নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অস্থিরতা

১২ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৪

যখন এই মনের কোন কোণে
একটা পাথর এসে বসে, তখন-
এতটা অস্থির কেন হয়ে যাই?
শোয়া, বসা, দাঁড়ানো, ঘুমানো
কোন কিছুতেই স্থিরতা পাইনা।
শুধু ভালো লাগে,
কবিতা লিখতে, পড়তে-
গান শুনতে, শোনাতে-
পাখি দেখতে, দেখাতে-
আর আনায়াকে ভালোবাসতে।

ঢাকা
১২ অগাস্ট ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আনায়া কলারো নাম বুঝি?

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫১

খায়রুল আহসান বলেছেন: জ্বী সাদা মনের মানুষ, 'আনায়া' আমার প্রিয়তমার নাম। :) :) :)

২| ১২ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: কলারো < কারো :)

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

খায়রুল আহসান বলেছেন: সেটা ঠিকই বুঝেছি। :)

৩| ১২ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: আরো একটু হলে মন্দ হতো না....

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৩

খায়রুল আহসান বলেছেন: হয়তো হতো না, কিন্তু কথা তো এখানেই শেষ হয়ে গেল যে!
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০৮

টাইম টিউনার বলেছেন: স্যার অতি অল্প কথায় ,অনেক কিছু প্রকাশ করেছেন, ভালো লাগলো। আনায়া কারো নাম ? প্রথম ভাবছিলাম শব্দ টা আয়না । :)

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে জেনে খুশী হ'লাম, টাইম টিউনার। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
আগেই বলেছি, 'আনায়া' আমার প্রিয়তমার নাম। ওকে না দেখলে আমার মনটা আনচান করতে থাকে। :)

৫| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা লিখতে, পড়তে-
গান শুনতে, শোনাতে-


বেশি বেশি করে লিখুন
আমাকে পাঠক হিসাবে পাবেন।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। পাঠক হিসেবে আবার আশ্বস্ততা পেয়ে অনুপ্রাণিত বোধ করছি। শুভেচ্ছা জানবেন।

৬| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

সিগনেচার নসিব বলেছেন: স্যার তো দেখি
মহা অস্থিরতার মধ্যে আছেন

বেশ লাগল !
অনিঃশ্বে ভাল লাগা ও শ্রদ্ধা জানবেন

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অস্থিরতা থেকেই এ কবিতার উৎপত্তি।
আপনার আর নতুন কোন লেখা দেখছি না কেন? জোরে শোরে ব্লগিং শুরু করুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৭| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর কবিতা। মুগ্ধ পাঠ ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: প্রীত হ'লাম, শুভেচ্ছা নিন।

৯| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

জুন বলেছেন: আনায়ার জন্য অনেক শুভকামনা রইলো।।। মানুষ বলে চিনির চেয়ে গুড় নাকি বেশি মিষ্টি। ছেলেমেয়ের চেয়ে নাতি নাতনী। যদিও আমার সেই সৌভাগ্য এখনো হয়নি। যদি বেচে থাকি তবে এই অনুভূতিটুকু লাভ করার সুযোগ যেন আমি পাই।
ছোট ছোট বিষয় নিয়ে সুন্দর সুন্দর লেখাগুলোর জন্য ধন্যবাদ খায়রুল আহসান।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনি ঠিকই বলেছেন। ছেলেরা কিভাবে বড় হয়ে গেল, তা টের পাইনি। হয়তো জীবিকার তাগিদে ব্যস্ত ছিলাম বলে ওদের দিকে সেভাবে খেয়ালও রাখতে পারিনি। কিন্তু আদরের আনায়াকে চোখের সামনে রেখে নেড়ে চেড়ে ওর বড় হওয়া প্রত্যক্ষ করছি। এ যেন এক স্বর্গীয় আনন্দ।
দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামীন যেন আপনাকেও এ স্বর্গীয় আনন্দ উপভোগের তওফিক এনায়েৎ করেন।
ছোট ছোট বিষয় নিয়ে সুন্দর সুন্দর লেখাগুলোর জন্য ধন্যবাদ খায়রুল আহসান - মন্তব্যের শেষের এ বাক্যটিতে অতিশয় প্রীত ও মুগ্ধ হ'লাম।
ভালো থাকুন জুন, সুস্থ দেহে ও সুখী মনে।

১০| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২০

দৃষ্টিসীমানা বলেছেন: আপনি চমৎকার ভাবে জীবনের ঘটনা গুলো বর্ণমালায় সাজিয়ে উপস্থাপন করেন যা পড়তে অনেক ভাল লাগে ।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

খায়রুল আহসান বলেছেন: খুবই চমৎকারভাবে আমার লেখার প্রশংসা করে গেলেন। ভীষণভাবে অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি, দৃষ্টিসীমানা। ভালো থাকুন, সপরিবারে।

১১| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

প্রথমকথা বলেছেন:




খুব সুন্দর লিখেছেন,
প্রিয় কবি
"আর আনায়াকে ভালোবাসতে"।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটি পড়ে এখানে মন্তব্য রেখে যাবার জন্য। অনেক অনেক শুভেচ্ছা।

১২| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১০

ক্লে ডল বলেছেন: আনায়া
বাহ!! খুব মিষ্টি নাম!!

অল্প কথায় এবং অতি সাবলীলভাবে অস্থিরতাকে দারুণভাবে প্রকাশ করেছেন!

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ক্লে ডল। জুন এর মন্তব্য (৯ নং) পড়ে নিশ্চয়ই এতক্ষণে আনায়া কে, সে রহস্য কেটে গেছে। আনায়া হচ্ছে আমার দুই বছরের নাতনি। যেমন মিষ্টি নাম, তেমনি মিষ্টি মেয়ে ও। ভীষণ বুদ্ধিমানও বটে, মা শা আল্লাহ!

১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

অরুনি মায়া অনু বলেছেন: হাঁ লেখার সাথে মন খারাপের একটা সম্পর্ক আছে জানি। তবে অস্থিরতা বেশি হলে ভালবাসায়ও ছন্দ পতন হয় কবিতার মত।এটা অবশ্য আমার বেলায়। আপনি অস্থিরতাকে জয় করেছেন জেনে ভাল লাগল অনেক।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতায় মনের একটা বিশেষ সময়ের অনুভূতির কথা ব্যক্ত করেছি, যখন কোন কিছু ভালো লাগেনা, তবে তবুও ভালো লাগে কিছু কিছু কাজ করতে। প্রাত্যহিক জীবনে অস্থিরতা আমাদের সবার মাঝেই আছে। কখনো সেটা হয় স্বল্পস্থায়ী, কখনো আবার দীর্ঘস্থায়ী।
জীবনের এমন কিছু অস্থির মুহূর্তকে স্মরণ করেই এ কবিতা।
মন্তব্য ভালো লেগেছে অনেক। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর ।

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

মাহমুদ০০৭ বলেছেন: আনায়া আপনার নাতনির নাম । আমি কি ঠিক ? :)
( ফেসবুক পিকের উপর ধারণা রেখে বললাম )
অনুভূতির সাবলীল প্রকাশ ভাল লেগেছে।
শুভেচ্ছা রইল ।

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, ঠিক। এর আগের মন্তব্যগুলোর জবাবেও একথা বলেছি।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

খায়রুল আহসান বলেছেন: আপনার "মিক্স প্যাকেজ - ন্যানো গল্প / অণুগল্প /চোঙ্গাগল্প / অনুপদ্য / কবিতা" পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

সোহাগ সকাল বলেছেন: আনায়াটা কে?

ভালো লাগলো লেখা। শুভ কামনা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: উপরের মন্তব্যগুলো পড়লে, বিশেষ করে ৯ নং মন্তব্য এবং এর উত্তর, বুঝতে পারবেন "আনায়াটা কে?"।
আমার এ লেখাটা আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
আপনার প্রথম পোস্ট "চিত্তবিলাপ" পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫৫

রায়হানুল এফ রাজ বলেছেন: অস্থিরতা দূর করতে যা মন চায় তাই করুণ কবি। ভালো থাকবেন।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ পরামর্শের জন্য। তাই তো করে থাকি, যদি সেরকম বাধা না আসে, যেমন কবিতা লিখি, অন্যের লেখা পড়ি, ব্লগিং করি, ইত্যাদি।
আপনার কবিতা "বঙ্গবন্ধু ফিরছেন" পড়ে সেখানে মন্তব্য রেখে এসেছি।

১৮| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একবিন্দু। খুঁজে দেখি অনন্তপ্রান্তর।
দারুণ। +

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: দারুণ কথা বলে গেলেন পাঁচটি মাত্র শব্দে। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১৯| ১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:১৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। শুভকামনা।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতা পড়ে মন্তব্য করার জন্য।
আপনার পুরনো পোস্ট "তুমি থাকবে" পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।

২০| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০০

মেহেদী রবিন বলেছেন: ছোট্ট সুন্দর কবিতা

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: আপনার ছোট্ট সুন্দর এই মন্তব্যটা বেশ ভালো লাগলো। অনুপ্রাণিত হ'লাম।
আপনার লেখা গ্রিক মিথলজিঃ পরিচিতি (পর্ব-১) পোস্টটা পড়ে মন্তব্য করে এলাম।

২১| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ছোট্ট একটা কবিতায় অস্থিরতাকে
জয় করার পন্থার বিষয়ে
সুন্দর দিক নির্দেশনা
ভাল লাগল ।

শুভেচ্ছা রইল ।

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়েছেন, এজন্য অনেক ধন্যবাদ, ডঃ এম এ আলী। মন্তব্যে প্রেরণা দিয়ে গেলেন, এজন্য কৃতজ্ঞতা।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

২২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

অভি চৌধুরী বলেছেন: কিছু ফেইস হয় ভাইয়া মন ভালো করে দেয়ার মত এই দুনিয়াতে। আপনিও তেমন, আপনার হাস্যজ্জ্বল মুখটা এমনি একটা মুখ বলেই আমার মনে হয়।

পোস্টএর কথা কিছু বলবোনা এখন

ভালো থাকবেন সেই সাথে সুস্থ্যতাও

সালাম জানবেন

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: পোস্টএর কথা কিছু বলবোনা এখন -- পোস্ট এর কথাই এখানে বেশী বেশী শুনতে চাই।
আপনার প্রশংসা পেয়ে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

২৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আনায়া ,কবি দুজনের জন্য শুভ কামনা ।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৩

খায়রুল আহসান বলেছেন: শুভ কামনা পেয়ে প্রীত হ'লাম। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
আপনার পুরনো পোস্ট দুই টাকা দিয়ে কি পাওয়া যায় ভাবছি পড়ে মন্তব্য করে এলাম।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৮

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট পরামর্শ চাই পড়ে এর আগে মন্তব্য করেছিলাম।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪

গেম চেঞ্জার বলেছেন: এইটুকুতেই দারুণ লাগলো!!

(+)

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
আপনার পুরনো ব্যতিক্রমী পোস্ট চরম কিছু ছবিতে প্রকৃত বাস্তবতা (ছবি ব্লগ) পড়ে এলাম। ভালো লেগেছে।
শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.