নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা

২৫ শে মে, ২০১৬ রাত ৮:১৫

নেই কোন ত্রাস, নেই রাহুর গ্রাস,
তবু কেন এত হাঁসফাঁস?
নেই কোন ব্যর্থতা, কোন গ্লানি,
তবু কেন এত পেরেশানি?
দেয়নি কেউ কোন প্রশ্রয় ভালোবাসার,
তাই কি এ মন এতটা নাচার?

একটু উষ্ণ আলিঙ্গন,
একটু মায়ার বাঁধন,
একটু নিভৃত কথন,
হৃদয়ের একটু কাঁপন-
এরই তরে কেন এতটা উন্মুখ এ মন?
কোথায়, কারে খোঁজে দিনরাত অনুক্ষণ?

ঢাকা
১০ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:৫০

সোজোন বাদিয়া বলেছেন: প্রেমিক মন, মানুষ যে জন্মপ্রেমিক :)। সুন্দর কবিতা ভাল থাকুন।

০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

খায়রুল আহসান বলেছেন: মানুষ যে জন্মপ্রেমিক - সুন্দর বলেছেন কথাটা।
কবিতার প্রশংসায় প্রীত হয়েছি। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

১১ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম, ধন্যবাদ সুমন কর।

৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:২২

কল্লোল পথিক বলেছেন:






চৎমকার হয়েছে।

০৩ রা জুন, ২০১৬ সকাল ১০:৩১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবি কল্লোল পথিক। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। আপনার একটা পুরনো লেখা "আমি নিজেই নিজেকে শেষ করেছি" পড়ে কিছু মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি দেখে নেবেন কোন এক অবসরে।

৪| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:২২

জেন রসি বলেছেন: উত্তর একটাই চাওয়ার কোন শেষ নাই!

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৬

খায়রুল আহসান বলেছেন: হতে পারে, তবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার একটা পুরনো পোস্ট "নতজানু" পড়ে এলাম।

৫| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:০৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

শূন্যতা নিয়ে আমার বেশ কয়েকটি কবিতা আছে।
পোস্ট দিব কিনা ভাবছি।

যাহোক আপনার এই কবিতায় ভাললাগা দিলাম।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:১২

খায়রুল আহসান বলেছেন: ভালো আছি কবি। জানতে চেয়েছেন বলে প্রীত হ'লাম, অনেক ধন্যবাদ।
শূন্যতা নিয়ে লেখা আপনার কবিতাগুলো পোস্ট দিয়ে ফেলুন। আমি নিশ্চিত, সেগুলো পাঠকপ্রিয়তা পাবে।
প্লাস প্রেরণা দিয়ে গেলো অফুরন্ত। শুভেচ্ছা জানবেন।

৬| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫১

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো,ধন্যবাদ

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম। মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ, শাহরিয়ার কবীর।

৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১:২১

মুসাফির নামা বলেছেন: ভালো লেগেছে,তবে আপনার সবগুলো কবিতা একদম ছোট ছোট।

১২ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৩

খায়রুল আহসান বলেছেন: অল্প কথাতেই যদি যা বলার তা বলা হয়ে যায়, তবে আর লেখাটাকে অনাবশ্যকভাবে টেনে দীর্ঘ করবো কেন?
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হয়েছি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:৪৭

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাললেগেছে।

১২ ই জুন, ২০১৬ রাত ৮:১৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

৯| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০১

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: সুন্দর স্বচ্চ কবিতা , ভাল লাগল কবি ,,

১২ ই জুন, ২০১৬ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার প্রথম দিকের একটা কবিতা "কতো পর" পড়ে মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি সময় করে একবার দেখে নেবেন।

১০| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
প্লাসটা অনেক প্রেরণা দিয়ে গেলো।

১১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:১৪

সুলতানা রহমান বলেছেন: কারে খুঁজছে আপনার মন! যে কারণে একটাও উত্তর দিতে পারছেন না।

আমার টা কিন্তু ঠিকঠাক উত্তর দিয়ে দিবেন। :D

ভালো আছেন?

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

খায়রুল আহসান বলেছেন: কারে খুঁজছে আপনার মন! যে কারণে একটাও উত্তর দিতে পারছেন না। - আমি সপ্তাহ খানেকের জন্য ঢাকার বাইরে ছিলাম। সেখানে ইন্টারনেটের অবস্থা শোচনীয় ছিল। কোন কিছুই পোস্ট করতে পারছিলাম না, যদিও মন্তব্যগুলো ঠিকই পড়তে পারছিলাম।
আমার টা কিন্তু ঠিকঠাক উত্তর দিয়ে দিবেন - এই দেখুন না, আপনারটা দিয়েই তো এই কবিতার মন্তব্যগুলোর উত্তর দেয়া শুরু করলাম। :)
আর তা ছাড়া, সব সময় তো কবিতা আসেনা। এটা এসেছিলো, তাই অনেক কষ্ট করে পোস্ট করেছি।
আপনার কবিতা আর পড়তে না পেরে খারাপ লাগে। আশাকরি সময় করে আবার ফিরে আসবেন লেখায়।
শুভকামনা রইলো...

১২| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৪০

ডঃ এম এ আলী বলেছেন: একটু উষ্ণ আলিঙ্গন,
একটু মায়ার বাঁধন,
একটু নিভৃত কথন

এতটুকু চাওয়া পেলেই
হই যে খুশী ।

খুব ভাল লাগল কবিতা খানি ।

১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী। প্লাসটা প্রেরণার প্রতীক হয়ে থাকলো।
শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.