নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
একটা বর্ণিল চৌকোণ ঘুড়ির মত
আজকাল আমি আকাশে উড়ি,
নিঃসীম আকাশে ঘুরি ফিরি,
আর উড়ি, অনেক উঁচুতে উড়ি।
আমার একটা লম্বা লেজ আছে।
সেটাও মহানন্দে নেচে ওঠে,
যখন সে দেখে ঘুড়ির নাটাইটা
গাঁথা আছে তোমার চোখের পাতায়।
তুমি যতক্ষণ তাকিয়ে থাকো,
ততক্ষণ আমি উল্লাসে উড়ে বেড়াই
মেঘ থেকে মেঘান্তরে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে।
পাখিরা আমায় দেখে ঈর্ষা করে,
নীল ময়ূর তার পেখম মেলে ধরে,
সবাই তাকিয়ে থাকে আমার দিকে,
আর ভাবে, কখন ভোকাট্টা হবো!
কিন্তু তারা জানেনা,
আমি ভোকাট্টা হবোনা,
যতক্ষণ নাটাইটা বাঁধা আছে
মৃগাক্ষী দুটো মায়াবী চোখের পাতায়।
ঢাকা
০৭ জুলাই ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবি কল্লোল পথিক, কবিতার প্রশংসা করা এবং লাইক' দেয়ার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার পুরনো পোস্ট দহনকাল এবং বেহুলা পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।
২| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগছে
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, আরণ্যক রাখাল। কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
৩| ১৩ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: খুবই সবলীল, তবে ভোকাট্টা শব্দটার সাথে আমি পরিচিত নই
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৩
খায়রুল আহসান বলেছেন: আকাশে উড়ন্ত দুটো ঘুড়ির মাঝে প্রতিযোগিতার দ্বারা একটার সূতো কাটা গেলে সেই সূতো কাটা ঘুড়িটাকে ভোকাট্টা বলে। ছোটবেলায় আমরা হয়তো অনেকেই ভোকাট্টা ঘুড়ি ধরার চেষ্টায় তার পেছনে দৌড়িয়েছি। এখন অবশ্য এসব খেলা মোটেই চোখে পড়েনা।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, সাদা মনের মানুষ।
৪| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
জুন বলেছেন: ইদানীং ভোকাট্টা হয়ে যাবার খুব শখ আমার। ভালোলাগলো কবিতা খায়রুল আহসান
১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৮
খায়রুল আহসান বলেছেন: ইদানীং ভোকাট্টা হয়ে যাবার খুব শখ আমার - আপনার এ শখটা দারুণ বটে! ভীষণ চমকপ্রদ।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, জুন।
৫| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৪৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮
আবুল হায়াত রকি বলেছেন: ভোকাট্যা কি ঘুড়িকে কাটা ভাই? ছোট বেরা কত ঘুড়ি কাটছি আর নিজেরও মানুষে কেটে আবার নাটাই দিয়ে লুটেও নিছে।
ভালোলাগল, পড়ে ছোটবেলার ভাবণায় নষ্ঠালজিক হয়ে গেলাম।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আকাশে উড়ন্ত দুটো ঘুড়ির মাঝে প্রতিযোগিতার দ্বারা একটার সূতো কাটা গেলে সেই সূতো কাটা ঘুড়িটাকে ভোকাট্টা বলে। ছোটবেলায় আমরা হয়তো অনেকেই ভোকাট্টা ঘুড়ি ধরার চেষ্টায় তার পেছনে দৌড়িয়েছি। এখন অবশ্য এসব খেলা মোটেই চোখে পড়েনা।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, আবুল হায়াত রকি। কবিতায় অবশ্য ঘুড়িটা মুখ্য বিষয় নয়, উড়ন্ত ঘুড়িটার আনন্দ উচ্ছ্বাসের প্রতীকি ব্যবহার হয়েছে এখানে। আর সঠিক প্রেরণা, উদ্দীপনা, অনুপ্রেরণা মানুষের জীবনকে ভোকাট্টা হওয়া থেকে সুরক্ষা করে, এটাই বোঝাতে চেয়েছি।
৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৩
শামছুল ইসলাম বলেছেন: ভোকাট্টা - ঘুড়ি কাঁটাকুটির স্মৃতিরা জেগে ওঠল।
সুন্দর কবিতা।
ভাল থাকুন। সবসময়।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শামছুল ইসলাম, কবিতা পাঠ করে মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
৮| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১০:১২
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার কবিতা ।
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, দৃষ্টিসীমানা। ধন্যবাদ ও শুভেচ্ছা।
'লাইক' অনেক প্রেরণা দিয়ে গেলো।
৯| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন লেখনি কবি হে.....
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩
জেন রসি বলেছেন: কেউ একজন স্বপ্ন দেখায় বলেই উড়তে এত আনন্দ!
কবিতা ভালো লেগেছে।
১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৭
খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার ধরেছেন কবিতার এ মূল সুরটুকু। মন্তব্যে কবিতা সমৃদ্ধ হলো।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
১১| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: তুমি যতক্ষণ তাকিয়ে থাকো,
ততক্ষণ আমি উল্লাসে উড়ে বেড়াই
মেঘ থেকে মেঘান্তরে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে।
যতক্ষন এমন একট কবিতা পড়ি ততক্ষনই ভাল
লাগে ।
শুভেচ্ছা রইল
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগার কথা জেনে উৎসাহিত ও অনুপ্রাণিত বোধ করছি। শুভেচ্ছা জানবেন।
১২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।
১৩| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
প্রথমকথা বলেছেন:
তুমি যতক্ষণ তাকিয়ে থাকো,
ততক্ষণ আমি উল্লাসে উড়ে বেড়াই
মেঘ থেকে মেঘান্তরে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে।
অোনেক সুন্দর কবিতা
২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে।
লাইক দিলাম।