নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

কোন এক সুষ্মিতার হাসিমুখ ছবি দেখে

২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

তোমার স্নিগ্ধ হাসির পেছনে ঢাকা পড়ে রয়,
কত জানা অজানা অপ্রাপ্তি, কত অপূর্ণতা!
কত মান অভিমানে ভেঙে যায় হৃদয়,
তবু সদা হেসে যাও, তুমি সুস্মিতা!

মুখের এ স্নিগ্ধ হাসিটুকুই দেখেছে সবাই,
হাসির পেছনে লুকিয়ে রাখা মলিনতা
অদৃশ্য রয়ে গেছে, যেভাবে চেয়েছো সদাই।
নারী, তুমি যে বধু তুমি যে মাতা,
প্রতিদিন সামলে চলো কত প্রতিকূলতা!

স্বামীকে সন্তুষ্ট রাখো নিজেকে উজাড় করে,
বাবা মাকে খুশী রাখো সুখের অভিনয় দিয়ে।
শ্বশুরকূলীয়দের খুশী করো মহা আড়ম্বরে,
বন্ধুদের অসন্দিগ্ধ রাখো কপটতা মিশিয়ে।
একদিন আয়নায় দেখ নিজের মলিন হাসি,
ফুলের মত হাসি বটে, তবে সে ফুল বাসি!


ঢাকা
২৬ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

উম্মে সায়মা বলেছেন: নারীকুলের জীবন অল্প কথায় প্রকাশ করেছেন....। সবার সুখের জন্য নারীকে কত কী বিসর্জন দিতে হয়!
খুব ভাল হয়েছে কবিতা....

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৮

খায়রুল আহসান বলেছেন: একজন নারী পাঠকের কাছ থেকে আমার এ কবিতার প্রশংসাটুকু পেয়ে আনন্দিত হ'লাম, প্লাস পেয়ে অনুপ্রাণিত।
সবার সুখের জন্য নারীকে কত কী বিসর্জন দিতে হয়! -জ্বী, সে কথাই বলতে চেয়েছি, এবং সেই সাথে কত কিছু মানিয়ে চলতে হয়!
মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে খুব ভালো লাগল....

নারী কখনো মা
নারী কখনো বোন
নারী কখনো স্ত্রী.......
কবিতায় +++++

দয়া করে উপরের মন্তব্যটা ডিলিট করে দিয়েন, কারণ অন্য একটা লিংক যুক্ত হয়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। কবিতাটি আপনার ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। একমাত্র প্লাসটিও আপনার কাছ থেকেই এসেছে- অনেক অনুপ্রাণিত হ'লাম।
আপনার ইচ্ছে অনুযায়ী আগের মন্তব্যটা মুছে দিয়েছি।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: নারীর মনের খবর নিয়া চমৎকার কবিতায় অনেক অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

খায়রুল আহসান বলেছেন: সাদা মনের মানুষকেও অনেক ধন্যবাদ, সাদা মনে কবিতাটির প্রশংসা করে যাবার জন্য। শুভকামনা রইলো...

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২২

বিলিয়ার রহমান বলেছেন: কোমল ছন্দে নরম তুলতুলে একটা কবিতা!:)

দারুন +++

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কথায় একটি সুন্দর মন্তব্য। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:

"মুখের এ স্নিগ্ধ হাসিটুকুই দেখেছে সবাই,
হাসির পেছনে লুকিয়ে রাখা মলিনতা
অদৃশ্য রয়ে গেছে, যেভাবে চেয়েছো সদাই।

-"হাসির পেছনে লুকিয়ে রাখা মলিনতা ", এখানে "লুকিয়ে রাখা মলিনতা", ভালো অর্থ বহন করছে না; অন্যেরা পড়ুক, কিভাবে বুঝে দেখা যাক।
আপনি যা বলতে চেয়েছেন, তার উল্টোটা হয়েছে। এখনাে হয়তো, "কস্টকে ঢেকে রাখার" কথা বলতে গিয়ে, এমন শব্দ যুগল নেয়া হয়েছে, যা "কুটিলতা" বা তারো থেকে নীচু মানসিকতাকে তুলে ধরা হয়েছে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

খায়রুল আহসান বলেছেন: আমি লক্ষ্য করেছি, আজকাল বিভিন্ন কবি লেখকের লেখায় আপনি মাঝে মাঝে বেশ কাব্যিক মন্তব্য করে যাচ্ছেন। খুবই উচ্চমানের ভাবসম্পন্ন সেসব কথা। ওগুলোর কয়েকটাকে একসূত্রে গাঁথতে পারলেও একটা ভাল কবিতা হয়ে যাবে। আপ্রিশিয়েট করছি আপনার এ ধরণের কাব্যিক মন্তব্যগুলো।
"মলিন" শব্দটার আভিধানিক অর্থ (অন্যান্য অর্থ ছাড়াও) ম্লান/বিষণ্ন/অনুজ্জ্বল। আপনি ঠিকই অনুধাবন করেছেন, এখানে "লুকিয়ে রাখা মলিনতা" বলতে আমি আড়াল করা বিষন্নতা বা গোপন রাখা মন খারাপের প্রতিচ্ছবি বুঝিয়েছি।
"কুটিলতা"ও মলিনতার একটা অর্থ হতে পারে, কিন্তু আমি সেটা বুঝাইনি।
কবিতাটি মন দিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও উৎসাহিত হয়েছি।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

সুমন কর বলেছেন: ১ নং মন্তব্যের সাথে সহমত। কবিতা ভালো হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৬

কথাকথিকেথিকথন বলেছেন: ওয়ান্স আপন আ টাইম আমিও নারীকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম 'কে সেই নারী...' ! আপনি বোধয় মিস করে গেছেন । কথা সেটা নয়, কথা হচ্ছে সেই কবিতায়ও নারীদের নিঃশর্ত ত্যাগগুলো নিয়ে লিখেছিলাম ।

আপনার ছোট পরিসরের কবিতাটিও ভালো লেগেছে । সাধারণ বিষয়গুলো সুন্দরভাবে লিখেছেন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

খায়রুল আহসান বলেছেন: ওয়ান্স আপন আ টাইম আমিও নারীকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম 'কে সেই নারী...' - কথাটা জেনে 'কে সেই নারী...' কে জানতে ইচ্ছে হলো। এক ঝলক আপনার আর্কাইভ থেকে ঘুরে এলাম, কিন্তু চোখে তো পড়লো না। একটু লিঙ্কটা দেবেন? অথবা পোস্ট করার তারিখটা? তাহলে পড়ে দেখবো।
আমার ছোট পরিসরের কবিতাটিও আপনার ভালো লেগেছে জেনে প্রীত হ'লাম। প্লাসে দারুণ অনুপ্রাণিত।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২২

আমিই মিসির আলী বলেছেন: নারী, তুমি যে বধু তুমি যে মাতা,
প্রতিদিন সামলে চলো কত প্রতিকূলতা!



প্রতিকূলতার ছোবলে একদিন বিলীন হয়ে যেতে হয় কাউকে কাউকে। সাত পাঁচ করেও আর কূলে ফেরা যায় না। ভেসে যায় প্রতিকূলতার নির্মম স্রোতে।

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

খায়রুল আহসান বলেছেন: সাত পাঁচ করেও আর কূলে ফেরা যায় না। ভেসে যায় প্রতিকূলতার নির্মম স্রোতে। - (দীর্ঘশ্বাস!)
মন্তব্যে অনুভূতিপ্রবণ এবং সংবেদনশীল মনের পরিচয় পেলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ধ্রুবক আলো বলেছেন: নারীদের নিশ্চুপ বিসর্জন কি অসাধারন ভাবে প্রকাশ করেছেন! পড়ে একদম মুগ্ধ হয়ে গেলাম.....
কি অসাধারন লেখনি
কবিতায় +++++++
শুভ কামনা রইলো, ভালো থাকবেন..,,

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: এভাবে আপনার মুগ্ধতার কথা জানিয়ে যাবার জন্য অশেষ ধন্যবাদ। মন্তব্যে আমিও মুগ্ধ হ'লাম।
আপনার পুরনো পোস্ট আমার হাস্যকর ভুল কিংবা ত্রুটি - পর্ব ১ পড়ে সেখানে একটা মন্তব্য রেখে আসলাম।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার এঁকেছেন নারী জীবন !!
ভালো লাগার একটা লেখা হয়ে থাকবে :)

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪

খায়রুল আহসান বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য, অনুপ্রাণিত হ'লাম মন্তব্যের কথায় এবং প্লাসে (+)।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪

সামিয়া বলেছেন: +++++
এভাবে সুন্মিতাদের অনুভব কজন করতে পারে!!

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার লেখা ঐদিনই শেষ দেখা ছিল পড়ে এলাম। ভাল লেগেছে।
আপনার নামের শুরুটা "ইতি" দিয়ে কেন?

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, সাদা মনের মানুষ। এই শীতের সন্ধ্যায় এটা পরম কাম্য।

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

দীপ্ত 71 বলেছেন: কবিতা ভাল লেগেছে। সুস্মিতা কি আপনার কাছের কেউ

১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে খুশী হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
এক্ষানে সুস্মিতা কারো নাম নয়। চেনা পরিচিত একজনের স্মিত হাসির পেছনে লুকিয়ে রাখা সত্যটাকে জানি বলেই এ কবিতা।

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

অরুনি মায়া অনু বলেছেন: এই বুঝি নারী জীবন। যে জীবনের অপর নাম কষ্ট। নারীই হয় কন্যা, মাতা, বোন,স্ত্রী,প্রেয়সী আরও কতকিছু। একটা চরিত্রের কত দিক। নারীই হতে পারে ধৈর্যের অনন্য প্রতীক। সুন্দর লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

শায়মা বলেছেন: ভাইয়া ভাবীর নামটাই কি সুস্মিতা!!!!

যাইহোক নারীদের যে কত শত ত্যাগ, ভালোবাসা, পরিশ্রমে জড়িয়ে আছে এ পৃথিবী তা আশে পাশে চোখ মেললেই বুঝা যায়। ভাইয়া আমি আমার এবারের শীতকালীন ভ্রমন নিয়ে লিখছি। এ ভ্রমনে কিছু নারীকে দেখতে হলো! তাদের মায়া মমতা উদ্বেগ অস্থিরতা ভালোবাসা কত রুপে কত ছন্দে। খুব শিঘ্রিই লেখাটা নিয়ে আসছি ভাইয়া।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: সুস্মিতা এখানে কোন নাম নয়, স্মিত হাসি মুখের এক নারী। কবিতাটি এমন একজনকে নিয়ে লেখা, যার মুখে স্মিত হাসির পেছনে লুকনো রয়েছে কিছু দুঃখের অভিজ্ঞতাও।
আপনার ভাবীর হাসি কখনো মলিন নয়। She always smiles like a fresh flower.
আপনার লেখাটাতো পড়লাম। ভাল লেগেছে।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: Click This Link

এই যে লিঙ্ক দিলাম !

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

খায়রুল আহসান বলেছেন: পড়ে আসলাম আপনার কবিতাটা। লিঙ্ক দেয়ার জন্য ধন্যবাদ।
যদি কিছু মনে না করেন, তবে একটা কথা বলি। আপনার এ সুন্দর কবিতাটার অনেকটা সৌন্দর্যহানি হয়েছে ভুল বানানের কারণে। একটু সময় করে সম্পাদনা করে নিলে খুব ভাল হয়। আপনার যদি ভুল বানানগুলো খুঁজতে অসুবিধে হয় তবে জানাবেন, আমি শুদ্ধ বানানসহ ভুলগুলো দেখিয়ে দেব। আগে আপনি নিজেই একবার চেষ্টা করে দেখুন।
কেন জানি মনে হলো, কেউ ভুল ধরিয়ে দিক, এটা আপনি পছন্দ করেন না এবং দেখানো ভুল গুলোকে শুদ্ধও করেন না। তাই মনে একটু দ্বিধা নিয়েই কথাটা পারলাম।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

কানিজ রিনা বলেছেন: অপুর্ব,অসাধারন সাথে ধন্যবাদ। কখন মাতা
কখনও স্ত্রী,কন্যা। শত অবিশ্বাসের যন্ত্রনায়র
আড়াল। হাসি মুখ শুধু সন্তানের ভালবাসা
অপার ঐশ্বর্গীক সৃষ্টির লালন মহামায়া নারীর
পৃথিবী সৃষ্টির অভিনয় লুকিয়ে থাকা সৃষ্টিকরতা
নারী উপর বর্তায়। এক অপার অসীম দায়ীত্ব
বোধ। তাইত নারী রহশ্যের অভিনয়কারী।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অনেক অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন, কানিজ রিনা।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারী, তুমি যে বধু তুমি যে মাতা,
প্রতিদিন সামলে চলো কত প্রতিকূলতা!


চমৎকার লিখেছেন। কবিতায় ভাল লাগা।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা, গিয়াস উদ্দিন লিটন।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: না, এতে মনে করার কিছু নেই । আমি কবিতা লেখার পরে মূলত আধুনিক বাংলা অভিধান দেখে বানানগুলো শুদ্ধ করার চেষ্টা করি । কিন্তু যখন কেউ আমার শুদ্ধ বানানগুলোকেও অশুদ্ধ বলে শুদ্ধ করার কথা বলে তখন একটু বিব্রত হই (এমনটা অনেকবার হয়েছে ) । কিন্তু যদি সত্যিই বানান ভুল হয়ে থাকে তবে আমি সেই পাঠকের প্রতি কৃতজ্ঞ থাকি কারণ সে আমার লেখাটুকু মনোযোগ দিয়ে পড়েছে এবং ভুলগুলো ধরিয়ে দিয়েছে । তাই আমি বলবো আপনি যদি বানানভুলগুলো একটু বলে দিতেন তাহলে বেশ উপকৃত হবো । কারণ অনেক সময় লেখকের চোখে ভুলগুলো ধরা পড়ে না।

অনেক ধন্যবাদ খোলাখোলিভাবে কথাগুলো বলেছেন বলে ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
ভুল বানানগুলোর শুদ্ধ বানান আপনার কে সেই নারী... কবিতায় উল্লেখ করে এলামঃ
অসামজ্জস্যতা < অসামঞ্জস্যতা
অকৃত্তিম < অকৃত্রিম (মোট তিনবার)
তৃষ্ণিত < তৃষিত
সপর্দ < সোপর্দ
সম্পাদনা করে নিলে খুশী হবো।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: আশাকরি আপনি খুশি হবেন ! ঠিক করে নিয়েছি ।

০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৭

খায়রুল আহসান বলেছেন: জ্বী, খুশী হয়েছি। অনেক ধন্যবাদ! :)

২১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

জুন বলেছেন: নারী জীবনের কষ্টের ইতিহাস কবিতার লাইনে লাইনে খায়রুল আহসান । সুস্মিতারা যেন এমন ভাগ্য নিয়েই জন্মে । বড্ড করুন এক ভালোলাগা ।
+

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

খায়রুল আহসান বলেছেন: এতটা মন দিয়ে আমার এ কবিতাটি পড়ে এতটা যত্ন করে মন্তব্য করে গেলেন, ধন্য হ'লাম জুন।
শুভেচ্ছা জানবেন, ভাল থাকুন।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

তারেক ফাহিম বলেছেন: নারীকে নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখছেন পড়ে খুবই ভাল লাগল।

১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার ব্লগে আপনাকে সুস্বাগতম!

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

তারেক ফাহিম বলেছেন: অামি আপনার কবিতাকে অনেক পছন্দ করি। পড়িও কিন্তু অনেক সময় মোবাইল থেকে আসিতো তাই শুধু পড়ি কিন্তু মোবাইলে কমেন্টস্ করতে একটু ঝামেলা পোহাতে হয়। তাই কম করি। তবে কম্পিউটারে হলে সাথে সাথে কমেন্টস্ করব মর্মে আশা রাখেন। ধন্যবাদ ভাই

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন, অনেক শুভকামনা রইলো...

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

২৫| ৩১ শে মে, ২০১৭ রাত ১:২৭

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল খুব।
বিষয়ভিত্তিক কবিতায় কিভাবে লেখা দেয় ,বললে উপক্ররত হতাম ।ট্যাগ বা কিওয়ার্ড কবিতা লিখলেও আসেনা কে বিষয়ভিত্তিক কবিতা সূচীতে।

০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: ব্যাপারটা আমিও সঠিক জানিনা বলে জানাতে পারছিনা, সেজন্য দুঃখিত।
পুরনো কবিতা খুঁজে বের করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.