নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অণু কবিতাঃ কবি ও কবিতা

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৮

সে বলেছিল, সে কবি হতে চায়।
তুমি বলেছিলে, অন্তরে তুমি চাও
তার কবিতা হতে, চরণে চরণে।
সে কবি হয়েছিলো তোমার কারণে।

ঢাকা
১৪ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৬

জাহিদ অনিক বলেছেন: দারুন বলেছেন খায়রুল ভাই ।
যার জন্য কবি হলেন সেইই তো নেই !!!

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: সে না থেকেও তাকে কবি বানিয়েছে, এটাই তো তার সাফল্য!
মন্তব্যের জন্য ধন্যবাদ, জাহিদ অনিক। প্রথম প্লাসটা প্রেরণা রেখে গেল।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৯

অন্তু নীল বলেছেন:
"সে কবি হয়েছিলো তোমার কারণে।"

শেষ চরণে এটাই আশা করা যায়। চরণ সংখ্যা ১০০ হলেও.।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৭

খায়রুল আহসান বলেছেন: ঠিক বলেছেন, অন্তু নীল। এটাই মনে হয় সব কথার শেষ কথা।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:



আজকাল কবিতাগুলি আকারে ছোট, বাণীতে বৃহৎ; ক্রমেই সাহিত্যও পদার্থবিদ্যার মত শক্তিশালী বিষয়ে পরিণত হচ্ছে।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

খায়রুল আহসান বলেছেন: এখানে দু'জন মানব মানবীর সুন্দরতম সময়ের কথা বলা হয়েছে। তাদের সুন্দরতম সময়ে একজন চেয়েছিলেন কবি হতে, আরেকজন তার কবিতা হতে। ছোট গল্প, অনু কবিতা।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার মন্তব্যগুলো এখন প্রায়ই খুব ইন্টারেস্তিং হয়ে থাকে।
ভাল থাকুন, শুভরাত্রি!

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৬

জাহিদ অনিক বলেছেন: হা হা হা ধন্যবাদ খায়রুল ভাই ।


চাঁদগাজী ভাই ইদানিং ফিজিক্স নিয়ে ভালই ফান্ডা দিচ্ছেন B-)
আমারো একটু বলতে ইচ্ছা করতেছে,


বিজ্ঞান কি বলতে চায় ?
বিজ্ঞান আসলে প্রেমের কথাই বলতে চায়,
সে চায় তাঁর প্রেমিকা (পৃথিবী) বেঁচে থাকুক,
ভাল থাকুক তাঁর বাচ্চাকাচ্চা (আমরা)।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও বিজ্ঞান একে অপরের পরিপূরক। এদের মাঝে কোন সংঘাত নেই।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৮

পুলহ বলেছেন: ১ নং মন্তব্য ও প্রতি-মন্তব্য দু'টোই দারুণ। ভালো লাগলো !
তারাশংকরের নিতাই এমন ছোট ছোট কবিতা/গান বাধতো...
শুভকামনা !

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতায় আসার জন্য ধন্যবাদ, পুলহ। ১ নং মন্তব্য ও প্রতি-মন্তব্যের প্রশংসায় প্রীত হ'লাম।
তারাশংকরের নিতাই এর উল্লেখে আলোচনাটা আরো সমৃদ্ধ হলো।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


@জাহিদ অনিক ,
বিজ্ঞান হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ, অসীম সৌন্দয্যের কাহিনী, সবচেয়ে বড় সাহিত্য ভান্ডার।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩

খায়রুল আহসান বলেছেন: কথাটা দারুণ বলেছেন! চমৎকার!

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

জাহিদ অনিক বলেছেন: সেটাই

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

খায়রুল আহসান বলেছেন: রাইট!

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:০০

ডঃ এম এ আলী বলেছেন: দারুন কবিতা
দুজন মানব মানবির সুস্দরতম সময়ের কথা
অনুকাব্যে লিখা অমর কবিতাখানি
অাবাস পেল বক্ষপাজরে
অামার ক্ষুদ্র অস্তিত্ব অার
চোখমেলা স্বপ্নালোকের
সুকোমল অনুভূতিতে ।

ধন্যবাদ সুপ্রিয় কবি
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: অনুকাব্যে লিখা অমর কবিতাখানি অাবাস পেল বক্ষপাজরে - সত্যিই, আপনার এ উদার মূল্যায়নে আমি অভিভূত হ'লাম। প্লাসে অনুপ্রা্ণিত হ'লাম। আর, মাত্র চারটি চরণের এ কবিতাটি ধন্য হলো।
অশেষ ধন্যবাদ এবং হার্দিক শুভেচ্ছা, ডঃ এম এ আলী। ভাল থাকুন সবসময়।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪১

অতৃপ্তচোখ বলেছেন: অল্পতেই অনেক কথা বলে গেলেন কবি. ...
যার কারণে কবি তাকে আন্তরিক অভিবাদন জানাই।
শুভকামনা স্যার

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

খায়রুল আহসান বলেছেন: যার কারণে কবি তাকে আন্তরিক অভিবাদন জানাই - সকল কবির কবি হওয়ার পেছনে কেউ না কেউ থাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ, অতৃপ্তচোখ। প্রীত হ'লাম।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

সুমন কর বলেছেন: ভালোই লাগল।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ। অনু কবিতাটি উৎরে গেছে জেনে প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর অনু কবিতা

১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ++++
সে কবি হয়েছিলো তোমার কারণে।

অনু কবিতা তবে গভীর বহিঃপ্রকাশ

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। প্লাসে অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন:
বাস্তবিক কবিতায় ধ্রুব সত্যতার ধ্রুপদী ছন্দ!

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

খায়রুল আহসান বলেছেন: ধ্রুপদী মন্তব্যে অত্যন্ত প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা!!!

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২৯

ভাবুক কবি বলেছেন: কবি হওয়াটা মনের ব্যাপার মাত্র

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬

খায়রুল আহসান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, প্রীত হ'লাম।
শুভেচ্ছা...

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৪

সাহসী সন্তান বলেছেন: কবিতা লিখতে গেলে সাধারণত অনুপ্রেরণার প্রয়োজন হয়! আর এই অনুপ্রেরণাটা যে কারো কাছ থেকেই আসতে পারে! পথ চলতি কোন অচেনা মানুষও অনেক সময় মনের অজান্তে সেই অনুপ্রেরণারও একজন অংশিদার হয়ে বসে!

আমার কাছে মনে হয়, কবির কবিতা আসলে মূল ফ্যাক্ট নয়! এখানে মূল ফ্যাক্ট হল, কবি যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতে পারা! সামান্য চার লাইনের কবিতা, অথচ এটার তর্জমা করলে হয়তো চারহাজার লাইনেরও একটা মহাকাব্য হয়ে যেতে পারে!

কবিতায় ভাল লাগা রইলো! শুভ কামনা জানবেন!

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০

খায়রুল আহসান বলেছেন: আপনার সুবিবেচিত মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। কবিতায় ভাল লাগা (+) প্রকাশ করায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
লেখার কথাগুলো অল্প কিন্তু তা অনেক ব্যখ্যা যোগ্য......
শব্দ চাষ করলেই ভাষা হয় না, তেমনি অনেক কবিতাও কবিতা না ......

ভালো লাগলো ।
ভালো থাকুন।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

খায়রুল আহসান বলেছেন: শব্দ চাষ করলেই ভাষা হয় না, তেমনি অনেক কবিতাও কবিতা না - তবে এটা কি কবিতা হয়েছে, বা অন্ততঃ "অনু কবিতা"?
কবিতা ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৩

শাহরিয়ার কবীর বলেছেন:
এ অণু কবিতায়, কবি ও কবিতা নিয়ে লেখা ,,,,,,,,,,,,,,
অনেক কিছু লুকিয়ে আছে ......... B-)
থাক আর কিছু বলতে চাচ্ছি না B-) =p~


১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫২

খায়রুল আহসান বলেছেন: আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ।

১৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ! চমৎকার অনুকাব্য!

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৩

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, গিয়াস উদ্দিন লিটন। কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন: ভালোলাগা রেখে গেলাম!:)

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, বিলিয়ার রহমান। মন্তব্যে প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

জীবন সাগর বলেছেন: খুব সুন্দর অনুকাব্য।
কবি হতে করো প্রেরণা তো অবশ্যই থাকতে হয়। সুখ কিংবা দুঃখ।

অল্পতেই অনেক কথা বলে দিয়েছেন। ভাল লাগা রেখে গেলাম

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

খায়রুল আহসান বলেছেন: সময় করে অনুকাব্যটি পড়ার জন্য অনেক ধন্যবাদ, জীবন সাগর।
মন্তব্যে অনুপ্রাণিত হ'লাম, শুভেচ্ছা জানবেন।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসার অনু কবিতায় পরমানু ভালোলাগা :D

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

খায়রুল আহসান বলেছেন: পরমানু ভালোলাগার জন্য অনেক ধন্যবাদ। :)
ভাল থাকুন, শুভেচ্ছা...

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার ফুল, অনেক ধন্যবাদ!

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্যিক উক্তি। অল্পের মধ্যে অনেক কথা বলে গেছেন।

ভালো লাগলো ছোট কবিতার বিশালত্ব।
শুভকামনা রইল কবির প্রতি।

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, এ ছোট কবিতার এতটা বড় প্রশংসা করার জন্য। প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
আপনার একেবারে প্রথম পোস্টটাতেও একটা মন্তব্য রেখে এসেছি। আশাকরি, সময় করে দেখে নেবেন।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

শায়মা বলেছেন: আরে এই কবিতার ইংলিশটাতো আমি জানি!!!!!!!!!!!!!!!!!!!!!


মানে লিখতে পারি......

হা হা হা ভাইয়ামনি!!!!!!!!!!!!!!


একটা গানও আছে

তুমি যে আমার কবিতা

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: এই গানটা আমার সেদিনও যেমন ভাল লাগেনি, আজও লাগে না। সেই আমলের "আবির্ভাব" ছবির গানগুলো অবশ্য খুব ভাল লাগতো। যেমন এইটা (ছবিতে অবশ্য রাজ্জাকের মাথা নাড়াচাড়াটা একটু দৃষ্টিকটুভাবে বেশীই ছিল)--
আমি নিজের মনে নিজেই যেন

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬

মৌমুমু বলেছেন: খুবই সুন্দর। চমৎকার লেগেছে।
মাত্র চারটি লাইন কিন্ত ভালোলাগা একরাশ!
ভালো থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, ছোট্ট এ চতুর্পদীর প্রশংসায় প্রীত ও অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

বাবা ভাউয়ালী বলেছেন: তুমি বলেছিলে, অন্তরে তুমি চাও
তার কবিতা হতে, চরণে চরণে।




অসাধারণ

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৪

খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ এ অনু কবিতাটা পড়ার জন্য। মন্তব্যে প্রীত হ'লাম, প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা রইলো...

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার বলেছেন কবি ভাই। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: কবিতা পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীত হ'লাম।

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৬

শামীম সরদার নিশু বলেছেন: কবিরা আজ অবহেলিত, তবুও কবিরা বেচে রবে কবিতাকে নিয়ে।
শুভকামনা রইল আপনার জন্য।

আমার প্রোফাইল থেকে ঘুড়ে আসবেন। আমি সামুতে নতুন।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: আপনার একটা লেখা পড়ে সামুতে আপনাকে ইতোমধ্যে স্বাগতম জানিয়ে এসেছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রীত হ'লাম।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

আনিসা নাসরীন বলেছেন: "সে কবি হয়েছিলো তোমার কারণে" - খুব ভালো লাগলো।

অনেক ভালো লাগা রইলো।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

খায়রুল আহসান বলেছেন: উদ্ধৃতির জন্য ধন্যবাদ। ভাল লেগেছে জেনে প্রীত হ'লাম। শুভেচ্ছা রইলো...

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

গেম চেঞ্জার বলেছেন: অণুকবিতা পড়তে ভাল লাগছিল। পরে বিজ্ঞানের সাথে কবিতার প্রসংগ আসায় অবাক হলাম!

হাঃ হাঃ হাঃ

একই উৎস বিবেচনা করলে কবিতা ও বিজ্ঞান নিয়ে ভেদ করব না তবে আমার মতে কবিতা ও বিজ্ঞান পরস্পরের পরিপূরক/সম্পর্কযুক্ত নয় মোটেও। বিজ্ঞান যেখানে শেষ তার পর থেকেই কবিতার শুরু বলে বোধ করি আমি!!

শুভকামনা রইল কবি! :)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

খায়রুল আহসান বলেছেন: বিজ্ঞান যেখানে শেষ তার পর থেকেই কবিতার শুরু বলে বোধ করি আমি!!- হতে পারে, যেমন হতে পারে- কবিতার যেখানে শেষ তার পর থেকেই বিজ্ঞানের শুরু।
অনু কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। মন্তব্যে প্রীতও অনুপ্রাণিত।

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
ওমা এত্তো সুন্দর কবিতা!

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, অনুপ্রাণিত হ'লাম।

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এতো কম কথায় কবিতা লেখেন, এইটাতো ঠিকনা।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

খায়রুল আহসান বলেছেন: কম কথা বলেই তো কবিতা নয়, অনু কবিতা। যার ছবি দিয়েছেন, উনি অবশ্য বেশী কথা বলার জন্য বিখ্যাত।

৩৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
কিন্তু আপনি কবি হলেন কোন কারণে?

২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: কবি তো এখনো হই নি।

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

অতৃপ্তচোখ বলেছেন: কৃতজ্ঞতা জানিয়ে গেলাম স্যার।


আমার কবিতার ভুল গুলো এডিট করে নিয়েছি।
শুভকামনা আপনার জন্য।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।
শুভেচ্ছা রইলো...

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। ছোট হলেও কিন্তু তা ছোট নয়। অনেক কথাই বলে গেল ছোট্ট কয়েকটি লাইন। প্রতিটি কবিরই কবি হয়ে উঠার পেছনের একটা গল্প থাকে। ঠিক তেমনি প্রতিটি কবিতার পেছনেও একটি গল্প থাকে। প্রতিটি কবিরই অণুপ্রেরণার একজন উৎস থাকে। তেমনটি হতে পারাও সৌভাগ্যের। খুব ভাল লেগেছে +++++++

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ সুন্দর উপলব্ধি এবং বিশ্লেষণে আমার অণু কবিতাটি সমৃদ্ধ হলো। ভাল লাগার কথাটি জানিয়ে যাবার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভেচ্ছা জানবেন।

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

অরুনি মায়া অনু বলেছেন: কবিতাটি প্রিয়তে না নিলেই নয়। তাই নিয়ে গেলাম।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

খায়রুল আহসান বলেছেন: আমার এ চারটে পংক্তিকে অনেক সম্মানিত করে গেলেন, অরুনি মায়া অনু। যুগপৎ বিমুগ্ধ ও অনুপ্রাণিত।
আন্তরিক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.