![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ভাগ্যবানের মাথায় হাত বুলায়,
সুন্দরী স্ত্রী কিংবা অভিসারী প্রিয়া,
কন্ঠলগ্ন হয়ে গুন গুন করে গায়,
'তোমায় পেয়ে ধন্য আমার হিয়া।
মেহেদী রাঙা হাত ও চুরির নিক্বণ,
সেই সাথে পরিশীলিত কন্ঠে গান,
ভাগ্যবানের দু'চোখে তন্দ্রা নামায়
প্রেমের পরশ আর সুরের ঐকতান।
এমন সুখেও তার গভীর নিদ্রা নেই,
বাহুলগ্নার সুরের প্রশংসা করা চাই,
রূপের প্রশংসাও চাই, সেই ভাবনায়
তন্দ্রার রেশ কাটে কথায় কথায়।
অভাগার নিদ্রাসুখ শুধু ওটুকু সময়,
নাপিতের কেচি যখন পরশ বুলায়,
কিচি কিচি মিহি সুরে গান গেয়ে যায়,
রাজ্যের ঘুম নামে চোখের পাতায়।
অসুন্দর হলেও সে যে নরসুন্দর,
মাথাটা সঁপে দিয়ে কিছুটা প্রহর,
অভাগা গভীর ঘুমে হারিয়ে যায়,
কল্পনার ফানুসগুলো শুন্যে ওড়ায়।
নিদ্রাভঙ্গ হয় তার ক্ষৌরকারের ডাকে,
মাথা মালিশের আয়োজন দেখে ভাবে,
যেটুকু সুখনিদ্রা হলো, সেটুকুই বেশ!
বাড়ী ফিরে আসে নিয়ে তারই আবেশ।
সুন্দরীর পরশে ভাগ্যবানের নিমতন্দ্রা,
নরসুন্দরের পরশে অভাগার সুখনিদ্রা।
আদিতমারী, লালমনিরহাট
১৮ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: ভাগ্যবানের নিমতন্দ্রা, অভাগার সুখনিদ্রা। কোনটা ভালো?
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
ফরহাদ মেঘনাদ বলেছেন: দারুন লাগলো।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
জনৈক অচম ভুত বলেছেন: সুখনিদ্রাই বেশ। তবুও যে জেনে-বুঝে হেমলক পানের সাধ জাগে।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
খায়রুল আহসান বলেছেন: দিল্লীকা লাড্ডু!
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। প্রীত হ'লাম।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!
ভাল থাকুন । সবসময় ।
ঈদ মোবারক ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
খায়রুল আহসান বলেছেন: প্রশংসাসূচক মন্তব্য দিয়ে অনেক অনুপ্রাণিত করে গেলেন, শামছুল ইসলাম। আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্যেও ঈদের শুভেচ্ছা রইলো।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর ++
ভালোলাগা রেখে গেলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
খায়রুল আহসান বলেছেন: প্লাসে প্রাণিত হ'লাম। প্রশংসায় প্রীত।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২১
ডঃ এম এ আলী বলেছেন:
দেখা গেল বছর তিনেক আগের লিখা কবিতা , পুণ:প্রকাশের নেই কোন বার্তা, অবাক লাগে এত সুন্দর কবিতা এতদিন কেন হয়নি প্রকাশ তা। যাহোক ভাল লাগল ঘুম ও তন্দ্রা নিয়ে কবিতার কথা মালা । কবিতাটি নিয়ে ভাবলাম বেশ কিছু , ঘুম যদি নিদ্রা, তবে তন্দ্রার হবে কি? ঘুমের ভেতর নিদ্রা আছে, তন্দ্রাকে দেখেছি ব্যাকরণের সংজ্ঞা নিয়ে সরল অনুরাগে । প্রশ্ন করার সময় যদি দুই চোখে ঘুম জাগে তাকে নিদ্রা নাকি তন্দ্রা ভেবে ভেবে রাত্রিবেলা ঘুমের ঘোরে কী নাম তাকে দিব ? জটিল বাক্যবন্ধ শুনে সকল বৈয়াকরণ পাণিনি বা অন্য কোনো বিশেষজ্ঞ-স্মরণ করতে করতে পেরিয়ে যায় অভিধানের পাতা কিন্তু কিছুই যায়না মিলাতে । অথচ এই তন্দ্রাবিভোর চোখ দুটি তো জানে নিদ্রা যদি তন্দ্রা না হয়- তা হলে বিজ্ঞানে কেমন করে ব্যাখ্যা দেবে বলতে পারে কি তা ঘুম? ঘুম, নিদ্রা, তন্দ্রা কিংবা অন্য কোনো ধুম লাগবে চোখে- বৈয়াকরণ ছুটবে দূরে দূরে ব্যাকরণের সংজ্ঞা এবং সমার্থকও ঘুরে দাঁড়াবে আর শব্দ বন্ধ মিলেই সন্ধি হবে ঘুম, নিদ্রা এবং তন্দ্রা যৌথ ঘরে রবে।
ধন্যবাদ তন্দ্রা ও নিত্রা রিয়ে রচিত সুন্দর কবিতাটির জন্য ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা বছর তিনেক আগের লিখা ঠিকই। এটা এর আগে অন্যত্র প্রকাশিত হয়েছিল, এখানে হয়নি।
তিন বছর আগে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ী গিয়েছিলাম। সেখানে একদিন সেলুনে বসে দেখছিলাম পাশে বসা এক ভদ্রলোক চুল কাটার সময়টাতে বেশ স্বস্তির সাথে নাক ডেকে ঘুমোচ্ছেন। তার এই ঘুম দেখে কবিতাটা মাথায় এসেছিলো। পরে বাড়ী ফিরে লেখা।
কল্পনার কোন লাগাম থাকতে নেই...
৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১
প্রামানিক বলেছেন: আদিতমারী, লালমনিরহাট
১৮ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
চমৎকার কবিতা। আপনি কি গ্রামের বাড়ি বসে কবিতাটি লিখেছেন?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২
খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
আমি যখন যেখানে থেকে কবিতা লিখি, সে স্থানের নাম আর লেখার তারিখটা কবিতার নীচে উল্লেখ করে রাখি, নিজেরই সুবিধার জন্য।
তিন বছর আগে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ী গিয়েছিলাম। সেখানে একদিন সেলুনে বসে চুল কাটার সময়টাতে এক ভদ্রলোকের নাকডাকা ঘুম দেখে কবিতাটা মাথায় এসেছিলো। পরে বাড়ী ফিরে লেখা।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
বক্তব্যের সাথে প্রকাশের মহামিলন ঘটেনি, মনে হয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
খায়রুল আহসান বলেছেন: হয়তোবা, মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ঈদ মুবারক এবং ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ডঃ এম এ আলী। ভালো থাকুন সপরিবারে...
১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা সূক্ষ্মতর রসবোধযুক্ত!
খুবই বুদ্ধিদীপ্ত লেখায় প্লাস ++++
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮
খায়রুল আহসান বলেছেন: পাঠকেরা যখন কবিতার রসাস্বাদন করতে পারেন, কবি তখন মুগ্ধ হন, অনুপ্রাণিত হন। ধন্যবাদ আপনাকে, আমাকে এ সুযোগটা দেয়ার জন্য। প্লাস ++++ পেয়ে প্রাণিত হলাম। শুভেচ্ছা রইলো।
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭
অরুনি মায়া অনু বলেছেন: আহা সুন্দরিদের বদনাম হয়ে যাবে যে। তবে আজ মনে হল সুন্দরী না হয়ে ভালই হয়েছে। কিন্তু আমার সে ভাগ্যবান কই! যে পরম নিশ্চিন্তে ঘুমাবে আমার রূপের প্রশংসার দুশ্চিন্তা ছাড়াই। ভাল লেগেছে কবিতা বেশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
তবে আজ মনে হল সুন্দরী না হয়ে ভালই হয়েছে -- নারীদের সৌন্দর্য মনে, প্রেমে।
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭
অপ্সরা বলেছেন: হা হা নরসুন্দরের কাছে বসে বসেও কবিতা মাথায় মাথায় লিখেছিলে ভাইয়া???
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬
খায়রুল আহসান বলেছেন: নরসুন্দরের কাছে বসে বসেও কবিতা মাথায় মাথায় লিখেছিলে ভাইয়া??? -- ঠিক তাই, তবে আমার মাথাটা তখন নরসুন্দরের হাতে ছিলনা। পাশের ভদ্রলোকের চুলকাটার সময় গভীর নিদ্রামগ্ন হয়ে নাকডাকার সুরব্যঞ্জনা উপভোগ করতে করতে এ কবিতাটা মাথায় আসে। তখন আমার মনে হয়েছিলো, উনি খুব সুখী মানুষ।
মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতায় প্লাস দিয়ে অনেক প্রেরণা যুগিয়ে গেলেন!
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২
জনৈক অচম ভুত বলেছেন: অভাগাই রয়ে গেলাম। ভাগ্যবান আর হওয়া হল না।
কবিতা ভাল হয়েছে।