নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
দিনের শুরু হয় চোখ মেলে তোমাকে দেখে,
কখনো তোমার বিশ্বস্ত উচ্চারণে আশ্বস্ত হয়ে
পুনর্বার চোখ বুঁজে আলস্য উপভোগ করি।
আবার কখনো ধড়ফড়িয়ে উঠে ত্রস্তব্যস্ত হই।
তুমি ধীর লয়ে এগিয়ে চলো, চলতেই থাকো;
কখনো তোমার ধীরগতিতে খুবই বিরক্ত হই,
আবার কখনো কায়মনে প্রার্থনা করি- পেছনে
পড়া খরগোশের মত, তুমি আরও ধীর হও!
আমি নশ্বর, আমি একদিন বিলীন হয়ে যাবো
প্রকৃতির বুকে। তুমি অবিনশ্বর। ধীরে হলেও,
তোমার গতি আছে, যতি নেই। এমনকি প্রলয়
ক্ষণেও তোমার শেষ ঘোষণাটি ভাস্বর হয়ে রবে।
ঢাকা
০৪ নভেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ প্রামানিক, কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
অনেকদিন পরে এলেন আমার কোন লেখায়।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...
২| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১০
নীলপরি বলেছেন: কখনো তোমার বিশ্বস্ত উচ্চারণে আশ্বস্ত হয়ে
পুনর্বার চোখ বুঁজে আলস্য উপভোগ করি।
আবার কখনো ধড়ফড়িয়ে উঠে ত্রস্তব্যস্ত হই।
এটা আমার সাথে ঘটে থাকে । কবিতার প্রতিটা লাইন খুব ভালো লাগলো ।
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে নিজস্ব অনুভূতিটুকু শেয়ার করার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
মেহেদী রবিন বলেছেন: আসলেই তাই। সুন্দর কবিতা
০৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
হাতঘড়ি ও কবিতাটি বেশ ভাল লেগেছে! সময় যেন এক দুরন্ত ঘোড়া, যার গতির কাছে আমরা অসহায়! চর্যাপদের প্রথম কবি তার প্রথম কবিতায় বলেছিলেন-
কা আ তরুবর পাঞ্চ বি ডাল,
চঞ্চল চীএ পইঠা কাল!
অর্থাৎ দেহ হল একটি তরু যার ভেতরে সময় প্রবেশ করে! আপনার কবিতাতেও সে কথাই পেলাম আর পেলাম।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি পড়ে এমন চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনুপ্রাণিত হ'লাম আপনার কাব্যিক মন্তব্যে এবং প্লাসে।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...
৫| ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবিতার প্রশংসা করার জন্য। অনুপ্রাণিত হ'লাম।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কখনো চঞ্চলা কখনো ধীর
কখনো বানাও কত অধীর
চলতে চলতে আমি যাই থেমে
তবু তুমি চল অবিরাম!!!!!!!!!!
আপনার সময় বন্ধনায় আমারও দুলাইন মনে এসে গেল
+++++
০৯ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনি যে নিজের চারটে লাইন যোগ করলেন, তা যেন কবিতারই পরি পূরক হয়ে রইলো।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, বিদ্রোহী ভৃগু।
আপনার দ্বিতীয় প্রাচীনতম পোস্ট আমরা এথনিক ক্লিনজিং এর মুখোমূখি??!! পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এলাম।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১২
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
চোখের সামনেই আছে অথচ যোজন যোজন দূরে । এমন যোজন যোজন দূর থেকে কাছে টেনে আনার ভাবনাটুকু অনবদ্য ।
সময় বয়ে যায় , তবুও শেষ থামা থামোনাকো তুমি
আমিই বরং শেষ চুম্বন করি সাড়ে তিনহাত ভূমি ....
ভালো লাগলো ।
২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
খায়রুল আহসান বলেছেন: বোল্ড করা পংক্তিদুটো কি আপনার, নাকি কোন বিখ্যাত কবিতা থেকে নেয়া হয়েছে (অজ্ঞতা ক্ষমা করবেন)? যারই হোক, খুব সুন্দর!
এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা রইলো।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।
২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
খায়রুল আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ভাল লাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য। আর বলাই বাহুল্য, তিনটির মধ্যে আপনার একটি লাইক লেখাটিকে গৌরবান্বিত করে গেল, আমাকে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খুব যত্নে লিখা কাব্য, ভাল লাগলো ।
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট মন্তব্যেও অনেক আনন্দ দিয়ে গেলেন। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার সর্বশেষ দুটো পোস্ট পড়ে এলাম। দুটোই খুব ভাল লেগেছে।
১০| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৫২
চঞ্চল হরিণী বলেছেন: প্রথমে ভেবেছিলাম এই তুমি হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন, পড়ে বুঝলাম সময়কে বলছেন। আহমেদ জী এস ভাই আবার ভিন্নভাবে লেখাটিকে দেখেছেন। আসলে লেখাটাই এমন যে এর বহুধা অর্থ করা যায়। খুব ভালো লাগলো লেখাটা। দর্শন মিশ্রিত এমন লেখা আরও পড়তে চাই।
০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০
খায়রুল আহসান বলেছেন: আপনার পরের বুঝাটাই সঠিক, সময়কে উদ্দেশ্য করেই এ কবিতা টি লিখা। কবি আহমেদ জী এস তার পংক্তি দুটো দিয়ে আমার কবিতাটারই সারমর্ম লিখে দিয়েছেন।
দর্শন মিশ্রিত এমন লেখা আরও পড়তে চাই -- অনুপ্রাণিত হ'লাম।
আপনার লেখা কঙ্কালসার কবিতাটি পড়ে এলাম।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই তাই!
চমৎকার করে লিখেছেন.
২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, মনিরা সুলতানা। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা।
১২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫১
আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,
প্রতিমন্তব্যের জন্যে ধন্যবাদ ।
সময় বয়ে যায় , তবুও শেষ থামা থামোনাকো তুমি
আমিই বরং শেষ চুম্বন করি সাড়ে তিনহাত ভূমি ....
এটা এই অধমেরই লেখা । আপনার কবিতার সারমর্ম । মানুষের সময় শেষে যখন চিরতরে চক্ষু মুদ্রিত হয় তখনও ঘড়িটিতে সময় বেজেই যায় । ঘড়ি থামেনা , মানুষ থামে ।
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১০
খায়রুল আহসান বলেছেন: ভেবেছিলাম, তাই হবে। অসাধারণ এক সারমর্ম রেখে গেলেন আমার কবিতার। চিন্তার গভীরতায় অভিভূত হয়ে গেলাম!
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
প্রামানিক বলেছেন: ভালো লাগল।