নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

ছদ্ম প্রসন্নতা

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪০



করোটির ভেতরে রয়েছে এক বিষাদাশ্রম,
সেখানে গুমরে কাঁদে কত সব বিষাদের ছায়া।
অথচ মুখে আঁকা থাকে প্রসন্নতার সৌম্য ছবি
নিরন্তর বেদনার মাঝেও জ্বলে হাসির রবি।

এ কেমন বৈপরীত্য, হায়!
হৃদয়-করোটি জুড়ে থাকা এসব বিষন্নতা
বাহ্যিক হাসির আড়ালে সব ঢাকা পড়ে রয়!
বিষাদ বিভ্রমগুলো ক’জনাই বা দেখতে পায়?

কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
হাসির অন্তরালে বয়ে যেতে পারে শত প্রলয়।
একটু মমতা, আর ভালবাসামাখা মায়াবী দৃষ্টি
নিভাতে পারে অগ্ন্যুৎপাতের উদগীরিত ছাইবৃষ্টি।

ঢাকা
২৫ অক্টোবর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

ছবিঃ Audrey Ó Nuadháin এর ফেইসবুক পোস্ট থেকে।

মন্তব্য ৫৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৮

নোমান প্রধান বলেছেন: বেশ

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮

রাতুল_শাহ বলেছেন: কম বেশি সবার ভিতরে চাপা কান্না আছে। এই চাপা কষ্ট নিয়ে হাসিমুখে বেঁচে থাকার চেষ্টা করে।

২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেকদিন পরে আপনি আমার কোন লেখায় এলেন। আশাকরি কুশলেই ছিলেন এতদিন।
আপনি কবিতার সার-সংক্ষেপটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। এজন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ছবিটা দারুণ। কবিতা কি ছবি থেকেই এসেছে?

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০৮

খায়রুল আহসান বলেছেন: জ্বী, ছবিটা দেখার পর পরই কবিতাটা মাথায় এসেছে। বাইরে যাবার আগে একটু তাড়াহুড়ো করেই লিখে পোস্ট করে গিয়েছিলাম। ফিরে এসে শিরোনাম পরিবর্তনসহ কিছু সম্পাদনা/সংযোজন করলাম। আশাকরি এতে করে আপনার কাছ থেকে পাওয়া প্রশংসাটুকু অক্ষুন্নই রয়ে যাবে।
কবিতার প্রশংসা এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম অনেক। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩

মার্কো পোলো বলেছেন:
ছবির সাথে কবিতার দারুণ কম্বিনেশন। +

২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: আমার কোন লেখায় সম্ভবতঃ আপনি এই প্রথম এলেন, তাই প্রথমেই আমার ব্লগে আপনাকে সুস্বাগতম জানাচ্ছি!
ছবির সাথে কবিতার দারুণ কম্বিনেশন -- ছবিটা দেখার পরই কবিতাটা মাথায় এসেছে।
মন্তব্য ও + এর জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৬

ইমরান আল হাদী বলেছেন: ছবিই অনেক কথা কয়।কবিতা সুন্দর।

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: জ্বী, আপনি ঠিকই বলেছেন ইমরান আল হাদী, ছবি অনেক কথা বলে।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৬| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:০০

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা শিরোনামসহ সম্পাদনা করেছি। ইতোমধ্যে পাঁচজন পাঠক মন্তব্য করে ফেলেছেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮

ক্লে ডল বলেছেন: ছবিটা সকালেই সংগ্রহে নিয়েছিলাম।
অসাধারণ ছবি এবং চমৎকার কবিতার ভাবার্থ!

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৯

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ ছবি এবং চমৎকার কবিতার ভাবার্থ! -- এতটা মনোমুগ্ধকর প্রশংসা পেয়ে কবিতা ও ছবি, দুটোই ধন্য হলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্লে ডল, প্লাসটাও অনেক প্রেরণা দিয়ে গেল।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
তার ভেতরে বয়ে যেতে পারে দুঃখের নদী।


..........ঠিক বলেছেন কবি, সমাজে চলার সময় এমন কতো বিষাদকে আমরা প্রসন্ন হাসির আড়ালে লুকাতে চেষ্টা করি.....শুভেচ্ছা

২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ, সাদা মনের মানুষ।
সমাজে চলার সময় এমন কতো বিষাদকে আমরা প্রসন্ন হাসির আড়ালে লুকাতে চেষ্টা করি.... -- যথার্থ ভাবনা, শেয়ার করাতে প্রীত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:০৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন লাগল।শেষের চরণগুলো বাস্তবে প্রতিফলিত দেখা খুবই প্রয়োজন

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার কাছে অসাধারণ মনে হয়েছে জেনে মনে সন্তোষ বোধ করছি। উদার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা, 'লাইক' পেয়ে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা ও ছবি দুটোই অনেক সুন্দর । কবিতায় গুঢ় অর্থবোধক সকল চরনই অনেক কথা দেয় যে বলে ।
শুভেচ্ছা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবি দুটোই অনেক সুন্দর -- অনেক ধন্যবাদ, এ প্রশংসাটুকুর জন্য। বাকী কথাটাও প্রেরণাদায়ক।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন ডঃ এম এ আলী।

১১| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৭

মেহেদী রবিন বলেছেন: ঠিক। বাইরের চেহারায় ভিতর চেনা যায় না। সুন্দর কবিতা

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: বাইরের চেহারায় ভিতর চেনা যায় না -- কথাটা প্রায়শঃ সত্য।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৫

রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিটাই তো সব বলে দিচ্ছে।

কবিতা পড়ার পর করোটির ভেতরের বিষন্ন মানুষটা বলছে, কথা গুলো একদম সত্য। কিন্তু কী করব আমি?

আর, করোটি ওয়ালা মানুষটা বলছে - চমৎকার কবিতা। +

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার মন্তব্য, কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
আশাকরি আজকের টেস্ট ম্যাচটা ফলো করছেন এবং খেলা শেষে একটা পোস্ট দিবেন।

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিটা অনেক কিছু বলে গেল। সাথে শব্দেরা। দারুণ।

২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, দিশেহারা রাজপুত্র। ছবিটাই কবিতার প্রেরণা।
কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:২১

আলোরিকা বলেছেন: আমার এ যাবত পড়া আপনার লেখাগুলোর মধ্যে এটাই শ্রেষ্ঠ ! :)

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৭

খায়রুল আহসান বলেছেন: আপনার এ প্রশংসামূলক বাক্যটা এ লেখাটার মাথায় মুকুট হয়ে রইবে। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। অতিরিক্ত প্রেরণা হিসেবে "লাইক" এর জন্যেও আন্তরিক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা রইলো...

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

বাস্তবিক কবিতায় জীবনের প্রতিচ্ছবি!!
লেখায় প্লাস++

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: বাস্তবিক কবিতায় জীবনের প্রতিচ্ছবি -- মাত্র চারটি শব্দে কবিতার সুন্দর মূল্যায়ন করে গেলেন। তদুপরি প্লাস++ দিয়ে প্রেরণা দিয়ে গেলেন। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন ভ্রমরের ডানা।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ সুমন কর। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ভাল থাকিন, শুভকামনা রইলো।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৮

নতুন বালক বলেছেন: যেন আমারই মনের কথা

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট আমাদের বিবেক অথবা ..... পড়ে প্রথম মন্তব্য রেখে এলাম।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

এইচ আর হাবিব বলেছেন: ভাইয়া আপনাকে অনেক ানেক ধন্যবাদ, আশা করি আপনি প্রায় এ ধরনের লেখা পোষ্ট করবেন। তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

খায়রুল আহসান বলেছেন: আমি নিয়মিত লিখে চলেছি, ভাল মন্দ মিশিয়ে। কোনটা পাঠক প্রিয়তা পায়, কোনটা পায়না। এটা পেয়েছে দেখে ভাল লাগছে, আপনার মন্তব্যেও অনুপ্রাণিত হ'লাম।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...
আপনার প্রথম পোস্ট কেন যে তোকে ভালোবেসেছিলাম পড়ে সেখানে মন্তব্য রেখে এলাম।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:১০

কালীদাস বলেছেন: ছবিটা আমাকে পোস্টে ঢুকিয়ে ছেড়েছে। কোথায় পেলেন এই জিনিষ?

২৮ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: ছবিটা তো আমাকে দিয়ে কবিতা লিখিয়েই ছেড়েছে। এটা ফেইসবুকে পেয়েছি, এ কথা কবিতার নীচে উল্লেখ করেছি।
কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: এটি ছিল আমার ২৫০ তম পোস্ট। একটা ছোট্ট মাইলফলক, কবিতাটি সমাদৃত হয়েছে দেখে প্রীত বোধ করছি। যারা সময় নিয়ে কবিতাটি পড়েছেন, এর উপর মন্তব্য করেছেন এবং ভাললাগার কথা জানিয়েছেন, তাদের সবাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভাল থাকুন, শুভেচ্ছা নিন।

২১| ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিউত্তরের জন্য । অভিনন্দন রইল ২৫০তম পোস্ট এর জন্য ।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৯

খায়রুল আহসান বলেছেন: ২৫০তম পোস্ট এর জন্য অভিনন্দন পেয়ে প্রীত হ'লাম। শুভকামনা রইলো...

২২| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

২৩| ২৮ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৮

গিরি গোহা বলেছেন: ছবি ও কবিতা চমৎতকার লেগেছে

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই ভালো লাগলো ।

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নীলপরি, ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্য। শুভেচ্ছা জানবেন।

২৫| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২১

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: বেদনার মাঝেও খেলে যায় হাসি নিরন্তর!
...
কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
তার ভেতরে বয়ে যেতে পারে দুঃখের নদী।

আপনার চমৎকার কবিতার লাইন গুলো পড়ে কিশোর কুমারের গাওয়া পুরোনো একটা গানের কথা মনে এলো :

"সুখেও কেঁদে ওঠে মন
এমনো হাসি আছে বেদনা মনে হয়
জলে ভরে দু’নয়ন।"

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আমার কবিতা থেকে উদ্ধৃতির জন্য অসংখ্য ধন্যবাদ, বাবুরাম সাপুড়ে১। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
কিশোর কুমারের এই গানটার লিঙ্কটা দিলে গানটা শুনতে পারতাম। গানের কথাগুলো খুব সুন্দর।

২৬| ২৮ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:১২

খায়রুল আহসান বলেছেন: আপনার এক শব্দের প্রশংসাবাক্য আমাকে অনেক অনুপ্রাণিত করে গেল, দৃষ্টিসীমানা।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন সপরিবারে...

২৭| ৩১ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর, ধন্যবাদ।

০২ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৮| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

সায়েদা সোহেলী বলেছেন: মস্তিষ্ক বা মন এর ভিতরে যাই থাকুক মুখের হাসি যেন তাতে মলিন না হয় আমাদের সেই প্রত্যাশা সব সময়ের

ছবির কাব্যিক প্রকাশ অনেক সুন্দর হয়েছে ভাইয়া

০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, কবিতাটা পড়ে আপনার ভাবনাটা এখানে শেয়ার করার জন্য।
মনের ভেতরে যাই থাকুক, মুখের হাসি যেন মলিন না হয় - এ প্রত্যাশাটা আমাদেরকে অভিনেতা অভিনেত্রী বানিয়ে ছাড়ে।
শেষের প্রশংসাটুকু মন ছুঁয়ে গেল! আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৯| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০০

গেম চেঞ্জার বলেছেন: :) এর উল্টোটা হলে কেমন হয়? ভেতরে আনন্দ বাহিরে বিষাদ?

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: এর উল্টোটা হলে তো ভালই হয় মনে হয়। বাইরে যাই থাক না কেন, ভেতরে তো আনন্দ বইবে!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪২

ডার্ক ম্যান বলেছেন: কারো মুখে হাসি থাকা মানেই প্রসন্নতা নয়।
এ লাইনটা বেশ ভালো লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ডার্ক ম্যান। কবিতার একটি চরণ আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.