নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এক স্বপ্নীল মায়াবিনী
দূর হতে কোন এক লাজুক ছেলেকে
নিজের অগোচরে ভালোবেসেছিলো।
এমনি এমনি ভালোবেসেছিলো।
চুপি চুপি ভালোবেসেছিলো।
মন থেকে ভালোবেসেছিলো।
তার এ অনুচ্চারিত ভালোবাসায়
ছিলনা কোন কামনার উত্তাপ,
ছিলনা কোন প্রত্যাশার স্বপ্ন।
ছিল শুধু অনুভবে কাছে পাওয়ার,
রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।
ঢাকা
০৮ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সুমন কর। প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো।
২| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: প্লেটোনিক লাভ ব্যাপারটা আমি বুঝিনা। তবে প্রেম তো এই আসে, এই লাফায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায় মানুষ। বোঝা যায়না কারণটা কখনো।
ছিমছাম কবিতা। ভালোলাগা রইলো।
২৩ শে জুন, ২০১৬ দুপুর ১:০৩
খায়রুল আহসান বলেছেন: যে প্রেমে দৈহিক আকর্ষণ বা আবেদন ততটা মুখ্য নয়, মানসিক আকর্ষণটাই মুখ্য, সেটাকেই প্লাটনিক প্রেম বলা হয়।
ছিমছাম কবিতা। ভালোলাগা রইলো - অশেষ ধন্যবাদ। প্রশংসায় প্রীত হ'লাম।
৩| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৬
উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে। অনেক শুভকামনা।
২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫
খায়রুল আহসান বলেছেন: ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, উল্টা দূরবীন। শুভেচ্ছা জানবেন।
আপনার ছোটগল্প "হুইলচেয়ার" পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশা করি একটু সময় করে দেখে নেবেন।
৪| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারন লেখনি কবি হে। কাব্যটি বাস্তবতার সাথে মিল রেখে খুব রোমান্টিক হয়েছে। খুব ভালো লাগল।
২৩ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, কবি হাফেজ আহমেদ।
আপনার অগোচরে - লেখাটি পড়ে মন্তব্য রেখে এসেছি। দেখে নেবেন সময় করে।
৫| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩
কাবিল বলেছেন: ভালো লাগা রইলো।
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কাবিল, ভালো লাগার কথাটা এখানে জানিয়ে যাবার জন্য।
আপনার "আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী" লেখাটা পড়ে ভালো লেগেছে। সেখানে কিছু কথা রেখে এসেছি, পড়ে নেবেন সময় করে।
৬| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: এমন নিরব প্রেম শেষ পর্যন্ত কাঁদায়, তাই প্রেমকে নিরব না রেখে সরব করে ফেলাই ভালো.......ভালোলাগা জানিয়ে গেলাম।
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৩২
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালোলাগার কথা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, সাদা মনের মানুষ।
চাইলেই তো আর নীরব প্রেমকে সরব করা যায়না!
৭| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮
কল্লোল পথিক বলেছেন:
কবিতায় একরাশ ভালো লাগা রেখে গেলাম।
২৩ শে জুন, ২০১৬ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কল্লোল পথিক, এই ভালো লাগাটুকু প্রকাশের জন্য। শুভেচ্ছা জানবেন।
আপনার লেখা দহন কাল পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।
৮| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮
মহা সমন্বয় বলেছেন: রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
৯| ১১ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭
প্রথমকথা বলেছেন: রঙিন কল্পনা মাখা এক দুর্নিবার আকর্ষণ।
প্লাটোনিক প্রেম এভাবে আসে যায় চিরন্তন।
ভাললাগা রেখে গেলাম প্রিয় কবি।
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালোলাগার কথা জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, কবিতা পাঠ এবং উদ্ধৃতির জন্যও।
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১০| ১৫ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩
আরাফআহনাফ বলেছেন: সুন্দর প্রকাশ এক ছোঁয়াহীন ভালোবাসার।
++++
২৮ শে জুন, ২০১৬ সকাল ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসের জন্য ধন্যবাদ, তবে তালিকায় নাম উঠেনি।
১১| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৩
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর লিখেছেন ।
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ দৃষ্টিসীমানা, প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ভালো থাকবেন, পবিত্র সিয়ামের শুভেচ্ছা জানাচ্ছি।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।