নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
রুটিন বাঁধা জীবন, সেতো বন্দীত্বেরই নামান্তর!
এপারেতে দৃষ্টি উদাস,
ওপারেতে মুক্ত আকাশ,
অসীম পানে দৃষ্টি রাখি,
বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
কালো কাকের চক্ষু দেখি।
মাথায় ছিল সংখ্যা যত,
হঠাৎ দেখি সংকুচিত,
শূন্য ছাড়া নেই কিছু আর,
এপার ওপার ভাবতে গিয়েই ঘটছে কত ভাবান্তর!
তৃষ্ণা যখন মনের ভেতর, দৃষ্টি তখন তেপান্তর।
দেখছি বসে শুকনো চোখে
পক্ষী ভিজে বৃক্ষ শাখে,
পথিক খুলে রঙিন ছাতা
ঝুল বারান্দায় ভিজে পাতা।
রেলিং ধরে ঝুলে থাকা
বৃষ্টি ফোঁটা মনে করায়,
এক দুঃখিনীর চোখের পাতায়
অশ্রু ঝোলে ফোঁটায় ফোঁটায়।
সেই কথাটিই থেকে থেকে পড়ছে মনে নিরন্তর!
ঢাকা
২৭ মে ২০১৫
স্বর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত)
২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার এই মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম। প্রথমেই একটা ভাল মন্তব্য দিয়ে কবিতার শুভযাত্রা উদ্বোধন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন।
২| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: রেলিং ধরে ঝুলে থাকা
বৃষ্টি ফোঁটা মনে করায়,
এক দুঃখিনীর চোখের পাতায়
অশ্রু ঝোলে ফোঁটায় ফোঁটায়।
সেই কথাটিই থেকে থেকে পড়ছে মনে নিরন্তর!" মনোমুগ্ধকর!
২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ ছোট্ট মন্তব্যের জন্য। অনুপ্রাণিত হ'লাম।
আপনার আব্বা যখন জেলে ছিলেন পোস্টটা পড়ে নিদারুণ ব্যথিত হ'লাম।
৩| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০০
প্রামানিক বলেছেন: মাথায় ছিল সংখ্যা যত,
হঠাৎ দেখি সংকুচিত,
শূন্য ছাড়া নেই কিছু আর,
এপার ওপার ভাবতে গিয়েই ঘটছে কত ভাবান্তর!
চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতি দেয়ার জন্য ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত বোধ করছি।
শুভেচ্ছা জানবেন।
৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার কবিত।
অনেক ভালোলাগা রেখে গেলাম।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।
৫| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
শামছুল ইসলাম বলেছেন: বৃষ্টি নিয়ে চমৎকার সৃষ্টি,
কাড়ল আমার দৃষ্টি।
ভাল থাকুন। সবসময়।
২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, শামছুল ইসলাম। অনেকদিন পরে আমার কোন লেখায় আপনাকে পেয়ে উল্লসিত হ'লাম। কবিতা আপনার দৃষ্টি কাড়তে পেরেছে বলে অনুপ্রাণিত বোধ করছি।
শুভেচ্ছা জানবেন।
৬| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: কবিতা ও ছবিতা অসাধারণ!
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম। ভালো থাকুন, শুভেচ্ছা রইলো।
৭| ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন:
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
৮| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর লিখেছেন।
বৃষ্টি কবিতা পড়তে আমার ভালো লাগে।
২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮
খায়রুল আহসান বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।
বৃষ্টি কবিতা পড়তে আমার ভালো লাগে - আমারও।
শুভেচ্ছা রইলো।
৯| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , অ নে ক ।
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক উল্লসিত ও অনুপ্রাণিত হ'লাম, কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে। আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!
১০| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫
অরুনি মায়া অনু বলেছেন: জানালার বাইরে কবির উদাস দৃষ্টি
অচেনা দু:খিনীর চোখ ভরা লোনা বৃষ্টি,,,,,
ভাল লেগেছে আপনার বৃষ্টি কবিতা।
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪১
খায়রুল আহসান বলেছেন: দুটো লাইনে বেশ সুন্দর বিশ্লেষণ করে গেলেন কবিতার। ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৬
রোদেলা বলেছেন: প্রথম লাইনের পর এতো গ্যাপ দিয়ে শেষ লাইন মেলানো কোন মাত্রা আমি জানি না,তবে অনেক কঠিন একটা কবিতা রচনা করেছেন। মুগ্ধ হলাম।
২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২০
খায়রুল আহসান বলেছেন: একটু আধটু এক্সপেরিমেন্ট করলাম আর কি!
অনেক ধন্যবাদ, মুগ্ধতার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। ভালো থাকুন।
১২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭
জুন বলেছেন: আপনার অনেক কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে আমার খায়রুল আহসান। তবে এ কবিতাটি সত্যি অপুর্ব। বিশেষ করে দুখিনীর নিরন্তর চোখের জলের কথা পড়ে আদ্র হয়ে উঠলো মন।
অনেক অনেক ভালোলাগা রইলো।
+
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
খায়রুল আহসান বলেছেন: কবিতার এত উচ্চ প্রশংসা পেয়ে সত্যি ভীষণ অনুপ্রাণিত হ'লাম, জুন। প্লাসের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কোমল মনে কবিতার ছবি ও কথা রেখাপাত করেছে জেনে উৎসাহিত বোধ করছি। যেকোন কবি বা লেখকই তার লেখার পরে মনে মনে পাঠকের মনে কিছুটা স্থান অনুসন্ধান করে থাকে।
অনেকদিন ধরে ব্লগে আসছেন না, আসলেও অনিয়মিত। আশাকরি ভাল আছেন।
শুভেচ্ছা জানবেন।
১৩| ২২ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১১
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম। আপনার প্রতিও শুভকামনা রইলো।
আপনার পুরনো পোস্ট - শপৎ (বানান ভুল) পড়ে এলাম।
১৪| ২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১১
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: এপারেতে দৃষ্টি উদাস,
ওপারেতে মুক্ত আকাশ,
অসীম পানে দৃষ্টি রাখি,
বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
কালো কাকের চক্ষু দেখি।
উপরের লাইনগুলো অসাধারণ লেগেছে। আরো আরো লিখতে থাকুন। ধন্যবাদ এবং শুভেচ্ছা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৩
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি দ্বারা এমনভাবে উৎসাহ প্রদানের জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি।
শুভেচ্ছা জানবেন।
১৫| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
প্রথমকথা বলেছেন:
এপারেতে দৃষ্টি উদাস,
ওপারেতে মুক্ত আকাশ,
অসীম পানে দৃষ্টি রাখি,
বৃষ্টিভেজা বৃক্ষ দেখি,
কালো কাকের চক্ষু দেখি।
ভাল লেগেছে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ, প্রীত হলাম।
১৬| ২৩ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
আপনার পুরনো পোস্ট "আগুন" পড়ে সেখানে মন্তব্য রেখে আসলাম।
১৭| ২৪ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতাখানি । তবে
এলা্ইনটি সবচেয়ে বেশী
ভাল লেগেছে
শূন্য ছাড়া নেই কিছু আর
কারণ
নীজের দিকে তাকালে
সবচেয়ে বেশী শুন্যতাই
দেখি , পরিচিতজনদেরো
আর বিশেষ দেখা যায়না
মনে হয় শুন্যতার পালাটাই
এখন অনেক বেশী ভারী ।
শুভেচ্ছা রইল ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ডঃ এম এ আলী। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শূন্য ছাড়া নেই কিছু আর -- আজকাল এই কথাটা মাথার মধ্যে ঘুরপাক খায় বেশী বেশী করে!
আপনার লেখা বাংলা ভাষায় বর্ণ কমানোর বিষয়ে ভাবনা পোস্টের উপর একটা মন্তব্য রেখে এসেছি।
১৮| ৩০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০০
আরাফআহনাফ বলেছেন: "তৃষ্ণা যখন মনের ভেতর, দৃষ্টি তখন তেপান্তর।
দেখছি বসে শুকনো চোখে
পক্ষী ভিজে বৃক্ষ শাখে,
পথিক খুলে রঙিন ছাতা
ঝুল বারান্দায় ভিজে পাতা।"
এ তৃষ্ণাই মনে হ্য় "আশা" - আমাদের বাঁচিয়ে রাখে নিরন্তর।
অনেক সুন্দর প্রকাশ - ভালো লাগা জানবেন।
শুভ কামনা রইলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০
খায়রুল আহসান বলেছেন: বিশ্লেষণাত্মক এই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
আপনার লেখা আমার বিশ্বাস পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
অপ্সরা বলেছেন: রেলিং ধরে ঝুলে থাকা
বৃষ্টি ফোঁটা মনে করায়,
এক দুঃখিনীর চোখের পাতায়
অশ্রু ঝোলে ফোঁটায় ফোঁটায়।
সেই কথাটিই থেকে থেকে পড়ছে মনে নিরন্তর!
বুঝেছই কার কথা মনে পড়ছে!
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাব্যিক বৃষ্টি দর্শন ! চমৎকার একটি কবিতা পড়লাম ।