নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তার নখ

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

সুন্দর মুখের সেই মেয়েটির,
দশটি নখও ছিল অনিন্দ্যসুন্দর।
নখের পরিচর্যায় সে যে পারদর্শী,
মোহনীয় নখগুলো তার স্বাক্ষর।

তার লম্বা গ্রীবার সাথে
আঙুলগুলো যেমন মানানসই,
নখগুলোও তেমনি লম্বাটে
ঝিনুকের মত চকচকে।

শাড়ী ও অধর রঞ্জনির সাথে মিল রেখে,
নখগুলোকেও একই রঙ্গে রঞ্জিত করেছিল।
রীজ উইদারস্পুনের চিবুকের মত চোখা,
খুব ধারালো নয়, তবে বেশ আবেদনময়।

তার নখগুলো অস্ত্র নয়।
আত্মরক্ষায় কোন কাজে আসেনা।
কেবলই চিকণ আঙুলগুলোর মুকুট হয়ে,
সূচালো পরশের হাতছানি দিয়ে যায়।

ঢাকা
২২ নভেম্বর ২০১৩
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে প্রকাশিত)

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৯

টাইম টিউনার বলেছেন: কিছু মনে করবেন না স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আয়ানা ম্যাডাম কি আপনার ব্লগ পড়েন? অনেক সুন্দর করে যত্ন সহকারে লিখেছেন বুঝতে পারছি । :)

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৪

খায়রুল আহসান বলেছেন: উনি এখনো আমার ব্লগ পড়া শুরু করেন নি। তবে ভবিষ্যতে পড়বেন নিশ্চয়ই। :) :)
আমার "অস্থিরতা" কবিতাটার সবগুলো মন্তব্য মনযোগ দিয়ে পড়লে এ ব্যাপারে আপনার অস্বচ্ছ ধারণা স্বচ্ছ হয়ে যাবে। বিশেষ করে জুন এর মন্তব্যটি পড়লে।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৭

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২১

ফয়েজ উল্লাহ্‌ রবি বলেছেন: অনেক দিন পর ফিরে এলাম নতুন করে,
বেশ লেগেছে কাব্যখানা
শুভেচ্ছা রইল প্রিয় কবি।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: ফিরে আসায় সুস্বাগতম!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। এখানে মন্তব্য রেখে যাওয়াতে কৃতার্থ হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নখ নিয়ে দারুণ কাব্য। ভালো লেগেছে।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৪

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:১০

টাইম টিউনার বলেছেন: হুম পড়েছি। এইমাত্র । অস্বচ্ছ ধারণা স্বচ্ছ হয়ে গেছে। সরি স্যার :)

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: :)
ধন্যবাদ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৫

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। কবিতায় রমণীরর চুল, চোখ, মুখ, হাসি এইসবের বর্ণনা দেখেছি অনেক। কিন্তু নখের বিষয়টি এই প্রথম। ব্যতিক্রমধর্মী কবিতাটি বেশ ভাল লেগেছে।

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: কোন এক সামাজিক অনুষ্ঠানে এক প্রিয়দর্শিনীর সুন্দর পরিচর্যাশোভিত নখ দেখে মুগ্ধ হয়েছিলাম। সেখান থেকেই কবিতাটা উঠে এসেছে। কবিতাটা ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে++

২৩ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শাহরিয়ার কবীর। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

প্রথমকথা বলেছেন:



"তার নখগুলো অস্ত্র নয়।
আত্মরক্ষায় কোন কাজে আসেনা।
কেবলই চিকণ আঙুলগুলোর মুকুট হয়ে,
সূচালো পরশের হাতছানি দিয়ে যায়"।



নখগুলো কেবলই চিকণ আঙুলগুলোর মুকুট , খুব ভাল লিখেছেন। ভাল লাগল।

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতি দেয়ার জন্য ধন্যবাদ। উদ্ধৃতির অংশ বিশেষ আপনার ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৯| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১

জুন বলেছেন: ব্যতিক্রমী এক বিষয়বস্ত নিয়ে লেখা কবিতাটি অনেক ভালোলাগলো ।
এক সময় যখন ঘর সংসার শুরু করি নি তখন এমন করেই নখ রাংগিয়ে রাখতাম। পড়ালেখা ছাড়া আর কোন কাজ ছিল না ।
আজ সংসারের কাজে কিছুটা হলেও পানি ঘেটে সেসব লম্বা নখ আর নেইলপলিশের সমারোহ কোথায় যে হারিয়ে গেছে খাইরুল আহসান ।
+

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

খায়রুল আহসান বলেছেন: হঠাৎ দেখা সুন্দর পরিচর্যাসমৃদ্ধ দুটো হাতের আঙুল আর নখ দেখে এ কবিতাটা লিখেছিলাম। কবিতাটা আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম, জুন। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: রীজ উইদারস্পুনের চিবুকের মত চোখা,
খুব ধারালো নয়, তবে বেশ আবেদনময়


অসাধারণ উপমা! নখ নিয়ে যে কবিতা লেখা যায় এ কবিতাটি না পড়লে বুঝতাম না!

আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা কবি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ। উপরের কিছু মন্তব্যের উত্তরে জানিয়েছি কবিতা লেখার প্রেক্ষাপট। অনেকটা তাৎক্ষণিকভাবেই লেখা হয়েছিল কবিতাটি।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি। শুভকামনার জন্য ধন্যবাদ। আপনার জন্যেও রইলো পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা।
আপনার ওয়াট্টোনামা শীর্ষক লেখাটা পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি, একবার সময় করে দেখে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.