নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
যাহারা আমারে বাসিয়াছে ভালো,
শর্তহীন,
যেমনই আছি, তেমনই চাহিছে,
অকৃত্রিম,
তাদেরে জানাই জবাকুসুম প্রীতি
আরক্তিম,
তোমাতে আমাতে ভালোবাসা থাক
চিরনবীন।
ঢাকা
০২ ফাল্গুন ১৪২৩
১৪ ফেব্রুয়ারী ২০১৬
(ভালোবাসা দিবসে)
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকুর জন্য অনেক ধন্যবাদ। বসন্তের শুভেচ্ছা...
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
বিজন রয় বলেছেন: চমৎকার।
++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বিজন রয়। প্রশংসায় প্রীত হ'লাম।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
তার আর পর নেই… বলেছেন: শুধু যারা ভালোবেসেছ তাদের জন্যই প্রীতি?
+
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রথম প্লাস দিলেন, খুব খুশী হ'লাম।
যারা ভালোবেসেছে আর যারা বাসবে, সবার জন্য একই কথা। [
মন্তব্যে প্রীত হয়েছি, তার আর পর নেই…!
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
আরণ্যক রাখাল বলেছেন: বাহ! সুন্দর তো!
ভালবাসা থাক চিরনবীন
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪
খায়রুল আহসান বলেছেন: জ্বী, সেটাই চাই,
ভালবাসা থাক চিরনবীন।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০
কল্লোল পথিক বলেছেন: যাহারা আমারে বাসিয়াছে ভালো,
শর্তহীন,
যেমনই আছি, তেমনই চাহিছে,
অকৃ্ত্রিম,
চমৎকার অনুকাব্য।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৬
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর বাসন্তী শুভেচ্ছা, কল্লোল পথিক।
প্রশংসাসূচক মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: "ভালোবাসা থাক চিরনবীন।" শুভেচ্ছা ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রূপক বিধৌত সাধু। শুভেচ্ছা রইলো।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১
দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমাতে আমাতে ভালোবাসা থাক চিরনবীন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। শুভেচ্ছা জানবেন।
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
শামছুল ইসলাম বলেছেন: শর্তহীন ভালবাসায় ভরে উঠুক জগত-সংসারঃ
//যাহারা আমারে বাসিয়াছে ভালো,
শর্তহীন,//
ভাল থাকুন। সবসময়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, শামছুল ইসলাম।
অফুরন্ত ধন্যবাদ ও শুভেচ্ছা!
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬
এম.এ.জি তালুকদার বলেছেন: নিষ্পাপ শিশুর ফোকলা মুখের হাসির মতো বিশ্বময় ছড়িয়ে পড়ুক আপনার ভালোবাসা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯
খায়রুল আহসান বলেছেন: এমন আন্তরিক মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা। ভালো থাকুন, এম.এ.জি তালুকদার ।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতায় ভাল লাগা রইল । জীবনের জার্নাল এর জন্য রকমারিতে ফোন করেছি ।আপনার নিজের ব্লগে বই এর কথা নেই কেন?
আরজু পনির ব্লগ থেকে খবরটি পেলাম । ভাল থাকুন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতায় 'লাইক' দিয়েছেন, এজন্য খুব খুশী হয়েছি। "জীবনের জার্নাল" সংগ্রহের উদ্যোগ নিয়েছেন, এটা জেনেও যারপরনাই প্রীত হয়েছি।
আরজু পনির কাছে কৃতজ্ঞ, তিনি নিজে আমাকে অন্যান্য লেখায় অফটপিক মন্তব্য করে আমার বই দুটি সম্পর্কে তথ্য জেনে তার ব্লগে তার উল্লেখ করেছেন। তিনি এটা না করলে হয়তো আমার বই দুটির কথা আর জানানোই হতোনা। নিজের বই এর কথা কি আর নিজেই এতটা বলা যায়? তবুও তো এটা ওটা করে এখানে ওখানে বলেই যাচ্ছি, লজ্জা শরমের মাথাটা খেয়ে।
আন্তরিক ধন্যবাদ আর কৃ্তজ্ঞতা, দৃষ্টিসীমানা।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
অগ্নি কল্লোল বলেছেন: তোমাতে আমাতে ভালবাসা থাক চির নবীন।