নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
জীবনের পথ বেয়ে চলেছি, ক্লান্তিহীন,
কখনো আনমনে, কখনো সচেতনে।
সঞ্চয় যা কিছু হয়, সবই চলে যায়,
কিছু স্মৃতি রয়ে যায়, কিছু দেনা দায়।
বিধাতার অভয়ারণ্যে হেঁটেছি শঙ্কাহীন,
শ্বাপদের ভয়ে চিত্ত কভু হয়নি মলিন।
ভালমন্দ না বুঝেই একা দিয়েছি হাঁটা,
তাঁর দয়ায় দূ্র হয়েছে পথের যত কাঁটা।
পথের সাথী যারা হয়েছিলে তোমরা সবাই,
তোমাদের ঋণ যেন কভু ভুলে না যাই।
তোমাদের জীবনে তুচ্ছ আমার অবদান,
আমার জীবনে তোমাদেরটা পাহাড় সমান।
ঢাকা
২৭ জুন ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, প্রামানিক, কবিতাটা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। শুভেচ্ছা জানবেন।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২১
ডাঃ মারজান বলেছেন: পথের সাথী যারা হয়েছিলে তোমরা সবাই,
তোমাদের ঋণ যেন কভু ভুলে না যাই।
তোমাদের জীবনে তুচ্ছ আমার অবদান,
আমার জীবনে তোমাদেরটা পাহাড় সমান।
অসাধারণ, মনকে নাড়া দিয়ে গেলো।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ডাঃ মারজান। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২২
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০২
খায়রুল আহসান বলেছেন: নেক ধন্যবাদ, উল্টা দূরবীন। প্রীত হ'লাম।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আত্মতুচ্ছতায় মহান কিছু।
ভালো লেগেছে।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
খায়রুল আহসান বলেছেন: বলে গেলেন অল্প কথায় অনেক কিছু।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কাজী নায়ীম বলেছেন: এক কথায় অসাধরন। ধন্যবাদ এরকম জিবনমুখী কবিতা লেখার জন্য।
০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
খায়রুল আহসান বলেছেন: এমন উচ্চমানের প্রশংসা পেয়ে যারপরনাই প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ আর শুভেচ্ছা, কাজী নায়ীম।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬
দৃষ্টিসীমানা বলেছেন: উদার মনের প্রকাশ , কবিতায় ভাল লাগা রইল ।
আমি বই মেলায় যেতে পারিনি কিন্তু কাল আমার ছেলে ও বৌ মা বই মেলায় যাওয়ার সময় আমার বইয়ের লিস্টটা হাতে ধরিয়ে
দিলাম তারা বই নিয়ে আপনার অটোগ্রাফ নিতে চেয়েছিল কিন্তু আপনি ছিলেন না । ভাল থাকুন সব সময় ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, দৃষ্টিসীমানা।
আমি দুঃখিত যে হয়তো অল্পের জন্যে ওরা আমাকে মিস করেছে। ওরা আমার কোন বইটা কিনেছে, "গোধূলীর স্বপ্নছায়া" নাকি "জীবনের জার্নাল"? আমি গতকাল মেলায় বিকেল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত ছিলাম। প্রধানতঃ "জীবনের জার্নাল" এর প্রকাশক 'বইপত্র প্রকাশন' এর স্টলেই ছিলাম। তবে মাঝে মাঝে "গোধূলীর স্বপ্নছায়া" এর প্রকাশক 'জাগৃতি'র স্টলেও গিয়েছিলাম। আর তাছাড়া মাগরিবের নামাজের সময় মাসজিদেও কিছুক্ষণ ছিলাম।
বইটি সংগ্রহের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০১
দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ আপনার দুটো বই এবং তিন জনের তিনটি এনেছে , যেগুল আমি লিখে দিয়েছিলাম আমার জন্য । অনেক শুভেচ্ছা ।
০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০
খায়রুল আহসান বলেছেন: আমার দুটো বইই কিনে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন, দৃষ্টিসীমানা।
অনেক, অনেক ধন্যবাদ আর শুভকামনা।
৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:১১
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কবিতা । বেশ লেগেছে ।
০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:২৯
খায়রুল আহসান বলেছেন: খুবই খুশী হ'লাম তা জেনে। ধন্যবাদ, কথাকথিকেথিকথন।
শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৬
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ