নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

খায়রুল আহসান

অবসরে আছি। কিছু কিছু লেখালেখির মাধ্যমে অবসর জীবনটাকে উপভোগ করার চেষ্টা করছি। কিছু সমাজকল্যানমূলক কর্মকান্ডেও জড়িত আছি। মাঝে মাঝে এদিক সেদিকে ভ্রমণেও বের হই। জীবনে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করিনি, এখন তো করার প্রশ্নই আসে না। জীবন যা দিয়েছে, তার জন্য স্রষ্টার কাছে ভক্তিভরে কৃতজ্ঞতা জানাই। যা কিছু চেয়েও পাইনি, এখন বুঝি, তা পাবার কথা ছিলনা। তাই না পাওয়ার কোন বেদনা নেই।

খায়রুল আহসান › বিস্তারিত পোস্টঃ

অণু কবিতাঃ সর্ষে ক্ষেত

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৫

তুমি আমার হাতে হাত রাখলেই,
বুকে আমার পিয়ানো বেজে ওঠে!
তুমি আমার চোখে চোখ রাখলেই,
চোখ আমার সর্ষে ক্ষেত হয়ে যায়!


ঢাকা
২৫ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনার পদ্যগুলো আকারে ছোট হচ্ছে, ওজনে বাড়ছে; আপনি কি এক্সপেরিমেন্ট করছেন?

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

খায়রুল আহসান বলেছেন: আমি পাঠকের কাছে সহজবোধ্য থাকতে চাই। সার্বজনীন আবেগ অনুভূতি আমার কবিতার মূল উপজীব্য।
একজন বিজ্ঞ লোকের কাছ থেকে এ অণু কবিতাটি প্রথম মন্তব্য পেলো, ধন্য হলো।
অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪০

খায়রুজ্জামান সাদেক বলেছেন: চমৎকার লাগল

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
প্রশংসায় প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১

বিলিয়ার রহমান বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল ভাই!:)

অনু কবিতা পাঠের পর আমার কেন যেন খুব হাসি পেল!:):):)

আমি কি ওজন বুঝতে পারিনি নাকি আপনি নিজেও আমাদের হাসাতে চেয়েছেন!:)


লাইক!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভাবলেই তো কত কিছু ভাবা যায়! যেমনঃ প্রথম দু'লাইন প্রণয়ের সূচনা, পরের দু'লাইন সমাপ্তি!
মানুষ কখন চোখে সর্ষে ফুল দেখে?
কিংবা, সঙ্গীতের মূর্ছনায় শুরু, বর্ণিল শস্যপ্রান্তরে শেষ!
পাঠকেরা তাদের নিজের মত করে ভাবতে থাকুন। কবির ভাবনাকেই জড়িয়ে থাকতে হবে, এমন কোন কথা নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ, প্লাসে প্রাণিত!

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আজ আমায় হাসির রোগে ধরেছে তাই ঝারি খেলেও হাসি পাচ্ছে!:)

সো আমিই ওজন বুঝতে ভুল করেছি ভাইয়া!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: সুস্বাস্থ্যের জন্য হাসি আবশ্যকীয়। হাসতে পারাটা একটা বড় গুণ! :)

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

নতুন নকিব বলেছেন:



হাসি লুকিয়ে থাকার মত কিছু উপাদান কোন কোন পাঠকের জন্য এখানে থাকতেই পারে। শুনুন, পাঁজরে হাত রাখলে এমনিতেই সুড়সুড়ি লাগে। তো, হাসি পাবে না তখন কি কান্না আসবে?

ভাল থাকবেন নিরন্তর।

২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: ভাল বলেছেন। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

সুমন কর বলেছেন: মজার।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২১

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, প্রীত হ'লাম।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

বিলিয়ার রহমান বলেছেন: হাসতে পারাটা একটা বড় গুণ!

তাহলে একটু বেশি করেই হেসে গেলাম!:):):):):):):):):):)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪

খায়রুল আহসান বলেছেন: এমন প্রাণবন্ত হাসির জন্য আন্তরিক ধন্যবাদ!

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯

ধ্রুবক আলো বলেছেন: চার লাইনের কাব্য, কিন্তু খুব ভার আকার
বেশ চমৎকার লেখা, খুব ভালো লাগলো,,

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার প্রশংসায় অত্যন্ত প্রীত হলাম। প্লাসে অনুপ্রাণিত।
ধন্যবাদ ও শুভেচ্ছা!

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

ভাবুক কবি বলেছেন: হাসির কিছুই পেলাম :) :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: হাসির কিছুই পেলেন না, নাকি পেলেন?
লেখার ভাষাটা থেকে ঠিকমত বুঝলাম না।

১০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩

সাদা মনের মানুষ বলেছেন: কয়েকদিন আগে দেখে এলাম সর্ষে ক্ষেত, ওখানেই হয়তো আপনার কবিতাটাও কোথাও ছিল :D

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: হা হা হা, তা থাকতেও পারে!
মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা!

১১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

সাদা মনের মানুষ বলেছেন:

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

খায়রুল আহসান বলেছেন: চা টা ঠান্ডা হয়ে গেছে!

১২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

ভ্রমরের ডানা বলেছেন:
তুমি আমার পাঁজরে হাত রাখলেই,
বুকে আমার পিয়ানো বেজে ওঠে!
- টুংটাং আওয়াজ কানে ভেসে আসছে! কবিতাটি রোমান্স জাগানিয়া!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতাটি রোমান্স জাগানিয়া! - মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্যে প্রীত হ'লাম। প্লাসে অনুপ্রাণিত।
শুভেচ্ছা...

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোট্ট, কিন্তু খুব সুন্দর। এক সাথে আরো কয়েকটি অণুকবিতা জুড়ে দেয়া যায় কিন্তু।

শুভেচ্ছা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

খায়রুল আহসান বলেছেন: আগামীতে তাই করবো। সাজেশনের জন্য অনেক ধন্যবাদ।
অণু কবিতার প্রশংসায় অনুপ্রাণিত হ'লাম।
শুভেচ্ছা জানবেন।

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৫

অরুনি মায়া অনু বলেছেন: মনে হল সদ্য প্রেমে পড়া এক কিশোর তার প্রেমিকার উদ্দেশ্যে লিখেছে :)
অণু কবিতা ভাল লেগেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: :) :) বেশ বলেছেন!
মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন।

১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:১৮

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রতিক সময়ে, আপনি আপনার পাঠকদের সাথে তাল মিলাতে পারছেন না, আপনাকে স্লো মনে হচ্ছে; সবকিছু ঠিক আছে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন। একটু স্লো হয়ে গেছি। হয়তো এর একটা কারণ, লেখাও যেমন বেশী দিচ্ছি, পাঠক সংখ্যাও (মন্তব্যকারী) একটু বেড়েছে। তাই পাঠকদের সাথে তাল মিলাতে একটু পিছিয়ে পড়ছি। আশাকরি সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যেই।
বাকী সব কিছু ঠিক ঠাকই আছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭

ডঃ এম এ আলী বলেছেন: কবিতাটির অবয়ব ছোট তবে ভাবনাটি কিন্তু এত ছোট নয় বলেই মনে হল । অনেক কিছুই তো ভাবা যায় কবিতাটি নিয়ে যেমন প্রথম দুটো চরনে মনে হল একটি প্রনয়ের সুচনা ও পরের দুই চরনে সমাপন, কবিতাটি নিয়ে এই ভাবনাটা স্বাভাবিক মনে হলেও এর রয়েছে বিশাল ব্যপ্তি । ভাবের জগতে শব্দের সুচারু বিন্যাসে কবিতারা অনেক সময় পাখা মেলে খেয়ালী মনের আয়োজনে। একথা বলার অপেক্ষা রাখে না যে কবিতা একজন কবির খেয়ালী মনের আয়োজন। তার এই খেয়ালী মনের আঙিনায় মূর্ত হয়ে উঠে জীবন-প্রকৃতি-প্রেম-ভালোবাসা-আরাধনা ইত্যাদি সবকিছু। কখনওবা মানুষে মানুষে সম্পর্কের বাতাবরণ। একজনের কাছে কবিতাটি হয়ে উঠে হতাশা-ব্যর্থতা-হৃদয়ের মর্মপীড়নের স্বচ্ছ আয়না। মনের না বলতে পারা কথাগুলো কবিতায় অতি সহজেই বলা যায়।

বাস্তব জগতের সাথে ভাবের জগতের যে একটা সুষ্পষ্ট দূরত্ব আছে এটা তো অস্বীকার করার উপায় নেই। বাস্তব জগতের হিংসা-দ্বেষ-দুঃখ-যাতনা-পাওয়া-না পাওয়ার দ্বন্ধ, ইত্যাকার সমস্ত দুর্বিপাক থেকে মানুষকে মুক্তি দেয় কবিতা অর্থাৎ ভাবের জগত। তাই কবিতার জগতে অবগাহন মাত্রই যে কেউ খোঁজে পায় বাস্তব জগত বিবর্জিত নির্মোহ ভাবালুতা। এই ছোট্ট কবিতাটি পাঠে সে ধরণের একটি ভাবালুতাই তো পেয়ে বসে ।

এখন একটি কথা বলা যায় এই কবিতাটির ব্যপ্তি বা আকৃতিতে আমি কতদুর কৃপ্ত ? এর উত্তর একদম সহজ। কবিতার ব্যাপ্তিকে কোন নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ করা যায় না। এক্ষেত্রে কবিতার আকার কোন বিবেচ্য বিষয় নয়। যেমন, জল পড়ে/পাতা নড়ে। কবিতার এই দুটি লাইনের ব্যাখ্যা যদি কেউ দাঁড় করায় তাহলে সেটা এর দৃশ্যমান পরিধিকে ছাড়িয়ে যাবে বহুদূর। তাই আমার কাছে মনে হল এই কবিতাটি যতটুকু না পড়ার, তার চেয়ে বেশী এর অর্ন্তনিহিত গভীরতাকে খোঁজে বের করার। এখানেই ফুটে উঠেছে কবির কবিত্বশক্তি আর শব্দ বিন্যাসের কারিশমা। এই যেমন, তুমি আমার পাঁজরে হাত রাখলেই,বুকে আমার পিয়ানো বেজে ওঠে! তুমি আমার চোখে চোখ রাখলেই,আমার চোখ সর্ষে ক্ষেত হয়ে যায়! কবিতার এই টুকু পাঠই যথেস্ট , কবিতাটি এইটুকু পাঠেই বুঝা যায় আমার একটি কবিতা পাঠের প্রয়োজন মিটে গেছে । একটি কবিতা হতে আমার মনে যে ভাবালুতা আসা প্রয়োজন ছিল তা পেয়ে গেছি এই কবিতার চারটি চরণেই , তাই বলা যায় আমি তৃপ্ত পরম তৃপ্ত এই অনুকাব্য পাঠে । আকারের ব্যাপকতার চেয়ে অর্ন্তনিহিত ব্যাপকতাটিই এই কবিতার মুল শক্তি বলেই আমি মনে করি। কবিতার অর্ন্তনিহিত ব্যাপকতা আর বাইরের ব্যাপকতা মিলেমিশে মনে হলো হয়ে গেছে একাকার।

অনেক অনেক ধন্যবাদ এই ছোট্ট সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮

খায়রুল আহসান বলেছেন: মনের না বলতে পারা কথাগুলো কবিতায় অতি সহজেই বলা যায়। - এটা একটা খাটি সত্য কথা বলেছেন, ডঃ আলী।
কবিতার জগতে অবগাহন মাত্রই যে কেউ খোঁজে পায় বাস্তব জগত বিবর্জিত নির্মোহ ভাবালুতা - এ কথাটাও ঠিক বলেছেন।
আকারের ব্যাপকতার চেয়ে অর্ন্তনিহিত ব্যাপকতাটিই এই কবিতার মুল শক্তি বলেই আমি মনে করি। - অনেক ধন্যবাদ এই সুন্দর মন্তব্যটির জন্য।
ভাল থাকুন, শুভেচ্ছা রইলো...

১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৭

পিয়াস মাহমুদ জিসান বলেছেন: বিষমেশানো মধু, তবুও নিলাম।
প্রিয়তমা দিয়েছে।
প্রিয়তমা?
হুম, কবিতা।

ভালবাসা রইলো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

খায়রুল আহসান বলেছেন: আমার কোন কবিতায় আপনি এই বুঝি প্রথম এলেন। আমার লেখায় আপনাকে সুস্বাগতম!
মন্তব্যে প্রীত হ'লাম। ধন্যবাদ ও শুভেচ্ছা!

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৩

কালীদাস বলেছেন: লাস্টের লাইনটা প্রথমে চোখে পড়েছিল, হো হো করে হেসে ফেলেছিলাম। পরে পুরোটা পড়ার পর ব্যাপক গম্ভীর হয়ে গেলাম, কারণ আমার নিজের কাব্যচর্চার কথা মনে পড়ে গিয়েছিল :|

অফটপিক: আমি খুবই লজ্জিত আমার সবচেয়ে প্রিয় হার্ড রকের পোস্টে আপনার কমেন্টের রিপ্লাই দিতে দেরি হওয়ায়। আজকে মাত্রই দেখলাম কমেন্টটা। আমি তিন বছরের উপর হয় ব্লগে পোস্ট করিনা, আর সামহ্যোয়ারইনে কোন একটা সমস্যার কারণে এর আগের পোস্টগুলোতে কেউ কমেন্ট করলে কোন নোটিফিকেশন দেখায় না আমাকে। আমার পুরান কোন পোস্টে কমেন্ট করলে কাইন্ডলি আমার লাস্ট পোস্টে একবার নক করবেন, পুরান পোস্ট কখনই দেখা হয় না এমনিতে।

শুভরাত্রি :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

খায়রুল আহসান বলেছেন: কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয়েছে, এটা কোন ব্যাপার নয়।
কারণ আমার নিজের কাব্যচর্চার কথা মনে পড়ে গিয়েছিল - তা একটু আধটু শেয়ার করুন না সে সব কথা!
আমার পুরান কোন পোস্টে কমেন্ট করলে কাইন্ডলি আমার লাস্ট পোস্টে একবার নক করবেন, পুরান পোস্ট কখনই দেখা হয় না এমনিতে। -- আচ্ছা, আমি সাধারণতঃ তাই করে থাকি। আপনার ক্ষেত্রে হয়তো কথাটা ভুলে গিয়েছিলাম।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সর্বশেষ প্লাসটি আপনার কাছ থেকে পেয়ে প্রাণিত হলাম।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

কালীদাস বলেছেন: সবার ভালর জন্যই আমার কাব্য প্রতিভার কোন ট্রেস রাখিনা ব্লগে। একটা লিংক রেখে গেলাম, নিজ দ্বায়িত্বে দেখবেন, পরে গালি দেবেন না যেন :| Click This Link

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: আপনার ফান পোস্ট পড়ে এলাম। চমৎকার ফান, পোস্টে এবং কমেন্টসগুলোতে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.