নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তুমি হাসবে বলে

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭

তুমি হাসবে বলে,
আকাশ কিছু মেঘ পাঠিয়ে দিলো
তোমাকে ছায়াতলে রাখতে, যেন তোমার
ঠোঁটের সুষ্মিত হাসিটুকু শুকিয়ে না যায়।

তুমি হাসবে বলে,
ক্রন্দনরত ছোট্ট শিশুটিও কান্না থামালো,
উচ্ছ্বল ঝর্ণার মত তোমার হাসির শব্দটুকু
যেন তার আর্ত কান্নায় ঢাকা পড়ে না যায়!

তুমি হাসবে বলে,
মেঘমেদুর আকাশটা থামিয়ে দিলো,
ক্ষণে ক্ষণে চমকানো অশনির তীক্ষ্ণ রশ্মিছটা,
যেন তোমার হাসির দ্যুতিটুকু হারিয়ে না যায়।

তুমি হাসবে বলে,
একাদশীর চাঁদটাও মেঘের আড়ালে চলে গেলো।
তার সোনামাখা মুখটাকে মেঘে মেঘে ঢেকে-
যেন তোমার হাসির আভাটুকু ম্লান হয়ে না যায়।

এত কিছুর পরেও তুমি হাসলেনা,
তাই মেঘগুলো ঝরে ঝরে বৃষ্টি হয়ে এলো,
শিশুর কান্নার সাথে সাথে অশনি চমকালো,
লাজুক একাদশী চাঁদটাও একেবারে ডুবে গেলো!


আদিতমারী, লালমনিরহাট।
০৬ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬

শায়মা বলেছেন: অনেক ভালো লাগা কবিতায়।

যদিও সে এতকিছুর পরেও হাসেনি....


তোমার বাড়ি কি লালমনিরহাট ভাইয়া?

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৫

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস, এর জন্য হার্দিক ধন্যবাদ।
জ্বী শায়মা, আমার বাড়ী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। বছরে অন্ততঃ এক ঈদে বাড়ী যাই। তখন সেখানে গ্রামের নিরিবিলি পরিবেশে বসে কিছু কবিতাও লিখি।

২| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সুমন কর।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

শায়মা বলেছেন: তোমার ফ্যামিলীতে কয় জন মানুষ ভাইয়া? সবাই মিলেই যাও?

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: আসলে আমাদের পৈত্রিক বাড়ীটা এখন জনশূন্য, প্রায় সময়েই তালাবদ্ধ থাকে। মা বেঁচে আছেন। তিনি থাকেন ছোট ভাই এর সাথে, রংপুরে। মাসে দু'মাসে বাড়ীতে যাওয়া আসা করেন ওদের সাথে। সাধারণতঃ কুরবানী ঈদের সময় আমি সস্ত্রীক যাই। তখন অন্যান্যরাও আসে। আমাদের ছেলেপুলেরা যখন ছোট ছিলো, তখন মহা আনন্দে আমাদের সাথে যেতো। এখন তারা বড় হয়েছে, নিজেদের সংসার হয়েছে, ধীরে ধীরে ওদিকে যাবার আগ্রহ হারিয়ে ফেলছে।
আপনিও কি ওদিককার?

৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

অতৃপ্তচোখ বলেছেন: খুব ভালো লাগলো স্যার।

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, অতৃপ্তচোখ। ভালো লাগার কথা জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

শায়মা বলেছেন: না আমি ওদিককার না তবে আমি রংপুরে আর দিনাজপুরে গেছি।:)

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: কেমন লেগেছে আপনার কাছে রংপুর আর দিনাজপুর? আশাকরি ভালো ছিলেন সেখানে, যতদিন ছিলেন।
দু'বছর আগে কুরবানী ঈদে বাড়ী গিয়ে এই কবিতাটি লিখেছিলামঃ
মায়ের আক্ষেপ
প্রীত হ'লাম, ধন্যবাদ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত কিছুর পরেও তুমি হাসলেনা,
তাই মেঘগুলো ঝরে ঝরে বৃষ্টি হয়ে এলো,
শিশুর কান্নার সাথে সাথে অশনি চমকালো,
লাজুক একাদশী চাঁদটাও একেবারে ডুবে গেলো!


এই তুমিটা দেখছি একেবারে রামগরুড়ের ছানা !
তবে কবিতা ভাল হয়েছে কবি ।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে, গিয়াস উদ্দিন লিটন।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:২৫

শায়মা বলেছেন: অনেক ভালো লেগেছে ভাইয়া।
বিশেষ করে কারমাইকেল কলেজ....বিশালতার প্রতীক ......:)

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২০

খায়রুল আহসান বলেছেন: অপ্সরার প্রথম পোস্ট সোনার খাঁচা পড়ে একটা মন্তব্য করে এলাম।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ১১:২১

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটি পুণরায় এখানে দিয়ে তা পাঠের সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ ।
খুবই সুখপাঠ্য কবিতা । ভাল সুন্দর একটি মেঘের কামনা সে যে অনেক
বাসনার বিষয় । কিন্ত এখন আকাশে যে কালমেঘের ঘনঘটা দেখা যাচ্ছে
তাতে তো হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, তার কি উপায় ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

খায়রুল আহসান বলেছেন: কিন্ত এখন আকাশে যে কালমেঘের ঘনঘটা দেখা যাচ্ছে তাতে তো হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে, তার কি উপায় - উপায় জানা নেই ভাই। শুধু কামনা করি, কালমেঘ কেটে যাক!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ডঃ এম এ আলী। মন্তব্যে প্রীত হয়েছি।

৯| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



এই হাসি হয়তো মোনালিয়ার হাসিকে ছাড়িয়ে যাবে!

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: তাই যেন হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

রায়হানুল এফ রাজ বলেছেন: এত কিছুর পরেও তুমি হাসলেনা,
তাই মেঘগুলো ঝরে ঝরে বৃষ্টি হয়ে এলো,
শিশুর কান্নার সাথে সাথে অশনি চমকালো,
লাজুক একাদশী চাঁদটাও একেবারে ডুবে গেলো!

--- সে না হাসায় আমিও কষ্ট পেয়েছি। অনেক ভালোলাগা জানবেন।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১:০১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, রায়হানুল এফ রাজ। শুভেচ্ছা জানবেন।

১১| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৭

জনৈক অচম ভুত বলেছেন: এতো আয়োজনের পরেও সে না হেসে পারল? :|
কবিতা ভাল লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
এসব তো সবই কবির কল্পনা মাত্র!
মন্তব্যের জন্য ধন্যবাদ, জনৈক অচম ভুত।

১২| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! প্রিয়তার হাসির জন্য কত্তো আয়োজন! ভালবাসলে এমনই হয়! শুধু মাশুক বিনে সবই পানসে...

এমন আশিকানা যার হৃদয়ে তার প্রিয়তা নিশ্চয়ই হাসবে সেই মোহন হাসি :) আর মুগ্ধতায় ভেসে যাবে সৃিষ্টর চরাচর...

ঈদ মোবারক

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার এ চমৎকার মন্তব্যের জন্য, বিদ্রোহী ভৃগু। প্রীত হ'লাম।
পবিত্র ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও, ঈদ মুবারক।

১৩| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

কল্লোল পথিক বলেছেন:







হাসবে!হাসবে! একদিন তাকে হাসতেই হবে।
কবিতায় একরাশ ভাল লাগা রেখে গেলাম।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতায় একরাশ ভাল লাগা এখানে রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ কবি কল্লোল পথিক।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.