নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
চোখে জল নেই, শুধুই জলীয় বাষ্প।
দৃষ্টি প্রসারিত হোক, সংকুচিত হোক,
শুধুই ঝাপসা, দেখেও দেখা যায় না।
বুকে বল নেই, আছে বিঘ্নিত স্পন্দন,
অকারণে করে যায় অপ্রিয় অনুরণন।
শুধুই দোদুল্যমানতা, কিছু করার নেই।
কত কথা জানি, তবু মুখে ভাষা নেই।
মূকের আদল নিয়ে ভাষা ঢেকে রাখি।
চেনামুখের কলরবে চুপ করে থাকি।
ঢাকা
২৯ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটিরকম লাগল।
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: হৃদয়বৃতির অনুরণন কবিতায়।
++++
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুন্দর এই মন্তব্যের জন্য।
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
মাসুদ মাহামুদ বলেছেন: শুভকামনা রইল
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, মাসুদ মাহামুদ। ভালো থাকুন সব সময়, সকল নিষ্ঠুরতা পেরিয়ে।
৫| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুমন কর। প্রীত হ'লাম।
৬| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪১
আরজু পনি বলেছেন:
লেখায় বিষণ্ণতা মিশে আছে মনে হচ্ছে...
আরেকটা কবিতাও পড়েছিলাম নীরবে, মন্তব্য করা হয়নি...ওটাতেও বিষণ্ণতার ছোঁয়া ছিল...
ভালো থাকবেন অনেক ।
শুভেচ্ছা রইল।
-------
২৮ তারিখে মেলায় আবার গিয়েছিলাম মেলা শুরু হওয়ার পরপরই, লুকিয়ে আপনাকে দেখে আসতে মন চাইছিল...যাওয়া এবং ফেরার সময় খুঁজেছি... ছিলেননা।
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
খায়রুল আহসান বলেছেন: হাসিখুশী মুডে কবিতা লিখতে বসলেও বিষন্নতা মাঝে মাঝে পেয়ে বসে। আর তখনই যেন আমার একটা ভালো কবিতার জন্ম হয়, যেটা পাঠক দ্বারা সমাদৃত হয়। এর কারণ হয়তো বা P.B. Shelley এর To A Skylark কবিতার সেই অমোঘ বাণী,
Our sweetest songs are those that tell of saddest thought.
ওটাতেও বিষণ্ণতার ছোঁয়া ছিল -- কোনটাতে?
আপনার ইচ্ছেটার কথাটা জেনে খুব ভালো লাগলো, যদিও আপনি ভার্চুয়াল বন্ধুত্বকে অদেখাই রাখতে চেয়েছিলেন এবং চান। মেলায় প্রতিদিন যাইনি, তবে একেবারে খুব কমও যাইনি। এই ব্লগের অনেকের সাথে মেলায় চাক্ষুষ পরিচয় হবে ভেবেছিলাম, কিন্তু সবার টাইমিং তো একই রকমের নয়। আমি বেশীরভাগ দিনে সন্ধ্যে ৭টা থেকে ৮টা পর্যন্ত ছিলেম।
মন্তব্যে মুগ্ধ হ'লাম। অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা।
৭| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৪
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা অনেক ভাল লাগল ।আমার সব সময় মনে হয় জীবন ষড়ঋতুর মত আর তাই জীবনের এক একটি সময় এক এক রকম ভাবে যায় । অনেক শুভ কামনা রইল ।
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
খায়রুল আহসান বলেছেন: ষড়ঋতুর সাথে মানুষের জীবনকে মিলিয়ে দেখার এই ভাবনাটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা।
আমি আপনার 'আদিকালের কন্যা'-এই কবিতাটার উপর একটা মন্তব্য করে পোস্ট করতেই দেখি ল্যাপটপের পর্দায় একটা বাণী ভেসে এলো, এই কবিতার উওরে আপনি আর কোন মন্তব্য গ্রহণ করতে ইচ্ছুক নন। তবে কবিতাটা আমার ভালো লেগেছে এর শেষ স্তবকটার জন্য, যা সত্যিই এক ব্যতিক্রমী ভাবনা।
৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, প্রামানিক। শুভেচ্ছা জানবেন।
৯| ০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শুধুই চেনামুখ দেখি, বলার কিছু নেই।
অসাধারণ লেখনী!
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মোঃ সাইফুল্লাহ শামীম। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১০| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫
লাল পিপড়ে বলেছেন: কত কথা জানি, তবু মুখে ভাষা নেই।
মূকের আদল নিয়ে আনমনে পথ চলি।
শুধুই চেনামুখ দেখি, বলার কিছু নেই।
এই স্তবক গুলি ভালো লেগেছে
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯
খায়রুল আহসান বলেছেন: কবিতার ভালো লাগা অংশটুকু উদ্ধৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ, লাল পিপড়ে।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪
নেক্সাস বলেছেন: বেশ সুন্দর , পরিপক্ক কবিতা
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৮
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য। ধন্যবাদ, নেক্সাস।
১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮
সোজোন বাদিয়া বলেছেন: অক্ষমতার বিষন্নতা! বড় স্বাপ্নিকের পরিচয়। ভাল থাকুন।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে মুগ্ধ হ'লাম, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, সোজোন বাদিয়া,
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫
অগ্নি কল্লোল বলেছেন: বাহ্ বলাৎকার হয়েছে, দুঃখিত চমৎকার হয়েছে।।