নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জীবনটা যখন এক শীত বিকেলের রোদ্দুরের মত
তাপহীন, আসে শুধুই যাবার কথা বলার জন্য,
ছায়াগুলো যখন প্রলম্বিত, মিলিয়ে যাবার জন্য,
তখন বোধোদয় হলো, কত কথাতো বলা হলোনা!
কি করি, কি করি, কারে বলা যায় এসব কথা!
কার আছে সে সময়, এ জীবনের কথা শোনার,
পাশে এসে দু’দন্ড বসার? অথচ দেখা না দেখা
অস্পষ্ট, অলীক স্বপ্নেরা সব ভীড় করে চারিপাশে!
লাজুক শব্দেরা নীরবে পাশে এসে দাঁড়ায়, গোপনে
অভয় দিয়ে বলে, কবি তুমি মনের কথা লিখে যাও।
স্বচ্ছসলিলার মত প্রবাহমান তোমার অব্যক্ত কথামালা
বয়ে যাক তোমার কলম দিয়ে অনন্ত সাগরের দিকে।
গোধূলীর সেই স্বপ্ন ছায়ায় আমি জীবনের কথা বলি।
সৃষ্টির কথা বলি, উষ্ণ শীতল অনুভূতির কথা বলি।
এ ছায়ায় যত কায়া ভাসে, সত্য অলীক নির্বিশেষে,
আমি তাদের মায়ার কাছে, ভালোবাসার কাছে ঋণী।
ঢাকা
২৮ ডিসেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কিরমানী লিটন, কবিতার পাতায় এ মুগ্ধতা ছড়িয়ে যাবার জন্যে।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
রাজিয়া সুলতানা বলেছেন: ভালো লাগলো। প্রতিটি লাইন চমৎকার।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক, কবিতায় থাকার জন্য। কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
বনজ্যোৎস্নার কাব্য বলেছেন: শুরুটা ভাল লাগলো
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, বনজ্যোৎস্নার কাব্য।
সাথে থাকুন, আশাকরি একদিন শেষটাও ভালো লাগবে।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০
অপর্ণা মম্ময় বলেছেন: আজকের কবিতাটা ভালো হয়েছে অন্যগুলোর তুলনায়। শুরুটা ভালো
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: ধীরে ধীরে এগোচ্ছি তা'হলে? কবিতায় থাকার জন্য ধন্যবাদ, অপর্ণা মম্ময়।
মন্তব্যে প্রেরণা পেলাম। শুভেচ্ছা জানবেন।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭
শামছুল ইসলাম বলেছেন: খুব আবেগী কবিতা, ভাল লেগেছে।
জীবন বোধ হয় এমনিঃ
//জীবনটা যখন এক শীত বিকেলের রোদ্দুরের মত
তাপহীন, আসে শুধুই যাবার কথা বলার জন্য,
ছায়াগুলো যখন প্রলম্বিত, মিলিয়ে যাবার জন্য,
তখন বোধোদয় হলো, কত কথাতো বলা হলোনা! //
ভাল থাকুন। সবসময়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
খায়রুল আহসান বলেছেন: ভাই শামছুল ইসলাম, আবেগ ছাড়া তো কবিতা হয়না। এটা একটা আবেগী কবিতা সন্দেহ নেই, এবং সেই আবেগটুকু আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
'লাইক' এর জন্য ধন্যবাদ। ছোট্ট একটা লাইক অনেক প্রেরণা দিয়ে যায়।
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন: জীবনটা যখন এক শীত বিকেলের রোদ্দুরের মত
তাপহীন, আসে শুধুই যাবার কথা বলার জন্য,
ছায়াগুলো যখন প্রলম্বিত, মিলিয়ে যাবার জন্য,
তখন বোধোদয় হলো, কত কথাতো বলা হলোনা!
প্রথম দিকটাই তো কবিতাকে উঁচুতে উঠিয়ে নিয়েছে। সুন্দর কবিতা। ভাল লাগলো।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্যটাও কবির মনোবলকে অনেক উচ্চে নিয়ে গেছে, সন্দেহ নেই, রক্তিম দিগন্ত।
প্রীত হ'লাম, 'লাইক' এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
কিরমানী লিটন বলেছেন: জীবনটা যখন এক শীত বিকেলের রোদ্দুরের মত
তাপহীন, আসে শুধুই যাবার কথা বলার জন্য,
ছায়াগুলো যখন প্রলম্বিত, মিলিয়ে যাবার জন্য,
তখন বোধোদয় হলো, কত কথাতো বলা হলোনা!
মুগ্ধ ভালোলাগার কবিতা, অভিবাদন প্রিয় খায়রুল আহসান ভাই, শুভকামনা জানবেন ...