নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
আমার কানে কানে ক্ষণে ক্ষণে আজকাল
কিছু কিছু শব্দেরা কথা বলে যায়।
জানা অজানা, পড়া না পড়া শব্দেরা
কবিতার ছন্দে ছন্দে কথা বলে যায়।
ভুলে যাওয়া কিছু গানের কথা,
পরিচিত, বিস্মৃত কিছু কন্ঠের কথা,
ফিনিক্স পাখির মত পুনর্জীবিত হয়ে
একত্রে সম্মিলিত সুরে কথা বলে যায়।
দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
কিছু চেনা অচেনা মুখ
যেন শ্বেতপদ্ম হয়ে ভাসে টলটলে জলে।
পছন্দের কোন গদ্য-পদ্য পড়তে গেলেই,
যখন চোখ দুটো ভারী হয়ে বুঁজে আসে,
তখন কালো হরফের শব্দগুলো ফুল হয়ে
হেলে দুলে ঢুলে ঢুলে নিরন্তর কথা বলে!
ঢাকা
১৬ জুন ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য পরিষ্কার বোধগম্য হয়নি।
২| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: যেকোন গদ্য পদ্য পড়তে গেলেই,
যখন চোখ দুটো ভারী হয়ে বুঁজে আসে,
তখন কালো হরফের শব্দগুলো ফুল হয়ে
হেলে দুলে আপন মনে কথা বলে যায়!
দারুন প্রকাশ...!
খুব ভালো লাগল।
ভালো থাকবেন, শুভকামনা।
২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। পংক্তিগুলো আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো।
৩| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৪
কল্লোল পথিক বলেছেন: দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
কিছু চেনা অচেনা মুখ
অহরহ শ্বেতপদ্ম হয়ে আঁখি সরোবরে ভাসে।
চমৎকার কবিতা,
কবিতায়+++++++++++
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি আর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, কল্লোল পথিক। প্লাসে প্রেরণা পেলাম।
৪| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
৫| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
কালো হরফের শব্দগুলো ফুল হয়ে
হেলে দুলে আপন মনে কথা বলে যায়!
এই লাইনদুটোই অনেক কাব্যিক ।
০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস, পংক্তি দুটোকে আলাদা করে তুলে আনার জন্যে।
জহুরী জহর চেনে।
মন্তব্যে প্রীত হয়েছি।
আপনার পুরনো পোস্ট কি কথা তাহার সাথে ... - পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
৬| ১৭ ই জুন, ২০১৬ রাত ৮:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চারপাশের কতকিছু যে কত কথা বলে যায়... কত কিছু যে বলতে চায়... তার সব প্রকাশ করা কঠিন। আপনি কিন্তু এই কঠিন কাজটি শুরু করে দিয়েছেন। ঘুমে ঢুলুঢুলু দৃষ্টিতে গদ্য অথবা পদ্যগুলোতে কালোহরফের ফুল হয়ে যাওয়া টুকুও বুঝতে পারা তো আরও কঠিন। অশ্রুতকে শোনা, অদেখাকে দেখা... এসব তো আমজনতার কাজ নয়! ............. কবি কে তাই অভিনন্দন...
০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার এই চমৎকার মন্তব্যে, মাঈনউদ্দিন মইনুল।
ভালো থাকবেন, ঈদের অগ্রিম শুভেচ্ছা!
৭| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৪৪
জুন বলেছেন: আপনার চারপাশের সব ককিছু কথা বলে চলুক অবিরল সেই কামনা করি খায়রুল আহসান। কথা শোনার জন্য তেমন কানও চাই কিন্ত।
অনেক ভালোলাগলো আপনার সহজিয়া কবিতা।
+
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০০
খায়রুল আহসান বলেছেন: কথাতো বলেই যাচ্ছে অবিরাম, কিন্তু আমার কথাতো বোধহয় তারা শুনতেই পায় না। আর আমার শোনার কান তো সব সময়েই খাড়া থাকে।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, জুন। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
ঈদ মুবারক!
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: আপনার "প্রতীক্ষা আর নয়নসুখ" কবিতাদুটো খুব সুন্দর হয়েছে। পড়ে পরপর তিনটে মন্তব্য রেখে এসেছিলাম।
৮| ২০ শে জুন, ২০১৬ সকাল ৭:৩৭
বিজন রয় বলেছেন: সকালে একটু ঘুরে গেলাম।
কবিতা পড়ে মনে হলো কবির বয়স হয়েছে।
তবে শব্দরা ফুল হয়ে ফুটে সে বয়স দূর করে দিয়েছে।
ভাল লেগেছে, অনেক পরিপাটী কবিতা।
০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১
খায়রুল আহসান বলেছেন: কবির বয়স তো হয়েছেই, কিন্তু কবি মনের বয়স তো আর বাড়েনা! কবিতা লেখার সময় আমার বয়সটা ২৩ বছরে এসে থিতু হয়ে যায়।
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি, অনেক। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৯| ২০ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভাল লেগেছে প্রিয় কবি, ভাললাগা রেখে গেলাম।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ, এম এস আরেফীন ভুঁইয়া।
ঈদের শুভেচ্ছা রইলো, ঈদ মুবারক!
১০| ২০ শে জুন, ২০১৬ রাত ১১:৫৩
ডঃ এম এ আলী বলেছেন: অসম্ভব ভাল লাগার একটি কবিতা । নীচের লাইন কটি বেশী ভাল লেগেছে ।
দেখা অদেখা কিছু ফুল কথা বলে যায়,
নিশ্চল কিছু ছবি পদ্যের মত কথা বলে,
কিছু চেনা অচেনা মুখ
অহরহ শ্বেতপদ্ম হয়ে আঁখি সরোবরে ভাসে।
কত সুন্দর করে হৃদয়ের একান্তে থাকা কথাগুলু বলে দিলেন ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
পবিত্র ঈদের শুভেচ্ছা জানবেন- ঈদ মুবারক!
১১| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৬
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। কবিতা খুব ভালো লেগেছে।
০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে হলেও যে আপনি আমার কবিতা পড়েছেন, সেজন্যে খুশী হয়েছি। কবিতা খুব ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হয়েছি। অনেক, অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, রায়হানুল এফ রাজ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
পথ শিশুদেরও অনেক কথা আছে, ১০/১২ বছরের কিশোরী চাকরাণীর অনেক কথা আছে, গরমের দিনে ১৪ ঘন্টা কাজে ব্যস্ত গার্মেন্টস কর্মীর কথা আছে; তারা কিছু বলে কেন কানে কানে?