নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কোন এক প্রত্যুষের ভাবনা

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯

দূর আকাশের ঐ সোনালী মেঘে তুমি,
মাথার উপর সাদা মেঘের পেঁজায় তুমি,
ফেনিল সাগরের ঢেউয়ে ঢেউয়ে তুমি,
লাস্যময়ী ফুলের মাঝে তুমি।

সুউচ্চ ঐ পাহাড়ে, রঙিন পাতাবাহারে,
ফড়িং এর বর্ণিল ডানায়,
প্রজাপতির ঝলমলে পাখায়,
প্রকৃতির প্রতিটি অপার সৌন্দর্যে তুমি।

গহীন অরণ্যমাঝে যে প্রপাতের ধারা,
বিস্তীর্ণ মরুভূমিতে আকস্মিক মরুদ্যান,
অরুণাচল অস্তাচলে যে রঙের খেলা,
সবখানে ছড়িয়ে আছে তোমার ছায়া।

নানা রঙের মানুষ নিজ নিজ ভাষায়
পাখির মত অবিরত কথা বলে যায়।
দৃশ্যমান অদৃশ্য সকল প্রাণের স্পন্দন,
তোমার নাম করে গোপনে উচ্চারণ!


(লম্বক, বালি সাগরের তীরে বসে
‘লিভিং এশিয়া রিসোর্ট’ এর পুলে-
প্রত্যুষ, ২২ নভেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত)


প্রশান্তি নিরবধি
Perpetual serenity


নীলাকাশ, নীল জলরাশি...
Azure sky, azure sea


লাজুক লাস্যময়ী
A shy amour


প্রণয়াকুল
Amorous


জীবনের অনুভব
Percepts of life


পশ্চাতে প্রপাত
In front of the Falls

মন্তব্য ৫৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

অপূর্ব! আমাদের সৈকতটা যদি এমন করে রাঙানো যেত! কবিতা ভাল লেগেছে!

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। কবিতার প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত হ'লাম।

২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: অপূর্ব, খুব সুন্দর লিখছেন, কবিতাটা ভালো লিখছেন, আর মনোরম দৃশ্যের ছবিগুলোও ভালো লাগলো.,,, অভিনন্দন

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৭

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো, আমার এ কবিতাটি পড়ে এখানে প্রশংসা রেখে যাবার জন্য। আমার কোন লেখায় আপনি এই বুঝি প্রথম এলেন- আপনাকে সুস্বাগতম! প্রশংসা ও অভিনন্দন পেয়ে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা রইলো।
এখানে আপনার পোস্ট করা প্রথম কবিতা স্বাধীনতা তুমি আমার পড়ে সেখানে কিছু মন্তব্য রেখে এলাম।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভাল লেগেছে ।

ভালো থাকুন।

২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর। কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
আমার কবিতা চলে এসো প্রিয়তমায় "আবদার" বানানটির ভুল ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:১২

সুমন কর বলেছেন: কবিতা এবং ছবি দু'টোই সুন্দর হয়েছে। প্লাস।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা এবং ছবি দু'টো্তেই প্লাস দেয়াতে অনুপ্রাণিত বোধ করছি। প্রশংসায় প্রীত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৪

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



রাত দশটায় প্রত্যুষের ভাবনা ? :(

"তুমি"ময় কবিতা। এমন দিগন্ত বিস্তারি প্রশান্তির মাঝে একজন নিরাকার "তুমি"কে্‌ই মনে পড়ে প্রপাতের ঝিরিঝিরি শব্দের মতো নৈঃশব্দে । সবখানে ছড়িয়ে আছে যে ছায়া, সে ছায়ায় নিরবধি নুয়ে আসে মাথা ।

সুন্দর বক্তব্য ।

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: সবখানে ছড়িয়ে আছে যে ছায়া, সে ছায়ায় নিরবধি নুয়ে আসে মাথা - চমৎকার কব্যিকতায় বলে গেলেন আমারই মনের কথা! শেষের স্তবকটা বাদ দিলে এই 'তুমি'র পরিচয় অন্যরকম কিছু মনে হয়ে অনেকের ভ্রম হতো হয়তো বা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

ক্লে ডল বলেছেন: সকল প্রাণের স্পন্দন, গোপনে করে তাঁরই নাম উচ্চারণ....

ছবি এবং কবিতা দুটোই ভাল লাগল। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতিটুকুর জন্য ধন্যবাদ, ক্লে ডল। ছবি এবং কবিতা দুটোই ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। মন্তব্যে এবং 'লাইক' এ অনুপ্রাণিত।

৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর থেকে সুন্দরের উৎপত্তি। ভালো লাগলো।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর থেকে সুন্দরের উৎপত্তি -- এই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে + অনুপ্রাণিত হয়েছি।
ক'দিন আগে আপনার লেখা একটি মর্মস্পর্শি পত্র!(সাবধানতা-খুবই সিরিয়াস পোস্ট,চোখের পানি ফেলা আবশ্যক) পুরনো পোস্টে একটা মন্তব্য রেখে এসেছিলাম বলে মনে পড়ে। এখন দেখছি সেটা গায়েব!

৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: অবসর এবং লেখালেখি উইথ ঘোরাঘুরি নিয়ে সময় দেখছি ভালোই কাটছে আপনার । এমন সন্মিলন খুব কম মানুষের জীবনেই হয় । তাই দেখে ভাল লাগছে আপনার জীবন বৈচিত্র । এভাবেই থাকুন ।

কবিতায় তো তুমি সবখানেই আছে দেখছি, এতো কড়া অনুভব ! হা হা । ছবিগুলো বেশ সুন্দর ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

খায়রুল আহসান বলেছেন: তাই দেখে ভাল লাগছে আপনার জীবন বৈচিত্র । এভাবেই থাকুন - ধন্যবাদ এ আন্তরিক শুভেচ্ছার জন্য। তবে ভাগ্যিস, হিংসে করেন নি। জীবনে বহু কষ্ট করেছি, তাই এখন এই শেষ জীবনে এসে আল্লাহ'র রহমতে বেশ সুখেই আছি বলা যায়। চাহিদা কম হলে সুখ পাওয়া সহজ হয়।
কবিতার 'তুমি'ও তিনিই, যিনি আমাকে এতটা সুখ দিয়েছেন। শেষ স্তবকটা বাদ দিলে হয়তো এই তুমিকে প্রেয়সী ভাবা যেত। সেটা যেন কেউ না ভাবেন, সেজন্যই শেষের স্তবকটা।
আপনার লেখা আমার কিছু দুঃখ আছে পড়ে মন্তব্য করে এলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসটা + + প্রেরণা দিয়ে গেল। শুভেচ্ছা জানবেন!

৯| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম। শুভেচ্ছা রইলো...

১০| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০

কানিজ ফাতেমা বলেছেন: ছবিগুলো খুব জীবন্ত । আমরা শৈশবে দেখতে এরকম ভিউকার্ড কিনতাম সেই স্মৃতিটা মনে পড়ে গেল ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে শৈশবের স্মৃতিটা এখানে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্ট শিরোনামহীন পড়ে সেখানে একটি মন্তব্য রেখে এলাম।

১১| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

জেন রসি বলেছেন: মানুষ বিস্মিত হতে চাইলে প্রকৃতি সেভাবেই তার সামনে আবির্ভূত হয়।

সুন্দর। শুভেচ্ছা।

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: মানুষ বিস্মিত হতে চাইলে প্রকৃতি সেভাবেই তার সামনে আবির্ভূত হয় -- কথাটা বেশ সুন্দর বলেছেন। তবে, এ কথাও সত্য যে মানুষ বিস্মিত হতে না চাইলেও প্রকৃতি মাঝে মাঝে তার সামনে অপার বিস্ময় নিয়ে উপস্থিত হয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা। প্লাস পেয়ে অনুপ্রাণিত বোধ করছি।
আপনার লেখা পুরনো পোস্ট তেঁতুল বাবা এবং একজন রহস্যময়ী পড়ে এলাম।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধতা।

ছবি আর লেখা মিলেমিশে এক অন্য আবহ। ভালোলাগায় মুড়িয়ে নিলাম। +++

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: ভালোলাগায় মুড়িয়ে নিলাম। +++[/si - ধন্যবাদ রাজপুত্র! ভীষণ অনুপ্রাণিত হ'লাম, সুন্দর মন্তব্য আর ভালবাসায় মোড়ানো এতগুলো প্লাস পেয়ে!
অনেক অনেক শুভকামনা...

১৩| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

মনিরা সুলতানা বলেছেন: তুমিময় লেখায় ভালোলাগা!
ছবি ও সুন্দর, শুভ কামনা।

১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, ছবি ও কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক দেরীতে আপনার প্রথম ছবি ব্লগ পতৌদি প্রাসাদ - হারিয়ে যাওয়া সৃতি আজ পড়ে এলাম। কিন্তু দেরীর হওয়ার কারণে সম্ভবতঃ ছবিগুলো এখন আর দেখা যায় না। তবে লেখাটা আর অনেকগুলো মন্তব্য/প্রতিমন্তব্য ভাল লেগেছে।
শুভেচ্ছা জানবেন।

১৪| ২৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

অদৃশ্য বলেছেন:




বেশ... তুমিতে মেতে গেলাম... সাথে ছবিগুলো বাড়তি সুন্দর...

শুভকামনা...

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত। আন্তরিক ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা...

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্ট রক্তবিষ পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম। একটু সময় করে দেখে নেবেন।

১৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

কাবিল বলেছেন: কবিতা ও ছবি দুটোই ভাল লাগল। +++++++++++




আপনার সঙ্গে উনি কে জানতে পারি?

ভাল থাকুন, সুস্থ থাকুন সব সময়।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও ছবির প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও বিজয় দিবসের শুভেচ্ছা!
আমার সাথে আমার বন্ধু সালাহ উদ্দিন আহমেদ ছিলেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট মাতাল পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

১৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

প্রামানিক বলেছেন: ছবি কবিতা দুটোই ভালো লাগল।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক, মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

১৭| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রভু হাসেন অন্তরালে
অস্তিত্বের প্রতিকণা তত্ত্বে সবইতো তাঁর
সবিই তুমি ময়
সৃষ্টি , রং, সৌন্দর্য, প্রেম-সূখ, বিরহ-কষ্ট,
অনুভবে তীব্রতায় আর্তনাদে লুটিয়ে পড়ি আভূমি
সিজদাবনত হৃদয় কাঁদি ঝরঝর অবোধ প্রার্থনায়।

দারুন কাব্য+ছবি ব্লগে ডাবল ++ :)

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: অনুভবে তীব্রতায় আর্তনাদে লুটিয়ে পড়ি আভূমি
সিজদাবনত হৃদয় কাঁদি ঝরঝর অবোধ প্রার্থনায়
- সর্বত্র বিরাজমান স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস এবং কৃতজ্ঞতার অসাধারণ অভিব্যক্তি!
কবিতা পাঠ এবং প্রশংসাব্যঞ্জক মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ের শুভেচ্ছা!!!

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৭

রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক প্রাণবন্ত ও সুন্দর। খুব ভাল লাগলো। ভাল থাকবেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে এখানে এমন প্রেরণাদায়ক মন্তব্য রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ!
বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকুন, কবিতায় থাকুন!

১৯| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর কবিতা, সাথে সুন্দর ছবি।
কবিতার এই তুমি শব্দটিতে কি সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে নাকি প্রেয়সীকে বোঝানো হয়েছে দ্বিধায় পড়ে গেলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, সাথে সুন্দর ছবি - ধন্যবাদ, এমন সুন্দর কথার জন্য।
কবিতার শেষ দুটো চরণে মনে হয় এটা স্পষ্ট হয়ে গেছে যে তুমি বলতে এখানে সৃষ্টিকর্তাকেই বোঝানো হয়েছে।
শেষ স্তবকটি না থাকলে অবশ্য ভাবতে পারাই যেত, যে 'তুমি' বলে এখানে প্রেয়সীকে সম্বোধন করা হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

২০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: অসাধারণ কাব্যময় আবেদনে ভরিয়ে দিয়েছেন আপনার ভ্রমন অভিজ্ঞতা , সাথে রয়েছে ছবিও ।

অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কথায় ভরিয়ে দিয়ে গেলেন মন, সাথে প্লাস দিয়ে অনুপ্রাণিত করে গেলেন অনেক। আর মুগ্ধতা জানিয়ে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করে গেলেন।
অনেক দিন পরে এলেন, কিন্তু চমৎকার মন্তব্য করে দেরীটুকু পুষিয়ে দিয়ে গেলেন,গুলশান কিবরীয়া। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০০

চঞ্চল হরিণী বলেছেন: ভ্রমণ জিনিসটা খুবই আনন্দের। সব ক্লেশ ভুলে মনটাকে প্রফুল্ল রাখা যায়। আসলে প্রকৃতিই তার অপার সৌন্দর্য দিয়ে বাকি সব ভুলিয়ে দেয়। নীলাকাশ, নীল জলরাশির মত দৃশ্য আমি কাপ্তাই যাওয়ার পথে দেখেছিলাম। প্রশান্ত নিরবধি পেয়েছিলাম সেন্ট মার্টিনে। জীবনের অনুভবে ছবিটা খুব ভালো লাগলো। সত্যি বলতে আপনি অনেক ভাগ্যবান। কবিতায় সব জায়গায় তুমি আছো। এই তুমি হয়তো ঈশ্বরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে তুমি প্রেম, আর প্রেমই ঈশ্বর। ভালো থাকবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

খায়রুল আহসান বলেছেন: কবিতায় সব জায়গায় তুমি আছো। এই তুমি হয়তো ঈশ্বরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে তুমি প্রেম, আর প্রেমই ঈশ্বর -- খুব সুন্দর করে বলেছেন কথাগুলো।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
শুভকামনা রইলো।

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৪

এফ.কে আশিক বলেছেন: ছবি গুলো অপূর্ব !
কবিতায় ভালো লাগা রইল.....
আপনার ভালো থাকা কামনা করছি
ভালো থাকবেন সব সময়......

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ, এফ.কে আশিক! প্রশংসা ও ভালোলাগা পেয়ে অনেক অনুপ্রাণিত বোধ করছি।
আপনিও ভালো থাকুন সব সময়, এই কামনায়...

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: তুমি ময় কবিতা,ভাল লেগেছে,শুভ কামনা।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
এ তুমি যে অন্তরের তুমি, আশাকরি সেটা ধরতে পেরেছেন।

২৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

ANIKAT KAMAL বলেছেন: সুন্দর চির কা‌লের জন্য সুন্দর

০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০০

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লাগল। ভাবছি আপনার লেখাটি নিয়ে গান বাধব।

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

খায়রুল আহসান বলেছেন: আপনি গান বাঁধতে পারেন? তা'হলে তো মনে হয় আমার আরো অনেক কবিতা আপনাকে পড়াতে হবে গান বাঁধার জন্য। :)
যাহোক, কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত এবং অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

শামীম সরদার নিশু বলেছেন: ভালবাসা রইল।

২৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ভাবনার সাথে চোখের ক্ষুধার অপূর্ব সমন্বয়। আবেগ সত্যিই কথা বলতে পারে।
ধন্যবাদ কবি।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

খায়রুল আহসান বলেছেন: পুরনো এ কবিতাটি পুনরায় খুঁজে পড়ার জন্য অশেষ ধন্যবাদ। এটাতে এর আগেও আপনি একবার মন্তব্য করেছিলেন।
পুনরায় অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.