নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্বপ্নভঙ্গ

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৪

মেঘবালিকা হারিয়ে গেছে
এক ভিন্ন মেঘের দেশে,
আকাশটা তাই মেঘশূন্য,
নীরব হয়ে আছে।

মেঘের ঘরেই গড়তে বসত
চেয়েছিলেন এক কবি,
স্বপ্ন ভেঙে জেগে দেখেন,
মিথ্যে হলো সবই।

বাতায়নটা খোলাই রাখেন
তারপরেতেও কবি,
আলোর ছলে খুঁজে ফেরেন
মেঘবালিকার ছবি।

ঢাকা
২৭ ফেব্রুয়ারী ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬

সুজন চন্দ্র পাল বলেছেন: ভালো লাগলো ভাই

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুজন চন্দ্র পাল। ভালো লেগেছে জেনে খুশী হলাম।

২| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: তাতেই আমি খুশী। ধন্যবাদ ও শুভেচ্ছা, সুমন কর।

৩| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮

ধূলো জমা চিঠি বলেছেন: মেঘের ঘরেই গড়তে বসত
চেয়েছিলেন এক কবি,
স্বপ্ন ভেঙে জেগে দেখেন,
মিথ্যে হলো সবই।

বাতায়নটা খোলাই রাখেন
তারপরেতেও কবি,
আলোর ছলে খুঁজে ফেরেন
মেঘবালিকার ছবি।


সুন্দর কবিতা, ভালো লাগা রইলো ...

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ধূলো জমা চিঠি। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগা জানবেন।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অগ্নি কল্লোল। প্রীত হ'লাম।

৫| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, প্রামানিক! ভালো থাকুন।

৬| ০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: হারিয়ে যাওয়ার গল্প।

অনেক ভাল লাগল মিষ্টি কবিতা।
++++

০৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১১

খায়রুল আহসান বলেছেন: কবি বিজন রয়, আপনার কাছ থেকেই এ কবিতাটা প্রথম প্লাস পেল। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।

৭| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে।

০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কথাকথিকেথিকথন। প্রশংসা আর প্লাস পেয়ে খুব ভালো লাগলো।

৮| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২

এম.এ.জি তালুকদার বলেছেন: সঠিক কবিতা আপনার। গোলাপীরা এখন ট্রেনে নয়,বিমানের পাইলট! তাদের খুজতে হলে, এখন মেঘের দেশে যাওয়া ছাড়া উপায় নাই।

০৯ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: গোলাপীরা এখন ট্রেনে নয়,বিমানের পাইলট! -- ভালো বলেছেন। :)
মন্তব্যের জন্যে ধন্যবাদ, এম.এ.জি তালুকদার।

৯| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

জুন বলেছেন: স্বপ্ন ভেঙে জেগে দেখেন,
মিথ্যে হলো সবই।

স্বপ্ন না দেখাই ভালো খায়রুল আহসান। অনেক ভালোলাগলো আপনার সহজ সরল কবিতায় মেঘের দেশের কারো জন্য আকুলতা।
+

০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: খুব খুশী হ'লাম জুন, আমার কবিতায় আপনার মন্তব্য পেয়ে। আপনি সেই প্রায় শুরু থেকেই আমার লেখায় ছিলেন, এখনো আছেন, এ জন্য অনেক ধন্যবাদ।
আপনি কবিতা লেখেন না?

১০| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: আপনার মত অত ভালো লিখতে পারি না তারপর ও চেষ্টা করি একটু আধটু যা কবিতা না বলাই ভালো।
এটা আমার স্বামীর ভাবনা থেকে লেখা। নদী ভাংগা একজন।
শেকড়ের সন্ধানে
স্পর্শ

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতা দুটো অসাধারণ, এবং মোটেই কোন নতুন কবির কাজ নয়, তা পড়লেই বুঝা যায়। আর মন্তব্য এবং পঠিত সংখ্যার দিকে তাকালে তো বোঝা যায়ই।
অভিনন্দন, এমন সুন্দর দুটো কবিতা প্রকাশের জন্য। আগামী বইমেলায় বই ছাপানোর কথা এখন থেকেই শুরু করে দিন, যদি ইতোমধ্যে না করে থাকেন।

১১| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

জুন বলেছেন: তোমায় দেখতে চাইগাংচিলের ডানায় ভেসে আসা বাসন্তী সুবাস
আমার মতন অকবির কবিতা থেকে চারটি কবিতা দিলাম। পড়ে মতামত জানাবেন :)

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮

খায়রুল আহসান বলেছেন: আপনার এ দুটো কবিতাও পড়লাম। পড়ে মন্তব্যও করে আসলাম। পুরনো কবিতা, তাই নোটিফিকেশন হয়তো পাবেন না। সময় করে চারটা কবিতাতেই দেয়া মন্তব্যগুলো দেখে আসবেন আশা করি।

১২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ উল্টা দূরবীন, প্রীত হ'লাম।

১৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৫

রাতুল_শাহ বলেছেন: সুন্দর কবিতা

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, রাতুল_শাহ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

১৪| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল এবং কবির জন্য শুভ কামনা ।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, দৃষ্টিসীমানা। কবিতা পড়েছেন বলে খুশী হয়েছি, মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৫| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ১:৩০

সোজোন বাদিয়া বলেছেন: মিষ্টি ছন্দে বড় দুঃখ ফুটিয়ে তুলেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩০

খায়রুল আহসান বলেছেন: তাই? অনেক ধন্যবাদ আপনাকে, সোজোন বাদিয়া। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.