নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

চোখের সমুদ্র

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে।
আমি বলেছিলাম, সে তো আমার চোখেই আছে।
তুমি বলেছিলে, তোমার চোখ তো শুকনো, জল কই?
আমি তখন কিছুই বলিনি,
হয়তো কোনদিন বলবোও না।
আমার চোখের গভীরে যে জলের প্লাবন...
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!

পাদটীকাঃ কবিতার প্রথম চরণ দুটো আমার নয়। সহব্লগার সুমন কর এর পুরনো পোস্ট পড়ছিলাম। তার লেখা অল্প গল্পঃ দুই এর প্রথম গল্পের প্রথম দুটো লাইন দিয়েই এ কবিতার শুরু। কাব্যিক এ লাইন দুটো পড়ে খুব ভাল লেগেছিলো। তাৎক্ষণিকভাবে মনে যে ভাবনাটা এসেছিল, তারই পরিণতি এ কবিতা।

ঢাকা
১৩ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! সত্যি তাই। খুব সুন্দর কবিতা

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

খায়রুল আহসান বলেছেন: শেষ কথাটির জন্যই এ কবিতা লেখা। সেটাই আপনি উদ্ধৃত করেছেন।
প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস, দুটোর জন্যই অনেক ধন্যবাদ।
ভাল থাকুন, শুভকামনা রইলো।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

ক্লে ডল বলেছেন: ভাল লাগল। বিশেষত "চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! " এই চরণটি।

শুভকামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্য ও প্লাসে অনুপ্রাণিত!
আপনার উদ্ধৃত চরণটিই কবিতার সার কথা।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ক্লে ডল বলেছেন: ভাল লাগল। বিশেষত "চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! " এই চরণটি।

শুভকামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: "চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! " - পরপর তিনজন পাঠক বলে গেলেন, এ চরণটি ভাল লেগেছে। কবিতাটি ধন্য হলো আপনাদের এই সত্য উপলব্ধির পেয়ে।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮

একজন সত্যিকার হিমু বলেছেন: মনের দূরবীন ব্যাপারটা দারুন লেগেছে ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: খুশী হ'লাম!!! :)
আপনারও তাহলে ভাল লেগেছে এ ছোট্ট কথাটা? অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার প্রথম পোস্টটা পড়ে এলাম।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: আমার চোখের গভীরে যে জলের প্লাবন...
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!


এই লাইনগুলো মন সিক্ত করে দিল ।

কবিতায় ++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগা কবিতাংশ উদ্ধৃত করার জন্য অশেষ ধন্যবাদ, নীলপরি। কবিতার কিছু কথা আপনার মন সিক্ত করেছে জেনে কবিতাটি ধন্য হলো বোধ করছি। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আপনার অনেক পুরনো একটা পোস্ট যা চাই তা ভুল করে চাই (১ম পবর্)- পড়ে মন্তব্য রেখে এসেছিলাম। সময় করে দেখে নিলে খুশী হবো।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২

ANIKAT KAMAL বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! এর চে‌য়ে চমৎকার লাইন কি হ‌তে পা‌রে!! অপূর্ব ধন্যবাদ ভা‌লো থাক‌বেন প্রত্যাশার চে‌য়ে অার একটু বে‌শি

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! এর চে‌য়ে চমৎকার লাইন কি হ‌তে পা‌রে!! - অনেক ধন্যবাদ। জ্বী, ওটাই কবিতার সার কথা, সার কথাটাই আপনার ভাল লেগেছে।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

রানা আমান বলেছেন: আসলই চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়, খুবই সুন্দর একটি লাইন ।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪

খায়রুল আহসান বলেছেন: কথাটা আপনার ভাল লেগেছে জেনে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা, রানা আমান।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!
+++++
গভীর অনুধাবন...

১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো। এ অনুধাবনটুকু সবার সাথে শেয়ার করার জন্যই এ কবিতা।
আপনারা অনেকেই এর সাথে একমত হচ্ছেন, কথাটা ভাল লেগেছে বলে জানাচ্ছেন, আমারও তা জেনে ভাল লাগছে। মন্তব্য এবং প্লাসে অনেক অনুপ্রাণিত হ'লাম। শুভেচ্ছা জানবেন।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় গুনী কবি,
চোখ নিয়ে কত কথাইতো বলা যায়। যার চোখ নেই সে ছাড়া চোখের মর্ম বোঝা চক্ষুষ্মানদের জন্য কঠিনও বৈকি। আল কুরআনে চোখের কথা এসেছে বিভিন্ন জায়গায়। আশ্চর্যজনক এবং বিষ্ময়কর কথা এসেছে এক স্থানে। আল্লাহ পাক বলেছেন- "ইয়া'লামু খ-য়িনাতাল আ'ইউনি অমা তুখফিচ্ছুদূ-র"। অর্থ- চোখের চাতুরি তিনি বুঝেন এবং তোমরা যা গোপন কর তোমাদের অন্তরে।

আল্লাহ পাকের এই একটি কথা নিয়ে অনেক ভেবেছি। ভেবেছি আর আশ্চর্য হয়েছি। সুবহানাল্লাহ! কত মহান, কত মহিয়ান তিনি।

সুন্দর লেখায় ধন্যবাদ।

ভালো থাকবেন নিরন্তর।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: "ইয়া'লামু খ-য়িনাতাল আ'ইউনি অমা তুখফিচ্ছুদূ-র" - কোন সুরাহর কত নম্বর আয়াতে আছে, তা উল্লেখ করলে এর ব্যাখ্যা অন্বেষণ করতাম।
মন্তব্যে প্রীত হ'লাম, কবিতার প্রশংসায় অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

রিকতা মুখাজীর্র্ বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীনে দেখার কথা টা মনের গভীরেই প্রবেশ করলো...।

১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: মন দিয়ে কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। মন দিয়ে পড়েছেন বলেই কথাটা মনের গভীরেই প্রবেশ করেছে।
মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +++

দুই কবির জন্য শুভকামনা রইল ।
ভালো থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় এবং প্লাসে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

জীবন সাগর বলেছেন: ঠিকই বলেছেন, চোখের সমুদ্র মনের দূরবীন দিয়ে দেখতে হয়। ভালোবাসার গভীরতা ছাড়া সে সমুদ্র দেখা সম্ভব না।

আপনার কবিতাচয়ন দারুণ হয়েছে। কবিতাপাঠে ভালোবাসার গভীরতা খুঁজে পেয়েছি।
শুভেচ্ছা জানবেন

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

খায়রুল আহসান বলেছেন: মন দিয়ে কবিতাটি পড়েছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ। কবিতায় প্লাস দিয়ে গেছেন, অনুপ্রাণিত হ'লাম।
ভালোবাসার গভীরতা ছাড়া সে সমুদ্র দেখা সম্ভব না। - এ কথাটা আমার বক্তব্যেরই পরিপূরক। ধন্যবাদ।

১৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৯

রাতু০১ বলেছেন: শুভকামনা রইল।

১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: আপনি আরো লিখুন। আপনার আরো লেখা পড়তে চাই।
মন্তব্য ও প্লাসের জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো...

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! এই লাইনটাই একটা কবিতা।।

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ওটাই কবিতার ভরকেন্দ্র।
মন্তব্যে অনেক অনুপ্রাণিত হ'লাম, গিয়াস উদ্দিন লিটন। শুভেচ্ছা জানবেন।

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা!!!!

চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!


+++++++

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ! +++++++ পেয়ে অনুপ্রাণিত।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!- তাই তো।

১৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সুমন কর বলেছেন: আমার লেখা ২ লাইন নিয়ে, একটি কবিতা লেখার জন্য প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।

সবার মতো বলছি, শেষ লাইনটি দারুণ হয়েছে। +।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ, সুমন কর। আপনার অল্প গল্পঃ দুই এর প্রথম দুটো লাইন পড়েই এ কবিতাটি আমি মনে মনে খসড়া করে রেখেছিলাম, এবং তা লিখে আমি আপনাকে জানিয়েছিলামও। কবিতার শেষ লাইনটি, যা এ কবিতার সার কথা, আপনার ভাল লেগেছে জেনে প্রীত হলাম। প্লাসে + + এ প্রাণিত।

১৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: সমুদ্রপ্রেমের জয় হোক! সমুদ্র জলের অনুভবে মনে আসুক স্নিগ্ধকর আবেশ, মনের দূরবীন ভাসুক সকল মধুর আমেজ!

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: সমুদ্রপ্রেমের জয় হোক! সমুদ্র জলের অনুভবে মনে আসুক স্নিগ্ধকর আবেশ, মনের দূরবীন ভাসুক সকল মধুর আমেজ! - চমৎকার এই মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ! প্লাসে প্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!
আপনার লেখা জলকাব্য-১৫ এইমাত্র পড়ে এলাম। সুন্দর লিখেছেন!

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৮

এফ.কে আশিক বলেছেন: কবিতার প্রতিটা লাইন‘ই দারুণ লেগেছে.....
মুগ্ধতা... +++

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: এ মুগ্ধতার কথা জানতে পেরে অনুপ্রাণিত হ'লাম। অনেক অনেক ধন্যবাদ।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৩১

সায়েদা সোহেলী বলেছেন: আমার চোখের গভীরে যে জলের প্লাবন... 
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা। 
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!---------

চোখের জলের প্লাবন সবাই দেখতে পায়না,, পেলেও মুল্য দেয়না,,, অথচ তাদের জন্যই যখন তখন প্লাবন হয়,,প্লাবিত হয় মন বারংবার!!

সুন্দর লিখেছেন, স্নিগ্ধ জলকণা র মতো,,,,,

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
আপনিও খুব সুন্দর মন্তব্য করেছেন, "স্নিগ্ধ জলকণারই মতো,,,,,"
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

ডঃ এম এ আলী বলেছেন: চোখের সমুদ্রের এই সুন্দর কবিতায় মুগ্ধ । একে টেনে নিয়ে যাওয়া যায় নিজস্ব ভাল লাগার জগতে কত না বিচিত্রভাবে । বলাইতো যায় আমি আজ ভেজাবো চোখ সমুদ্র জলে, ও সমুদ্র ! কাছে আসো , আমাকে ভালোবাসো
আদরে লুকায়ে রাখো তোমার ওই কালো চোখের সমুদ্রে । এ কবিতায় যদিও বলা হলো আমি তখন কিছুই বলিনি হয়তো কোন দিন বলবোও না, তাই কি হয় ? আসলে তো কারো কারো বলতে ইচ্ছে করতেই পারে আয় ডেও আয় প্রবল ডেও রুদ্র ভৈরবী আয় ছুটে আয়, আজ থেকে আমি আছি তোর চোখের সীমনায় , সন্ধার শেষ আলো যখনই হবে কালো, তখন সাগর পক্ষী উড়ে যাবে স্থলে , তখন তো বলতেই হবে ও সমুদ্র কাছে থাকো , আমাকে ভালবাসো , আদরে লুকিয়ে রাখো তোমার ঐ কালো চোখের গভীরে দেখে নিব তা ভালবাসার আবেশে মনের দুরবীন দিয়ে ।
শুভেচ্ছা রইল

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ কাব্যিক মন্তব্যের জন্য। প্লাস + দিয়ে অনেক প্রেরণা দিয়ে গেলেন। মন্তব্যে ও প্লাসে অনুপ্রাণিত।
আপনার পুরনো পোস্ট- মাত্র ৪ ঘণ্টা ঘুমিয়েও সক্ষম থাকবেন কী ভাবে! পড়ে এলাম।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

জুন বলেছেন: আমিও ড: এম আলীর সাথে যুক্ত করতে চাই "চোখের জলে যদি, হয় ছোট্ট নদী " :)
কবিতায় ভালোলাগা রইলো খায়রুল আহসান।
+

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

খায়রুল আহসান বলেছেন: যেটা যুক্ত করে গেলেন, সেটা কত কিছু মনে করিয়ে দিলো...
"চোখের জলে যদি, হয় ছোট্ট নদী, ভাসিয়ে দিতাম তরী, তোমায় স্মরণ করি" - চোখের জলে যদি, হয় ছোট্ট নদী
প্লাসে (+) অনুপ্রাণিত হ'লাম। অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা!

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৬

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার চোখের গভীরে যে জলের প্লাবন...
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা।
চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়!
----

অস্বাধারণ!! :) অনেক ধন্যবাদ কবিকে!!

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হলাম, প্লাসে প্রাণিত।
শুভেচ্ছা জানবেন।

২৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আজকেও ট্রেন মিসড করছি। আপনার পোষ্টে দেরিতে আসলাম।

আমি কবিতা বেশি একটা ভালো বুঝি না। তাই অনেক সময় কবিতা এড়িয়ে চলি। মাঝে মাঝে সামুতে দু’এক জনের কবিতা পড়ি। শহীদুল ইসলাম প্রামানিক (ছড়া), আর আপনারটা পড়ি।

ভালো লেগেছে;

আমার চোখের গভীরে যে জলের প্লাবন...
তুমি তা কখনো দেখতে পাওনা, পাবেনা।


আসলে এমন করে কখনও ভাবিনি।

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: ট্রেন আর মিসড করলেন কোথায়? উঠেই তো পড়েছেন এবং ওঠার জন্য ধন্যবাদ। কবিতা বেশি একটা ভালো না বুঝলেও আমার কবিতা পড়তে আসেন, এ কথাটা জেনে ভীষণ অনুপ্রাণিত হ'লাম।
কবিতা থেকে উদ্ধৃতির জন্য ধন্যবাদ। আশাকরি নিয়মিতভাবে আসবেন এখন থেকে।

২৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো। ধন্যবাদ ভাই খায়রুল আহসান।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে খুশী হ'লাম।
শুভেচ্ছা জানবেন। গতকাল একটা গল্প লেখার অপচেষ্টা করেছি। সময় পেলে পড়ে আসবেন।

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

রোকসানা লেইস বলেছেন: বেশ তো মিলেমিশে কবিতা!
এই হলো ব্লগের অনুপ্রেরণা
সমুদ্রজল গভীর অনেক
লোনা ঘ্রাণে সজীব সতেজ।
মনের আলোয় চোখ মেলে
দেখো চেয়ে, চোখের জল
শুভেচ্ছা

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

খায়রুল আহসান বলেছেন: সমুদ্রজল গভীর অনেক
লোনা ঘ্রাণে সজীব সতেজ।
মনের আলোয় চোখ মেলে
দেখো চেয়ে, চোখের জল
- খুব সুন্দর লিখেছেন, ভাল লাগলো।
মন্তব্যে প্রীত হ'লাম, অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো...

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

সাহসী সন্তান বলেছেন: আপনার কিছু কিছু কবিতা আমার কাছে বেশ সুন্দর লাগে! শুধু কবিতা না, আপনার অনেক লেখাই ভাল লাগে; এবং যে লেখা গুলো ভাল লাগে আমি সব সময়ের জন্য চেষ্টা করি সেই লেখাটাতে মন্তব্য করার।

কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে, কিছু কিছু বিষয়ে আপনার ব্লগিংটা আমার কাছে ভীষণভাবে বিরক্তিকর লাগে! শুধু আমি না, মনে হয় অনেকের কাছেই লাগে। তবে কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না বলেই আপনি বিষয়টা জানতে পারেন না!

যেমন আমি আপনার বিগত ২০১৬ সালের ৩০ শে ডিসেম্বর তারিখে করা- 'হঠাৎ হাওয়ায় নির্বাপিত' নামক পোস্টে একটা মন্তব্য করেছিলাম (২১ নং মন্তব্য দ্রষ্টব্য)। শুধু আমি না, উক্ত পোস্টে সর্বমোট ২৯টা মন্তব্য পড়েছে।

অথচ আপনি সবগুলো মন্তব্যের উত্তরতো করেনইনি, বরং তারপরে আরো প্রায় ৫টা পোস্ট প্রকাশ করে ফেলেছেন। এটা কেন? একটা কমিউনিটি ব্লগে ব্লগিং-এর অন্যতম শর্ত এবং একজন ব্লগারের অন্যতম দ্বায়িত্বই হল নিজে অন্যের পোস্টে মন্তব্য করা এবং আপনার পোস্টে করা মন্তব্য গুলোরও উত্তর দেওয়া। অথচ আপনি কি সেই দ্বায়িত্বটা সঠিক ভাবে মেনে চলছেন?

আপনি এটা বলবেন না, যে কারো মন্তব্যের উত্তর করা না করাটা আমার ব্যক্তিগত ব্যাপার! হ্যাঁ হতে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার; কিন্তু আমি শুধুমাত্র নিয়মটা বলে দিলাম। আর আপনি যেহেতু একজন অবসর প্রাপ্ত আর্মি অফিসার, সেহেতু নিশ্চই নিয়ম-কানুন গুলো আপনাকে ভাল ভাবে শিখানো লাগবে না?

তাছাড়া আমি দেখেছি, আপনি স্কিপ করেও মন্তব্যের প্রতিউত্তর করেন? আপনি কি জানেন, এটাও একটা বিরক্তিকর লক্ষন? আপনার ব্লগে মন্তব্য করা প্রত্যেকটা ব্যক্তিরই মন্তব্যের প্রতিউত্তর করার জন্য সমান অধিকার থাকা উচিৎ নয় কি? আপনি কারো মন্তব্যের প্রতিউত্তর করবেন, আর কারোরটা করবেন না, এটা সেই প্রতিউত্তর না করা পাব্লিকদের প্রতি কোন ধরনের শিষ্টাচার?

স্কিপ করে মন্তব্যের প্রতিউত্তর আমরাও করি। কিন্তু সেটা কখন? দেখা গেল যে মন্তব্যটা কোন পোস্টের ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে, তখন অন্যগুলো বাদে সেই মন্তব্যটার প্রতিউত্তর করার চেষ্টা করি। অথচ আপনি সম্পূর্ণটাই ভিন্নভাবে প্রতিউত্তর করেন? কেন? আপনি যাদের মন্তব্যের প্রতিউত্তর করছেন তাদের সাথে যাদের মন্তব্যের প্রতিউত্তর করছেন না তাদের মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বুঝিয়ে দিতে পারবেন? নাকি আপনি কেবল আপনার ভাল লাগার মানুষ গুলোর মন্তব্যের প্রতিউত্তর করবেন, আর বাকি গুলো ফেলে রাখবেন?

তাহলে আমরা কি ফ্যালনা নাকি? আপনার পোস্টে কি আমাদের মন্তব্যের কোনই গুরুত্ব নেই? আপনি জানেন, একজন ব্লগার যখন কোন পোস্টে মন্তব্য করে, তখন সেটার ফিডব্যাক পাওয়ার জন্য সেই পোস্টে সে কতবার করে যাতায়াত করে? আপনি নিজে যাদের পুরানো পোস্ট গুলোতে মন্তব্য করেন, তারা যদি সেই মন্তব্যগুলোর উত্তর না প্রদান করতো। তাহলে সেই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগতো একটু বলবেন? আমি নিজে দেখেছি, অনেক সময় আপনি আবার তাদেরকে মনে করিয়ে দেন- 'এক্সকিউজমি. আপনার উমুক পোস্টে একটা মন্তব্য করে আসছি!'

তার মানে নিশ্চই সেটা আপনার কাছে খারাপ লাগে? কিংবা আপনি চান, তারা আপনাকে ফিডব্যাক দিক! তো আপনার পোস্টে যারা মন্তব্য করে তাদের ব্যাপারেও আপনি এরকমটা ভাবতে পারেন না কেন? আপনি দেরি করে প্রতিউত্তর করার একটা যুক্তি দেখান যে- 'আপনার পোস্টে যারা মন্তব্য করে, প্রথমে আপনি তাদের পোস্টে গিয়ে মন্তব্য করে পরবর্তিতে আপনার পোস্টে তাদের মন্তব্যের প্রতিউত্তর করেন!'

যুক্তি ভাল! তবে সেই যুক্তিটা তখনই খাটবে, যখন আপনি যুক্তি মাফিক কাজ করবেন! আপনার সেই পোস্ট প্রকাশের পর আজ প্রায় ১৮ দিন হতে চলল। বলেন তো, আর কতদিন পরে গিয়ে আপনি আমার পোস্টে মন্তব্য করে তারপর আবার আমার মন্তব্যটার প্রতিউত্তর করবেন? কিন্তু আসলেই কি এগুলোর কোন দরকার আছে? আপনার পোস্টে যদি ১০০জন মন্তব্য করে তাহলে আপনি কি পারবেন, সেই ১০০জনের প্রত্যেকের ব্লগে গিয়ে তাদের পোস্টে মন্তব্য করে তারপর আপনার পোস্টে তাদের মন্তব্যের উত্তর দিতে? আর পারলেও সেটা কতদিনে?

তাও মানা যায়, যদি আপনি নতুন পোস্ট প্রকাশ না করতেন! অথচ দেখা যায় আপনি পুরান পোস্টের মন্তব্যের প্রতিউত্তর তো করেনই না, বরং নতুন করে আবারও পোস্ট প্রকাশ করে বসে থাকেন! আপনি ব্লগে নিয়মিত, সুতরাং নিশ্চই বিভিন্ন ব্লগারদের লেখা বা তাদের মন্তব্য দেখে বুঝতে পারছেন; ব্লগাররা এটাকে কতটা বিরক্তিকর বিষয় হিসাবে দেখে থাকে?

আপনি আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। সেদিক বিবেচনা করলে আপনি ব্লগে আমাদের কাছে আদর্শ হয়ে থাকবেন! আপনার মত মানুষদের কাছ থেকেই আমরা নিয়ম-শৃঙ্খলা শিক্ষাগ্রহণ করবো। অথচ আপনি নিজেই যদি এভাবে ব্লগিং করেন, তাহলে আমরা আদৌকি আপনার কাছ থেকে কিছু শিখতে পারবো? নাই বা পারলাম, দরকার নেই আমাদেরকে আপনার শেখানোর। কিন্তু আপনি ব্লগিং-এর ব্যাসিক বিষয় গুলোতো অন্তত মেনে চলবেন নাকি?

অফটপিকে মন্তব্য করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত! আশাকরি আমার কথাগুলোকে আপনি গুরুত্বসহকারে ভেবে দেখবেন! না ভাবলেও অবশ্য কোন সমস্যা নেই। সেটাও আপনার একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে বিষয়টা দেখতে খারাপ লাগে বলেই কথা গুলো বললাম! আশাকরি কিছু মনে করবেন না! আর মনে করলেও আপাতত দুঃখপ্রকাশ করা ছাড়া আমার আর কিছু করার নেই!

ভাল থাকবেন! হ্যাপি ব্লগিং..... !:#P

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: আপনার এ দীর্ঘ মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার লেখাগুলো যারা সময় করে পড়েন, এবং পড়ে মন্তব্য রেখে যান, তারা সবাই আমার খুব প্রিয়। আজ হোক, কাল হোক, অথবা পরশু... সবাই তাদের রেখে যাওয়া মন্তব্যের উত্তর পেয়ে যাবেন ইন শা আল্লাহ!
আমার যে লেখাটা পড়ে মন্তব্য করতে এখানে এলেন, সেটা কেমন লাগলো?? :)

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

সাহসী সন্তান বলেছেন: আপনি সম্ভাবত আমার মন্তব্যটা ভাল ভাবে পড়েননি? পড়লে আর 'সেটা কেমন লাগলো?' এইরকম কিছু জানতে চাইতেন না! কারণ আমি পোস্টে লিংক সহ সেটা উল্লেখ করেছি, এবং গত ৩১শে ডিসেম্বর তারিখে মন্তব্যের মাধ্যমে সেখানেও বলে এসেছিলাম-


আপনার প্রতিউত্তর যে সবাই পেয়ে যাবেন সেটা আমিও জানি? কিন্তু কথা হল, সেটা কতদিনে? তাছাড়া একটা পোস্টের সব গুলো মন্তব্যের প্রতিউত্তর না করে নতুন কোন পোস্ট করার যুক্তিটা কি একটু বলবেন?

এমন তো নয় যে, ব্যস্ততার কারণে আপনি প্রতিউত্তর করতে পারছেন না? আপনি ব্লগে নিয়মিত, এবং বলাচলে বর্তমান সময়ে সব থেকে বেশি এ্যক্টিভদের তালিকাতেও আপনাকে দেখা যায়, তাহলে সেই যখন প্রতিউত্তর করবেন তখন অযথা মন্তব্য ফেলে রাখার আদৌ কি কোন যুক্তি আছে?

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: আমি এটার কথা বলিনি। বলেছি যে কবিতাটায় আপনি এত দীর্ঘ মন্তব্যটা করে গেলেন, সেটার কথা। সেটা সম্বন্ধে তো কিছুই বললেন না, এত দীর্ঘ কথার পরেও?

২৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

সাহসী সন্তান বলেছেন: বলে কোন লাভ নেই দেখেই বলিনি! কারণ ২০১৭ সালের মধ্যে আমার মন্তব্যের ফিডব্যাক পাবো বলে মনে হয় নাই, তাই ব্যাপারটা স্কিপ কইরা গিয়েছিলাম! আমি সাধারণত ফালতু পোস্টগুলো সব সময়ের জন্য এড়িয়ে চলি! সুতরাং আপনার পোস্টে যখন মন্তব্য করেছি তখন আপনার বোঝা উচিৎ ছিল, আপনার লেখা আমার ভাল লাগে বলেই মন্তব্য করেছি!

কবিতা আপনি ভাল লেখেন সেটা সবাই জানে! কিন্তু সেই ভাল লাগাটা তখনই বিরক্তিতে পরিণত হয় যখন তার ফিডব্যাক না পাওয়া যায়! অন্তত শর্টকার্টে ধন্যবাদ জানালেও বোঝা যায়, আপনি আমার ব্যাপারে রেসপন্স দেখিয়েছেন!

এই অভিযোগটা আপনার বিরুদ্ধে নতুন কিছু না, যেটা আপনিও খুব ভাল করেই জানেন! তাহলে আপনার কি উচিৎ ছিল না, একজন জ্ঞানী ব্যক্তি হিসাবে সেই অভিযোগ থেকে বেরিয়ে আসা? অথচ একেরপর এক অভিযোগ থাকার সত্ত্বেও আপনি সেইটা করেই চলেছেন!

এটা ঠিক না! অন্তত ব্লগিং মিথস্ফিয়া ধরে রাখতে গেলে এই ধরনের ব্যাপার গুলো থেকে বেরিয়ে আসাটা জরুরি!

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১১

খায়রুল আহসান বলেছেন: আপনার বিজ্ঞ পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকুন...

২৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দু’জনের টা চলুক, দেখি কোথায় গিয়ে ঠেকে!

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: আশাকরি এতদিনে আপনার ঔৎসুক্যের অবসান হয়েছে।

৩০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

অতৃপ্তচোখ বলেছেন: ঠিকই বলেছেন, চোখের সমুদ্র মনের দূরবীন ছাড়া দেখা সম্ভব না।
অসাধারণ ভালোবাসা বুঝিয়েছেন।
এমন ভালোবাসাই কাম্য। যে ভালোবাসা হৃদয়ে করে বসবাস।
শুভকামনা রইল স্যার ++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: এমন ভালোবাসাই কাম্য। যে ভালোবাসা হৃদয়ে করে বসবাস - ভালবাসার গৃহ হৃদয়।
কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৩:১০

বিলুনী বলেছেন: তুমি একদিন সমুদ্র দেখতে চেয়েছিলে

সে কি এখনো সমুদ্র দেখে নাই
এ কেমন কথা
তার বয়স কত?
নাকি এটা শুধু কবিতার জন্যই বলা
হলেও হতে পারে
কবিদেরতো আর আগ পাছ
চিন্তা করতে হয় না তেমন
শব্দের পিছন
শব্দ জোড়া দিলেই
হয়ে যায় সুন্দর কবিতা ।
কবিতা পড়ে অর্থ না
বুঝলেও ক্ষতি নেই
কিছু বোদ্ধা পাঠক
মন্তব্যের ঘরে তা
বুঝিয়ে দেন সবিস্তারে।
আমার মত সাধারণ পাঠক
কবিতায় না পারলেও
বিজ্ঞ পাঠকের কথায়
তা বুঝে নেই বিলক্ষন।
চলুক এমনতর কবিতা
লিখা, ধন্য হব পাঠে তা
তবে আরো অনেকের মত
এ মন্তব্যের উত্তরটা
স্কিপিং না করলে
কবিতাটির মতই
ভাল লাগবে তা ।
এই কবিতাটি সুন্দর হয়েছে
ভাল লেগেছে বলেই
এত কথা বলা ।
ধন্যবাদ শুভকামনা রইল স্যার ++++++++


২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনার এ দীর্ঘ মন্তব্যের জন্য। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

নতুন নকিব বলেছেন:



"ইয়া'লামু খ-য়িনাতাল আ'ইউনি অমা তুখফিচ্ছুদূ-র" - এটি সূরাহ গাফির (অন্য নাম- সূরাহ মু'মিন) এর ১৯ নম্বর আয়াত।

অবশ্যই দেখে নিবেন। আমি নিশ্চিত, আপনার মত চিন্তাশীলদের এতে ভাববার বিষয় রয়েছে। আরেকটি বিষয় এই সাথে শেয়ার করছি- সূরাহ ক্কিয়ামাহ এর ৪ নং আয়াতটি দেখুন। এখানে মানব শরীরের অতি গুরুত্বপূর্ন একটি অঙ্গ আঙ্গুল সঠিকভাবে সন্নিবেশ করার কথা এসেছে।

আমি ভাবি, এত এত গুরুত্বপূর্ন অঙ্গ রেখে কেন আঙ্গুল সন্নিবেশের কথা আল্লাহ পাক বললেন। বিজ্ঞানের এই চরম বিকাশের পর্যায়ে এসে আমরা যখন দেখি পৃথিবীর সাতশো/ সাড়ে সাতশো কোটি মানুষের প্রত্যেকের আঙ্গুলের রেখা সম্পূর্ন আলাদা। তখন এই প্রশ্নের উত্তর অবলিলায় পেয়ে যাই!

আর তখনই শ্রদ্ধায়, ভক্তিতে, প্রগাঢ় ভালবাসায় অবনত মস্তক আরও নুয়ে আসে তাঁর সকাশে! সিজদায় অবনত হয়ে বলতে ইচ্ছে হয়- কত মহান তিনি! কত সূক্ষ্ম - কত ব্যপ্ত তাঁর অন্তহীন জ্ঞান সরোবর! সুবহানাল্লাহ্। সুবহানাল্লাহি বিহামদিহী সুবহানাল্লাহিল আজীম।

অনেক কথা বলে ফেললাম। ক্ষমা করবেন।

শুভকামনা নিরন্তর।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। চিন্তার বিষয়। আল্লাহ আমাদেরকে সঠিক এবং উপকারী জ্ঞান দান করুন!

৩৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: চোখের সমুদ্র মনের দুরবীন দিয়ে দেখতে হয়! - আমার কবিতার এ শেষ চরণটি অনেক পাঠকের কাছে সমাদৃত হয়েছে দেখে ভীষণ অনুপ্রাণিত বোধ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.