নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

বিকেলের স্বপ্নচোখে মধ্যাহ্নের ঝলমলে আলো

২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৮

পুষ্প, তুমি ফুটেছিলে লাজে
ধরণীর এক নিভৃত কোণে।
আঁখিপল্লব মেলে ধীরে ধীরে
বিকশিত হয়েছিলে এ ভূবনে।

তোমায় দেখে গুনগুনিয়ে
প্রবাসী এক ভ্রমর এলো
সাত সমুদ্দুর পাড়ি দিয়ে,
তোমার সাথে ভাব জমালো।

হঠাৎ এক দমকা হাওয়ায়
ভ্রমরটা কোথা উড়ে গেলো,
পাঁপড়িগুলো ছিন্ন হয়ে
ধরণীতলে পড়ে র’লো।

আমি যখন দেখি তোমায়,
তখন তুমি সূর্যমুখী,
তখন আমার গড়ায় বিকেল,
তাই ভীষণভাবে অন্তর্মুখী।

ঢাকা
২৬ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অস্তাচলে সূর্যমূখির দেখা পেয়েও অন্তর্মূখিতায় কবির কাব্য ;)

দারুন শিরোনাম হয়েছে। ভাবার্থকে পুরোই ধারন করেছে গভির ব্যঞ্জনায় :)

ভাল লাগা ++++++++++++++

১৩ ই জুন, ২০১৬ সকাল ৯:২২

খায়রুল আহসান বলেছেন: এ কবিতার প্রথম মন্তব্যকারী পাঠক হিসেবে বিশেষ শুভেচ্ছা গ্রহণ করুন। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
মন্তব্যের প্লাসগুলোও প্রেরণা দিয়ে গেল, তবে তালিকায় নেই।

২| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: হঠাৎ এক দমকা হাওয়ায়
ভ্রমরটা কোথা উড়ে গেলো,
পাঁপড়িগুলো ছিন্ন হয়ে
ধরণীতলে পড়ে র’লো।

ভাল লিখেছেন। ধন্যবাদ
+++++++++++++

১৩ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:৪৮

শামছুল ইসলাম বলেছেন: খুব ভাললেগেছে।

//আমি যখন দেখি তোমায়,
তখন তুমি সূর্যমুখী,
তখন আমার গড়ায় বিকেল,
তাই ভীষণভাবে অন্তর্মুখী। //


ভাল থাকুন। সবসময়।

১৩ ই জুন, ২০১৬ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। উদ্ধৃতির জন্য ধন্যবাদ, শামছুল ইসলাম।

৪| ২৬ শে মে, ২০১৬ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১৪ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর। প্লাসে প্রেরণা পেলাম।

৫| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:০৫

মুসাফির নামা বলেছেন: আমি যখন দেখি তোমায়,
তখন তুমি সূর্যমুখী,
তখন আমার গড়ায় বিকেল,
তাই ভীষণভাবে অন্তর্মুখী।


কবিতায় ভালো লাগা রইল।

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। উদ্ধৃতির জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা, মুসাফির নামা।

৬| ২৭ শে মে, ২০১৬ রাত ৯:০৯

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: আমি যখন দেখি তোমায়,
তখন তুমি সূর্যমুখী,
তখন আমার গড়ায় বিকেল,
তাই ভীষণভাবে অন্তর্মুখী।




খুব সুন্দর সমাপ্তি । নির্ভেজাল কবিতা , ভাল লাগল কবি।

১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্যে অনেক ধন্যবাদ, এম এস আরেফীন ভুঁইয়া।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি, কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
নির্ভেজাল কবিতা - বিশেষণটা ভাল লাগলো।

৭| ২৯ শে মে, ২০১৬ রাত ১:৩০

মহা সমন্বয় বলেছেন: একরাশ ভাল লাগা রেখে গেলাম। :)

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, মহা সমন্ব্‌য়, এখানে ভাল লাগা রেখে যাওয়ার জন্য। প্রীত হ'লাম।

৮| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগল

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কাজী ফাতেমা, ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য। শুভেচ্ছা জানবেন।

৯| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: হঠাৎ এক দমকা হাওয়ায়
ভ্রমরটা কোথা উড়ে গেলো,
পাঁপড়িগুলো ছিন্ন হয়ে
ধরণীতলে পড়ে র’লো

ভ্রমরের ছন্দময় উড়া
ফুলের পাপড়ি ধরণীতলে পড়া
সকলি এক সাথে মিলে
মায়াময় কবিতার আবহ
খুবই সুখপাঠ্য ।

অনেক ধন্যবাদ চমৎকার
কবিতা উপহার দেয়ার জন্য ।

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫১

খায়রুল আহসান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী, চমৎকার মন্তব্যের জন্য। শুভেচ্ছা নিরন্তর...

১০| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.