নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কে তুমি?
এক গুনাহগার।
কী চাও?
তোমার ইস্তেগফার!
মনে ও মননে কী আছে?
দুষ্ট চিন্তা, দুষ্কর্মের দুঃখবোধ।
চক্ষে কী আছে?
মায়ের ছবি।
বক্ষে কী আছে?
তোমার নাম।
কোন সে নাম?
রাহীম রাহমান।
সাথে কী এনেছো?
পাপের বোঝা।
পুন্য কোথায়?
জানামতে নেই।
কানে কী রেখেছো?
ক্বুরআনের বাণী।
সে বাণী মেনেছো?
মান্য অমান্য
দুটোই করেছি।
এর পরেও জান্নাত চাও?
হ্যাঁ, চাই!
কেন? কিভাবে?
জান্নাত জাহান্নামের মালিক
তুমি ছাড়া কেউ থাকতে পারে,
তা সদাই ভেবেছি অলীক।
যিনি নিরঙ্কুশ, সার্বভৌম,
তাঁর কাছে ধূলিকণাসম
আমার সকল পাপের কর্ম।
সহসা শুনি এক ঐশী সম্বোধন!
বৎস, প্রফুল্ল কর মন,
বিশ্বাস তোমায় পার করে নিল,
যাও-শুরু কর ঐ স্বর্গোদ্যান ভ্রমণ!
ঢাকা
২০ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, আশা ও স্বপ্ন! সেজন্যই কবিতার নাম স্বপ্নের সিঁড়ি বেয়ে...।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রথম মন্তব্য, অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
আরজু পনি বলেছেন:
সকল ক্ষমতার মালিক তিনি।
বড় অভিমানেই বলবো করেছি না হয় অনেক অন্যায়।
কিন্তু মেনেছিতো তাকেই একজনা।
আমাকে নিতেই হবে 'জান্নাতে'।
আশাকরি তিনি আমার অভিমান বুঝবেন।
মন পরিশুদ্ধ করা কবিতা।
ভালো লেগেছে অনেক।
২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
খায়রুল আহসান বলেছেন: আশাকরি তিনি আমার অভিমান বুঝবেন -- তিনি তো সবই বুঝেন, সেটাই ভরসা!
সময় করে এসে কবিতাটি পড়ে যাবার জন্য ধন্যবাদ। প্রথম প্লাস দিয়েও অনেক অনুপ্রাণিত করে গেলেন। কবিতার বিশেষণে অভিভূত!
শুভকামনা রইলো...
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
ডার্ক ম্যান বলেছেন: মানুষ শেষ সময়ে এসে সৃষ্টিকর্তার প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। অথচ সময় থাকতে সাধন করে না।
আপনার কবিতা ভাল লেগেছে
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: আসলে কোনটা যে মানুষের শেষ সময়, তা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানেনা। আজ যার বয়স ষাট, তার আয়ু হয়তো আছে আরো ২০ বছর। আজ যার বয়স ৩০, তার আয়ু আর ১ বছরও নাও থাকতে প্যাঁরে। সুতরাং ভাল কাজ করার (সাধন) জন্য শেষ সময় বলতে কিছু নেই- এখনই করার তার শ্রেষ্ঠ সময়। তাই সকল ধর্মে সৎকর্ম করার তাগিদটা খুবই জোরদার!
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, ডার্ক ম্যান।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
করুণাধারা বলেছেন: পরম করুনাময় যেন এ স্বপ্ন সত্যি করেন। +++++++++++
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: স্বপ্ন তো শুধুই স্বপ্ন, এবং সে স্বপ্নের সিঁড়ি বেয়ে মানুষ কোথায় না যেতে প্যাঁরে!
তবুও আপনার এ প্রার্থনা প্রভু কবুল করুন এবং আপনাকে, সকলকে আর আমাকেও ক্ষমা করুন!
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
এতগুলো প্লাসে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: "প্যাঁরে!"<কথাটা পারে হবে।
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
ধ্রুবক আলো বলেছেন: পরকালের জীবন একদম অজানা! কতটুকু পুন্য করেছি তা কেউছ জানি না, শুধুই পাপের স্তুপ বানিয়েছি!! একটাই প্রার্থনা করি হ্যা পরম করুনাময় আল্লাহ্-তাআলা আমাদের ক্ষমা করে দিন,,,.
আপনার লেখা একদম অন্তর কে নাড়া দিয়ে গেছে! কবিতায় ++++++
ভালো থাকবেন সদা, শুভ কামনা রইলো.,,, আপনার সুস্থ দীর্ঘায়ু কামনা করি...
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার নির্যাসটুকু তুলে এনেছেন মন্তব্যে। প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ এবং বিজয়ের মাসের শুভেচ্ছা!
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষ ভাগ্য আর দারিদ্রতার কাছে বড় অসহায়, কথা সত্য । আমারা শুধু পরে আছি , কি আছে আর কি নেই ।এই জীবনে অসীম জীবনের কি সঞ্চয় করলাম। আমাদের জীবনটা ক্রমাগত ছোট যাচ্ছে কিন্তু সে হুশ নেই ...
একটাই প্রার্থনা করি যেন পরম করুনাময় আল্লাহ্-তাআলা আমাদের ক্ষমা করে দেন।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে আপনার সুন্দর ভাবনা ও উপলব্ধিটুকু এখানে রেখে যাওয়ার জন্য অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!
আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন!
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬
ক্লে ডল বলেছেন: শেষ বিচারের হাই কোটে কি রায় হয়,
করি সদা সেই ভয়!
তাইত আশার গান গাই
প্রভুর প্রতি ভরসায়.....
ভাল লাগল আপনার কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার মূল সুরে সে কথারই অনুরণন শোনা যায়।
প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম, ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার পুরনো একটা তথ্যসমৃদ্ধ পোস্ট দানবীয় ভূমিকম্পে কাঁপবে ঢাকা: আশঙ্কা গবেষকদের পড়ে মন্তব্য করে এলাম।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫২
সুমন কর বলেছেন: সকল পাপের কর্ম মাফ হয়ে যাবে, এটা মানতে আমি নারাজ।
কবিতা ভালো লিখেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: আপনার দৃষ্টিকোন থেকে হয়তো আপনি ঠিকই আছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
পুলহ বলেছেন: "(অন্যদিকে বলা হবে)
হে প্রশান্ত আত্মা! চলো তোমার প্রতিপালকের দিকে, এমন অবস্থায় যে তুমি (নিজের শুভ পরিণতিতে) সন্তুষ্ট (এবং তোমরা প্রতিপালকের) প্রিয়পাত্র।"-- সুরা ফজর, পবিত্র কোরআন... পোস্ট পড়ে সর্বপ্রথম এ আয়াতটার কথাই মনে হলো।
আপনার এ পর্যন্ত যতগুলো লেখা পড়েছি, তার মধ্যে এটা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে। আরজুপনি আপুর মতই বলি- "মন পরিশুদ্ধ করা কবিতা"
আল্লাহ তায়ালা আপনাকে ক্ষমা করুন। ক্ষমা করুন আমাদের সবাইকে- এই প্রার্থনা!
শুভকামনা শ্রদ্ধেয়!
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: "মন পরিশুদ্ধ করা কবিতা" -- এমন একটা প্রেরণাদায়ক এবং মন উজ্জ্বীবীত করা মন্তব্যের জন্য এবং তা সমর্থনের জন্য আরজু পনিকে এবং আপনাকে, উভয়কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আমার কবিতাটি পড়ে পবিত্র ক্বুরআন শরীফ থেকে সুরা ফজর এর প্রথম (অথবা শেষ?) তিনটি আয়াতের উদ্ধৃতি দেয়ার জন্যও অসংখ্য ধন্যবাদ। শুভকামনা এবং প্রার্থনার জন্য কৃতজ্ঞতা!
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৫
ডঃ এম এ আলী বলেছেন:
অসাধারণ কবিতা
সহসা শুনি এক ঐশী সম্বোধন!
বৎস, প্রফুল্ল কর মন,
বিশ্বাস তোমায় পার করে নিল,
যাও-শুরু কর ঐ স্বর্গোদ্যান ভ্রমণ!
বেশ ভাব গাম্ভির্যময় একটি কবিতা , পরকালের মুক্তির একটি চিন্তাশীল বারতা
সে জন্যই বলা হয় এক আল্লাতে থাকা বিশ্বাসে মিলায় মুক্তি যা তর্কে বহুদুর।
স্কুল জীবনে বাংলা পাঠ্য বইয়ে পড়েছিলাম বিশ্বাসের মুল্য নামে
একটা গল্প। লিখকের নামটা মনে নাই, তবে গল্পটা একটু মনে অাছে ।
বাদশা বাহলুল এর প্রাসাদের সামনে দাঁড়িয়ে এক পাগল ডেকে বলছে
লাখ টাকায় বেহেস্ত কিনবে কেও বেহেস্ত ,বাদশার কানে গেল কথাটা
বাদশা পাহারাদারদের ডেকে বললেন পাগলকে দুর করে তারিয়ে
দাও ,বেগম সাহেবার কানে কথাটা পৌঁছলে উনি লোকজন
পাঠিয়ে লাখ টাকা দিয়ে বেহেস্ত কিনে নেন । দিন কয়েক
বাদে বাদশা স্বপ্নে দেখেন তিনি মারা গেছেন কিন্তু
তাকে কোনমতেই বেহেস্তে ডুকতে দেয়া হচ্ছেনা
অথচ দুর থেকে তিনি দেখছেন তার বেগম
বেহেস্তে বসে আছেন । বাদশা জানতে
চাইলেন তুমি কিভাবে বেহেস্তে গেলে
ঐ সময় পাগল সামনে এসে বলল
এটা তার বিশ্বাসের মুল্য । খুব
সম্ভবত গল্পটি আপনি পাঠ
করেছেন। যাহোক অনেক
সুন্দর এই কবিতাটির
জন্য রইল সাধুবাদ।
কামনা করি দেখা
স্বপ্নটি আপনার
পুরণ হোক।
শুভেচ্ছা
রইল।
০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ, বাহলুল পাগলের গল্পটি ছোটবেলায় পড়েছিলাম বৈকি! কবিতার সাথে গল্পটি খুব সুন্দরভাবে রিলেট করার জন্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ২০১৭ আপনার জন্য হয়ে উঠুক সুখ ও সাফল্যের, আশাপূরণ আর অর্জনের বছর।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি !
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনেক অনুপ্রাণিত।
শুভেচ্ছা...
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসীম কে সুন্দরভাবে চিনাইলেন।
+++++++
০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অসাধারন
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
খায়রুল আহসান বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা...
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২০
সিগনেচার নসিব বলেছেন: কবিতা ভাল লেগেছে স্যার
ভাল থাকুন শুভেচ্ছা নিবেন
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সিগনেচার নসিব। অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগলো। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার লেখা পোস্টগুলো কোথায় গেল?
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯
এফ.কে আশিক বলেছেন: কেবল স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবাই পারে আমাদের কাঙ্খীত গন্তব্যে পৌছে দিতে।
আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোন...
অসাধারণ লিখেছেন কবিতায় মুগ্ধতা রেখে গেলাম.....।।
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২
খায়রুল আহসান বলেছেন: কেবল স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবাই পারে আমাদের কাঙ্খীত গন্তব্যে পৌছে দিতে - চমৎকার একটি মন্তব্য রেখে গেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা! কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হয়েছি।
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আধ্যাত্মিক দর্শনের কবিতা ।
+++++
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ নীলপরি, মন্তব্যে প্রীত হ'লাম, এতগুলো প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা জানবেন। আপনার মুক্তোহার পড়ে এলাম।
১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: পাপ-পূন্যের দোলাচলে আজীবন থেকে শুধু একটি বিশ্বাসই আছে, অন্যায় করি নি।।
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩
খায়রুল আহসান বলেছেন: শুধু একটি বিশ্বাসই আছে, অন্যায় করি নি।। - আমি তো মনে করি, এটুকুই যথেষ্ট!
কবিতা পড়েছেন, মন্তব্য করেছেন, ভাল লাগলো। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিষ্টার
শেষ বিচারের হাইকাের্টেতে তিনি আমায় করেবন পার
আমি পাপী তিনি জামিনদার
-----
দুই কান্ধে দুই মুহুরী
লিখতে আছেন ডায়রী
জবাব দিহী করতে হবে
ধরলে পরে মালিক সার।
পুরানো গনটা মনে পরে গেল!
+++
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম। শুভেচ্ছা জানবেন।
আপনার পুরনো পোস্ট হাঁদারামের কবিতা ভীতি পড়ে আসলাম।
৩১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: এর আগে আপনার আমরা এথনিক ক্লিনজিং এর মুখোমূখি??!! পোস্টে একটা মন্তব্য রেখে এসেছিলাম। আশাকরি একটু সময় করে নেবেন।
১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
জুন বলেছেন: বিশ্বাস করেন খায়রুল আহসান আপনার কবিতা পড়ে যেন একেবারে গায়ে কাটা দিয়ে উঠলো ।
অসাধারন বল্লেও কম বলা হবে । অসংখ্য ভালোলাগা রইলো ।
+
০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
খায়রুল আহসান বলেছেন: এতটা মন দিয়ে কবিতাটা পড়েছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ, জুন। আপনার কোমল মন, তদুপরি মন দিয়ে পড়েছেন- সেজন্যই গায়ে কাঁটা দিয়ে উঠেছে।
অসাধারন বল্লেও কম বলা হবে । অসংখ্য ভালোলাগা রইলো - Acknowledged with heartfelt thanks!
ভাল থাকুন। আপনি কি দেশে ফিরে এসেছেন?
২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩০
অদৃশ্য বলেছেন:
ঠিক... '' বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর ''... চমৎকার লিখা... যারা অতিক্ষুদ্র পৃথিবীতে বসে থেকে স্রষ্টাকে অস্বিকার করে তারা আসলে অতি বোধসম্পন্ন ( যা মানুষের হওয়া উচিৎত নয় ) নাকি নির্বোধ তা আমাকে মাঝে মাঝেই ভাবনায় ফেলে দেয়... এবং আমি বুঝতে পারি যে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও সম্মান কমে যাচ্ছে...
শুভকামনা...
শুভকামনা...
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে একটা মূল্যবান বক্তব্য রেখে গেলেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে প্রাণিত।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: আপনার পুরনো পোস্ট আমি ফিরে আসবো পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। সময় করে দেখে নেবেন।
২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
উম্মে সায়মা বলেছেন: কি সুন্দর স্বীকারোক্তি আর বিশ্বাস....। আমরা সবাই এই বিশ্বাস আর আশাতেই আছি.... দয়াময় আমাদের সকলকে ক্ষমা করুন।
খুব সুন্দর হয়েছে কবিতা। শুভ কামনা রইল
১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
খায়রুল আহসান বলেছেন: কি সুন্দর স্বীকারোক্তি আর বিশ্বাস... - ধন্যবাদ, প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আগের লাইনের শেষ দিয়ে পরের লাইনের শুরু-এমন একটা স্টাইলে লেখা আপনার কবিতা হারানোর কাব্য পড়ে একটা মন্তব্য রেখে এসেছি। সময় করে পড়ে দেখবেন।
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
অরুনি মায়া অনু বলেছেন: শুধু এইটুকু আশা, পাওয়া যাবে সেই রহিম রহমানের অফুরন্ত ক্ষমা। শুধু এইটুকু আশায় পাপের সাগরে ঝাঁপিয়ে পড়া। বার বার। জানি সেই বিচারের দিন দয়াল আল্লাহ্ হবেন না কঠোর। খুব সুন্দর কবিতা। এমনিতেই কদিন নানান দুর্ঘটনায় অতিবাহিত করলাম। এসে এমন একটি কবিতা পাঠে গভীর দাগ কেটে গেল মনে। সুন্দর লিখেছেন।
১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার মনে গভীর দাগ কেটে গেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আপনার লেখা ভাল থেক বন্ধু অশরীরি পড়ে এলাম। ভাল লেগেছে।
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
বিশ্বাস বড়ই কঠিন বিষয়। যুক্তির সীমান্তরেখা পেড়িয়ে যে অসীমতা সেখানেই বিশ্বাসমত। সে পথের ধারে বসে সৃষ্টিতো স্রষ্টাকে চাইবেই। আর যদি ইমান বুনিয়াদ হয় তবে বিশ্বাস হবে বুলন্দ। আল্লাহতালার আরশে এমন বুলন্দ মিশাল হয়ে আবেদন জানাতে কার না ইচ্ছে হয়। আর সে ইচ্ছে পূরন যেন সকল পাওয়ার থেকেও প্রিয়! শুভকামনা কবি!
১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫১
খায়রুল আহসান বলেছেন: আল্লাহতালার আরশে এমন বুলন্দ মিশাল হয়ে আবেদন জানাতে কার না ইচ্ছে হয় -- ঠিকই বলেছেন কবি, এমন একটা ইচ্ছে থেকেই এ কবিতার জন্ম হয়েছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভ্রমরের ডানা। মন্তব্যে প্রীত হয়েছি, প্লাসে প্রাণিত!
শুভকামনা জানবেন।
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহর কাছে কখনও নিরাস হওয়া যাবে না। কবিতা খুব ভাল লাগল।
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫
খায়রুল আহসান বলেছেন: জ্বী, ঠিক বলেছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামীন নিজেই বলেছেন, "আল্লাহ'র রহমত থেকে নিরাশ হয়োনা"।
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
আহা রুবন বলেছেন: আমি তো সেই আশাতেই আছি। অসীম ক্ষমতার মালিক তুচ্ছাতি-তুচ্ছ এক মানবকে তার পাপকে তিনি অগ্রাহ্য করে স্বর্গে ছুঁড়ে ফেলে দেবেন। বেশ লাগল! স্বাস্থ্য কামনা করছি।