নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কিছু কিছু ছবি আছে, চোখ ঝলসে দেয়।
বিচ্ছুরণ করে চলে আলেয়ার আলো,
একবার চোখ পড়ে তো সরানো যায় না।
জোর করে সরালেও প্রতিচ্ছবি ভেসে ওঠে।
কিছু কিছু মুখ আছে, স্নিগ্ধ ভালোবাসার।
হাজার অচেনা হলেও ভালোবাসা জানায়।
দেখে যেন মনে হয় আজন্ম চেনামুখ,
চোখ দুটো ইশারায় হাতছানি দেয়।
নক্ষত্রের মত ঝিকিমিকি করা ওদুটো চোখে
চোখ পড়লে কিছুতেই স্থির থাকা যায় না।
কাগজের নৌকো যেমন খাবি খায় বরষায়
তেমনি হৃদয় বেসামাল হয় প্রেমের আশায়।
অচেনা এসব মুখে লেখা থাকে চেনা ভাষা
যে ভাষা পড়ে জানা যায় অজানা কাহিনী।
যে কাহিনী বলার জন্য কন্ঠ থাকে উদগ্রীব,
কিন্তু কবি শুধু পড়ে নেয় চোখের ভাষাটুকু।
ঢাকা
০৩ মার্চ ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবি বিজন রয়।
২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১
বিজন রয় বলেছেন: আপনার উপলোব্ধি, আত্মবোধ আর গভীর চিন্তা আমাকে আপনার প্রতি শ্রদ্ধা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে।
আপনি ভাল থাকুন আর এরকম লেখা উপহার দিন।
শুভকামনা।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৯
খায়রুল আহসান বলেছেন: আপনার এমন উদার মন্তব্য শুধু ভালো লেখার প্রেরণাই দেয় না, পাঠকের প্রত্যাশা পূরণের জন্য কবিকে দায়িত্ববান হতেও উদ্বুদ্ধ করে। অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২২
কথাকথিকেথিকথন বলেছেন: জড়িয়ে রাখা ভালবাসাগুলোর অব্যাক্ত ইতিহাস । কবিরা বোঝে, যেমন আপনি বুঝেছেন ।
অনেক ভাল লাগলো কবিতায় ।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন। কবিতার প্রতি আপনার অনুরাগ লক্ষ্য করে আমি মুগ্ধ। আপনি এই ব্লগের কবিদের কবিতা পড়ে যেভাবে প্রেরণা দিয়ে থাকেন, তা বিশেষভাবে লক্ষ্যনীয়। কবিতার পাঠক কবিরাই বেশী হয়ে থাকেন। আপনি তাদের অন্যতম।
৪| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৯
আমিই মিসির আলী বলেছেন:
নক্ষত্রের মত ঝিকিমিকি করা ওদুটো চোখে
চোখ পড়লে কিছুতেই স্থির থাকা যায় না।
কাগজের নৌকো যেমন খাবি খায় বরষায়
তেমনি হৃদয় বেসামাল হয় প্রেমের আশায়।
+++++
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৯
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর +++++ এর জন্যে অনেক ধন্যবাদ, আমিই মিসির আলী। মন্তব্যে আর প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
৫| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর । মন্তব্যে প্রীত হয়েছি।
৬| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৭
শামছুল ইসলাম বলেছেন: সেই সব মুখের জয় হোকঃ
//কিছু কিছু মুখ আছে, ভালোবাসার আধার।
হাজার অচেনা হলেও ভালোবাসা দিয়ে যায়।
দেখে যেন মনে হয় সেটা আজন্ম চেনামুখ,
চোখ দুটো বারেবারে হাতছানি দিয়ে ডাকে।//
ভাল থাকুন। সবসময়।
০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম।
শুভেচ্ছা জানবেন।
৭| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
উল্টা দূরবীন বলেছেন: খুব ভালো লেগেছে।
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম, উল্টা দূরবীন। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++
০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কল্লোল পথিক। প্রশংসা আর প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
৯| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:১৫
রোদেলা বলেছেন: যে কাহিনী বলার জন্য কন্ঠ থাকে উদগ্রীব,
কিন্তু কবি শুধু পড়ে নেয় চোখের ভাষাটুকু।
--------------------------------------
কবির চোখের ভাষা বোঝার আর একটা চোখ থাকে।
দারূ.।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১
খায়রুল আহসান বলেছেন: একেবারে 'বুলস আই' হিট করেছেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ"লাম, রোদেলা।
১০| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা কবিতা শুধু প্রেম ভালোবাসায় আটকে থাকে না। কবির একটু খেয়াল কবিতাকে অন্য উচ্চতা দেয়। প্রিয়র চোখের মাঝে যে আলো তা জোনাক নাকি লাল দগদগে সূর্যস্পর্শ তা পাঠককে ভেবে নিতে হয়।
আমি অন্য কিছু ভেবে নিলাম।
ভিন্ন। আমার ভালো লাগল। +
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫
খায়রুল আহসান বলেছেন: গোছানো, পরিপাটি বক্তব্য। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, দিশেহারা রাজপুত্র।
১১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪১
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। ভালো থাকুন।
১২| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪
সোজোন বাদিয়া বলেছেন: আর তখনই কবিতা জন্ম নেয়। ভাল লাগল।
১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিকই বলেছেন, সোজোন বাদিয়া। মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:১০
বিজন রয় বলেছেন: অসাধারণ!!
++++