নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
কেউ ব্যথা পেয়ে কবি হয়,
কেউ শখ করে কবি হয়ে ব্যথা পায়।
কারো কবিতা মাঝপথে থেমে যায়, তখন
ফলহীন বৃক্ষের ন্যায় কবি শুধু দাঁড়িয়ে রয়।
আবার কারো কারো কবিতা ফল্গুধারার মত
অলক্ষ্যে নিশিদিন অন্তরে অন্তরে বয়ে যায়।
প্রেমের অনুভব ছাড়া কবি হওয়া যায়না,
ব্যথার দহনে পরিশুদ্ধ হয় কবির যাচনা।
কারো দু’টি মায়াবী চোখের অনন্য দৃষ্টি,
নীরবে করে যায় কত শত কবিতার সৃষ্টি!
কারো আদরমাখা কন্ঠের একটি প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী।
ঢাকা
০৯ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
খায়রুল আহসান বলেছেন: ভালো মানুষেরাই আসলে কবি হয়...... - ধন্যবাদ। তবে সব মুদ্রারই একটা অপর পিঠ থাকে।
মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: কবিতাটাতে প্রথম মন্তব্যকারী হিসেবে একটা সুন্দর মন্তব্য রেখে গেছেন। সেই সাথে প্রথম প্লাসটাও।
অনেক অনেক ধন্যবাদ!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫
সরকার আলমগীর বলেছেন: জ্বি দাদা অনেক সুন্দর বলেছেন
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হ'লাম।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো হয়েছে।
১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
খায়রুল আহসান বলেছেন: মাত্র দু'টি শব্দের ছোট্ট মন্তব্য, কিন্তু বড় প্রেরণা দিয়ে গেল!
মন্তব্যে প্রীত, প্লাসে প্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্ট এই যা জীবনের প্রথম ব্লগ শুরুটাই ক্যাচাল দিয়ে !- পড়ে একটা মন্তব্য রেখে এলাম।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ প্রেরণাটুকুর জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো!
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
জীবন থেকে কবিতা হয় কিন্তু কবিতা থেকে জীবন নয়............
কাউকে কবিতা লেখার দাড়ি,কমা শেখানো যায় কিন্তু কেউ কাউকে প্রতিভা দিতে পারেনা ।
পড়ে ভালো লাগা রইল।
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আজকের এই কবিতার প্রথম পংক্তি দুটো আপনার কোন এক কবিতায় মন্তব্য প্রসঙ্গে লিখেছিলাম।
শুভেচ্ছা জানবেন।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১০
মোস্তফা সোহেল বলেছেন: ভালো মানুষেরাই আসলে কবি হয়...... শায়মাপুর এই কথাটি মানতে পারলাম না।
এখন খারাপ মানুষও কবি হয়। তবে আমার মনে হয় খারাপ আর ভাল না বলে কবিকে কবি হিসেবে দেখায় ভাল।
খায়রুল আহসান ভাই কবিতাটি খুব ভাল লেগেছে।
১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩
খায়রুল আহসান বলেছেন: একজন খারাপ মানুষও যখন কবিতা লেখেন, মননে তিনি সে মুহূর্তে ভাল মানুষই থাকেন বলে মনে করি।
কবিতার প্রশংসায় প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
পুরো কবিতা জুড়েই ভাল লাগা!
০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।
ছোট্ট মন্তব্য, কিন্তু অনেক বড় প্রেরণা
দিয়ে গেলেন আপনি, ভ্রমরের ডানা!
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮
শরতের ছবি বলেছেন: ভাল লাগলো কবিতার প্রতিটি কথা কবি ।
০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে প্রীত হ'লাম। কবিতার প্রতিটি কথা ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হ'লাম।
৯| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
রানা আমান বলেছেন: আমার ভালো লেগেছে ।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে খুশী হ'লাম। প্লাস দিয়ে অনেক প্রেরণা যুগিয়ে গেলেন।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
১০| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
অদৃশ্য বলেছেন:
ভালোলাগা... শেষ অংশটুকুতে সম্ভবত বেশি ভালোলাগা...
শুভকামনা...
১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩০
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট আমি ফিরে আসবো পড়ে সেখানে একটা মন্তব্য রেখে এসেছি।
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫
উম্মে সায়মা বলেছেন: ঠিক কথা বলেছেন... খুব সুন্দর করে।
শুভ কামনা রইল.....
১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, উম্মে সায়মা। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
অতৃপ্তচোখ বলেছেন: দারুণ লাগলো স্যার।
কবিদের মনে প্রেম থাকতে হয়
থাকতে হয় কষ্টের ছোঁয়া
প্রতীক্ষিত হৃদয় ভালোবাসার কথা কয়।
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯
খায়রুল আহসান বলেছেন: কবিদের মনে প্রেম থাকতে হয়
থাকতে হয় কষ্টের ছোঁয়া
প্রতীক্ষিত হৃদয় ভালোবাসার কথা কয় - খুব সুন্দর বলেছেন এ কথাগুলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ। অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকবেন, শুভেচ্ছা রইলো...
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
সব লাইনের সাথে বারবার মিলায়ে দেখলাম, এখন পরিস্কার, কেন আমার মাথায় কবিতার একটি ক্ষুদ্র ক্রিস্টালও দানা বাঁধেনি; অপেক্ষা করতে হবে আমাকে, এটা পরিস্কার।
২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২
খায়রুল আহসান বলেছেন: হা হা হা, দারুণ বলেছেন- এখন পরিস্কার, কেন আমার মাথায় কবিতার একটি ক্ষুদ্র ক্রিস্টালও দানা বাঁধেনি; অপেক্ষা করতে হবে আমাকে, এটা পরিস্কার - এ কথাগুলোকেই তো একটু সাজিয়ে লিখলে কবিতা হয়ে যাবে!
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
রাতুল_শাহ বলেছেন: মন একা থাকলে কবিতা লেখার চেষ্টা করে।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
খায়রুল আহসান বলেছেন: জ্বী, তা করে বৈকি। অনেক সময় চারিদিকে শত লোকের ভীড়েও মন একা থাকে এবং নীরবে কবিতার পান্ডুলিপি লিখে চলে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে অনুপ্রাণিত।
১৫| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
বিলিয়ার রহমান বলেছেন: সহজ,সুন্দর...
প্লাস!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩
খায়রুল আহসান বলেছেন: এমন সহজ এবং সুন্দর করে বলে প্লাস দিয়ে যাবার জন্য আপনার মন্তব্যকে ডাবল প্লাস দেয়া সম্ভব হলে তাই দিতাম!!!
প্রীত ও অনুপ্রাণিত হ'লাম, ধন্যবাদ ও শুভেচ্ছা!
১৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪১
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো । ++++
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, নীলপরি। প্রীত হ'লাম, প্লাসে প্রাণিত।
১৭| ১০ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: প্রেমের অনুভব ছাড়া কবি হওয়া যায়না,
ব্যথার দহন ছাড়া কবি হওয়া যায়না।
কারো মায়াবী চোখের দৃষ্টি
নীরবে করতে পারে কবিতার সৃষ্টি।
কারো আদরমাখা কন্ঠের প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী।
অসাধারণ, সরাসরি প্রিয়তে ।
শুভেচ্ছা রইল ।
২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: আমার এ তুচ্ছ কবিতাটিকে আপনার "প্রিয়" তালিকায় ঠাঁই দিয়েছেন এ জন্য কৃতজ্ঞ বোধ করছি।
কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে অনন্ত প্রেরণা যুগিয়ে গেলেন।
আন্তরিক শুভেচ্ছা...
১৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন:
প্রেমের অনুভব ছাড়া কবি হওয়া যায়না,
ব্যথার দহন ছাড়া কবি হওয়া যায়না।
কারো মায়াবী চোখের দৃষ্টি
নীরবে করতে পারে কবিতার সৃষ্টি।
কারো আদরমাখা কন্ঠের প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী। ----------
দারুণ এই পংক্তিটুকুন। অনেক অনেক অনেক শুভেচ্ছা!!!
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য অনেক ধন্যবাদ। প্রশংসায় অনুপ্রাণিত হয়েছি।
আপনিও অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
১৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ++
খুব সুন্দর লিখেছেন, পড়ে মুগ্ধ হলাম...!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৯
খায়রুল আহসান বলেছেন: কবিতায় ++ পেয়ে অনুপ্রাণিত বোধ করছি। প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
২০| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
ধ্রুবক আলো বলেছেন: প্রেমের অনুভব ছাড়া কবি হওয়া যায়না,
ব্যথার দহন ছাড়া কবি হওয়া যায়না।
বুকে ব্যাথা জমা না থাকলে, কবিতা আসে না......!!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
খায়রুল আহসান বলেছেন: অনেকটা তাই! মন্তব্যের জন্য ধন্যবাদ!
২১| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: পুরো কবিতা জুড়েই ভালো লাগা.+++
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৭
খায়রুল আহসান বলেছেন: অনেক, অনেক ধন্যবাদ, এ ভাল লাগার কথাটুকু এখানে রেখে যাবার জন্য- শব্দে ও চিহ্নে।
শুভেচ্ছা...
২২| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবি আমি কাক; কাকের মত।
হা. হা. কাক দেখে আমার কবি হতে ইচ্ছে করে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: কেন বললেন এ কথাটা? কবিতার সাথে কথাটার প্রাসঙ্গিকতাটা ঠিক বুঝলাম না।
২৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কারো দু’টি মায়াবী চোখের অনন্য দৃষ্টি,
নীরবে করে যায় কত শত কবিতার সৃষ্টি!
নাহ ! এরকম কেউ ছিলনা তাই কবি হতে পারিনি
কবিতায় প্লাস নং - ১৪
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: কিন্তু ছবি দেখে আপনার চোখ দুটোকে তো বেশ মায়াবী মনে হচ্ছে। হয়তো আপনিই অনেককে কবি বানিয়েছেন!!
কবিতায় প্লাস নং - ১৪ - ওটাই এখন পর্যন্ত শেষ প্লাস! দৌড়ে হ্যান্ডেল ধরে কোনরকমে ট্রেনে উঠেছেন, ওয়েলকাম অন বোর্ড!
মন্তব্য এবং প্রেরণাদায়ক প্লাসের জন্য অনেক ধন্যবাদ!
২৪| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা অনেক।
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতা পড়ে ভাল লাগার কথাটুকু এখানে জানিয়ে যাবার জন্যে।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
২৫| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩
প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ আহসান ভাই।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও ধন্যবাদ, প্রামানিক, কবিতাটি পড়ে মন্তব্য রেখে যাবার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ভাল থাকুন, শুভেচ্ছা জানবেন।
২৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭
ANIKAT KAMAL বলেছেন: সব কিছুই নিজের করে নিওনা ভাইয়া অনিচ্ছা দৃষ্টি পেলেও ধন্য হব
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: অনিচ্ছা দৃষ্টি কেন? আমি তো আপনার লেখায় প্রায়ই যাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ, ভাল থাকুন।
২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
রায়হানুল এফ রাজ বলেছেন: কারো আদরমাখা কন্ঠের একটি প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী।
- এটা অনেক গুরুত্বপূর্ণ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩
খায়রুল আহসান বলেছেন: জ্বী, এটা অনেক গুরুত্বপূর্ণ।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮
শায়মা বলেছেন:
অনেক অনেক থ্যাংকস ভাইয়া !!!!!
আমার ঝামেলা সব কাটলে আমিও তোমার মতন সব কবিতাই মন দিয়ে পড়বো তোমার।
শুধু আজকাল ঝামেলা একটার পর একটা বাড়তেই থাকে!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬
খায়রুল আহসান বলেছেন: আচ্ছা। ঝামেলার কোন শেষ নেই, পুরোপুরি কখনো শেষ হয় না। ঝামেলা নিয়েই তো মানুষের জীবন।
২৯| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫
চঞ্চল হরিণী বলেছেন: পুরো কবিতাটাই ভালো লাগলো। মনের মধ্যে কেমন একটা নির্মল, প্রশান্তির ছায়া অনুভব করলাম। শুদ্ধতার শক্তি এটাকেই বলে।
শেষের দুই লাইন " কারো আদরমাখা কণ্ঠের প্রতিধ্বনি
কবিকে শোনাতে পারে লক্ষ প্রেরণার বাণী" অসাধারণ । ধন্যবাদ, শ্রদ্ধা।
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৫:০১
খায়রুল আহসান বলেছেন: শুদ্ধতার শক্তি এটাকেই বলে - অনেক ধন্যবাদ, কবিতা পড়ার জন্য এবং পড়ার পর চমৎকার এ কথাটা বলার জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
শায়মা বলেছেন: ভালো মানুষেরাই আসলে কবি হয়......
যাদের মন আছে, আবেগ আছে তারাই.....
অনেক অনেক ভালো লাগা ভাইয়া!