নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
এবারে সেনাপ্রধান এলেন,
নৌ প্রধান এলেন,
র্যাব প্রধান এলেন,
SWAT এলো, এপিসি এলো,
কমান্ডোরা এলো,
তৈরী এম্বুলেন্স এলো,
ওবামাকে জানানো হলো,
অভিযান সফল হলো, উদ্ধার হলো...
হায়! সেবারে এসব কিছুই হলোনা!
সেনাপ্রধান 'যমুনায়' থেকে গেলেন,
এপিসি কিছুদূর এসে থমকে গেলো,
ওবামা ঘুমিয়েই থাকলেন,
সাহারা খাতুন গভীর রাতে এসে
কি যেন প্রহসন করে গেলেন,
'কারা যেন ভালোবেসে' আলো নিভিয়ে দিলো,
ঘাতকেরা ৫৭ জন সূর্যসন্তানকে হত্যা করে পালিয়ে গেলো...
ঢাকা
০২ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, রায়হানুল এফ রাজ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১০:২৬
ভাবনা ২ বলেছেন: এবারের এবং সেবারের বিষয় দেখলাম তবে শুনেন বিবরণ
সেটা ছিল দেশের আধা সামরিক বাহিনীর হেড কোয়ার্টার
বিষয়টাকি জানা নাই
সেখানে ছিল কয়েক হাজার বিডিআর সৈনিক
তাকি জানা নাই
বিদ্রোহী হয়েছিল হাজারখানেক সিপাহী
তাকি জানা নাই
বিডিআরের সামরিক ঘাটি ছিল সারা দেশে
তাকি জানা নাই
গুজবের ডালাপালা সেখানেও আগুন জ্বালাতে পারতো
তাকি জানা নেই
তাদের কাছে বিপুল স্বয়ং ক্রিয় অস্র ভান্ডার ছিল
তাকি জানা নেই
সীমান্ত রক্ষী হিসাবে তারা সুশিক্শিত সিপাহী ছিল
তা কি জানা নেই
কয়েক বর্গ কিলোমিটার নিয়ে পিলখানা
তাকি জানা নেই
শতখানেক সুর্যসন্তান ঘুনাক্ষরেও টের পেলনা এত বড় ঘটনার ইংগিত
তাকি জানা নেই
বিষয়টি যে হঠাৎ নয় বুঝে এখন তা কানাও
তাকি জানা নেই
কমান্ডো ষ্টাইল যে সেখানে সহজে করা যাবেনা
তাকি জানা নেই
ব্যাপক আকারের সামরিক অভিযান ছাড়া কমান্ডো ষ্টাইল সেখানে উপযোগী ছিলনা
তাকি জানা নেই
বড় আকারের যুদ্ধ তুল্য হামলা করা হলে ব্যাপক হারে জীবন হানী হত
তাকি জানা নেই
তাছাড়া ওথান থেকে ট্যাংক সাজোয়া বের হলে তা যে উল্টা পথ ধরতে পারতো
তাকি জানা নেই
অতর্কিত হামলা হলে তারাও যে যাপিয়ে পড়ে হাজার হাজার প্রানহানী ঘটাতে পারত
তাকি জানা নেই
সুর্যসন্তানের পাশাপাশি হাজার হাজার সাধারণ নিরিহ প্রাণের মুল্যও কম যে নয়
তাকি জানা নেই
সেখানকার সবাই যে বিদ্রোহী ছিলনা
তাকি জানা নেই
সেখানে বাহির থেকে হামলা হলে হাজারখানেক নিরাপরাধ সিপাহীর কি হত
তা কি জানা নেই
দেশ জুরে মহুর্তেই আগুন জলতে পারত
তাকি জানা নেই
একটি দেশের বিশাল সীমান্ত রক্ষীবাহিনী ও গুটি কয়েক জঙ্গী যে এক জিনিষ নয়
তাকি জানা নেই ।
এখানকার সাথে সেখানকার আকাশ পাতাল তফাত
তাকি জানা নেই
ধীর স্থির সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণে রক্ষা পেল হাজার প্রাণ
তাকি জানা নেই
দেশের সুর্যসন্তানের জীবনাবসানে সারা জাতি শোকে মুয্যমান
তাকি জানা নেই
করতে তাদের জীবন রক্ষা সর্বাত্বক গ্রহণযোগ্য চেষ্টার ত্রূটি ছিলনা
তাকি জানা নেই
এদের সাথে তাদের মিলানো তা যে দেশ রক্ষা বাহিনীকে কটাক্ষ করা
তাকি জানা নেই
এ বিষয়ে সবিশেষ বলার আর বিশেষ প্রয়োজন নেই
ঠান্ডা মাথায় করলে চিন্তা উত্তর মিলে যে যাবেই ।
১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬
কল্লোল পথিক বলেছেন:
সত্যি চিন্তার বিষয়।
১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার লেখা কেমন করে ভুলে যাবো - কবিতাটি পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এসেছি।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: 'কারা যেন ভালোবেসে' আলো নিভিয়ে দিলো,
ঘাতকেরা ৫৭ জন সূর্যসন্তানকে হত্যা করে পালিয়ে গেলো...
১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, বিলিয়ার রহমান। অনুপ্রাণিত হ'লাম।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।
প্রতি উত্তরের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
রায়হানুল এফ রাজ বলেছেন: আমরা আসলেই স্থান কাল পাত্র কিছুই বুঝি না।