নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

চলে যাওয়া...

২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

দখিনের জানালাটা খোলাই থাকে।
কখনো বিছানায় শুয়ে, আবার কখনো
বিছানার ধারে রাখা কাউচে বসে থেকে
নীলাকাশে ভাসতে থাকা নরম দলছুট
সাদা মেঘের আনাগোনা দেখতে থাকি।

বিকট গর্জনে ভেসে যায় এক উড়ন্ত প্লেন,
একটি প্রতিকী পতাকা লেজে তার আঁকা।
উড়তে উড়তে সেটি হুট করে ঢুকে যায়
ভাসমান একটা মেঘের দ্বীপের ভেতর।
ভেতরে তার মেঘবালিকাদের আনাগোনা।

একটু পরেই আবার ওটা বেরিয়ে আসে
মেঘ ভেদ করে। আমি নিঃশব্দে নির্নিমেষ
তাকিয়ে দেখি যতক্ষণ, যতদুর দেখা যায়,
ঐ দূর নীলিমায়। যেতে যেতে অবশেষে
ওটা বিন্দু হয়ে হারিয়ে যায়, এক সময়।

গতির পিছু ধাওয়া করার সাধ্য আমার নেই।
মনটা পিছু নেয়, তাই গতিময় কিছু দেখলেই!



ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কল্লোল পথিক বলেছেন: দখিনের জানালাটা খোলাই থাকে।
কখনো বিছানায় শুয়ে, আবার কখনো
বিছানার ধারে রাখা কাউচে বসে থেকে
নীলাকাশে ভাসতে থাকা নরম দলছুট
সাদা মেঘের আনাগোনা দেখতে থাকি।



চমৎকার কবিতা।

২৭ শে জুন, ২০১৬ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, কল্লোল পথিক। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।

২| ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:০১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

২৭ শে জুন, ২০১৬ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা রইলো।

৩| ২৭ শে জুন, ২০১৬ রাত ১১:৪৬

নাসরীন খান বলেছেন: ভাল লাগল।

২৮ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
আমার কোন লেখায় বোধকরি এটাই আপনার প্রথম মন্তব্য। আপনাকে সুস্বাগতম!
আপনার প্রথম লেখাটা- "পিছুটান" পড়ে সেখানে দুটো কথা রেখে এলাম, দেখে নেবেন সময় করে।

৪| ২৮ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৪

প্রথমকথা বলেছেন: উড়তে উড়তে সেটি হুট করে ঢুকে যায়
ভাসমান একটা মেঘের দ্বীপের ভেতর।
ভেতরে তার মেঘবালিকার আনাগোনা।


স্বচ্ছ কবিতা। প্রিয় কবি।।

২৯ শে জুন, ২০১৬ রাত ১২:১৮

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রথমকথা। স্বচ্ছ মন্তব্য।

৫| ২৯ শে জুন, ২০১৬ রাত ৩:১০

মহা সমন্বয় বলেছেন: আপনার কবিতা পড়ে এই গানটির কথা মনে পরে গেল। :)

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর চিত্রায়নে এই সুন্দর গানটি এখানে পোস্ট করার জন্য অনেক ধন্যবাদ, মহা সমন্বয়।

৬| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৬

জুন বলেছেন: আপনার সহজ সরল কবিতা সব সময়ই মনে দাগ কেটে যায় খায়রুল আহসান। ব্লগে অনেক সময় আসা হয় না, আসলেও নেট সমস্যার কারনে আপনার পোষ্টে মন্তব্যও করা হয়ে উঠে না। তাই বলে লেখাগুলো যে পড়ি না তা কিন্ত নয়।
আপনার কবিতা পড়ে আমার নিজের একটা কবিতার কথা মনে পড়লো। দেখতে পারেন :)
প্রতীক্ষা আর নয়নসুখ

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:১৯

খায়রুল আহসান বলেছেন: তাই বলে লেখাগুলো যে পড়ি না তা কিন্ত নয়। - অনেক ধন্যবাদ আমার এ নগন্য লেখাগুলো পড়ে মন্তব্য করে যাবার জন্য।
আপনার অসাধারণ কবিতা দুটো পড়ার আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কবিতা সম্পর্কে সেখানেই কিছু কথা রেখে এসেছি। আশাকরি সময় করে পড়ে দেখবেন।
পবিত্র সিয়ামের শুভেচ্ছা জানাচ্ছি, পবিত্র ঈদেরও অগ্রিম শুভেচ্ছা...

৭| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


জুন আপার সাথে আমি একমত। সহজ ভাষায় কবিতা লেখতে পারা একটি বিরল গুণ, আমি মনে করি। শুভেচ্ছা জানবেন, প্রিয় লেখক :)

৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, কবিতাটা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। আপনার মন্তব্য সবসময়েই অনেক প্রেরণা দিয়ে যায়।

৮| ৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন:
বিকট গর্জনে ভেসে যায় এক উড়ন্ত প্লেন,
একটি প্রতিকী পতাকা লেজে তার আঁকা।
উড়তে উড়তে সেটি হুট করে ঢুকে যায়
ভাসমান একটা মেঘের দ্বীপের ভেতর।
ভেতরে তার মেঘবালিকার আনাগোনা।

৩০ শে জুন, ২০১৬ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং সেখান থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, গোফরান চবি।

৯| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:২০

অতৃপ্তচোখ বলেছেন: হ্যা স্যার, গতির পিছে ধাঁওয়া করার ক্ষমতা কারোরই নেই। তবে, মন যে গতির চেয়েও গতিসম্পন্ন হয়।

সুন্দর সরল সহজবোধ্য আপনার কবিতাগুলো অসম্ভব ভালো লাগে। অত্যন্ত সুন্দর আপনার প্রতিটি লেখা।
অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা নিবেন

০৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: মন যে গতির চেয়েও গতিসম্পন্ন হয় - যথার্থই বলেছেন।
সুন্দর সরল সহজবোধ্য আপনার কবিতাগুলো অসম্ভব ভালো লাগে। অত্যন্ত সুন্দর আপনার প্রতিটি লেখা। - ভীষণ প্রেরণাদায়ক আপনার এ মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ, অতৃপ্তচোখ।
পবিত্র ঈদের শুভেচ্ছা রইলো- ঈদ মুবারক!

১০| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: বিকট গর্জনে ভেসে যায় এক উড়ন্ত প্লেন,
একটি প্রতিকী পতাকা লেজে তার আঁকা।
উড়তে উড়তে সেটি হুট করে ঢুকে যায়
ভাসমান একটা মেঘের দ্বীপের ভেতর।
ভেতরে তার মেঘবালিকার আনাগোনা।

ভালো লাগলো।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, শাহরিয়ার কবীর।

১১| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৮

ঝরা পাতার ক্ষরা দিন বলেছেন: গতির পিছে ছোটার সাধ্য আপনার না থাকলেও আপনার মনের নেই কোন বাঁধা , সে ধেয়েই চলবে । দারুণ সুন্দর কবিতা ।

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটিতে 'লাইক' দেয়ার জন্য অনেক ধন্যবাদ, ঝরা পাতার ক্ষরা দিন। প্রশংসাব্যঞ্জক মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.