নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
গায়ে জড়ানো নকশী কাঁথাটার বুননে
কতগুলো স্বপ্ন জড়িয়ে আছে কে জানে!
কতগুলো আঙুলের দু'পিঠ আর তালুর
স্পর্শ আছে সেলাই এর প্রতিটি লাইনে।
মনের স্বপ্নমাখা ভালোবাসার ছোঁয়াগুলো
বিকিয়ে যায় হাটে সাংসারিক প্রয়োজনে!
কাঁথা মুড়ে শুয়ে যে কবি একান্ত নিভৃতে
মনে মনে রূপরেখা এঁকে চলে কবিতার,
আর দরদী আঙুলের নরম ছোঁয়া যার
কাব্যময় করে তোলে নকশী কাঁথাটাকে,
তারা উভয়ে কিছু কিছু স্বপ্ন দেখে থাকে।
সেসব লুকিয়ে থাকে কাঁথার ভাঁজে ভাঁজে।
আঁকাবাকা সেলাই এর ছকে বাঁধা স্বপ্নেরা
আপন আপন আবর্তে পাখা মেলে থাকে।
কাঁথাটা যে বুনে তার স্বপ্নগুলো বাণিজ্যিক।
আর যে গায়ে দেয়, তার স্বপ্ন কাল্পনিক।
অবশেষে পক্ষীপালকের মতই ঝরে থাকে
তাদের সব স্বপ্নগুলো মাটিতে একে একে।
ঢাকা
২০ এপ্রিল ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৪
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃত পংক্তি দুটোতে বক্তব্য তো অসম্পূর্ণ রয়ে গেছে, তাও দারুণ লাগলো, প্রামানিক? প্রীত হ'লাম তা জেনে।
ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।
২| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৯
প্রথমকথা বলেছেন:
কাঁথাটা যে বুনে তার স্বপ্নগুলো বাণিজ্যিক।
আর যে গায়ে দেয়, তার স্বপ্ন কাল্পনিক।
বাস্তব বলেছেন তারপরও নকশীকাঁথা বাংলার ঐতিহ্য। ভাললাগা জানবেন।
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, প্রথমকথা। মন্তব্যে প্রীত হয়েছি।
৩| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১১
পুলহ বলেছেন: চমৎকার বোধের চমৎকার কবিতা।
বৃষ্টির দিন কবিতা পঠন ও ভালোলাগায় বিশেষ মাত্রা যোগ করেছে।
+++
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ পুলহ, কবিতা পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য। আর প্লাসগুলো পেয়ে ভীষণ অনুপ্রাণিত বোধ করছি।
বাংলাদেশের নক্সীকাঁথাগুলো দরিদ্র কিশোরী, যুবতী, প্রৌঢ়া নারীদের পরিশ্রমের ফসল। তাদের সূক্ষ্ম সূচীকর্মে উঠে আসে তাদের মনের নানারকমের কল্পনা। কেউ যখন পাখি আঁকে, তখন হয়তো মনে মনে তাদের প্রেমিক পুরুষের মুখটা ভেসে উঠে, যেটাকে তাদের পাখির মতই আদর করতে ইচ্ছে করে। সেই কাঁথা গায়ে দিয়ে যখন কোন কবি উষ্ণ আবেশে কল্পনায় মন ভাসান, তখন তার মনেও হয়তো অনেক ভালোবাসার অনুভূতি জাগ্রত হয়। সূচীকর্মী নারীও হয়তো মনে মনে চান, যদি তার প্রেমিক পুরুষটা তার এই হাতে সেলাই করা কাঁথাটার উষ্ণতা অনুভব করতে পারতো! কিন্তু তিনি চাইলেও তাকে সেটা দিতে পারেন না, কারণ, সেটা অন্যের কাছে বিক্রী করে তাকে অন্ন সংস্থান করতে হয়। তার শ্রম আর ভালোবাসার অনুভূতিমাখা কাঁথাটি চলে যায় অন্যের হাতে। আর কবিও কাঁথামুড়ি দিয়ে যেসব স্বপ্ন আঁকেন, সেগুলোও প্রায়শঃই বাস্তবায়িত হয়না। ঝরা পালকের মত উভয়ের স্বপ্ন ধুলিস্মাৎ হয়। একজন কবিতা লেখক হিসেবে (কবি নয়) এ কবিতার মাধ্যমে আমি উভয়কে আমার শ্রদ্ধা জানিয়েছি মনে মনে।
৪| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৯
সিগনেচার নসিব বলেছেন: স্বপ্নমাখা নকশীকাঁথাকবিতা পাঠে সন্তুষ্ট হলাম
ছবিটাও খুব সুন্দর হয়েছে স্যার
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: আমিও আপনার মন্তব্যপাঠে অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনি আর কোন নতুন লেখা দিচ্ছেন না কেন? অনেকদিন তো হয়ে গেলো।
৫| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৬
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার নকশীকাঁথার কবিতা।
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কল্লোল পথিক। মন্তব্যে প্রীত হলাম। শুভেচ্ছা জানবেন।
৬| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া।
নক্সী কাঁথার মাঠের কথাই আমার মনে পড়ে নক্সিকাঁথা দেখলে।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, শায়মা। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। আর কবিতায় প্লাস পেয়ে অনুপ্রাণিত।
৭| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: মনের স্বপ্নমাখা ভালোবাসার ছোঁয়াগুলো
বিকিয়ে যায় হাটে সাংসারিক প্রয়োজনে!
উক্ত লাইনগুলো আমার কাছে বেশী ভালো লেগেছে।
০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪০
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ, মোঃ সাইফুল্লাহ শামীম। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
৮| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম।
৯| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:১৯
শামছুল ইসলাম বলেছেন: কবিতার কথা কখনো কখনো এতটাই সত্য হয় যেন সূর্য ওঠার মতঃ
//কাঁথাটা যে বুনে তার স্বপ্নগুলো বাণিজ্যিক।
আর যে গায়ে দেয়, তার স্বপ্ন কাল্পনিক।//
সুন্দর মনের কবিকে, ততোধিক সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।
২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মনের কবিকে, ততোধিক সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ - আপনাকেও অনেক ধন্যবাদ, এতটা সুন্দর করে কথাগুলো বলার জন্য। মন্তব্যে মুগ্ধ হলাম, প্লাসে অনুপ্রাণিত।
ভালো থাকুন, শুভেচ্ছা জানবেন।
১০| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩১
জুন বলেছেন: কতগুলো আঙুলের দু'পিঠ আর তালুর
স্পর্শ আছে সেলাই এর প্রতিটি লাইনে।
আমি অনেক আগে জামালপুরে মেয়েদের নকশী কাথা বুনতে দেখেছি বানিজ্যিক কারনে। আর দেখেছি সহস্র সুই এর খোচায় তাদের রক্তাক্ত আংগুল।
আপনার কবিতাটি ভালোলাগলো খায়রুল আহসান। অনেক আবেগময় কবিতা।
+
০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, জুন। যেকোন সুন্দর সৃষ্টির সাথে মন জড়িয়ে থাকে। মন না থাকলে সুন্দর কিছু সৃষ্টি করা যায় না। ঐ মেয়েগুলো যখন বাণিজ্যিক কারণে এসব সুন্দর সুন্দর নকশী কাঁথা বুনে, তখন তারা সেগুলো বুনতে বুনতে হয়তো অনেক কথাই ভাবে। সেখানে হয়তো ভালোবাসার আবেগও কিছুটা মিশে থাকে। সবই আমার কল্পনা অবশ্য। ঠিক এমনটাই যে হবে, এমন কোন কথা নেই।
১১| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৩
সিলা বলেছেন: noksi kathar mather kotha mone pore gelo
কাঁথাটা যে বুনে তার স্বপ্নগুলো বাণিজ্যিক।
আর যে গায়ে দেয়, তার স্বপ্ন কাল্পনিক।
অবশেষে পক্ষীপালকের মতই ঝরে থাকে
তাদের সব স্বপ্নগুলো মাটিতে একে একে +++
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে এবং উদ্ধৃতিতে অনুপ্রাণিত হলাম।
১২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: স্বপ্ন বুননের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানাই! কবিতাটি অনেক অনেক ভাল লেগেছে।
শুভকামনা!
০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৯
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, ভ্রমরের ডানা। অনুপ্রাণিত হ'লাম।
১৩| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো আপনার লিখাটি...
শুভকামনা...
০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগার এই কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। আশাকরি আমার আরো দু'চারটে লেখা পড়ে দেখবেন।
আপনার প্রথম পোস্টটা (রক্তবিষ) পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম। প্রথম পোস্ট হিসেবে বেশ পরিপক্ব মনে হয়েছে।
১৪| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন:
আর দরদী আঙুলের নরম ছোঁয়া যার
কাব্যময় করে তোলে নকশী কাঁথাটাকে
.......এমন করে তো ভাবাই হয়না, সত্যিই কতো স্বপ্ন প্রতিটা সেলাইয়ের বাঁকে বাঁকে, ভালোলাগা জানিয়ে গেলাম।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: মনযোগ দিয়ে কবিতাটা পড়েছেন দেখে প্রীত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: অবশেষে পক্ষীপালকের মতই ঝরে থাকে
তাদের সব স্বপ্নগুলো মাটিতে একে একে।
কবিতাটিতে নিভৃতাচারী নকশী কাঁথা শিল্পীর
বিশাদময় জীবনাচারের করুন গাথাটি
মুর্ত হয়ে এসেছে এর শেষ স্তবকে এসে ।
মনে হল দুঃখের স্রোত, স্মৃতির রোদ আর
যন্ত্রনার প্রহরগুলিই বুজি নকশী কাঁথা
শিল্পীর পথ চলা, হতাশায় হয়ে যাওয়া
সাধারণ সংগ্রামী চেতনার আমরন কথা
বলা যা রয়ে যায় অতৃপ্ত বাসনায় ।
হারিয়ে যায় তাদের সপ্নের সীমানা,
হারায় ঠিকানা বানিজ্যিক বেচা কেনায়,
তাদের বেঁচে থাকা হয়ে যায় সুচ
ফুটানো যন্ত্রনায়। ঢাকা পরে যায়
বিষাদী ভাবুক কবির বাসনার
প্রহরে । নিজেকে যেন খুঁজে পায়
অযাচিত কল্পনায় ।ঝরা পালকের মত
নকশীকাঁথা শিল্পীর স্বপ্নগুলি ধুলিস্মাৎ
হলেও বেচে থাকে কবির কল্পনায় ।
সংগ্রামী নারীদের কস্টকর শিল্পকর্ম নিয়ে
রচিত কবিতাটির জন্য রইল উঞ্চ
অভিনন্দন ও শুভেচ্ছা ।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এত সুন্দর করে আপনার সহমর্মী অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য অশেষ ধন্যবাদ, ডঃ এম এ আলী। অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার সহৃদয় মন্তব্যে। শুভেচ্ছা জানবেন।
১৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:২১
জেন রসি বলেছেন: পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব স্বপ্নই মিশে থাকে।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১২
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন জেন রসি। মন্তব্যের জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
১৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬
টাইম টিউনার বলেছেন: স্যার আপনার কবিতা পড়েছি । ভাল না লাগার কোন প্রশ্নই নেই । অসম্ভব ভাল লেগেছে ।
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম, টাইম টিউনার। আপনার দেয়া 'প্লাস'টা আমায় প্রেরণা দিয়ে গেল।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮
নায়না নাসরিন বলেছেন: নকশী কাথা নিয়ে কবিতা ভাললাগলো
++++++++
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, নায়না নাসরিন। কবিতা ভালো লেগেছে জেনে খুশী হ'লাম।
মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে অনুপ্রাণিত।
১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: সুন্দর ফুলেল শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ।
২০| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: রেস্পেক্টেড স্যার,
চমৎকার অনুভূতিতে নকশিকাঁথা।
ঠিকই তো এ এক স্বপ্নমাখা নকশিকাঁথা যা প্রান্তিক মানুষের জীবন বেদ। মায়া মাখানো হৃদয়ের প্রতিটি পরশে লালিত সৃষ্টিশীলতার ছান্দিক বুননে মুগ্ধতা ++++ একাদশতম লাইকে তারই ছাপ রেখে গেলাম।
বিনম্র শ্রদ্ধা ও শুভকামনা জানবেন।
১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৭
খায়রুল আহসান বলেছেন: মায়া মাখানো হৃদয়ের প্রতিটি পরশে লালিত সৃষ্টিশীলতার ছান্দিক বুননে মুগ্ধতা - অনেক ধন্যবাদ, এমন সুন্দর কথায় মুগ্ধতা প্রকাশের জন্য।
মন্তব্যে এবং 'একাদশতম লাইকে' অনেক অনুপ্রাণিত হ'লাম।
বৈশাখী শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৭
প্রামানিক বলেছেন: কাঁথা মুড়ে শুয়ে যে কবি একান্ত নিভৃতে
মনে মনে রূপরেখা এঁকে চলে কবিতার,
দারুণ লাগল কবিতা। ধন্যবাদ