নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
ঘর বাড়ী তো সবই আছে,
দারা পরিবার আছে কাছে,
ঘর সংসার চলছে ঠিকই,
হঠাৎ ভাবি, আচ্ছা একি,
আমি তো এক শরণার্থী!
হুট হুট করে চারদিকেতে
নিচ্ছে সবাই হাতটি পেতে
অচিনপুরের টিকেটখানি
যখনি আসে ঠিক তখনি
হুকুমে বরদার আসমানী!
শরণার্থীর তকমা এঁটে
রয়েছে যারা অপেক্ষাতে,
কোন বিবরে যাবে তারা
এই ভয়েতেই দিশেহারা
দুনিয়া ভুলে পাগলপারা।
মুদবো যখন চোখ দু’খানি
শেষ হবে সব পেরেশানি,
ঠিকানা হবে নতুন শিবির,
স্তব্ধ সদা শান্ত নিবিড়,
দূর্বা ঘাসের নীচে স্থবির।
শরণার্থীর সেই ঠিকানা
কোথায় হবে তা জানিনা।
কেমন যে সে আঁধার বাড়ী,
যেথায় রবো সবারে ছাড়ি’
দোয়ার আশায় তোমাদেরই!
ঢাকা
০৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২
খায়রুল আহসান বলেছেন: আপনার বয়সে এসব নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায়না। আর যে কোন বয়সেই এ নিয়ে ঘুব বেশী মাথা ঘামানোও অনুচিত। তবে চিন্তাশীল ব্যক্তি মাত্রই কখনো না কখনো এ নিয়ে ভেবে থাকে বৈকি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হয়েছি।
২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: কবিতাটা বেশ স্ট্রং থিমের উপর লিখেছেন।যা স্থান, কাল ,পাত্র নিরপেক্ষ।
আসলে আমাদের সবারই মৃত্যু, পরকাল বিষয়গুলো নিয়ে ভাবা দরকার।
কবিতায় লাইক।
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৯
খায়রুল আহসান বলেছেন: বেশ ঘন ঘন আত্মীয়, সতীর্থ, বন্ধু-পরিজনের এবং তাদের পরিবারবর্গের সদস্যদের অনন্ত্য যাত্রার সংবাদ পাচ্ছি। এসব সংবাদে নিজের ছায়াটাও আবছা দেখতে পাই। আল্লাহ সকলের সহায় হউন!
কবিতায় লাইক এর জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯
বিলিয়ার রহমান বলেছেন: ১ নং মন্তব্যে একনো<< এখনো
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০০
খায়রুল আহসান বলেছেন: বুঝে নিয়েছি।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
লেখকের মৃত্যু নেই। কীর্তিমানের মৃত্যু নেই। তারা বেচে আছেন তাদের লেখায়।
দেহ ও আত্নার বিচ্ছেদ নিয়ে অজানা আশংকায় মানুষের যে চিন্তা কবিতায় তার সুন্দর উপস্থাপনা দেখলাম। কবিতাটি পাঠক- পাঠিকাকে মৃত্যু নিয়ে ভাবাতে বাধ্য। আমার মনে হয় আর মৃত্যু নিয়ে ভাবা ভাল। চরম সত্যকে আলিঙ্গন করতে হয়। তবেই না পাপগুলো মুছে যায়।
কবি-ভাবনা খুব ভাল লেগেছে। কবিতায় প্লাস +++
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার এই সুচিন্তিত ভাবনাটুকু শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
কবিতায় প্লাস +++ পেয়ে অনেক, অনেক অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫০
সুমন কর বলেছেন: শরণার্থীর সেই ঠিকানা
কোথায় হবে তা জানিনা। !! আসলেই।
ভালো লিখেছেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৫
খায়রুল আহসান বলেছেন: জ্বী, সমর্থনের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ইমরান আল হাদী বলেছেন: আমরা সবাই শরণার্থী।শুভেচ্ছা নিবেন।
০৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
খায়রুল আহসান বলেছেন: জ্বী, সেভাবেই আমাদের জীবন পরিচালনা করা উচিত।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
একই মন্তব্য দুইবার করায় একটা মুছে দিলাম।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৫
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে এবং প্লাসে অত্যন্ত প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা...
৮| ০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৬
কথাকথিকেথিকথন বলেছেন: আজ আছি কাল নেই, হয়তো কালও আছি কিন্তু পরশু নেই । 'নেই' শব্দটি আমাদের জীবনে অনিবার্য কিন্তু 'নেই' এর পূজা যে করতে চায় না আমাদের এই উচ্চবিলাসী হৃদয় !
কবিতায় ভাল লেগেছে ।
০৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৭
খায়রুল আহসান বলেছেন: তবে একটু ছন্দে ছন্দেই বলিঃ
'শরণার্থীর সংশয়' পড়লেন,
কত সুন্দর মন্তব্য করলেন!
অনেকদিন পরে এলেন,
এতদিন কোথায় ছিলেন?
জীবনে অনিবার্য 'নেই'-
জেনেও হারাই খেই।
'নেই' ঘোচাতে পেরেশান,
অযথা অপচয় জান প্রাণ।
ভাল লাগাতেই প্রীত হলেম,
প্লাসে তো ঋণী করে গেলেন!
ভালো থাকুন কথাকথিকেথিকথন
এবারে বলুন অনুপস্থিতির কারণ।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:০২
গেম চেঞ্জার বলেছেন: ভালো প্রকাশ পেয়েছে জীবন দর্শন সংক্রান্ত চিন্তাধারা!
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। সুবিবেচিত মন্তব্যে প্রীত হ'লাম, "লাইক" এ অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৬
জুন বলেছেন: খায়রুল আহসান এ দুনিয়ায় আমরা সবাই শরণার্থী। সবাইকে চলে যেতেই হবে সে চাক না চাক। তাইতো ফার্সী কবি ওমার খৈয়াম এই রুবাইতে এমন করে লিখতে পেরেছেন।
জীবন বিভিষীকা যারে মৃত্যু ভয়ের চাইতে মারে
মরন তাকে ভয় দেখাতে এমন কি আর অধিক পারে!
দিন কতকের মেয়াদ শুধু ধার করা এই জীবন মোর,
হাস্যমুখে ফিরিয়ে দেবো সময়টুকু হলেই ভোর।
অনেক ভালোলাগা রইলো আপনার কবিতায়।
+
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমার কবিতার সূত্র ধরে ফার্সী কবি ওমার খৈয়াম এর রুবাইতের উদ্ধৃতির জন্য এবং কবিতায় "ভালোলাগা"র জন্য অনেক ধন্যবাদ, জুন। আশাকরি ভাল আছেন সপরিবারে।
সবাইকে চলে যেতেই হবে সে চাক না চাক - এটাই শেষ কথা, অমোঘ সত্য কথা।
কবিতার পাতায় উপস্থিতিতে এবং মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৩
রায়হানুল এফ রাজ বলেছেন: এভাবে কখনো চিন্তা করা হয়নি। ধন্যবাদ চিন্তা শক্তিকে উন্মুক্ত করে দেওয়ার জন্য।
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। কবিতাটি নিয়ে ভেবেছেন জেনে প্রীত হ'লাম। মন্তব্যে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভাল লাগা রইল
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্য এবং ভাল লাগায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
অনেকদিন পরে এলেন আমার কোন কবিতায়। আশাকরি আবার আসবেন।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫২
অরুনি মায়া অনু বলেছেন: খুব খুব খুব সুন্দর। দ্রুত দিন ফুরিয়ে আসছে। ভাবলে আতংকিত হই। কি নিয়ে যাব সেখানে। সঞ্চয় যে কিছুই হলনা।
২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮
খায়রুল আহসান বলেছেন: দ্রুত দিন ফুরিয়ে আসছে। ভাবলে আতংকিত হই। কি নিয়ে যাব সেখানে। সঞ্চয় যে কিছুই হলনা। -- দয়াময়ের উপর ভরসা রাখুন, আতঙ্কিত হবেন না। যিনি জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই আবার নিজের কাছে টেনে নেবেন। খুব বড় কোন দোষ না করলে চিন্তার কোন কারণ নেই। আর করলেও, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা আর ক্ষমা প্রার্থনার মাঝে মুক্তির সম্ভাবনা রয়েছে, কারণ সৃষ্টির পাপ করার ক্ষমতা যতটুকু আছে, স্রষ্টার ক্ষমা করার ক্ষমতা তার চেয়ে অনেক অনেক বেশী।
খুব খুব খুব সুন্দর -- আত্যন্তিক (superlative) প্রশংসায় আপ্লুত।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২১
বিলিয়ার রহমান বলেছেন: মৃত্যু, পরকাল নিয়ে একনো চিন্তা করিনি। হয়তো করতে ভয় হয় তাই এড়িয়ে চলছি।