নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।
তুমি যদি চাও,
বৃক্ষের মত দাঁড়িয়ে কাটাবো আমার বাকীটা জীবন।
চুপিচুপি শুষে নেব তোমার সব অঙ্গারায়িত নিঃশ্বাস,
আর তোমার বুকে ছড়িয়ে আসবো আমার অক্সিজেন।
তুমি যদি চাও,
এই ভরা শ্রাবনেও ডেকে আনবো কোন সুকন্ঠী কোকিল,
আমার শাখা মেলে দেবো নাম না জানা পাখিদের কাছে
যেন তারা এসে একে একে তোমায় গান শোনাতে পারে।
তুমি যদি চাও,
আমি নীরব সাক্ষী হয়ে রবো তোমার গোপন অভিসারের,
পাতা ঝরিয়ে ঢেকে দেবো তোমার কোমল পায়ের চিহ্ন,
আমার শেকড় শুষে নেবে তোমার নিভৃতে ঝরানো অশ্রু!
ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২
খায়রুল আহসান বলেছেন: মানববৃক্ষের সমাদর নেই, তাদের কদর সবাই বোঝেনা।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++++
কি আবেগী বহিঃপ্রকাশ... মুগ্ধতা
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০২
রাতুল_শাহ বলেছেন: আপনার বৃক্ষ হওয়ার ইচ্ছা কি গৃহীত হয়েছে?
১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৭
খায়রুল আহসান বলেছেন: ইচ্ছেটাতো শুধুই কবিতা লেখার মধ্যে সীমিত, সুতরাং তা গৃহীত হবার কোন অবকাশ নেই।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৪
ধ্রুবক আলো বলেছেন: দারুন রোমান্টিক ধাচের কবিতা।।
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। জ্বী, এটা একটা রোমান্টিক ভাবনার কবিতা।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬
ধ্রুবক আলো বলেছেন: তুমি যদি চাও,
আমি নীরব সাক্ষী হয়ে রবো তোমার গোপন অভিসারের,
পাতা ঝরিয়ে ঢেকে দেবো তোমার কোমল পায়ের চিহ্ন,
আমার শেকড় শুষে নেবে তোমার নিভৃতে ঝরানো অশ্রু!
- লাইন গুলো অসাধারন.
। যেভাবেই বলি না কেন কম হবে প্রশংসা....!
২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪
খায়রুল আহসান বলেছেন: খুব উদারতার সাথে কবিতার প্রশংসা রেখে গেলেন। আপ্লুত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১২
অতৃপ্তচোখ বলেছেন: ভালোবাসার গভীরতম প্রকাশ।
ভালো লাগলো ইচ্ছেগুলো।
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট- থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজী নববর্ষে সামুতে অনলাইন আড্ডা !!! (২০১৫ সালের) পড়ে এলাম।
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর হয়েছে ++++
২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতার প্রশংসার জন্য। সবার আগে এতগুলো ++++ দিয়ে অনুপ্রাণিত করে গেলেন।
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
পাতা ঝরিয়ে ঢেকে দেবো তোমার কোমল পায়ের চিহ্ন,
আমার শেকড় শুষে নেবে তোমার নিভৃতে ঝরানো অশ্রু! - অনুপম অভিব্যক্তি!! রোমান্টিক কবিতার খুব ভাল লাগা!
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬
খায়রুল আহসান বলেছেন: কবিতাকে ভালবেসে প্লাস + দিয়ে গেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার পুরনো পোস্ট তোমাদের কোলাহলে আজও কান পেতে শুনি (২৪ এপ্রিল ২০১৫) পড়ে একটা মন্তব্য রেখে এসেছিলাম।
শুভেচ্ছা জানবেন।
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫১
ডঃ এম এ আলী বলেছেন: তুমি যদি চাও,
বৃক্ষের মত দাঁড়িয়ে কাটাবো আমার বাকীটা জীবন।
চুপিচুপি শুষে নেব তোমার সব অঙ্গারায়িত প্রশ্বাস,
আর তোমার বুকে ছড়িয়ে আসবো আমার অক্সিজেন।
চমৎকার ভাবগাম্ভির্যময় কবিতা । রূপক অর্থে বলা যায় 'বৃক্ষরোপণ' বলতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার অথবা এমন কিছু প্রতিষ্ঠা করা, যা তার মৃত্যুর পরেও জ্ঞানের আলো ছড়াবে বৃক্ষের শাখা-প্রশাখা বিস্তার তথা ফলদানের মতো।
বৃক্ষ আপনার জন্য জন্মেনা , সারা জীবন শুধু পরের উপকারই করে যায় । কামনা করি বৃক্ষের মত আপনার ইচ্ছাগুলি বাস্তবায়ন হোক ।
শুভেচ্ছা রইল
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
খায়রুল আহসান বলেছেন: বৃক্ষ আপনার জন্য জন্মেনা , সারা জীবন শুধু পরের উপকারই করে যায় । কামনা করি বৃক্ষের মত আপনার ইচ্ছাগুলি বাস্তবায়ন হোক - অনেক ধন্যবাদ, আপনার এ শুভকামনার জন্য।
মন্তব্যে প্রীত, প্লাসে অনুপ্রাণিত।
অনেক শুভকামনা...
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৪
সোহানী বলেছেন: ভালোলাগা........
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, প্রীত হলাম।
শুভেচ্ছা...
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৯
সায়েদা সোহেলী বলেছেন: বৃক্ষ মানে অনুভূতি সম্পূর্ণ জর বস্তু,, পক্ষাঘাত গ্রস্ত মানুষ এর মতই,,,, খুব একটা সুখকর কিছু নয়। কবিতার বৃক্ষ হয়ত ভালোবেসে অভিমানে হতে চাইছে,,, কখনো সখনো না চাইতেও হয়ে যেতে হয় বৈকি অবহেলা অনাদরে ,,,, মানুষ বড় আজব প্রাণী !!!
কবিতায় ++++
২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬
খায়রুল আহসান বলেছেন: কখনো সখনো না চাইতেও হয়ে যেতে হয় বৈকি অবহেলা অনাদরে - আপনার এ ভাবনাটার প্রতিফলন দেখা যায় না কি কবিতায়?
মনযোগ সহকারে কবিতার পঠন, পর্যবেক্ষণ এবং অভিমত প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ, সায়েদা সোহেলী।
মন্তব্যে প্রীত, প্লাসে অনুপ্রাণিত হলাম।
শুভেচ্ছা...
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৫
শায়মা বলেছেন: মানুষ বৃক্ষ ভাইয়া........
আসলে বৃক্ষের মত উপকারী বন্ধু আর নেই এই জগতে। আরও যদি সে হয় প্রেমিক তাহলে তো কথাই নেই।
তবে বৃক্ষের মত প্রেমিক হলে তার সবচেয়ে বড় গুণাবলীর মাঝে তার নির্বাক গুণটাই সবচেয়ে বড় হবে প্রেমিকার কাছে.......
২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪
খায়রুল আহসান বলেছেন: বৃক্ষকে সবসময়ই আমার প্রেমিক মনে হয়। কিছু কিছু প্রেমিকেরা নিশ্চুপে ভালবেসে যায়। যদিও দয়িতারা প্রেমের প্রকাশ দাবী করে থাকে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। অনুপ্রাণিত।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনন্য আেরা একটি কবিতার জন্য অভিনন্দন! শুভেচ্ছা! ধন্যবাদ
দারুন!
যেমন কাব্য- তেমনি মন্তব্যে ড. এম এ আলি ভাইয়ের বৃহত আংগিক ভাবনা, আবার শায়মাপুর দুষ্টুপনা অনুভব।
সবকিছূতেই মুগ্ধতা
+++++
২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, কবিতাটি পাঠ করে এখানে মন্তব্য রেখে যাবার জন্য।
যেমন কাব্য- তেমনি মন্তব্যে ড. এম এ আলি ভাইয়ের বৃহত আংগিক ভাবনা, আবার শায়মাপুর দুষ্টুপনা অনুভব।
সবকিছূতেই মুগ্ধতা - পাঠকদের বিদগ্ধ এবং সরস মন্তব্য আমার এ লেখাটাকে সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে।
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বৃক্ষ রোপণ করা যেমন ছদকায়ে জারিয়া, বৃক্ষ রোপণে সচেতনেতা সৃষ্টি করাও পূণ্যের কাজ।
বাই দ্যা ওয়ে,
ট্রেন মিসড ক রছি, শেষ দিকে এসে ভালোলাগা জানিয়ে গেলাম।
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২
খায়রুল আহসান বলেছেন: প্রথমেই আসেন আর শেষেই আসেন, ট্রেন মিস করেন নাই। ট্রেনে তো চড়েছেনই। ট্রেনে স্বাগতম!
আমার কবিতার বৃক্ষ একটি রূপক মাত্র।
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩
রোদেলা বলেছেন: অক্সিজেন দেওয়া নেওয়া জমে উঠুক।
২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
খায়রুল আহসান বলেছেন: হা হা হা... যা বলেছেন!
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত।
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২
এফ.কে আশিক বলেছেন: তুমি যদি চাও,
আমি নীরব সাক্ষী হয়ে রবো তোমার গোপন অভিসারের,
পাতা ঝরিয়ে ঢেকে দেবো তোমার কোমল পায়ের চিহ্ন,
আমার শেকড় শুষে নেবে তোমার নিভৃতে ঝরানো অশ্রু!
দারুণ লিখেছেন... +++
শুভ কামনা প্রিয় কবি...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।
১৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০১
রায়হানুল এফ রাজ বলেছেন: বিমোহিত। +++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৪
খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। প্রীত ও অনুপ্রাণিত হলাম।
আপনার লেখা উপন্যাস "হাইওয়ে" প্রকাশনার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বইটির ব্যাপক কাটতি হোক, এই কামনা করছি।
একই মন্তব্য দু'বার এসেছে। পরেরটা মুছে দিচ্ছি।
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
রানা আমান বলেছেন: আমার ভালো লেগেছে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
খায়রুল আহসান বলেছেন: ভাল লাগার কথাটুকু জানিয়ে যাবার জন্য অনেক ধন্যবাদ, রানা আমান। এ পোস্টের শেষ 'লাইক'টি আপনার কাছ থেকে পেয়ে অনেক অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...
২১| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬
অরুনি মায়া অনু বলেছেন: এমন ভালবাসা পেলে সে কি না চেয়ে আর পারে! বৃক্ষের ভালবাসা জীবন দান করে। কবি তার প্রেয়সীর জীবন দাতা বৃক্ষ হয়ে পরম আনন্দ পেতে চাইছে। খুব খুব খুব সুন্দর লিখেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, কবিতাটি পড়ার জন্য। বলা বাহুল্য, মন্তব্যে অনেক অনুপ্রাণিত হয়েছি।
এখন আপনার ঘরে কয়টা বেড়াল?
সেকালের রোমিওদের নিয়ে আপনার মজার পোস্টটা এইমাত্র পড়ে এলাম।
২২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৪
অরুনি মায়া অনু বলেছেন: এখন আগের মত বিড়াল পালার এনার্জি পাইনা আসলে। এখন একটা বিড়াল আছে। সে একাই একশ। বর্তমানে গাছ পালার সাথেই সময় বেশি কাটে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। পাঠক হিসেবে আপনাদের পাই বলেই লেখায় অনুপ্রাণিত হই।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৯
খায়রুল আহসান বলেছেন: ফিরে এসে জবাব দিয়ে যাবার জন্য আপনাকেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
কবিতায় যে ইচ্ছা প্রকাশ করা হয়েছে, উহা বেশ মুল্যবান, আজকাল সবাই বৃক্ষপ্রেমী।