নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
সে বহুযুগ আগের কথা-
সেদিন যথারীতি সিগন্যাল ডাউন হয়েছিলো,
মেকানিক্যালী অপারেটেড সিগন্যাল,
লম্বা লিভারের হাতল টেনে তা নামাতে হতো।
প্ল্যাটফর্মে যাত্রী ও কুলিরা শোরগোল করছিলো,
ঘুমিয়ে থাকা কুকুরগুলো আড়মোরা ভেঙ্গে-
উঠে দাঁড়িয়েছিলো। তবু ট্রেন আসেনা, আসেনা!
হঠাৎ খবর এলো, দু’ স্টেশনের ঠিক মাঝখানে
ট্রেন লাইনচ্যূত হয়েছে। হৈ চৈ থেমে এসেছিলো।
আর অপেক্ষা না করে আমি ফিরে এসেছিলাম।
এর বহুদিন পরে-
তুমি একদিন সিগন্যাল পাঠিয়েছিলে, তুমি আসছো।
প্রথমে টেলিপ্যাথিক পরে টেলিফোনিক, আচমকা সে
বার্তা পেয়ে আমার ভেতরে তোলপাড় শুরু হয়েছিলো।
বেশভূষা পরিপাটি ছিল, তবুও চিন্তার অন্ত ছিলনা।
ত্বরিত তৈরী হয়ে চরম ঔৎসুক্যে অপেক্ষা করছিলাম,
সেই চৌরাস্তার মোড়ে। কিন্তু তুমি আসোনা, আসোনা!
হঠাৎ খবর এলো, অদৃশ্য এক পয়েন্টসম্যান এর নির্দেশে
তোমার গতিপথ বদলে গেছে, তুমি অন্যত্র চলে গেছো।
আর অপেক্ষা না করে সেদিন আমি ফিরে এসেছিলাম।
ঢাকা
২৩ জুলাই ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
পাদটীকাঃ যান্ত্রিক ট্রেনের লাইনচ্যূতির সাথে মানব মনের লাইনচ্যূতির কিছু সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের কথা স্মরণ করে কবিতাটি লেখা। উভয়ে লাইনচ্যূত হয়, তবে ট্রেনের লাইনচ্যূতির পর ট্রেন দেরীতে হলেও আবার ফিরে আসে। মানব মনের লাইনচ্যূতির পর সেটার ফিরে আসা দুষ্কর হয়ে ওঠে।
০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, সুমন কর। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
২| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লেগেছে।
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবি এইচএএফইজেও আহমেদ।
৩| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: কিন্তু তুমি আসোনা, আসোনা!
হঠাৎ খবর এলো, অদৃশ্য পয়েন্টসম্যান এর নির্দেশে
তোমার গতিপথ বদলে গেছে, তুমি অন্যত্র চলে গেছো।
আর অপেক্ষা না করে সেদিন আমি ফিরে এসেছিলাম।
হৃদয় ছুঁয়ে গেল কবি।
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা থেকে আপনার ভালো লাগা এ উদ্ধৃতিটুকুর জন্য অনেক ধন্যবাদ। এর আগের মন্তব্যের উত্তরে যান্ত্রিক বিভ্রাটের কারণে আপনার নামটা একটু বিকৃত হয়ে গেছে বলে দুঃখ প্রকাশ করছি।
৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১
শাহরিয়ার কবীর বলেছেন: হঠাৎ খবর এলো, অদৃশ্য পয়েন্টসম্যান এর নির্দেশে
তোমার গতিপথ বদলে গেছে, তুমি অন্যত্র চলে গেছো।
পরে কি আবার সে ফিরে এসেছিল?
কবিতা পড়ে ভালো লাগলো,
ভালো থাকুন।
০৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: এটা অন্যের জীবন কাহিনী থেকে নেয়া। পরে সে আবার ফিরে এসেছিলো কিনা তা আর জানতে পারিনি।
কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১২
অরুনি মায়া অনু বলেছেন: টেলিপ্যাথি একটি অদ্ভুত শক্তি, আমি এতে বিশ্বাস রাখি।
সুন্দর কবিতা।
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
মনের তীব্র আকর্ষণবোধ থেকেই বোধকরি টেলিপ্যাথীর জন্ম।
৬| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া +
০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। মন্তব্য ও প্লাসে দারুণ অনুপ্রাণিত হ'লাম। শুভকামনা...
৭| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭
মশিউর বেষ্ট বলেছেন: টেলিপ্যাথি !! মাইন্ড রিডিং ! এই গুলি আমার ভালো লাগে।
০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
খায়রুল আহসান বলেছেন: জেনে ভাল লাগলো। কবিতা পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য অশেষ ধন্যবাদ।
৮| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৭
প্রথমকথা বলেছেন:
খুব ভাল লেগেছে প্রিয় কবি। ব্যতিক্রম লেখা।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ। বলা বাহুল্য, মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা রইলো।
৯| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:১৫
ডঃ এম এ আলী বলেছেন: অতি সুখ পাঠ্য কবিতা । খুব ভাল লাগল
মনে পরে ছোট সময়ে ঢাকা থেকে
নর্থবেঙ্গল এর দিকে সেভেন আপ
আর নর্থ বেঙ্গল থেকে ঢাকার
উদ্দেশ্যে এইট ডাউন নামে
দুটি ট্রেন চলাচল করত
লোকের মুখে মুখে
এই ট্রেন দুটির
নাম ঘুরত ।
শুভেচ্ছা রইল
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী। মন্তব্যে প্রীত হ'লাম।
পাকিস্তান আমলে নর্থ বেঙ্গলে যাবার জন্য ঢাকা থেকে দুটো ট্রেন ছাড়তোঃ সকালে 'দ্রুতযান এক্সপ্রেস' (১১আপ/১২ডাউন) আর রাতে 'নর্থ বেঙ্গল মেইল' (৭আপ/৮ডাউন)। স্বাধীন বাঙলাদেশে প্রেসিডন্ট জিয়ার আমলে তৎকালীন রেলমন্ত্রী মশিউর রহমান যাদু মিঞা কর্তৃক আরেকটা ট্রেনের উদ্বোধন করা হয়, যার নাম 'একতা এক্সপ্রেস'।
তবে আমার কবিতাটা ঠিক ট্রেন নিয়ে নয়। ট্রেনের লাইনচ্যুতির সাথে মানব মনের লাইনচ্যুতির একটা সাদৃশ্য এবং কিছুটা বৈসাদৃশ্য তুলে ধরা। ট্রেনের লাইনচ্যুতির পর ট্রেন দেরীতে হলেও আবার ফিরে আসে। মানব মনের লাইনচ্যুতির পর সেটার ফিরে আসা দুষ্কর।
১০| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪
লেখা পাগলা বলেছেন: ভালো লেগেছে কবিতা ।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসের জন্য অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।
১১| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫
ফেরদৌসা রুহী বলেছেন: বাহ অনেক সুন্দর। এই ধরনের লেখা পড়তে আমার খুবই ভালো লাগে। পড়তে গেলে মনে হয় দৃশ্যগুলি যেন একদম জীবন্ত।
১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪২
খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। এই ধরনের লেখা পড়তে আপনার খুবই ভালো লাগে জেনে প্রীত বোধ করছি। মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন, ফেরদৌসা রুহী।
১২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৭
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল।
১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, প্রামানিক। ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। শুভেচ্ছা রইলো।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৬
নীলপরি বলেছেন: মর্মভেদী কবিতা । উপস্থাপনাটাও খুব ভালো লেগেছে ।
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: দুটো কথাই প্রেরণা দিয়ে গেল, আর প্লাসটাতো বটেই! অনেক ধন্যবাদ, নীলপরি। শুভেচ্ছা জানবেন।
১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। আশাকরি ভালো আছেন। শুভ কামনা রইল।
১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭
খায়রুল আহসান বলেছেন: জ্বী ভালো আছি। ধন্যবাদ ও শুভেচ্ছা।
১৫| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪০
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার হাহাকার মনে বিষাদের ফুল ফুটিয়েছে। কবিত্বময় কবিতার উপস্থাপন, কবিতার বিষাদময় নান্দনিকতার এক অনন্যতা ফুটিয়ে গেছে।
অনবদ্য কবিতায় অনেক ভাল লাগা কবি!
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪
খায়রুল আহসান বলেছেন: কবিতায় এমন কাব্যিক মন্তব্য পেয়ে উল্লসিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার পুরনো পোস্ট "ওয়াট্টোনামা"য় একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি দেখে নেবেন সময় করে।
১৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুটা আক্ষেপ আছে কি?
কিংবা অনেকখানি।
সুন্দর। +
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৬
খায়রুল আহসান বলেছেন: কোন আক্ষেপ নেই, দিশেহারা রাজপুত্র। স্মৃতির সেলুলয়েডে যখন যা কিছু দেখি, তাই লিখে যাই, বিনা আক্ষেপে।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ এবং উষ্ণ শুভেচ্ছা।
আপনার পুরনো পোস্ট "রাজকণ্য়ার ফিরিয়ে দেওয়া প্রেম" এইমাত্র পড়ে এলাম। সেখানে কিছু কথাও রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।
১৭| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । বুঝতে পেরেছিলাম এটা মানব মনের আপ ডাউন , মানবের জীবনের সাথে সম্পৃক্ত । তবে কথা হলো আপনার সকল কবিতা পাঠে একাত্ব হয়ে যাই , কেন যেন স্মৃতিকে নিয়ে যায় কোন না কোন অতীত দিনের কথায় বা কাহিনীতে ।
চাঁদ সদাগরের নৌকা ডুবি কবিতার উপর আপনার মন্তব্যটি দেখেছি মুল্যবান সেই মন্তব্যের জন্য রইল বিশেষ ধন্যবাদ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৫
খায়রুল আহসান বলেছেন: তবে কথা হলো আপনার সকল কবিতা পাঠে একাত্ব হয়ে যাই , কেন যেন স্মৃতিকে নিয়ে যায় কোন না কোন অতীত দিনের কথায় বা কাহিনীতে - জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভালো থাকুন, সব সময়।
১৮| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । প্রীত হলেন জেনে খুশী হলাম । স্মৃতিকে নিয়ে গেলেন আরো পিছনে । দ্রুতযান ট্রেন ঢাকা থেকে ছেড়ে যেত সকাল ৭ টায় । ঘন্টা দুয়েক চলার পর কাওরাইদ স্টেশনে আসলে পাগলা মাষ্টার নামে এক পাগল ট্রেনের পাদানীতে ঝুলে ঝুলে খানিক গিয়ে সুতিয়া নদীর উপরে ব্রিজ হতে ঝুপ করে পানিতে( বর্ষাকালে) পরে যেত । গফরগাঁও স্টেশনে অাসলে ফেরীওয়ালারা বড় বড় বেগুনের হালি নিয়ে প্লাটফরমময় দৌড়াদৌড়ি করে বেচত, উটা নাকি ছিল দেশের সবচেয়ে বড় বেগুন । ঐ বেগুনটা সুস্বাদু ছিল , তেল ছাড়াও বাজি করা যেত । শুনেছি সে বেগুনটা নাকি শুধু মাত্র গফরগাও এলাকার একটি মাত্র গ্রামে চাষ হত , এখন কৃষি বিশ্ববিদ্যালয়ের হরটিকালচার বিভাগ উটাকে অারো অনেক জায়গায় চাষের উপযোগী করেছে বলে জানা যায় । বাহাদুরাবাদ ঘাটের কাছে এসে দ্রুতযানের গতি এমন হত যে ট্রেন থেকে নেমে হেটে হেটে এর সাথে যাওয়া যেত , মনে হয় অনেক দুর পর্যন্ত বালুময় ট্রেন লাইন থাকার কারণে । এখন বুঝতে পারেন একটি কবিতায় প্রয়োগীত শব্দ যথা আপ ডাউন একজন পাঠকের স্মৃতিকে নিয়ে যেতে পারে কতদুর পর্যন্ত ।
ভাল থাকার শুভ কামনা রইল
১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী। অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন। বাহাদুরাবাদে কলিম মিঞার হোটেলের কথা, ওপারে তিস্তামুখঘাটের পর ভরতখালী, বোনারপাড়া রেলওয়ে জংশন, ইত্যাদিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: টেলিপ্যাথি'র কবিতা ভালো হয়েছে।