নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হৃদয়

১৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১৬

মাতৃজঠর থেকে তোমার স্পন্দন শুরু,
তুমি জীবনের সূচক,
ষাটোর্ধ্ব বছর ধরে বেজে চলেছো,
লাব-ঢক, লাব-ঢক!

খেয়াল রাখিনি তোমার প্রতি,
ব্যস্ততায় দিবানিশি হয়েছে গত,
হিসেব রাখিনি দিনরাত মিলে
ধমনীর গায়ে বর্জ্য জমেছে কত!

চারিদিকে জীবনের এত চাপ,যায়,
হয়ে থাকি অস্থির, উন্মুখ,
তবু তুমি স্পন্দিত থাকো সদা,
জীবন প্রবাহ হয়নি কখনো বিমুখ।

যখন কেউ দুখ যাতনা দিয়ে যায়,
নিজ কানে তোমার ঘাত স্পন্দন শুনি,
প্রতিবাদে তুমি চঞ্চল হয়ে ওঠো,
শুনে যাই তোমার দ্রুত স্পন্দন ধ্বনি।

ঢাকা
১৮ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, সুমন কর। প্লাসে প্রীত হ'লাম।

২| ১৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

মুসাফির নামা বলেছেন: অসাধারণ।+

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৫০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং প্লাসের জন্য অনেক ধন্যবাদ, মুসাফির নামা।
সামুর সাম্প্রতিক পাসওয়ার্ড বিষয়ক জটিলতা এবং পরে প্রায় সপ্তাহখানেক ধরে আমার নিজস্ব ল্যাপটপে অন্তর্জাল সংযোগের জটিলতার কারণে আপনার মন্তব্যের উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে দুঃখিত।
শুভেচ্ছা জানবেন।

৩| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:০০

শামছুল ইসলাম বলেছেন: হৃদয়কে নিয়ে কবির ভাবনা ভাললেগেছে।

ভাল থাকুন্। সবসময়।

০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৮

খায়রুল আহসান বলেছেন: "হৃদয়" পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি। শুভেচ্ছা জানবেন।
প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম, ধন্যবাদ।

৪| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:০৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তো
চমৎকার লিখছেন হৃদয় নামা :)

০৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতাটা পড়ে এখানে মন্তব্য করে যাবার জন্য অনেক ধন্যবাদ, মনিরা সুলতানা।
এখানে আপনার প্রথম পোস্ট আমার ফেসবুক নামা পড়ে এলাম, কিছু কথাও সেখানে রেখে এসেছি। আশাকরি সময় করে দেখে নেবেন।
কবিতার প্রশংসায় প্রীত হয়েছি। :)

৫| ২২ শে মে, ২০১৬ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: যখন কেউ দুখ যাতনা দিয়ে যায়,
নিজ কানে তোমার ঘাত স্পন্দন শুনি,
প্রতিবাদে তুমি চঞ্চল হয়ে ওঠো,
পরিহাস করে যত শান্তির ললিত বাণী।


খুব ভালো লাগলো । ++

০১ লা জুন, ২০১৬ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতিটুকু আপনার খুব ভালো লেগেছে জেনে খুশী হলাম। প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার লেখা "যা চাই তা ভুল করে চাই (১ম পবর্)" পড়ে সেখানে মন্তব্য করে এলাম।

৬| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:১৩

সোজোন বাদিয়া বলেছেন: তাইতো, এভাবে ভেবে দেখিনি। ++

০৫ ই জুন, ২০১৬ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: যাক, তবু কবিতা পড়ে ভেবে দেখার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি।
এখানে প্লাস দিয়েছেন, তবে তালিকায় নাম ওঠেনি। প্লাসের জন্যও ধন্যবাদ।

৭| ২৫ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: চারিদিকে জীবনের এত চাপ,
হয়ে থাকি অস্থির, উন্মুখ,
তবু তুমি স্পন্দিত হও নিরন্তর,
জীবন প্রবাহ হয়না কখনো বিমুখ।





সুন্দর কবিতা, মুগ্ধ কবি।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, এম এস আরেফীন ভুঁইয়া, কবিতা পাঠ শেষে মন্তব্য রেখে যাবার জন্য। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা জানবেন।

৮| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: চারিদিকে জীবনের এত চাপ,
হয়ে থাকি অস্থির, উন্মুখ,
তবু তুমি স্পন্দিত হও নিরন্তর,
জীবন প্রবাহ হয়না কখনো বিমুখ

কামনা করি জীবন প্রবাহ যেন হয়না বিশুখ

অনেক ভাললাগার কবিতা খানি করে গেলাম পাঠ ।
শুভকামনা থাকল ভাল থাকার ।

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনি আমার কবিতা পড়ে সব সময় উদারভাবে মন্তব্য রেখে যান, এজন্য জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা আর কৃতজ্ঞতা।
কবিতা থেকে উদ্ধৃতির জন্যও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, ডঃ এম এ আলী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.