নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

তুমি চলে গেলে আকাশের বুকে!

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

‘হে আকাশ, আমি আসছি......
তোমাকে মাটিতে নামিয়ে আনতে’!

বছরের শেষ রাতটিতে আকাশের সাথে
তোমার এভাবেই শেষ কথা হয়েছিলো।

তারপরে এক রাতে তুমি মহড়ায় অংশ নিলে,
কি করে ঈগলের ক্ষিপ্রতায় এক টুকরো আকাশ
ছোঁ মেরে নিয়ে আসা যায়, হাওয়ায় ভেসে ভেসে
সে প্রশিক্ষণে, সিলেটের পানিছড়া ড্রপযোনে।

আকাশের সাথে তোমার সখ্যতা না শত্রুতা ছিল,
তা তুমিই ভাল জানতে। তোমার হাসিমুখ বলে দেয়,
মৃত্যুকে তুমি পরোয়া করনি কখনো, তাই নিঃসঙ্কোচে
ঝাঁপিয়ে পড়েছিলে শীতল মৃত্যুর ওঁৎ পেতে থাকা বুকে।

প্যারাস্যুটের বিশ্বাসঘাতকতায় নিমেষেই শেষ হয়ে গেল,
তোমার ছয় শ’ মিটারের নিঃসংশয় অকুতোভয় অবরোহণ।
পানিছড়ার অবরোহণ ভূমি রঞ্জিত হলো তোমার উষ্ণ রক্তে।
আকাশ আনা হলোনা তোমার, তুমি চলে গেলে আকাশের বুকে!

পাদটীকাঃ সাদমান বিন আখতার, ওরফে “সাদমান সৌজন্য” বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ বিএমএ লং কোর্সের একজন অফিসার ক্যাডেট ছিলেন। সদা হাসিখুশী এই ক্যাডেট ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৫ তম ব্যাচ) থেকে এইচ এস সি পাশ করে সেনাবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগদান করেছিলেন। গত ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে ফেইসবুকে দেয়া তার শেষ স্ট্যাটাস ছিলঃ “Sky I am coming to... bring you down.... 2017 (দুইটা হাসির ইমো)”

গত ০২ জানুয়ারী ২০১৭ তারিখে রাতের বেলা সিলেটের শালুটিকরে অবস্থিত বিমান বন্দরের কাছাকাছি পানিছড়া ড্রপযোনে তাদের চলছিলো শেষ “Night Para Jump Rehearsal”। কিন্তু জাম্পের পরপরই কোন কারণে তার Reserve প্যারাস্যুটটি Main প্যারাস্যুটের সাথে জড়িয়ে যাওয়ার কারণে কোনটাই আর কাজ করেনি। ফলে তিনি ৬০০ মিটার উচ্চতা থেকে ড্রপযোনের ভূমিতে নিপতিত হন। তাকে দ্রুত জালালাবাদ সি এম এইচে নেয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। আজ এ মুহূর্তে (দুপুর ১২-০৫) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সতীর্থরা সিলেটে চূড়ান্ত জাম্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ শেষ করছেন এবং কিছুক্ষণ পরেই তারা তাদের পোশাকে পরিধানের জন্য আনুষ্ঠানিক Insignia অর্জন করবেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের গর্বিত মাতাপিতাগণও আমন্ত্রিত হয়েছেন। তাঁদের এই আনন্দঘন মুহূর্তে আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে স্মরণ করছি মরহুম সাদমানকে এবং সাদমানের দুঃখী মাতা পিতাকেও। আল্লাহ সাদমানকে বেহেস্ত নসীব করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণকে সবরে জামিল দান করুন!

আমি সাদমান বিন আখতার, ওরফে “সাদমান সৌজন্য”কে ব্যক্তিগতভাবে চিনি না। ফেইসবুকে তার হাস্যোজ্জ্বল মুখের ছবি দেখে এবং তার কিছুদিন পরে ফেইসবুকের মাধ্যমেই তার করুণ পরিণতির কথা জানতে পেরে আমি খুবই ব্যথিত হয়েছি। এমন একটা হাসিখুশী টগবগে তরুণের মনে কখন কী কী অনুভূতি খেলা করে, তা নিজের এবং পুত্রসন্তানদের তারুণ্যের দিনগুলোর (সাদমানের বয়সের) কথা স্মরণ করে অনুধাবন করতে পারি। আমার আজকের এ কবিতাটি সাদমানের প্রতি উৎসর্গিত হলো।


ঢাকা
০৫ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।



Ex Cadets' Federation (ECF) has made this their cover page on Facebook, paying homage to late Sadman Bin Akhter. May Allah forgive him and grant him Jannah!



Proud and confident Sadman who has left us for eternity, to mourn his untimely and unacceptable demise.



Sweet boy Sadman, an ex JCC Cadet, when he was in class seven (perhaps!).



Sadman's musical instruments now lying idle at home...

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০

ধ্রুবক আলো বলেছেন: খুবই মর্মান্তিক একটি ঘটনা, মানুষের মৃত্যু কখন কাকে গ্রাস করবে কেউই জানি না!!
এ এক শোকাবহ মৃত্যু, সাদমান এদেশের একজন রত্ন, দেশ একটি রত্ন হারালো।
আমি আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহকে সাদমানকে জান্নাবাসী করুক। তার রুহের মাগফেরাত কামনা করি, তার পিতামাতা'র সুস্থতা কামনা করি।

০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: সমব্যথী মন্তব্য এবং দোয়ার জন্য অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২

ধ্রুবক আলো বলেছেন: লেখাটা খুব অসাধারন +++++++++
আপনি না লিখলে হয়তোবা জানতে পারতাম না, আপনাকে ধন্যবাদ।।

০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

খায়রুল আহসান বলেছেন: এতটা উচ্চ প্রশংসায় খুবই অনুপ্রাণিত হ'লাম। হাস্যোজ্জ্বল এ ছেলেটার তারুণ্যের উচ্ছ্বাস এবং সেই সাথে তার করুণ পরিণতির কথা জেনে আমি খুবই ব্যথিত হয়েছিলাম। তার পিতামাতার শোক ও মর্মবেদনাকে হৃদয় দিয়ে অনুধাবন করেছিলাম।
পুনরায় মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো...

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাদমানের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তার জান্নাতবাস কামনা করছি।

০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১০

খায়রুল আহসান বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ। সাদমানের প্রতি শুভকামনা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

সন্দেহ নেই, এক নির্ভীক যোদ্ধাকে হারাল জাতি!

সৃষ্টিকর্তা তাকে জান্নাত নসিব করুন। আমিন!

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১২

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ে মরহুমের প্রতি দোয়া ও শ্রদ্ধার জন্য আন্তরিক ধন্যবাদ। মন্তব্যে প্রীত, প্লাসে প্রাণিত হ;লাম।
আপনার পুরনো পোস্ট তোমাদের কোলাহলে আজও কান পেতে শুনি পড়ে এলাম। সময় করে মন্তব্যটা দেখে নেবেন আশা করি।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


হামিদের সুখবর জানানোর জন্য ধন্যবাদ। আপনার লেখায়, কিছু বিষয়, ওর সাথে মিল ছিলো।

ক্যাডেট সাদমানের মৃত্যতে উনার মা-বাবা ভয়ংকর কস্টের মাঝ দিয়ে যাচ্ছেন; সময়ের সাথে উনাদের সন্তান হারানোর কস্ট কমে আসুক, এটুকু কামনা রলো।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: সমব্যথী শুভকামনার জন্য ধন্যবাদ।মন্তব্যে প্রীত হ'লাম।
আমার এই ব্লগবন্ধুটি যে হামিদকে চেনে, এ কথাটি তাকে জানাতে চাই। কী নাম বললে বা কী বললে সে তাকে চিনতে পারবে?

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

সুমন কর বলেছেন: সাদমান বিন আখতারের কাহিনী জেনে খারাপ লাগল। উনার আত্মা শান্তি পাক।

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং সমব্যথী মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
তার রুহের মাগফেরাত কামনা করি।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

আহমেদ জী এস বলেছেন: খায়রুল আহসান ,



আকাশ আনা হলোনা তোমার, তুমি চলে গেলে আকাশের বুকে!

বুকের ভেতরে কিছু একটা আটকে দিলেন লেখায় ।

আপনার ধারেকাছের মানুষজনদের প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসার আরও একটি অধ্যায় ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আহমেদ জী এস, মনযোগসহ এ লেখাটা পড়ার জন্য।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মর্মান্তিক ঘটনা। কবিতাটি কষ্ট দিয়ে গেলো।

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৪

খায়রুল আহসান বলেছেন: জ্বী, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ, সোনাবীজ; অথবা ধুলোবালিছাই।
শুভেচ্ছা জানবেন।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: ইলেজিটা দারুন!:)

প্লাস


সাদমানের জন্য রইলো প্রার্থনা।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

খায়রুল আহসান বলেছেন: এলেজিটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। সাদমানের জন্য প্রার্থনা করেছেন, এজন্য ধন্যবাদ।
কবিতায় প্লাসও দিয়ে গেছেন-অনুপ্রাণিত হয়েছি। শুভেচ্ছা জানবেন।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

রাতুল_শাহ বলেছেন: বীর সাদমানের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পড়ে মনটা খারাপ।
আল্লাহ যেন সাদমানকে জান্নাতবাসী করুন এবং তার মাতা-পিতাকে শোক সহিবার শক্তি দেন এই প্রার্থনা করি।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রার্থনাটুকু আল্লাহ রাব্বুল আলামীন কবুল করুন!
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

এফ.কে আশিক বলেছেন: ভালো থাকুন সাদমান আকাশের ঠিকানায়.......

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ এ শুভকামনার জন্য। ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৯

রানা আমান বলেছেন: আপনি খুব সুন্দর করে গুছিয়ে লেখেন । সাদমানের জান্নাতবাস কামনা করছি সেই সাথে সাদমানের বাবা মায়ের জন্য রইলো সমবেদনা । আল্লাহ তাদেরকে এ শোক সইবার শক্তি দিন ।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার দোয়া ও সমবেদনার জন্য অনেক ধন্যবাদ। কবিতা পড়েছেন, মন্তব্য করেছেন, অনেক অনুপ্রাণিত হয়েছি আপনার সমব্যথী মন্তব্যে।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

কথাকথিকেথিকথন বলেছেন: খুব মর্মান্তিক । যখন দেশের জন্য কিছু করার সময় তখনি পাড়ি জমালো সে অজানায় । এই বীর সন্তানের আত্মার মাগফেরাত কামনা করি ।

যথার্থ উৎসর্গ ।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য, সমব্যথী মন্তব্যের জন্য এবং দোয়ার জন্য অশেষ ধন্যবাদ। কবিতায় প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০০

ANIKAT KAMAL বলেছেন: অপূর্ব

১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এ প্রশংসাটুকুর জন্য। অনুপ্রাণিত হ'লাম।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আমার বন্ধুর বন্ধু। উনার মৃত্যুতে আমার বন্ধুকে অনেক কাঁদতে দেখেছি।
কবিতা ভাল লেগেছে অনেক।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.