবতী চেয়ে দেখ, অস্পৃশ্য মেঘ, সেখানেও মায়া,
মায়াবতী ফিরে দেখ, মনের গহীন পথে, এখানেও মায়া,
মায়াবতী নিঃশ্বাস তুমি, স্পন্দনে জীবনের ছায়া।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর বলেছেন, মাহবুবুল আজাদ। ওনেক ধন্যবাদ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

অভ্রনীল হৃদয় বলেছেন: সুন্দর লিখেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অভ্রনীল হৃদয়। প্রশংসায় প্রীত হ'লাম।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৬

সাদা কালো আকাশ বলেছেন: বেশ ভালোই লাগল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

খায়রুল আহসান বলেছেন: ালো লেগেছে জেনে প্রীত হ'লাম। অনেক ধন্যবাদ, সাদা কালো আকাশ।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫

মানবী বলেছেন: মায়াবী কবিতা মন ছুঁয়ে গেছে!
পাঠের সময় কেমন মায়াময় অনুভূতি জন্ম নেয়!

খুব ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ খায়রুল আহসান।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: দূর থেকে দেখা কোন এক মায়াবতীকে দেখে খুব মায়াময় অনুভূতি নিয়ে কবিতাটি লিখেছি। সেজন্যেই হয়তো পাঠের সময় কেমন মায়াময় অনুভূতি জন্ম নেয়!
আর সেটা মানবীর ভালো লেগেছে জেনে তৃপ্ত বোধ করছি। লাইক করেছেন, সেজন্যেও অসংখ্য ধন্যবাদ।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কবিতা লেখার প্রয়াসকে সাধুবাদ জানাই। পড়তে পড়তে আর লিখতেই লিখতেই অনুভূতির গাঢ় বোধের দেখা মিলবে হয়তোবা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: যাক, এতদিনে আমার একটা কবিতা পড়লেন তাহলে, অপর্ণা মম্ময়। জ্বী, এটকু শুধুই প্রয়াস মাত্র। কবিতা হতে এখনো অনেক দেরী। আপনার মূল্যায়নের মানদন্ড সঠিক আছে। কবিতা কাউকে ছুঁতে পারলে তবেই সেটা কবিতা।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: চমৎকার কবিতা! :) ++

২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, রক্তিম দিগন্ত। ++ পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

কিবরিয়াবেলাল বলেছেন: সহজ করে সুন্দর বলেছেন ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কিবরিয়াবেলাল। আপনিও খুব সহজ করেই প্রশংসার কথাটা বলে গেলেন। প্রীত হ'লাম।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

ফাহিম আহ্‌মেদ বলেছেন: খুব ভালো লাগলো, চমৎকার কবিতা। :) শব্দের গাঁথুনিগুলো বেশ সুন্দর এবং সাবলীল। ধন্যবাদ :)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: উদার মন্তব্য। অনেক ধন্যবাদ, ফাহিম আহ্‌মেদ।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০

দৃষ্টিসীমানা বলেছেন: পৃথিবীতে মনে হয় অনেক বেশী মায়াবতীর দরকার । কবিতায় অনেক ভাল লাগা রইল ।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: পৃ্থিবীতে অনেক মায়াবতী সবখানে আছে। তা না হলে মানুষের নিষ্ঠুরতায় মানুষ শেষ হয়ে যেত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লাগলো। +++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

খায়রুল আহসান বলেছেন: আপনার এ উদার মূল্যায়নে মুগ্ধ হলাম, অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন, কান্ডারি অথর্ব।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,




মায়াবতী, তুমি নিজেই অকূল পাথারে ভেসে আছো,
মায়াবতীরা এমন করেই অকূল পাথারে ভেসে যায় । আচমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় মায়াবতীদের সাজানো বাগান ।
তারপরে মায়াবতীরা ছায়া দিয়ে যায় ।
ভালো লাগলো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

খায়রুল আহসান বলেছেন: আপনার দেখা মায়াবতীর রূপ ও প্রকৃতির সাথে আমার কবিতার মায়াবতীর অনেক মিল আছে। ভাবনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, আহমেদ জী এস। লেখাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২২

শামছুল ইসলাম বলেছেন: খুব চমৎকার কবিতা।

//মায়াবতী, তুমি যখন কথা বলো, তোমার কথা থেকে মায়া ঝরে।
তুমি যখন ভালোবেসে তাকাও, তোমার চোখ থেকে মায়া ঝরে।
তুমি যখন কিছু লেখো, তোমার কলম থেকে নিরন্তর মায়া ঝরে।
কি জানি কী এমন মায়া বলে, মায়াবতী!//


-বাস্তবে কি এমন মায়াবতী আছে?

ভাল থাকুন। সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

খায়রুল আহসান বলেছেন: বাস্তবে থাক বা না থাক, কল্পনা করে নিতে দোষ কোথায় ভাই শামছুল ইসলাম? তবে বাস্তবেও নিশ্চয়ই আছে। তা না হলে জগতে এত কবি? এ নিষ্ঠুর জগতে মায়াবতীরা নিদারুণ নিপীড়িত মানুষকে লালন করে যায়, ধারণ করে যায়, দু'দন্ড শান্তি দিয়ে রাখে (তবে অবশ্যই মুদ্রার অপর পিঠও আছে বৈকি, যেটা কখনো দেখতেও চাইনা)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.