নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতম কবির স্মরণে

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১

(আধুনিক বাংলা ভাষার বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশ এর আজ ৬২তম প্রয়াণ দিবস। দু'বছর আগে আমি তাঁকে স্মরণ করে এ কবিতাটি লিখেছিলাম।)

কতটা যন্ত্রণা ছিলো তোমার বুকে, হে কবি?
কতটা বিষণ্ণতার আঁধার ঢেকেছিলো তোমায়,
করেছিলো এই হিরণ্ময় পৃথিবী থেকে বিমুখ?
'সোনালী চিলের ডানা', 'দারুচিনি দ্বীপ' আর
'ধানসিঁড়ি নদীতীর', কিছুই তোমাকে রাখতে
পারলোনা? 'মুখোমুখি বসিবার', 'শ্রাবস্তির
কারুকার্য' খচিত নাটোরের সেই বনলতা সেন!
একবারও কি সে তোমাকে আবারো প্রলোভন
দেখায়নি দু'দন্ড শান্তির? সবকিছু ছেড়ে তুমি
লোহার চাকার নীচে কেন শান্তি খুঁজেছিলে?

তোমার এ আকস্মিক দূুর্ঘটনা 'রূপসী বাংলা'কে
রেখে গেছে নিঃস্ব করে। একশ' চল্লিশ বছরের
কোলকাতার ট্রামের ইতিহাসে তুমিই একমাত্র
পিষ্ট হয়েছো তার চাকার নীচে। 'ঝরা পালকের'
মত কেন তুমি ঝরে গেলে, অপঠিত পড়ে র'লো
তোমার 'ধূসর পান্ডুলিপি'! অতৃপ্ত এক জীবনের
যবনিকা টেনে কোথায় কোন অচিনপুরে গেলে?
আজ আমাদের কে দেখাবে প্রকৃতির আনকোরা
রঙের বাহার, 'রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ'?
'রামধনু রঙের কাঁচের জানালা' ভেদ করে কেউ
কি দেখাবে কারও 'নগ্ন নির্জন হাত' এর ইশারা?
মেহগনি অথবা 'কমলা রঙের রোদ' এর ছবি?


পাদটীকাঃ কবি জীবনানন্দ দাশ (জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫; মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৫ কার্তিক, ১৩৬১) এর ৬০তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। তার আদি নাম ছিল জীবনানন্দ দাশগুপ্ত। ১৯২৭ খৃস্টাব্দে কবির প্রথম কাব্যগ্রন্থ 'ঝরা পালক' প্রকাশিত হয়। সে সময় থেকেই তিনি তার পারিবারিক উপাধি 'দাশগুপ্তের' বদলে কেবল 'দাশ' লিখতে শুরু করেন এবং 'গুপ্ত' অংশটুকু ছেঁটে বাদ দেন। জীবনানন্দের মাতা কুসুমকুমারী দাশও কবিতা লিখতেন। তাঁর সুপরিচিত কবিতা আদর্শ ছেলে (আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে) আমাদের বাল্যকালে শিশুশ্রেণীর পাঠ্য ছিল। তবে তখন হয়তো আমরা জানতাম না যে তিনিই কবি জীবনানন্দ দাশ এর মাতা ছিলেন। তার পিতা ছিলেন সত্যানন্দ দাশগুপ্ত (১৮৬৩-১৯৪২)। তাঁর পিতামহ সর্বানন্দ দাশগুপ্ত বিক্রমপুর থেকে বরিশালে যেয়ে আবাস গাড়েন। সর্বানন্দ দাশগুপ্ত জন্মসূত্রে হিন্দু ছিলেন; পরে ব্রাহ্মধর্মে দীক্ষা নেন। তিনি বরিশালে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণ করেন এবং তাঁর মানবহিতৈষী কাজের জন্যে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।
(তথ্যসূত্রঃ ইন্টারনেট, উইকিপিডিয়া)।

আমার অন্যতম প্রিয় এ কবির প্রয়াণ দিবসে তাঁর প্রতি আমার এ শ্রদ্ধাঞ্জলি উৎসর্গিত। বলা নিষ্প্রয়োজন, কবিতায় উদ্ধৃতি চিহ্নের অন্তর্গত শব্দাবলী কবির বিভিন্ন কবিতা ও কাব্যগ্রন্থের নাম এবং তাঁর কবিতায় বহুল ব্যবহৃত শব্দভান্ডার থেকে নেয়া হয়েছে।


ঢাকা
২৩ অক্টোবর ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
(ইতোপূর্বে অন্যত্র প্রকাশিত)

মন্তব্য ৩২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: কবিতা সুন্দর হয়েছে!:)

জীবনান্দ দাশ আমারও প্রিয় কবি। তার প্রয়াণ দিবসের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!:)

পোস্টে লাইক ++ !:)

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
কবি তার শেষ জীবনে ভীষণ মনোকষ্টে ছিলেন। মৃত্যু, আত্মহত্যা, ইত্যাদি নিয়ে অবচেতন মনে ভাবতেন। তার একটা অন্যতম শ্রেষ্ঠ কবিতাঃ
আট বছর আগে একদিন
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



এমন এক কবির স্মরণ করলেন তাঁর মহা প্রয়ানের দিনে, যার নাম শুনলেই হৃদয় মথিত করে উতলা বাতাস বয়ে যায় । আমার নিজের কবি , নিঝুম সময়ের কবি ।
কারন, সূর্যের চেয়ে , আকাশের নক্ষত্রের থেকে
প্রেমের প্রানের শক্তি বেশি ; তাই রাখিয়াছে ঢেকে
পাখির মায়ের মতো প্রেম এসে আমাদের বুক
সুস্থ করে দিয়ে গেছে আমাদের রক্তের অসুখ ।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবির দীর্ঘ কবিতা "প্রেম" থেকে এ অসাধারণ উদ্ধৃতিটুকুর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ, আহমেদ জী এস।
আমার নিজের কবি , নিঝুম সময়ের কবি -- চমৎকার বলেছেন, জেনে ভাল লাগলো।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:১৯

নীলপরি বলেছেন: আপনি যথার্থ কবিতা দিয়ে কবিকে স্মরণ করেছেন । আপনার কবিতার মাধ্যমে আমরাও তাঁকে স্মরণ করার সুযোগ পেলাম ।
ধন্যবাদ ।

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনি যথার্থ কবিতা দিয়ে কবিকে স্মরণ করেছেন -- আপনার এ স্বীকৃতিটুকু আমাকে অনেক অনুপ্রাণিত করে গেলো।
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, নীলপরি। মন্তব্য এবং প্লাসের জন্য কৃতজ্ঞতা।
আপনার লেখা সম্মিলিত প্রয়াসে শুভ শক্তির জয় হোক পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।

৪| ২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
প্রিয় কবির প্রতি অনবদ্য শ্রদ্ধা।
আমি জীবনের প্রথম বই পুরষ্কার হিসেবে জীবনানন্দ দাশের কবিতার বই পেয়েছিলাম। বইটা এখনো আগের মতই চকচকে অবস্থায় রেখে দিয়েছি। দশ বছর হয়ে গেল। এখনো বইটা পড়িনি - কবিতা কম বুঝি বলে। এখন অবশ্য হালকা পাতলা বুঝি। দেখি এইবার পড়ার চেষ্টা করব।

আপনার কবিতায় শ্রদ্ধা প্রদর্শন খুবই ভাল হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: এখনো বইটা পড়িনি -- বইটা পড়ার এখনই উৎকৃষ্ট সময়, কারণ আপনি কবিতা বুঝতে শুরু করেছেন।
আপনার কবিতায় শ্রদ্ধা প্রদর্শন খুবই ভাল হয়েছে -- খুবই প্রেরণাদায়ক মন্তব্য, সেই সাথে প্লাসটা উজ্জীবিত করে গেল।
অনেক অনেক ধন্যবাদ!
শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন, রক্তিম দিগন্ত।

৫| ২৩ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

মানবী বলেছেন: আমি কবি সাহিত্যিক নই তারপরও নিজের সীমিত ক্ষমতায় আমার প্রিয় কবিকে নিয়ে এলেবেল কিছু লিখেছিলাম দীর্ঘদিন আগে। কতোখানি ভালোলাগা আর আবেগ দিয়ে প্রিয় কবি/লেখকের প্রতি এমন শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয় সেখান থেকেই জানা!

পোস্টটি পড়ে স্পষ্ট হলো; শুধু একজন অসাধারন কবিই নন, জীবনানন্দ দাশ বিরল কিছু সুসন্তানদের অন্যতম ছিলেন। তাঁর মা কবি কুসুমকুমারীর দীর্ঘশ্বাস ভরা আর্তি "আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে কাজে বড় হবে" আক্ষরিক অর্থে গ্রহন করে কাজে অনেক অনেক বড় হয়ে দেখিয়েছেন :-)

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ খায়রুল আহসান।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: তারপরও নিজের সীমিত ক্ষমতায় আমার প্রিয় কবিকে নিয়ে এলেবেল কিছু লিখেছিলাম দীর্ঘদিন আগে -- আপনার লেখার লিঙ্কটা দিলে ভাল হতো। এলেবেলে হোক আর যাই হোক, কবির প্রতি গুণমুগ্ধ পাঠকের শ্রদ্ধা তার কবিতা পাঠের পর ভেতর থেকেই উঠে আসে। সেখানে হৃদয়ের ছোঁয়া থাকে। লিঙ্কটা দিলে খুশী হবো।
আপনার দ্বিতীয় অনুচ্ছেদের সাথে পুরোপুরি একমত পোষণ করি।
প্রশংসা আর প্লাস পেয়ে অনুপ্রাণিত হ'লাম অনেক। ভাল থাকুন মানবী, সপরিবারে।

৬| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:১৭

সুমন কর বলেছেন: কবির প্রয়াণ দিবসে তাঁর প্রতি আপনার শ্রদ্ধাঞ্জলি চমৎকার হয়েছে।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর, আপনার এমন উদার প্রশংসার জন্য। অনেক প্রেরণা দিয়ে গেল আপনার ছোট্ট মন্তব্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো!

৭| ২৩ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৫

আলোরিকা বলেছেন: '------জানি – তবু জানি
নারীর হৃদয়-প্রেম-শিশু-গৃহ-নয় সবখানি;
অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয় -
আর এক বিপন্ন বিষ্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে,
ক্লান্ত – ক্লান্ত করে; ' ------------শুদ্ধতম কবির শুদ্ধ উচ্চারণ । বিষাদ , অবসাদ , ক্লান্তি তবুও আশাবাদী ----আবার আসিব ফিরে :)

চমৎকার শ্রদ্ধাঞ্জলি ! :)

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪১

খায়রুল আহসান বলেছেন: শুদ্ধতম কবির শুদ্ধ উচ্চারণ । বিষাদ , অবসাদ , ক্লান্তি তবুও আশাবাদী ----আবার আসিব ফিরে -- ঠিক বলেছেন, একমত।
চমৎকার এ উদ্ধৃতির জন্য ধন্যবাদ।
চমৎকার শ্রদ্ধাঞ্জলি ! -- অনুপ্রাণিত হ'লাম, + + এও।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন:

জীবনানন্দ দাশের প্রতি আধুনিক কবির শুদ্ধতম অর্ঘ্য! খুব ভাল লেগেছে। জীবনানন্দরা বেচে থাকুক তার প্রকৃতির মাঝে। কবিতার জয় হোক!

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১২

খায়রুল আহসান বলেছেন: জীবনানন্দরা বেচে থাকুক তার প্রকৃতির মাঝে। কবিতার জয় হোক! -- আপনার এ সুন্দর কামনার সাথে একাত্মতা ঘোষণা করছি- কবিতার জয় হোক!
জীবনানন্দ দাশের প্রতি আধুনিক কবির শুদ্ধতম অর্ঘ্য! -- শুধু ধন্যবাদ এ উদারতার জন্য যথেষ্ট নয়, জানাচ্ছি কৃতজ্ঞতা। প্লাসেও অনেক অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন ভ্রমরের ডানা। শুভেচ্ছা রইলো।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪২

ক্লে ডল বলেছেন: অসাধারণ এক প্রতিভার নাম জীবনানন্দ দাশ!! মহাপ্রয়াণে কবির প্রতি শ্রদ্ধা!

কবির প্রতি আপনার শ্রদ্ধা নিবেদন চমৎকার হয়েছে! ধন্যবাদ তাঁর পিতা, পিতামহ সম্পর্কে জানানোর জন্য! বিষয়গুলো জানা ছিল না।

২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১৭

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ এক প্রতিভার নাম জীবনানন্দ দাশ! -- অত্যন্ত সঠিক মূল্যায়ন, কিন্তু দুঃখের বিষয় যে তিনি বেঁচে থাকতে তার প্রতিভার সঠিক মূল্যায়ন হয়নি।
প্লাসে এবং প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। তাঁর পিতা, পিতামহ সম্পর্কে তথ্যগুলো অন্তর্জাল ঘেটে আহরণ করেছি।
ভাল থাকুন, ক্লে ডল। শুভেচ্ছা জানবেন।

১০| ২৩ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫১

আনু মোল্লাহ বলেছেন: জীবনানন্দ আমারো প্রিয় কবি। প্রিয় কবিকে নিয়ে আপনার এ লেখা ভাল লেগেছে। অজস্র ধন্যবাদ জানাই আপনাকে :)

২৩ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কোন লেখায় বোধকরি আপনি এই প্রথম এলেন-আপনাকে আমার ব্লগে সুস্বাগতম!
লেখাটি আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। শুভেচ্ছা রইলো।

১১| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: কবিতা ভাল লেগেছে । শুদ্ধতম তকমায় বিশ্বাসী নই । আমার মনে হয়না কোন কবিকে শুদ্ধতম বলা উচিত। জীবনানন্দকে
প্রথম এই উপাধি দিয়েছেন মান্নান সৈয়দ । এটা নিয়ে আব্দুল্লাহ আবু সায়ীদ সহ আরো কয়েকজন কবি এই শব্দ ব্যবহারের বিপক্ষে
তাদের মতামত দিয়েছিলেন।

যদি কবি শুদ্ধতম হয়ে যান , তিনি থেমে গেলেন, তার মৃত্যু ঘটল।
ভাল থাকবেন স্যার ।

২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: শুদ্ধতম তকমায় বিশ্বাসী নই । আমার মনে হয়না কোন কবিকে শুদ্ধতম বলা উচিত - ঠিক, ঠিক, একদম ঠিক কথাই বলেছেন। আমিও একমত আপনার সাথে, তবে কবি আব্দুল মান্নান সৈয়দ তার একটা গবেষণামূলক গ্রন্থে ঐ বিশেষণটি ব্যবহার করেছিলেন বলে আমিও কবিকে সেভাবেই উল্লেখ করলাম।
যদি কবি শুদ্ধতম হয়ে যান , তিনি থেমে গেলেন, তার মৃত্যু ঘটল - চমৎকার বলেছেন কথাগুলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ, মন্তব্য পেয়ে প্রীত হ'লাম।
আপনার পুরনো পোস্ট (১৭ জানুয়ারী ২০১৪) মিক্স প্যাকেজ - অণুগল্প , চোঙ্গা গল্প , অনুপদ্য , কবিতা , আউলা মনের বাউলা কথন পড়ে সেখানে একটি মন্তব্য রেখে এলাম।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪৬

অরুনি মায়া অনু বলেছেন: প্রতিটি কবির জীবনেই কষ্ট আছে, যা পাঠকরা জানতে চায়না।
কবির স্মরণে আপনার কবিতা সুন্দর হয়েছে।
তাঁর অকাল মৃত্যুতে একজন ভাল কবিকে হারালাম আমরা।
আপনাকে অনেক ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১২

খায়রুল আহসান বলেছেন: প্রতিটি কবির জীবনেই কষ্ট আছে - আপনার এ উপলব্ধির সাথে একমত। কষ্টবোধ ছাড়া বুঝি কবিতার ফুল ফোটেনা।
কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্রশংসা ও মন্তব্য প্রেরণা রেখে গেল।
আপনার দুটো পোস্ট পড়ে এলাম, একটা গল্প, আরেকটা কবিতা। দুটোই ভাল লেগেছে।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩০

মানবী বলেছেন: আপনি আমার ভুলে ভরা লেখার সাথে পরিচিত তাই লিংকটি দেবার সাহস করছি!

এলেবেলে লেখার লিংক

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: আপনার এলেবেলে লেখা- উৎসর্গ হেলাল হাফিজ.....!!! পড়ে অভিভূত হয়েছি। খুব সুন্দর লিখেছেন। + +

১৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১২

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ ,
কবির প্রয়ান দিবসটি স্মরণে আনার জন্য
কবি জীবনানন্দ দাসের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।
তার কবিতার শব্দ ভান্ডার হতে গুটি কতক শব্দের
ব্যবহার আলোচ্য এ কবিতাটিকেও দিয়েছে ভিন্ন মাত্রা ।
জীবনানন্দ দাসের কবিতার শব্দের অনেক গুলিই অামাদের
কাছে পরিচিত তা প্রকাশের স্বকীয় মহাত্ব গুণেই ।
জীবনানন্দ দাসের কবিতার শব্দমালা অাধুনিক
বাংলা কবিতার শব্দের বিশ্বকোষ হিসাবেই
হতে পারে আজ পরিগনিত ।

শুভেচ্ছা রইল ।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এখানে আপনার সুচিন্তিত মতামত রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, ডঃ এম এ আলী। আপনার মৌলিক উপলব্ধি আর প্রাজ্ঞ মতামত সবসময়ই ব্লগের পোস্টগুলোকে সমৃদ্ধ করে, আমারটাকেও করেছে।
শুভেচ্ছা জানবেন।

১৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কথা শুনে , তবে আপনার মত এখনো যেতে পারিনি ব্লগের কোন লিখার গভীরে, যতটুকু সময় ও অন্তরদুস্টি নিয়ে এত এত কমেন্ট ও তার জবাব মুল্যায়ন করে সুচিন্তিত মতামত দিয়ে পুরা ব্লগবাসীদেরকেই সুন্দর একটি বার্তা দেন, একটি লিখার উপরে মন্তব্য ও জবাবটা কি রকম হবে , লিখাটি পাঠে শুধু লিখকের জন্য দুটো কথা লিখে গেলেই হবে না, বাকী পাঠকদের কথাটাও বিবেচনায় নিতে হবে, আপনার প্রাজ্ঞ মন্তব্য ব্লগের কালচারটিকেই উন্নতির দিকে ধাবিত করে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: আবারো ধন্যবাদ জানাচ্ছি, আপনার এই এ্যাপ্রিশিয়েটিভ মন্তব্যের জন্য। ভাল থাকুন, সবসময়।

১৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারো অন্যতম প্রিয় কবি।
শ্রদ্ধা রইল।



লোহার চাকার নীচে কেন শান্তি খুঁজেছিলে?
সুন্দর।

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতি ও মন্তব্যের জন্য ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.