নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

প্রথম প্রত্যুষের কামনা

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯

নীড়হীন যেসব পাখি উড়ছে ফুড়ুৎ ফুড়ুৎ
হেথা সেথা, সকাল সন্ধ্যা নীড়ের সন্ধানে,
তারা খুঁজে পাক আজ এই শুভক্ষণে,
ভালবাসায় ভরা একটি উষ্ণ বুক।

যেসব পরিত্যক্ত শিশু বেড়ে উঠছে অনাদরে
পথে প্রান্তরে, ঘাটে গঞ্জে, মাতৃস্নেহ বঞ্চিত,
অনাদর আর অবহেলা যাদের বুকে সঞ্চিত,
তারা ঠাঁই পাক কোন মায়াবতীর উষ্ণ হৃদয়ে।

যাদের ঘরে শাসন আছে, সোহাগ নেই,
তাদের ঘরে আসুক ভালবাসার সুবাতাস,
আদরে আদরে তারা নিক প্রতিটি নিঃশ্বাস,
শুষ্ক মরুভূমি হয়ে যাক মরুদ্যান নিমেষেই।

সব থেকেও যেসব অভাগার কিছু নেই,
মনের গহীনে যারা লুকিয়ে রাখে কষ্টের কথা
হাসির পেছনে যাদের থাকে হাহাকার আর ব্যথা
প্রেমের একটি ফুল ফুটুক তাদের শুষ্ক হৃদয়েই।

(২০১৭ এর প্রথম প্রত্যুষে রচিত। আমার সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহব্লগার আর শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা। সুখে সাফল্যে সমৃদ্ধ হোক আপনাদের এ নতুন বছর!)

ঢাকা
০১ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

বিজন রয় বলেছেন: প্রথম প্রত্যুষের শুভকামনায় প্রথম কথা বলা।

সুন্দর কবিতা দিয়ে বৎসর শুরু।

কথা হবে এবার অফুরন্ত।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের শুরুটাও বিদগ্ধজনের সুন্দর কথা দিয়েই শুরু হলো... অশেষ ধন্যবাদ।
কথা হবে এবার অফুরন্ত -- তাই হবে, তাই হোক অবিরত।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

ধ্রুবক আলো বলেছেন: আপনাকেও নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা। শুভ হোক নতুন বছর...

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: 'উষ্ণ শুভেচ্ছা'র জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকুন, সুস্থ থাকুন!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

ধ্রুবক আলো বলেছেন: প্রেমের একটি ফুল ফুটুক তাদের শুষ্ক হৃদয়েই। ++++++++++++
অসাধারন কথাবলির সমাহার, খুব সুন্দর একখানি কবিতা, বছরের শুরুতেই এই লেখাটা পড়লাম খুব ভালঙ লাগলো....
শুভ কামনা রইলো..,,, ভালো থাকবেন

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অশেষ ধন্যবাদ। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
সারাটা বছর ভাল কাটুক আপনার, আনন্দে এবং অর্জনে!

০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: হয়তো ইতোমধ্যে লক্ষ্য করেছেন যে আপনার উদ্ধৃত আমার এ কবিতার এ চরণটি থেকেই নামকরণ করা হয়েছে আমার এ বছরের কবিতার বই প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই এর।
আপনার ভাল লাগা ( ++++++++++++) এ চরণটিই কবিতার বই এর শিরোনাম হয়ে গেল!
ধন্যবাদ, কথাগুলোকে এতটা এপ্রিশিয়েট করার জন্য।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

ধ্রুবক আলো বলেছেন: প্রতি উত্তরের জন্য খুব প্রিত হলাম...!


ভালঙ না ভালো হবে, টাইপিং ভূল করে ফেলেছি!!

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

খায়রুল আহসান বলেছেন: তা তো বুঝতে পেরেছিই।ধন্যবাদ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রশংসায় এবং প্লাসে অনুপ্রাণিত।
আপনিও নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ২০১৭ আপনার জন্য হয়ে উঠুক সুখ ও সাফল্যের, আশাপূরণ আর অর্জনের বছর।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: যেসব পরিত্যক্ত শিশু বেড়ে উঠছে অনাদরে
পথে প্রান্তরে, ঘাটে গঞ্জে, মাতৃস্নেহ বঞ্চিত,
অনাদর আর অবহেলা যাদের বুকে সঞ্চিত,
তারা ঠাঁই পাক কোন মায়াবতীর উষ্ণ হৃদয়ে।


কবির প্রত্যাশা পূর্ণতা পাক !:)

আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা!:)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ মন্তব্যটা একটি সহমর্মী মনের পরিচায়ক।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে দারুণ অনুপ্রাণিত!
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেখাগুলো বারবার পড়তে খুব ভালো লাগে....

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

খায়রুল আহসান বলেছেন: ভাল লেখাগুলো বারবার এসে পড়ে যাবার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, ধ্রুবক আলো।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুভ কামনায় ভরা শুভ কাব্যে শুভেচ্ছা :)

হ্যাপি নিউ ইয়ার ২০১৭

আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা :)

+++

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০১

খায়রুল আহসান বলেছেন: এত শুভের মাঝে ডুবে গেলাম! ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর।
প্লাসটা (+) অনেক প্রেরণা দিয়ে গেল, থ্যাঙ্কস!

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। ++


নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

খায়রুল আহসান বলেছেন: ++ এ এবং কবিতার প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।

আমাদের প্রতিটি মানুষের কামনাই হোক এ কবিতার প্রতিটি লাইন।

০৯ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবিতাটা পড়েছেন, সেজন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
আপনাকেও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। ভাল থাকুন!

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:



এর আগের পোস্টে, আপনি যেই বন্ধুকে নিয়ে লিখেছেন, আশাকরি, তিনি হামিদ নন?

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৮

খায়রুল আহসান বলেছেন: না, তিনি হামিদ নন।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

সায়েদা সোহেলী বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া ,
পৃথিবীর প্রতিটা সুবিধা বঞ্চিত মানুষ তার প্রাপ্য ভালোবাসা টুকু পাক সেই প্রত্যাশা করি .।।।


কবিতায় ভালো লাগা

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রত্যাশাটা পূরণ হোক!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত।
আপনার পুরনো পোস্ট স্বপ্ন বুনন পড়ে একটা মন্তব্য করে এসেছিলাম। একটু সময় করে দেখে নেবেন। এখন তো আর পুরনো লেখার নোটিশ পাওয়া যায় না। তাই এখানেই বলে গেলাম।

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

খায়রুল আহসান বলেছেন: বৃষ্টি ভেজা শালবন পড়েও মন্তব্য রেখে এসেছি।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

কথাকথিকেথিকথন বলেছেন: ইংরেজি সাল অনুযায়ী আজ নতুন বছরের পঞ্চম প্রত্যুষ পার হলো বৈকি ! দেরি করে ফেললাম দেখি কবিতাটা পড়তে ! আপনার প্রত্যাশাগুলো পূরণ হোক । মানুষে মানুষে মানুষ গড়া হোক, জীবনের তরে, সমৃদ্ধির তরে ।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৩

খায়রুল আহসান বলেছেন: Better late than never! কবিতা পড়েছেন, এতেই ধন্য হ'লাম।
মানুষে মানুষে মানুষ গড়া হোক, জীবনের তরে, সমৃদ্ধির তরে - এ চমৎকার কথাটার জন্য অশেষ ধন্যবাদ। ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.