নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

সখী ভালবাসা কারে কয়

৩১ শে মে, ২০১৬ সকাল ৮:৩২

‘সখী ভালবাসা কারে কয়’?
প্রশ্নটি বহু শ্রুত হলেও,
জবাবটি অজানাই রয়।

কখনো শিশুদের হাসি,
কখনো জোটবাঁধা পাখি
ভালবাসি বলে মনে হয়।

অঞ্জলি ভরে তোলা
ঝরা বকুল ফুলের মালা
ভালবাসায় সতেজ হয়।

দুঃখিনী নারীর হাসি
যেন ফুলদানীর পুষ্প বাসি
তবু মনে সৌরভ ছড়ায়।

এ সবেরই কিছু কিছু
যখন নেয় মনের পিছু
তখন তারে ভালবাসা কয়।



রংপুর
৩০ মে ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ সকাল ৮:৪৭

শামছুল ইসলাম বলেছেন: কবিতা ভাললেগেছে।

ভাল সংজ্ঞা দিয়েছেনঃ

//এ সবেরই কিছু কিছু
যখন নেয় মনের পিছু
তখন তারে ভালবাসা কয়।//

+++

ভাল থাকুন। সবসময়।

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পোস্ট করার ১৫ মিনিটের মধ্যে আপনার এই মন্তব্য এসেছে, এজন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি, শামছুল ইসলাম। আপনার বিশ্লেষণমূলক মন্তব্য এ আসরের কবি সাহিত্যিকদের অফুরন্ত প্রেরণার উৎস। কোন প্রশংসাই আপনার এ নিরলস অবদানের জন্য যথেষ্ট নয়। আপনিও ভাল থাকুন, সবসময় - এই কামনা করি।

২| ৩১ শে মে, ২০১৬ সকাল ৯:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়াও খুব সুন্দর

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ কাজী ফাতেমা, প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৩| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:০২

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন কর। মন্তব্যে প্রীত হ'লাম।

৪| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:১৭

জুন বলেছেন: চৈত্রের বাউলা বাতাস তাল পাতায় শর শর শব্দ তুলে যখন বয়ে যায় সেই আওয়াজকেও বড্ড ভালোবাসি। সহজ সরল কবিতায় ভালোলাগা রইলো খায়রুল আহসান।
+

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: জুন, কি সুন্দর করে বলে গেলেন আপনার ভালোবাসার বিমূর্ত চিত্রটির কথা! বড় ভালো লাগলো। আর আমার এই "সহজ সরল কবিতা"টি আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাস পেয়ে অনুপ্রাণিত।
আপনার মায়ানমারের শেষ রাজকীয় রাজধানী মান্দালয়ের পথে পথে (ছবি ব্লগ) ১ম পর্ব লেখাটি পড়ে এলাম। সেখানে দুটো মন্তব্যও রেখে এসেছি। খুব ভালো লেগেছে।

৫| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

সিলা বলেছেন: সুন্দর একটা বরননা দিয়েছেন কবিতা তা তো দারুন!"
অনেক দিন পর লিখলেন, আপনার কবিতা পড়ার জন্য প্রতি দিন একবার করে ঢুমারি।
ভালবাসা কাউকে করে সুখী
কাউকে দুঃখী
কাউকে বা সন্নাসি
কাউকে আবার উদাসী।
হাহা আচ্ছা বলেন তো কোনটা বেসি উপভোগ্য??

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ, সিলা।
ভালোবাসা পেলে বর্ণিত সবগুলো অবস্থাই আমার কাছে উপভোগ্য হবে।
সপ্তাহ খানেকের জন্য ঢাকার বাইরে ছিলাম। সেখানে ইন্টারনেটের অবস্থা শোচনীয় ছিল। কোন কিছুই পোস্ট করতে পারছিলাম না।
আর তা ছাড়াও, সব সময় তো কবিতা আসেনা। এটা এসেছিলো, তাই অনেক কষ্ট করে পোস্ট করেছি।

৬| ৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৪৫

কাবিল বলেছেন: ভালবাসার সঙ্গা দারুন হইছে। ভাল লাগল

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। ভালবাসার সংজ্ঞাটার প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ, কাবিল। আপনি অনেকদিন পরে আমার কোন পোস্টে এলেন। আশাকরি সাথে থাকবেন আগামীতেও। া

৭| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার। বেশ লাগল।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, আব্দুল্লাহ তুহিন!
আপনার প্রথম পোস্ট "একটা মেয়ের প্রশ্ন...." পড়ে সেখানে কিছু কথা রেখে এলাম।

৮| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: ভালবাসার কোনি সংজ্ঞা নেই।

দারুন লেখা।
++++

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৫

খায়রুল আহসান বলেছেন: আমার বেশীরভাগ কবিতায় দেয়া আপনার প্লাসগুলো অনন্ত প্রেরনার প্রতীক হয়ে থাকবে চিরদিন। অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা জানাচ্ছি আপনাকে, বিজন রয়।

৯| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:০৫

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ ভাইয়া!!!!! আমি মুগ্ধ!!!!!!!

১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ শায়মা/ তথা অপ্‌সরা। আপনার লেখা ভালোবাসা কারে কয়? ( জিনিভাইয়া আর গেমুভাইয়ার কাছে কিছু প্রশ্ন ও উন্মুক্ত আলোচনার আহ্বান) পোস্টটা পড়ে কিছু ভাবনা মাথায় আসে। সেগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতেই এ কবিতার জন্ম।
কবিতা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশী হ'লাম, ভালো লাগলো।

১০| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:২১

সুলতানা রহমান বলেছেন: ভালোবাসা কারে কয়!

ভালোবাসা বলে কিচ্ছু নেই, শুধুই একটা ক্ষণকালীন আবেগ। এই পৃথিবীর তাবৎ প্রাণীকূলের কেউ এই অর্থহীন শব্দের সাথে সম্পর্কিত নয়। শুধু মানুষ নামক প্রাণীটাই এই অর্থহীন শব্দ নিয়ে ব্যাকুল।

ভালো আছেন? ( দ্বিতীয়বার একই প্রশ্ন করলাম, যেন উত্তর দিতে ভুল না হয়) :)

০১ লা জুন, ২০১৬ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: আপনার এই সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুলতানা রহমান। তবে আমি আপনার ভালোবাসা বলে কিচ্ছু নেই, শুধুই একটা ক্ষণকালীন আবেগ - এই কথাটার সাথে হয়তো পুরোপুরি একমত হতে পারবো না। কখনো কখনো আমারও যে এরকমটি মনে হয়না তা নয়। তবে দিনশেষে আমার কেবলই মনে হয়, ভালোবাসার অনুভূতিটুকু আছে বলেই পৃথিবীটাকে মাঝে মাঝে এত সুন্দর মনে হয়। ভালোবাসা বলতে অবশ্যই কিছু আছে। কী আছে তা হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারবো না। বড় বড় কবি সাহিত্যিকেরাই তা ঠিকমত গুছিয়ে বলতে পারেন নাই, আমি তো কোন ছার! আমি শুধু ভালোবাসা চাই, ভালোবাসিবারে চাই
দ্বিতীয়বার একই প্রশ্ন করলাম, যেন উত্তর দিতে ভুল না হয় - তাই তো! প্রথম বারে তো এই প্রশ্নের উত্তরটা দিতে একেবারে ভুলেই গেছি! চারিদিকে আমার চেয়ে মানুষের এতটা খারাপ থাকা দেখি যে তারপরে আর নিজের ভালো থাকা না থাকা নিয়ে কোন অভিযোগ করতে মন সায় দেয় না। আলহামদুলিল্লাহ! ভালো আছি। তবে সমাজের নৈতিকতা আর মূল্যবোধের অবক্ষয় দেখে মাঝে মাঝে ভয়ে শিহরিত হই। তখন মনে হয়, প্রানের এ স্বদেশটা হয়তো ভবিষ্যতে আর বাসযোগ্য থাকবে না।

১১| ৩১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

প্রামানিক বলেছেন: খায়রুল ভাই কি এখন রংপুরে আছেন? কবিতা ভালো লাগল।

০১ লা জুন, ২০১৬ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো। কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ, প্রামানিক।
আজই রংপুর থেকে ফিরলাম। এতদিন ইন্টারনেট সংযোগের ঝামেলায় ছিলাম, তাই কোন মন্তব্যের উত্তর দিতে পারি নাই। অনেক মন্তব্য জমে গেছে।

১২| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:০৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক অন্তহীন লুপের প্রশ্ন ;)

+++

২০ শে জুন, ২০১৬ সকাল ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন, এটা এক অন্তহীন লুপের প্রশ্ন
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু। আপনার একেবারে প্রথম পোস্টটা পড়ে সেখানে কিছু কথা রেখে আসলাম। পড়ে নেবেন সময় করে একবার।

১৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।++

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার খুব ভালো লেগেছে জেনে বিশেষ প্রীত হ'লাম। এভাবে অনুপ্রেরণা দিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ, নীলপরি।
আপনার প্রতি প্রেম লেখাটাতে আমি একটা মন্তব্য রেখে এসেছিলাম। বোধকরি আমার মন্তব্যটা আপনি পছন্দ করেন নি, সেজন্য আমার পরের মন্তব্যকারীর মন্তব্যের উত্তর দিয়েছেন, আমারটা এড়িয়ে গিয়ে। অবশ্য সব মন্তব্যের উত্তর দিতেই হবে, এমন তো কোন কথা নেই। আপনার কবিতাটায় একটা ভুল বানান সম্পাদনা করে নিতে অনুরোধ করেছিলাম। সেটা ভুল হয়ে থাকলে দুঃখিত।

১৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:২৮

পুলহ বলেছেন: "কখনো শিশুদের হাসি,
কখনো জোটবাঁধা পাখি
ভালবাসি বলে মনে হয়। "-- মনে স্ফুর্তির একটা ভাব নিয়ে আসার মত কিছু লাইন।
কবিতায় প্লাস!

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই মন্তব্য পেয়ে প্রীত হ'লাম, পুলহ। আর আপনার দেয়া প্লাসটা প্রেরণা হয়ে থাকলো।
অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা ...

১৫| ০১ লা জুন, ২০১৬ রাত ২:৩৩

ফেরদৌসা রুহী বলেছেন: ভালোবাসা কারে কয় কিছুটা জানা হলো।ভালোবাসার আসলে নিজস্ব কোন সংজ্ঞা নেই, আমার মনে হয়।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯

খায়রুল আহসান বলেছেন: ভালোবাসার আসলে নিজস্ব কোন সংজ্ঞা নেই, আমার মনে হয়। - তাই নাকি? কেন এমনটা মনে হয়?
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ফেরদৌসা রুহী।
আপনার পুরনো পোস্ট আমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা - পড়ে কিছু মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি দেখে নেবেন একটু সময় করে।

১৬| ০১ লা জুন, ২০১৬ রাত ২:৫২

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর হয়েছে ভাইয়া :)

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং হাসিটা স্পর্শ করে গেল। অল্প কথায়ও কি সুন্দর মানুষের মন ভালো করে দেয়া যায়!
ভালো থাকুন মায়াবী রূপকথা, সব সময়। লেখালেখি থেকে আপনার স্বেচ্ছা নির্বাসনের অবসান হোক, কামনা করি।

১৭| ০১ লা জুন, ২০১৬ রাত ৩:৩১

রুদ্র জাহেদ বলেছেন: ভালোবাসার সুন্দর সংজ্ঞায়িত কবিতা

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পাঠ ও মন্তব্যের জন্য। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, রুদ্র জাহেদ।

১৮| ০১ লা জুন, ২০১৬ সকাল ৭:১১

দিয়া আলম বলেছেন: দুঃখিনী নারীর হাসি
যেন ফুলদানীর পুষ্প বাসি
তবু মনে সৌরভ ছড়ায়।

এ সবেরই কিছু কিছু
যখন নেয় মনের পিছু
তখন তারে ভালবাসা কয়।


বাহ! বাহ!! বাহ!! ভাইয়া , অনেক অনেক অনেক সুন্দর হয়েছে। আমি মুগ্ধ

দীর্ঘজীবি হউন ভাইয়া

০১ লা জুন, ২০১৬ বিকাল ৫:৩৯

খায়রুল আহসান বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনেক, অনেক প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, দিয়া আলম।
সম্ভবতঃ আমার কোন লেখায় এটাই আপনার প্রথম মন্তব্য। আমার ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আশাকরি আগামীতেও আমার লেখায় আপনাকে মাঝে মাঝে পাবো।
আপনার প্রথম পোস্ট "আমি এখানে এসে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি" পড়ে সেখানে কিছু কথা রেখে এলাম। আশাকরি সময় করে দেখে নেবেন। শুভকামনা...

১৯| ০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৩৪

দ্বীপের সন্তান বলেছেন: বাহ,,, বাহ,,অনেক সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ অাপনাকে।

০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:২৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে উদারভাবে প্রশংসা করে উৎসাহ এবং অনুপ্রেরণা যুগিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ, দ্বীপের সন্তান।
শুভকামনা রইলো।

২০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: চার নাম্বার প্যারায় এসে তাল কেটে গেছে। রিভাইস করতে পারেন।

ভালোবাসা? ভালোবাসা একটা জৈবিক ব্যাপার। জীবের সর্বোচ্চ স্তরের, সবচেয়ে উন্নত কিন্তু অস্পষ্টতম বোধ। মানুষ বাদে অন্যান্য স্বল্পবুদ্ধির প্রানীদের কাছে ইন্সটিঙ্কটের মত, মানুষের ব্যাপারটা অন্যরকম, কারণ, মানুষ তা অনুভব করে, কিন্তু কারণটা কখনোই সেভাবে বলতে পারে না।

কবিতা সাধারন লাগলো। সহজ, সরল, ফুরফুরে মনে লেখা বোধহয়।

শুভেচ্ছা রইলো। :)

০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: আমার এ সাধারণ মানের কবিতাটা পড়ে এখানে আপনার সুচিন্তিত মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ, বৈশাখের আমরণ নিদাঘ। আপনিও আমার শুভেচ্ছা জানবেন।
এ কবিতাটি আমি এখানকার একজন ব্লগারের ভালোবাসা কারে কয়? ( জিনিভাইয়া আর গেমুভাইয়ার কাছে কিছু প্রশ্ন ও উন্মুক্ত আলোচনার আহ্বান) - শিরোনামে লেখা একটি ব্লগ পড়ে এবং তার উপর কতিপয় মন্তব্য পড়ে ভাবতে ভাবতে লিখে ফেলি। কবিতাটি একটানে লিখে ফেলি, তাই হয়তো কোথাও তাল কেটে যেতেই পারে। তবে পুনর্বার পাঠ করেও আমি চার নাম্বার প্যারাটাতে কোন পরিবর্তন আনতে পারলাম না, সেজন্য দুঃখিত। আশাকরি আমার এ অপারগতাটুকু মার্জনা করবেন।
ভালোবাসাকে শুধুই একটা জৈবিক ব্যাপার বলে আমার মনে হয়না। শারীরিক তাড়না ছাড়াও মানুষ ভালোবাসে, ভালোবাসা চায়।

২১| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কখনো শিশুদের হাসি,
কখনো জোটবাঁধা পাখি
ভালবাসি বলে মনে হয়।

এযে নির্মল ভালবাসা
অনেক ভালবাসির কথা এরি মধ্যে ।

খুব ভাল লাগল কবিতাখানি ।

২০ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, ডঃ এম এ আলী। কবিতা থেকে উদ্ধৃতির জন্যেও অনেক ধন্যবাদ।

২২| ০৫ ই জুন, ২০১৬ রাত ৯:৫১

সোজোন বাদিয়া বলেছেন: "দুঃখিনী নারীর হাসি
যেন ফুলদানীর পুষ্প বাসি
তবু মনে সৌরভ ছড়ায়। "
-গভীর ভাবে মন ছুঁয়ে যায়। ভালবাসার অনুভূতিটা আরও অনেক ব্যাপক এবং বিস্তৃত নিশ্চয়ই। কোনো কবিই তা সম্পূর্ণ ছুঁতে পেরেছেন বলে মনে হয় না। একটি-দুটি ছুঁতে পারলেই কবিতা সার্থক বলে মনে হয়। আপনি একাধিক ছুঁয়েছেন :)

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠান্তে সুচিন্তিত মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২৩| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: মনোমুগ্ধকর কাব্যশৈলী। খুবই ভালো লাগলো কবি। ভলো থাকবেন শুভকামনা রইল।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.